নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”-২

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬


উৎসর্গ= কি করি আজ ভেবে না পাই, গিয়াস লিটন
শহীদুল ইসলাম প্রামানিক

লেগেছে ভাই প্রতিযোগীতা
পাল্টাপাল্টি ছড়া
ছড়ায় ছড়ায় যাচ্ছে ভরে
বিশাল বড় ধরা।

ইটের বড়া, পাটকেল সেমাই
ভরে মুড়ির টিনে
পিঁপড়ার পিঠে পাঠিয়ে দিচ্ছে
সামনে ঈদের দিনে।

খাবার তো ভাই মন্দ নয়রে
অনেক খাবার তাজা
সাথে দিচ্ছে কেউবা আবার
আস্ত ব্যাঙের ভাজা।

ব্যাঙ ভাজাটা খুবই মজা
কি আর বলবো ভাই
শায়মা আপুর ইটের বড়া
তুলনা তার নাই।

পাল্টাপাল্টি ছড়ায় যখন
চলছে খাওয়ার কথা
আমার তখন পড়ল মনে
ছোট্ট কালের কথা।

ছোট্টকালে সব বালকে
যে স্বপ্নটি দেখতো
বড় হলে সেই স্বপ্নটি
কেউ কি কভু লেখতো?

ছোট্টকালে খেলতো সবাই
বাঁশ বাগানের তলে
খেলার ফাঁকে মুত্র ত্যাগে
ভাসিয়ে দিত জলে।

রাত্রীকালে ঘুমের ভিতর
সেই স্বপ্নটি দেখে
ঠান্ডা লেগে কোঁকড়া হয়ে
থাকতো শুয়ে বেঁকে।

বাপ মায়েরা ঠান্ডা পেয়ে
করতো আহা কি যে
হাতিয়ে দেখে বিছনা বালিশ
অর্ধেক গেছে ভিজে।

বাপে দিত চর থাপ্পর আর
মায়ে বলতো আহা!
শীতের রাতে মায়ের কষ্ট
ভোলা যায় কি তাহা!!

এই স্বপ্নটি কে দেখেন নাই
হাত উঠান তো দেখি
ছড়ার আড্ডায় তার কথাটাই
সবার আগে লেখি।

জামগড়া, আশুলিয়া
রাত ৮টা ৪৪ মিনিট
২০-০৯-২০১৫ইং

(ছবি নেট)

মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

সুমন কর বলেছেন: ছোট্টকালে খেলতো সবাই
বাঁশ বাগানের তলে
খেলার ফাঁকে মুত্র ত্যাগে
ভাসিয়ে দিত জলে।


চলুক ছড়ার ঝড়
আমরা দেখবো স্বপ্ন...........

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

চ্যাং বলেছেন: এই কি হইলো লে ভাই । খালি ছলার ছলাছলি । বাচ্চাগো মতন । হেঃ হেঃ । আলেকটা সিন্ডিকেট দেখছি । নাম উৎসগ্গ কলিয়া ।

হায় হায় । আমরা আম বলগাললা কই যামু <

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: চ্যাং ভাই চিন্তা কইরেন না। আপনি আমার দলে আছেন। ধন্যবাদ

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

শায়মা বলেছেন: আবার তুমি বাদ দিয়েছো আমার মত ছড়াকার!!!!!!! X((

এবার তোমার রক্ষা নাই আর চ্যাং ভাইয়া আছে এবার!!!!!!!!!:)

চ্যাং ভাইয়ার বাড়ি নাকি চিনার দেশে চ্যাং চুং
রাগলে ভাইয়া আছাড় মারে ব্রুসলী ভাইয়ারে দেয় ফুন!:)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: ইটের বড়া, পাটকেল সেমাই
ভরে মুড়ির টিনে
পিঁপড়ার পিঠে পাঠিয়ে দিচ্ছে
সামনে ঈদের দিনে।

খাবার তো ভাই মন্দ নয়রে
অনেক খাবার তাজা
সাথে দিচ্ছে কেউবা আবার
আস্ত ব্যাঙের ভাজা।

