নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আলেয়া (প্রথম পর্ব)

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪


(সহ ব্লগার আবু হেনা ভাইয়ের নিজের বাস্তব টিন-এজ প্রেম কাহিনী নিয়ে লেখা উপন্যাস "স্বপ্ন বাসর" অবলম্বনে।)
শহীদুল ইসলাম প্রামানিক

আলেয়া তুমি আলেয়া হয়ে
রইলে আমার মনে
অনেক স্মৃতি হারিয়ে গেলেও
আছো হৃদয়ের কোনে।

হাঁটু অবধি কুন্তল তোমার
পটল চেরা চোখ
আজো ভুলিনি হাসি হাসি মুখ
বুক ভরা তাই শোক।

চপলা চঞ্চলা হরিণীর মত
বিচরিতে গ্রামময়
সরকার বাড়ির মেয়ে হওয়াতে
পেত যে সবাই ভয়।

আম কাঁঠালের বাগানে বাগানে
বাঁশ বাগানের তলে
পুকুর ঘাটের উঠলে কথা
চোখ ভরে যায় জলে।

হেথায়-হোথায় মাঠে-ঘাটে
ঘুরেছি ফিরেছি মোরা
অনেকে বলতো, "খুব ভাল লাগে
কপোত কপোতি জোড়া"।

চাঁদনী রাতে বসে বসে
গরুর গাড়ীর পর
কত না কথা বলেছি মোরা
পাশাপাশি রাতভর।

খড়ের গাঁদায় লুকোচুরি খেলে
হেসে হতে কুটিকুটি
কোনো কিছুতে বাধা ছিল না
ছিল না তো ভ্রুকুটি।

পানের বরজে পালিয়ে পালিয়ে
করতে কুহু কুহু
খুঁজে খুঁজে আমি পথহারা হয়ে
বলতাম উঁহু উঁহু।

কখনও হাতে জবা ফুল পেলে
তোমার খোঁপাতে দিয়ে
তাকিয়ে থেকে মন জুড়াতাম
প্রেমিকের ভাব নিয়ে।

মাঠ পেরিয়ে বিলে যেতে যেতে
রোদ্রে পোড়াতো মাথা
ওড়নার আঁচল মোর মাথায় দিয়ে
বলতে, "এই তো ছাতা"।

ফিরতি পথে আষাঢ়ের মেঘে
বৃষ্টিতে ভিজে ভিজে
শরীরের কাপড় একাকার হয়ে
দেখতে হয়েছিল কি যে!

চাহিতে পারিনি কেহ কাহারে
শরমের মাথা খেয়ে
ঝাপ দিলে তুমি পদ্ম পুকুরে
উঠলে আবার নেয়ে।

সাঁতার জানিনা গায়ে ছিটালে
সেই পুকুরের জল
বৃষ্টির সাথে পুকুরের পানি
দিলে মোরে অবিরল।

সেই ভিজাতে জ্বর হলো মোর
তুমি ছিলে সদা পাশে
সে সব কথা মনে হলে আজো
চোখ ফেটে জল আসে।

নিজে হাতে এনে দুধের গ্লাসে
অর্ধেক করে পান
বাকি অর্ধেক খাওয়াতে মোরে
কত যে ছিল টান?

মাছের মুড়োর মুড়িঘন্টো
কিংবা মুরকি-মুড়ি
ভুলতে পারিনি ফোকলা দাঁতের
তোমার "সই" সেই বুড়ি।

সকল কাজের সহযোগী ছিল
মনে হতো যেন সই
বৃদ্ধার কথা মনে হলে আজো
বড় বিচলিত হই।

মামাতো বোন হেনাকে তুমি
অপমান করে করে
চোখে চোখে মোরে দিতে পাহারা
সারা দিনরাত ভরে?

রুই মাছ রেঁধে এনেছিল হেনা
করলে কত কলরব
হিংসে করে পুরো বাটি ধরে
ফেলে দিলে মাছ সব।

ঝামটা দিয়ে রাগ রাগ মুখে
বললে অকথ্য কথা
গালি দেয়ার পরও চুপ করে হেনা
দাঁড়িয়ে রইলো তথা?

