নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
প্রশাসনকে তেল না দিলে
হয় না প্রমোশন
নিয়ম অনিয়মের দ্বন্দে পরে
কাজে বসে না মন।
জুনিয়াররা সিনিয়র হয়
কেউবা আগের পদে
অযোগ্যরা তেল মালিশে
থাকছে নিরাপদে।
দুর্নীতি আর নীতি কোনটা
যায় না কিছু বোঝা
তেল মালিশের নিয়ম জানলে
প্রমোশনটা সোজা।
তেল মালিশের ঠেলায় যখন
কর্তারা যায় গলে
অযোগ্যদের ফাইল তখন
বসের সামনে তোলে।
কিন্তু যদি যোগ্য লোকে
সত্য কথাও কয়
তেল না থাকায় ধমক খেয়ে
নাস্তানাবুদ হয়।
পায়না বেতন পায়না ভাতা
নিয়ম মাফিক যারা
এই জগতে হয়না কিছুই
মর্দন মালিশ ছাড়া।
তেল মালিশের বড়ই কদর
সবখানেতে দেখি
মালিশবিহিন সৎ লোকেরা
আমড়া কাঠের ঢেঁকি?
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭
প্রামানিক বলেছেন: পল্টন মোরে চলে আসেন আপনার জন্য চা রেডি আছে।
২| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫
হামিদ আহসান বলেছেন:
খুবই মজা পেলাম৷ দারুন ছড়া .....
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই, শুভেচ্ছা রইল।
৩| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬
সুমন কর বলেছেন: বাস্তব ছড়া। প্লাস।
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।
৪| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪
কাবিল বলেছেন:
তেল মালিশের বড়ই কদর
সবখানেতে দেখি
মালিশ বিহিন সত লোকেরা
আমড়া কাঠের ঢেঁকি?
সুন্দর হইছে।
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২০
ঢাকাবাসী বলেছেন: দারুণ সুন্দর সত্য কথা!
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী। শুভেচ্ছা রইল।
৬| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৭
বাকা পথ বাকা চোখ বলেছেন: মারহাবা
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২
শামছুল ইসলাম বলেছেন: খুবই সময়োপযোগী এবং মজার ছড়া।
সহমতঃ
দুর্নীতি আর নীতি কোনটা
যায় না কিছু বোঝা
তেল মালিশের নিয়ম জানলে
প্রমোশনটা সোজা।
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
৮| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩
জুন বলেছেন: যে কোন বিষয়ের চেয়ে তেল মালিশ করতে জানাটাই হলো বর্তমানে আসল বিদ্যা । এটা নিয়ে একটা স্কুল খোলা যেতে পারে যাতে যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে ছাত্র ছাত্রীরা ব্যাপারটা পুরোপুরি আয়ত্বে আনতে পারে প্রামানিক ভাই । ভবিষ্যত জীবনে দক্ষতার সাথে কাজে লাগাতে পারে।
অনেক অনেক ভালোলাগলো
+
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯
প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন জুন আপা। তেল মালিশ না জানার কারণে অফিস আদালতে আমরা অহরহ ঠকছি। চাকরী ক্ষেত্রেও একই অবস্থা। ধন্যবাদ আপনাকে আপনার সুচিন্তিতি মতামতের জন্য।
৯| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা....
দারুন লিখেছেন প্রামাণিক ভাই।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
হাসান মাহবুব বলেছেন: +++
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮
আমি মিন্টু বলেছেন: ভাই ভালো লাগলো । ছড়ায় প্লাস
ভাই এহানে মানে ব্লগে কি মডুদের কেরাশিন বা দুই নম্বর সৈয়াবিন তৈল মালিশের কুন ব্যবস্থা আছে ।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬
প্রামানিক বলেছেন: "এক তেলে চাকা ঘোরে আরেক তেলে মন ফেরে" হরপ্রসাদ শাস্তীর কথা। কাজেই তেল মালিশ না জানলে তেল মালিশের স্কুলে ভর্তি হন দেখবেন বাংলাদেশের অফিস আদালত থেকে শুরু করে পারিবারিক জীবনের যে কোন কাজ করা আপনার জন্য সহজ হবে।
১২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
তেলের যুগ চলে গেছে মনে হয়; এখন ঘুষের যুগ।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮
প্রামানিক বলেছেন: ঘুষ দিতেও তেলের ব্যবহার জানতে হবে তা না হলে যার তার কাছে ঘুষ নিবে না।
১৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭
অন্ধবিন্দু বলেছেন:
আমি কাউরে তেল মালিশ করতে রাজি না। করিও না। তাই সব জায়গাতেই অবহেলিত। হে হে হে।
আপনার খবর কি ?
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২
প্রামানিক বলেছেন: আমি ভাই কোনো রকম আছি আপনি কেমন আছেন?