ব্যাঙ ভাজাটা খুবই মজা
কি আর বলবো ভাই
শায়মা আপুর ইটের বড়া
তুলনা তার নাই।

আছাড় মারতে হবে না, ইটের বড়া খুব ভাল হয়েছো ছড়ার মাঝে প্রশংসা করেছি। ধন্যবাদ বোন শায়মা।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রামানিক ভাইয়ের ছড়া মন মুগ্ধ করা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। শুভেচ্ছা রইল।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । মজা লেগেছে ছড়ায় ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:

ছড়ার যুদ্ধ ভালোই হচ্ছে।

শিশুকালে বিছানা ভিজাচ্ছে, ওকে; বয়সকালে কে কে ভিজাচ্ছে?

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: শিশুকালে বিছানা ভিজিয়েছে সেটাই তো কেউ স্বীকার যায় না।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

এস কাজী বলেছেন: এহেরে প্রামানিক ভাই কোবতে সেই লেভেলের হয়ছে। কিন্তু সায়মা আপু ইটের বড়া কবে বানাইল? আমরা পাইলাম না কেন? হয়ব না, চলবেনা। আমরা ও চাই ইটের বড়া =p~

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এস কাজী। ইটের বড়ার সাথে পাটকেলের সেমাই ছিল। খেতে মন্দ না ভালই লেগেছে। আপনারা খেতে চাইলে ইঁদুরের পিঠে চড়ে এখনই রওনা দেন।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: কাজী ভাইয়ু!!!!!!!

সে ইট আর পাটকেলের বড়া
দারুন মজার ছিলো
তাই তো প্রামানিক ভাইয়া সেটা
লুকিয়ে একাই খেলো।

একা একা সবই খেলে
কেমনে করে হবে
কিপটা ভাইয়া তারেই শুধু
বলবে তখন সবে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ইটের বড়া পাটকেল সেমাই
যখন হাতে পেলাম
মনের দুখে হাপুর হুপুর
ব্যাক্কল হয়ে খেলাম।

ধন্যবাদ বোন শায়মা।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

এস কাজী বলেছেন: তুমিও (সায়মাপু) কিপটে প্রামানিক ভাইও কিপটে
এই দুনিয়াটাই কিপটে!!
ওকে, দুই লাইনের কবিতা শেষ =p~

কেমন হল ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: কিপটেমিতে বড় হলেও
হাড় কিপটে নই
মুড়ির বদলে তাই
খাই কিনে দই।

ধন্যবাদ

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: ঐ কাজী তুই একটা পাজী
তোমাকে খাওয়াবো শুটকি মাছেরভাজি :)
আরও খাওয়াবো সাথে তাহার গরুর পঁচা ভুড়ি:) :)
করল্লার জ্যুস, নিমের তেলে মাখিয়ে দেবো মুড়ি!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: কাজী এবার পাজী হলো
করল্লার খেলো জুস
পঁচা গরুর ভুড়ি খেয়ে
কাসে খুশুর খুশ।

নিমের তেলে মুড়ি মাখা
খেতে ভীষণ মজা
শুটকি মাছের ভাজি সে তো
ময়রা বাড়ির গজা।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

এস কাজী বলেছেন: সায়মাপু, একটাও আমার পছন্দ না :((

চাঁটগার লোকরা শুটকি বেশি খায় আমি জানি। কিন্তু আমি এর ব্যতিক্রম। আমি একদম সহ্য করতে পারিনা। :(( তবে পাজী শব্দটা খুব কমন। বান্ধবী মহলে আমি এই নামে বেশ পরিচিত B-) B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: আরে--
পাজী শব্দে কাজী খুশি
শুটকী শব্দে বেজাড়
কোন শব্দেতে বেশি খুশি
জানা হলো না আর।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

চ্যাং বলেছেন: ওঃ মাগো বাবাগো । মাছের ভাজি ? X( X( X((
পঁচা ভুরি :|| :||
কললাল জুস :-0 :-0 :-0 :-0 নিমেল তেল :-B

