নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
লক্ষ টাকার গরু কিনে
রাস্তার উপর বেঁধে
লোকজনকে বলেন দাম
নিজেই সেধে সেধে।
সকাল বেলা সবার আগে
গরু দিয়ে কোরবান
বিয়াই বাড়ি পাঠিয়ে দেন
আস্ত একটা রান।
ভাইয়ের বাড়ি বোনের বাড়ি
জামাই বাড়ি দিয়ে
ইয়া বড় ফ্রিজ ভরেন
বাকী মাংস নিয়ে।
বছর ভরে সেই মাংসতে
চলে মজার খানা
নিজের কোরবান নিজে খেলে
কে করে ভাই মানা?
গরীব দুখী পায়না কিছুই
নিজেই খেয়ে খুশি
বিয়াই, জামাই আদর যত্নে
করেন তোষাতুষি।
এই ভাবেতে কোরবানীতে
কি যে মজা পান?
তাদের কাছে এটাই নাকি
খানদানি কোরবান
পুরানা পল্টন
রাত ৯টা ১০মিনিট
২৫-০৯-২০১৫ইং
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার সনেট। ঈদ মোবারক।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
হ্যাকার সাহেব বলেছেন: এই কোরবানীর কোন মানে হয় না!.........! সুন্দর কবিতাটা লেখেছেন!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হ্যাকার সাহেব। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২
আহেমদ ইউসুফ বলেছেন: চমৎকার একটি কবিতা। বর্তমান সময়ের লোক দেখানো ভন্ডামি ও নষ্টামির বাস্তব চিত্র ফুটে উঠেছে আপনার কবিতায়।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই আহমেদ ইউসুফ। গরু কোরবানী দিয়ে হাদীস কোরানের নির্দেশ না মেনে জামাই বাড়ি বিয়াই বাড়ি রান পাঠানো একটা রেওয়াজ হয়েছে। এতে কোরবানী হলো কি হলো না সেদিকে কেউ খেয়াল করে না।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
ঈদ কেমন কাঁটলো?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। মোটামুটি ভালই কেটেছে। ঈদের শুভেচ্ছা রইল।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২
হামিদ আহসান বলেছেন: হা হা হা .......খানদানি কুরবান
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। ঈদের শুভেচছা রইল। ঈদ মোবারক।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১০
সচেতনহ্যাপী বলেছেন: খানদানি কোরবানী বলে একটা কথা আছে না!! নিজের টাকা দিয়ে নিজের না তো কি আপনার ফ্রিজ ভরবো??!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮
প্রামানিক বলেছেন: চরম সত্য কথা কইছেন। নিজের টাকায় গরু কিনে অন্যের ফ্রিজ ভরানো তো আহাম্মকি। ধন্যবাদ ভাই ঈদ মোবারক।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৮
শামছুল ইসলাম বলেছেন: ঈদ মুবারাক!!!
সুন্দর ছড়া।
গরীব দুখী পায়না কিছুই
নিজেই খেয়ে খুশি
বিয়াই, জামাই আদর যত্নে
করেন তোষাতুষি।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। ঈদ মোবারক।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সৃন্দর +
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। শুভ্চেছা রইল।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: "গরীব দুখী পায়না কিছুই
নিজেই খেয়ে খুশি
বিয়াই, জামাই আদর যত্নে
করেন তোষাতুষি"। সমাজের নির্মম বাস্তবতা ফুটিয়ে তুলেছেন ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুপক বিধৌত সাধু। শুভ্চেছা রইল।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
লালপরী বলেছেন: ভাইয়ের বাড়ি বোনের বাড়ি
জামাই বাড়ি দিয়ে
ইয়া বড় ফ্রিজ ভরেন
বাকী মাংস নিয়ে।
হা হা হা ভাইয়া ঠিক বলেছেন
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লালপরী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২২
শাহরিয়ার সনেট বলেছেন: সুন্দর