তেল মালিশ দিয়ে কথা না বললে আপনার কোলের বাচ্চাটাও হাসি দিবে না। কাজেই ভাই তেল মালিশ করতে রাজি না বললেও সারা দিন মনের অজান্তেই অনেক তেল মালিশ করে থাকেন।
১৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:২০
সচেতনহ্যাপী বলেছেন: এর সঠিক ব্যাবহার না জানার ফলে পড়ে আছি একই স্থানে।। শুধু একজন বস্ অনুগ্রহ করে বেতনটা বাড়িয়ে দিয়েছেন বলে দিব্যি বেঁচে-বর্তে আছি ।।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৫
প্রামানিক বলেছেন: যারা তেল মালিশ ভাল জানে তারা তরতর করে প্রমোশন পেয়ে উপরে উঠে যাচ্ছে। তাদের যোগ্যতার তেমন একটা প্রয়োজন হয় না।
১৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: দারুণ হয়েছে এই তেলের ছড়া
অফিসে বসে বসে তেল মারি কড়া।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনৈক শুভেচছা রইল।
১৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫০
মোঃ খুরশীদ আলম বলেছেন: তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া
তেল ছাড়া চলেনা দুনীয়া
নারিকেল, সরিষা তিষি বাদাম সয়াবিন
সূর্য মূখী তিলের তেল আর ডিজেল কেরোসিন
দাওয়া খানা কবিরাজি হোমীও প্যাথি তেল
মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল
আবার গন্ধ তেলে গিন্নির পরান খুশীতে যায় ভরিয়া
তেল ছাড়া চলেনা দুনীয়া।
হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয়
সের পাউন্ড আর লিটার গ্যালন না জানিলে নয়
ডাক্তার সিষ্টার সাংবাদিক সব তেলের পাগল সবাই
তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৭
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন ভাই। কথাগুলা খুবই দামি। শুভেচ্ছা রইল।
১৭| ০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৭
উর্বি বলেছেন: দারুন
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার অভিজ্ঞতার কবিতায় মুগ্ধ হলাম
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২
প্রামানিক বলেছেন: কামাল ভাই অভিজ্ঞতার দেখছেনডা কি বলেন ভুক্তভোগী।
১৯| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কাছে মালিশের ছবক নিতে হইবো
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৩
প্রামানিক বলেছেন: আমি চিন্তা করতেছি তেল মালিশের কলেজ খোলার জন্য সরকারের কাছে দরখাস্ত করবো।
২০| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তৈলমর্দন আজ শিল্পের পর্যায়ে...
মজার ছড়ায় মজা পেলেও কোথায় যেন চিনচিনে ব্যথা অনুভব করি
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫
প্রামানিক বলেছেন: মইনুল ভাই, এই ব্যাথা বাংলাদেশের তৈলমর্দনবিহীন মানুষের বুকের ব্যাথা।
২১| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: তেল মালিশের বড়ই কদর
সবখানেতে দেখি
মালিশ বিহিন সত লোকেরা
আমড়া কাঠের ঢেঁকি? --------
এ সময়ের পারফেক্ট চিত্র পেলাম আপনার ছড়ায়।
অনেক শুভেচ্ছা--------
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। এই দৃশ্য বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে।
২২| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন হইছে, তেল মর্দন বন্দ করতে সরকার দ্রুত তেলের দাম আরো একদফা বাড়াইতে পারে
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯
প্রামানিক বলেছেন: তেলের দাম যত বাড়বে তত তেল মর্দনের পরিমান বেড়ে যাবে। ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী।
২৩| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: তেল মালিশ কলেজের রোল নং ১ যেনো আমার থাকে
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪০
প্রামানিক বলেছেন: সরকার যদি কলেজের অনুমোদন দেয় তাইলে আপনাকে আগে ভর্তি করা হবে আমি লাস্টে থাকবো।
২৪| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৯
সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: পল্টন মোরে চলে আসেন আপনার জন্য চা রেডি আছে।
-চা খাওনের লাই যদি আমারে পল্টন মোড়ে যাওন লাগে তাইলে আপনি আমার কেমন ভাই? ডাক, বিকাশ, ফ্লেক্সিলোড, ডাচ বাংলা এবং সর্বশেষ কুরিয়ার করেও তো চা টা পাঠিয়ে দিতে পারতেন? দরকার নেই আপনার চা খাওনের। পাঁচটাকার এক কাপ চা খাইতে পাঁচ'শত টাকা খরচ করার কোন মানে হয় না! সুতরাং আপনার চা আপনি খান, আমার লাগবে না!
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৮
প্রামানিক বলেছেন: পাঁচ শত টাকাই বেশি দেখলেন, ভাইয়ে ভাইয়ে যে কোলাকোলি গলাগলি হাতাহাতি করবো সেটা কি পাঁচ শত টাকা দিয়ে কেনা যাবে?