আমি চেচ ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: চ্যাং ভাই তো লম্বা ঠ্যাংয়ে
উল্টাপাল্টা নাচে
পঁচা ভুড়ি করলার জুস
এইটা খেয়েই বাঁচে।

ধন্যবাদ চ্যাং ভাই।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১

শায়মা বলেছেন: খাস না তাতে কি এলো গেলো
খেতেই এখন হবে
না খেলে চ্যাং ভাইয়া এসে
গিলিয়ে তোমায় দেবে।

চেচ হইওনা ভাইয়া চ্যাঙ্গা
ব্যাঙ্গা এনে দেবো
ছাল ছালিয়ে কচলমচল
ব্যাঙ ভাজা খাওয়াবো!!!!!!! :))))


২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: হি হি হা হা পারছি না আর হেসে
চ্যাঙ্গা ভাইয়ের ব্যাঙ্গা নাকি আসবে এবার শেষে।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

চ্যাং বলেছেন: আমি ছলাটলা পালি না তো । এনজয় কততে চাই । আর আমাকে নিয়া হাসি চববো না । কুই দিলাম । হেহেঃ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: হে হে নিজেই হেসে
হাসি দিয়ে গেলেন ফেঁসে।
ধন্যবাদ

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: বাহ! ভালোই তো চলছে :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী
খুশি হই ছড়ার আড্ডায় থাকেন যদি।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

জেন রসি বলেছেন: জমে উঠেছে ছড়ার লড়াই! :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: জমে উঠেছে ছড়ার লড়াই
এইটা মোদের সবার বড়াই।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

অন্ধবিন্দু বলেছেন: ছন্দটা শুকিয়ে যাচ্ছে বেশ। খেয়াল রাখা চাই।
ভালোলাগা জানালুম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: ছন্দটা যে শুকিয়ে যাচ্ছে
খেয়াল রাখা চাই
অন্ধবিন্দুর ভালো লেগেছে
খুশি হলুম তাই।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

শামছুল ইসলাম বলেছেন: বেশ মজার ছড়া।
ছড়ার ছড়ায় মেতেছে সবাই বেশ,
ছড়িয়ে দিচ্ছে যেন ঈদের রেশ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: ছড়ায় ছড়ায় মেতে উঠুক দেশ
সাথে সাথে কাটুক ঈদের রেশ।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রামানিক ভাই.... ছড়া উৎসব বেশ জমিয়ে তুলেছেন...
ভক্তকূল থেকে মুগ্ধ হলাম...

চীনে দেখলাম কালো ব্যাঙের চাষ হয় এবং খুব আয়েশ করে মানুষ খায় ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, চীনের কালো ব্যাঙের ছবি থাকলে পোষ্ট দেন।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

জুন বলেছেন: শিরোনাম এক হওয়ায় বিভ্রান্ত হয়ে যাচ্ছি প্রামানিক ভাই। কোন কবিতায় মন্তব্য করেছি কোনটায় করিনি ধরা মুশকিল ।
যাই হোক উপভোগ করছি ছড়ার লড়াই :)
+

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, "মজার স্বপ্ন-২" সংখ্যা দেয়া আছে। আগের টায় সংখ্যা দেয়া নাই।

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

শায়মা বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রামানিক ভাই.... ছড়া উৎসব বেশ জমিয়ে তুলেছেন...
ভক্তকূল থেকে মুগ্ধ হলাম...

চীনে দেখলাম কালো ব্যাঙের চাষ হয় এবং খুব আয়েশ করে মানুষ খায় ;)


হ্যাঁ আর ভাইয়ারা সেটা খেতে চায়!!!!!!!!:)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: হে হে এই ব্যাঙের তো চেহারাই দেখতে পেলাম না খাবো কোথা থেকে?