"কি সব রেধেছে", বললে মামীকে
"পুরো লবনে ভরা"
এসব তোমার সত্য কথা নয়
সব ছিল মনগড়া।

তোমার কথায় মুখ কালো করে
ঘর থেকে গেল হেনা
তোমার আচরণ ওই খানে সব
হয়েছিল মোর চেনা।

হেনাকে আমি যদি ভালবাসি
ছিল যে তোমার ভয়
এই কারণে গালি দিলে তারে
রান্না খারাপ নয়।

"আমি শুধু তোমার অন্য কারো নই"
বললে আড়ালে ডেকে
আর কেউ নয় শুধু তোমাকে
ভেবেছিলাম সেই থেকে।

মামার বাড়ির কত যে আদর
তোমার কারণে তাই
থাকতে চেয়েও থাকতে দিলে না
মনে হলে ব্যাথা পাই।

মামীর আদর উপেক্ষা করে
জোর করে এলে চলে
আফসোস কত করিল তারা
মোর কথা বলে বলে।

এসব কথা মনে হলে আজো
ভেসে উঠে সেই মুখ
বলিতে চেয়েও বলিতে পারিনা
জমাট বাঁধা মোর বুক।

গরুর গাড়িতে নিজে ঘেমে নেয়ে
আমাকে বাতাস করে
কত সুখে যেন তাকিয়ে থাকলে
মোর বাহুটি ধরে।

ছইয়ের উপর ঝরঝর করে
বৃস্টি পড়ার পর
গায়ের পরে হেলান দিয়ে
ঘুমালে দিনভর।

অনেক কথাই মনে পরে আজো
ভুলে যাইনি কিছু
অতীত জীবন যত পিছে যাক
স্মৃতি ছাড়েনি পিছু।

জন্মের পরে মা মরো মরো
আমার জীবনো যায়
নিয়েছিল কোলে আধামরা মোরে
তোমার দুখিনী মায়।

সুস্থ্য হয়েই তোমার মাকে
বলে ছিল মা মোর,
"মরা ছেলেকে বাঁচিয়ে রেখেছিস
আজ থেকে হলো তোর"।

সেই থেকে যে তোমার মাকেও
বলিতাম আমি মা
দুইটি মায়ের আদর পেয়ে
জুড়াইতো কলিজা।

(চলবে)

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: স্বপ্ন বাসর পড়েছিলাম, হেনা ভাই পাঠিয়েছিলেন।
এই মানুষটার কোন খবর জানেন কি?
আমার কাছে ফোন নাম্বার ছিল, কিন্তু ফোন নষ্ট হয়ে সব হারিয়ে ফেলেছি!!! :(

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: কয়েক দিন আগে হেনা ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছে। হেনা ভাই ভাল আছে। ধন্যবাদ নাহার আপা।

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার লিখেছেন প্রামানিক ভাই।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: পুরো উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী কবিতায় আনার চেষ্টা করেছি। অনেক বড় হওয়ায় তিন পর্বে দিতে হবে। ধন্যবাদ নাহার আপা। হেনা ভাইয়ের টেলিফোন নাম্বার আমার কাছে আছে।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬

এ কে এম রেজাউল করিম বলেছেন: প্রিয় কবি, সাথে আছি। পরের অংশের অপেক্ষায় রইলাম।
আরেক প্রিয় লেখক আবু হেনা সাহেবের "স্বপ্ন বাসর" পড়া হয় নাই। সহসা হেতের কাছে পাবো বলিয়াও মনে হয়না কারন প্রবাশী। আপনাদের প্রতি সভেচ্ছা সতত।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এ কে এম রেজাউল করিম। আপনি পড়েছেন যেনে খুব খুশি হলাম। পুরো উপন্যাসটাই কবিতায় আনার চেষ্টা করেছি। পরের পর্ব আগামী কাল সকালে পাবেন।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

গেম চেঞ্জার বলেছেন: পরের অংশের অপেক্ষায় রইলাম। ভালই হইছে কবি প্রামানিক ভাই।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। পরের অংশ আগামী কাল সকালে পাবেন। শুভেচ্ছা রইল।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

জুন বলেছেন: প্রামানিক ভাই আপনি সত্যি একজন জিনিয়াস। কি অনায়াসে লিখে চলেন যে কোন বিষয় নিয়ে এমন মজার মজার ছড়া/কবিতা।
+

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আপনারা আমার লেখা কষ্ট করে পড়ে যে উৎসাহ দেন সেটাই আমার লেখার অনুপ্রেরণা। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:

ওকে, এতো এক উপখ্যান!