২৫| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫
সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: পাঁচ শত টাকাই বেশি দেখলেন, ভাইয়ে ভাইয়ে যে কোলাকোলি গলাগলি হাতাহাতি করবো সেটা কি পাঁচ শত টাকা দিয়ে কেনা যাবে?
-ভাই আমি কোলাকুলি, গলাগলি করতে পারবো, তবে হাতাহাতিটা আমার দ্বারা সম্ভব না! আপনি মুরুব্বি মানুষ আপনার লগে কি হাতাহাতি করন যায়? মাইনষে মন্দ কইবো না?
তাছাড়া পাঁচশত টাকার কথা বলেছি কারন তখন চা টাইতো মূখ্য ছিল! আপনার লগে গলাগলি করার সৌভাগ্য হলো তো পাঁচ কোটি টাকা খরচ করতেও আমার কোন আপত্তি নেই! তয় আসন-যাওনের ভাড়াডা কিন্তু আপনের!
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭
প্রামানিক বলেছেন: হাতাহাতি মানে মারামারি করতে কই নাই হাতে হাতে হ্যান্ডসেক করতে কইছি। ভাড়াটা কোনো সমস্যা না আপনি আইলে ব্যাবস্থা একটা হইবই।
২৬| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১
টয়ম্যান বলেছেন: মালিশবিহিন সৎ লোকেরা
আমড়া কাঠের ঢেঁকি?
আমার মত
মজার ছড়া
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭
প্রামানিক বলেছেন: ভাই এই তালিকায় শুধু আপনি নন আমি আপনি অনেকেই আছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২৭| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩
অন্ধবিন্দু বলেছেন:
প্রামানিক,
কোলের বাচ্চারে আদর-স্নেহ-ভালোবাসা দেয়া হয়। এর সাথে এই তেল মালিশের কোনও সম্পর্ক নাই। বাস্তবতার চোটে সব এক শিশিতে ভইরেন না দয়া কইরা।
মনের অজান্তেই ভুল হতেই পারে। মানুষ তো নাকি ?
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১
প্রামানিক বলেছেন: অফিসের বসের সাথে তেল মেরে কথা বলা আর কোলের বাচ্চারে আদর করে কথা বলা উভয়ই তেল। তবে তেলের মধ্যে ধরন আছে কোনোটা সরিষার তেল, কোনোটা সোয়াবিন তেল আবার কোনোটা আরো পিচ্ছিল লুব্রিকেন্ট ওয়েল। ক্ষেত্র বিশেষে কথা বলতে তেলের ধরন পরিবর্তন করতে হয়। তবে তেল পরিবার থেকে আরাম্ভ করে অফিস আদালত সব জায়গায় ব্যাবহার করতে হয়। ধন্যবাদ আপনাকে।
২৮| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৩
গেম চেঞ্জার বলেছেন: বেঁচে থাকুক তেল,
বেঁচে থাকুক,
তবে--
প্রত্যাশা করি তেল মালিশ চিরতরে ধ্বংস হোক।
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫১
প্রামানিক বলেছেন: তেল মালিশ অনেক ক্ষেত্রে কমানো যাবে তবে একেবারে ধ্বংস করা যাবে না।
২৯| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: যারা করে তৈল মালিশ
তাদের বিরুদ্ধে ডাকতে হবে সালিস
সবি যদি একই রকম হই
দুনম্বরী ঠৈকাবে কে কই ,
০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
প্রামানিক বলেছেন: এই খানেই তো কবি নিরব। তেল মালিশের জ্বালায় নাস্তানাবুদ।
৩০| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
কিরমানী লিটন বলেছেন: নির্মম সত্যের রঙ্গে ছন্দের ঢেউ-ভীষণ ছান্দসিক,অসাধারন লাগলো,শুভকামনা জানবেন...
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কিরমানী লিটন ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩১| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: 'কিন্তু যদি যোগ্য লোকে
সত্য কথাও কয়
তেল না থাকায় ধমক খেয়ে
নাস্তানাবুদ হয়।'
নির্মম বাস্তবতা! সৎ লোকের কদর নেই, আসলে সময়টাই এখন তেলবাজদের । যেমনটা বলেছেনঃ
'তেল মালিশের বড়ই কদর
সবখানেতে দেখি
মালিশবিহিন সৎ লোকেরা
আমড়া কাঠের ঢেঁকি?'
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুপক বিধৌত সাধু। আসলে আমরা তেলবাজদের ঠেলায় নাস্তানাবুদ। তেল দিতে না পারায় অনেক কিছু থেকে আমরা বঞ্চিত।
৩২| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯
নিরীহ_প্রাণী বলেছেন: তেল মালিশ তেল মালিশ, সব জায়গায় তেল মালিশ। নির্মম বাস্তবতা। সুন্দর সুন্দর।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নিরীহ প্রাণী। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৩
সাহসী সন্তান বলেছেন: চমৎকার ছড়া! খুবই মজা লাগলো!
ভাই প্রথম হইছি, চা দেন?