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন:

এইটা করলে কি হইত!!! হা হা হা প্রামানিক ভাই,, বড়ই জ্বালাতন করতেন দেখছি!!! =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: আমরা সবাই জানি
নাহার আপা ছবির রানী

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
ও মাই গড !!
তুলে ছন্দের ঝড় ,
এই চমৎকার ছড়া,
আমায় উৎসর্গ করা ?
সন্মানিত বোধ করছি !!!
লজ্জায়ও যে মরছি । :>
দেরীতে হাজিরার মার্জনা চাই ।
ধন্যবাদ প্রামানিক ভাই ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস লিটন
উপস্থিত ছড়ার রাজা
হা করলেই ছন্দ ছড়ায়
থাকেন দেখি তাজা।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: আহা মনডা জুরাই গেল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: মনডা যাহার জুরাই গেল
প্রাণডা তাহার ভাল
ছড়ার রাজ্যে উকি মেরে
ব্লগ করল আলো।

ধন্যবাদ ভাই ঈশান।

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আপাতত ভাই দৌড়ের উপর ব্লগে আসি। নাইলে মিনিটে দুই চারটা ছড়া প্রডিউস করা কোন ব্যাপার হইলো? আপনের থাইকা তাইলে কি শিখলাম? ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: যেই লোকটা মিনিটে লেখেন ছড়া
দৌড়ের উপর থাকলে পরে কেমনে যাবে ধরা।

ঢু মারলেই খুশি। ধন্যবাদ

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "বাপে দিত চর থাপ্পর আর
মায়ে বলতো আহা!
শীতের রাতে মায়ের কষ্ট
ভোলা যায় কি তাহা"!!
অাবেগে উদ্বেলিত হয়ে পড়লাম । বরাবরের মতই অসাধারণ ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুপক বিধৌত সাধু। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন:


এখানে দেখি পাল্টাপাল্টি এত্ত এত্ত ছড়া,
ছড়া যে নয়, এসব যেন কুমড়াফুলের বড়া!!
প্রামানিক ভাই ক্যামনে জানি ধরারে বানান সরা,
তারে হারাবে আছে নাকি এমন কম্পিটিটর কড়া??

তাই তো আমি এইখানে নাই,
কি করি আজ ভেবে না পাই,
হিংসা কইরা কোন বনে যাই?
সেই বনেরও পথ জানা নাই!!

মাথার উপর উধাও আকাশ আজকে আমার তাই,
ছড়ার খেলায় ক্ষান্ত দিয়া এখন আমি পালাই! :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: অনেক দিন হয় খাই না রে ভাই
কুমড়া ফুলের বড়া
ছড়া পড়ে বড়ার উপর
লাগল নেশা কড়া।

মাঝে মাঝে উঁকি দিয়ে
একটু দেখা দিলে
ভবের পরে ভাবের সঙ্গ
জমবে সবাই মিলে।

উধাও আকাশে পালিয়ে যেতে
কোনই বাধা নাই
আজকে পালান কালকে যেন
আবার দেখা পাই।

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ঢং !:#P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০

সচেতনহ্যাপী বলেছেন: ভানুর ্র ফলার মত দেখছি মন্তব্য আর উত্তর দুই-ই চলছে।। তো আমরা সাধরনরা কি আসরে ঠাই পাবো??

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪

প্রামানিক বলেছেন: বলেন কি, আপনারাই তো এটার আশল অংশগ্রহণকারী, আমি তো শুরু করেছি মাত্র।

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২১

গেম চেঞ্জার বলেছেন: চায়না মালের চ্যাং
টিকবে না তার ঠ্যাং
খাইবে তারে হুলো ব্যাং
হইপো মাথা হ্যাং
মারব পায়ে ল্যাং
করবে খালি ট্যাং ট্যাং
নাই যে তার কোনই ঝ্যাং
শায়মাপি দেয় যদি মোরে ভেং
নাচব আমি ঢ্যাং ঢ্যাঙানি ঢ্যাং

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

প্রামানিক বলেছেন: সবাই ছড়ার রাজা
ছড়া লেখে তাজা
যেন ইলিশ ভাজা
পড়তে গিয়ে মনে হয়
খাচ্ছি যেন খাজা।

ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। ছন্দ ছড়া খুব ভাল লাগল। ধন্যবাদ

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নীচে দিলুম লিন্ক
একটি বারের জন্য করো আই ব্লিন্ক
শায়মা আপু রাগ করোনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

কাবিল বলেছেন: দারুন ছড়া, ভাল লাগলো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.