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদ গাজী। আপনার মূল্যবান মন্তব্যে খুশি হলাম।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: হাঁটু অবধি কুন্তল তোমার
পটল চেরা চোখ
ভুলতে পারিনি হাসি হাসি মুখ
বুক ভরা তাই শোক।

আমি এভাবে বললাম

হাঁটু অবধি কুন্তল তোমার
পটল চেরা চোখ
ভুলিনি হাসি হাসি মুখ তোমার
বুক ভরা তাই শোক। :)

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ছন্দও সুন্দর। খুশি হলাম।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: হাঁটু অবধি কুন্তল তোমার
পটল চেরা চোখ
ভুলতে পারিনি হাসি হাসি মুখ
বুক ভরা তাই শোক।

আমি এভাবে বললাম

হাঁটু অবধি কুন্তল তোমার
পটল চেরা চোখ
ভুলিনি হাসি হাসি মুখ তোমার
বুক ভরা তাই শোক। :)

আর আমি বললুম এভাবে,,,
হাঁটু অতল কুন্তল তব
পটল চেরা চোখ;
আজো ভুলিনি সেই হাসিমুখ
বুকের জমাট শোক।

কিংবা,
কুন্তল তব হাঁটু অবধি
পটল চেরানো আঁখি;
হৃদয় পটেতে গাঁথা সে হাসি
শোক বুকেই আটকে রাখি।

ধৃষ্টতা ক্ষমো কবি
তোমায় ফলো করি;
টুকিটাকি টুকলিফাইং
রাগ করোনা,সরি।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের সবার কথাই মাথায় রেখেছি। শুভেচ্ছা রইল।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস এতো বড় প্রচেস্টা, দারুন ভাল লাগল।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী। মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচছা রইল।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২

ঠ্যঠা মফিজ বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম ভাই ।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঠ্যাঠা মফিজ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

হাসান মাহবুব বলেছেন: দারুন একটা প্রজেক্ট হাতে নিয়েছেন। চলতে থাকুক। হেনা ভাই ব্লগে আর লেখেন না কেন?

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪২

প্রামানিক বলেছেন: হেনা ভাই বর্তমানে পত্রিকায় লেখালেখি করেন। ধন্যবাদ ভাই হাসান মাহবুব।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮

কাবিল বলেছেন: চমৎকার হয়েছে, পরের পর্বের অপেক্ষায়।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল। আগামী কাল সকালে পরের পর্ব দিব।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা পড়ে বুক হাহাকার করে কেন? এতসব স্মৃতি নিয়ে বেঁচে থাকা তো কঠিন!

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক। স্মৃতি তো কেউ তৈরী করে না অতীতের স্মৃতি অটোমেটিকেলি চলে আসে।

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪২

ভিটামিন সি বলেছেন: ভাইজান, ভাবী কি জানে যে আপনি আজকে এই পোষ্ট দিয়েছেন? না জানলে কোন কথা নাই, জানলে দুইখান কথা আছে। আজকেও আপনার বাসার চুলা বন্ধ। হোটেল থেকে খেয়ে বাসায় যাবেন। আর সবচেয়ে ভালো হয় আজকে বাসায় না গেলে। আপনার লেখায় শনি রাহুর প্রভাব আছে। চুন্নি পাথর লাগতে পারে আপনার।

হা হা হা মজা করলাম। লিখেছেন ভালো। লেখাটা কি আপনার নিজের? অন্য কারো হলে আমার এখনো পড়া হয় নাই এটা।

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভিটামিন সি, ভাবী জানলেও বকাঝকা করবে না কারণ এই বাস্তব প্রেম কাহিনী যার তার নিজের লেখা উপন্যাস আছে এ খবর তিনি জানেন। খুব খুশি হলাম আপনার মন্তব্যে শুভ্চেছা রইল।

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য লিখনি।খুব ভালো লাগল

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। শুভ্চেছা রইল।

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

মো: আশিকুজ্জামান বলেছেন: কঠিন প্রেমের কাহিনি। পুরা উপন্যাস ছড়ার মধ্যে ঢুকে পড়েছে দেখছি।
আবু হেনা ভাইয়ের কোন লিংক কি আছে? কেমন আছেন তিনি?

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: ঐ উপন্যাসের লিংক নাই তবে তিনি বইটি প্রিন্ট করেছিলেন। ধন্যবাদ ভাই আশিকুজ্জামান।

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২

মো: আশিকুজ্জামান বলেছেন: উপন্যাসের লিংক নয় । আবু হেনা ভাইয়ের লেখালেখির কোনো অনলাইনে লিংক।

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: নিচে আবুহেনা ভাইয়ের লিংক দেয়া হলো।
http://www.somewhereinblog.net/blog/aihena039

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭

মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। হারানো মানুষ খুঁজে পেলাম।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আশিকুজ্জামান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.