নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গাধায় কেন খাচ্ছে ঘোলা?

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১


শহীদুল ইসলাম প্রামানিক

গাধা যদি ঘোলা করে
খায় পুকুরের পানি
আমরা কেন সেইটা নিয়ে
করছি টানাটানি?

গাধার যদি লাগে ভাল
মোদের সমস্যা কই?
মিছেই মোরা এসব নিয়ে
করছি যে হইচই।

গাধার ভাল গাধায় বোঝে
আমরা কি সব বুঝি?
গাধায় কেন খাচ্ছে ঘোলা
বৃথাই অর্থ খুঁজি।

(ছবি নেট)

মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: এইটা ঠিক। গাধায় পানি ঘোলা করে খেলে আমাদের সমস্যা নেই কিন্তু ওই পানি আমাদেরও খাওয়ার হলে কিছুটাতো সমস্যা হবেই।
ভাল থাকবেন ভাই।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: পুকুরের ঘোলা পানি গাধায় খায় সেখানে মানুষ কেন ভাগ বসাতে যাবে? গাধার পানিতে মানুষে ভাগ বসালে গাধারো তো সমস্যা। রসালো মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: গাধা খাবে খোলা পানি
কে করেছে মানা,
মোদের ভাগের পানি সেটা
আছে কি তা জানা।

আমার ভাগের পানি কেন
করবে ঘোলা গাধা,
আমার পানি করলে গাধা
আমি দেবো বাধা।


ধন্যবাদ প্রামানিক ভাই
গাধা কথনের জন্য।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১

প্রামানিক বলেছেন: গাধার পানি মানুষ কেন খাবে?
এই কথাটা কেমন করে ভাবে?
গাধায় খাবে পুকুর জলের পানি
এইটা তো ভাই আমরা সবাই জানি
তারপরেতেও সেইটা নিয়ে করছি টানাটানি?

ধন্যবাদ সুন্দর রসালো মন্তব্যর জন্য।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪

বাকা পথ বাকা চোখ বলেছেন: চমৎকার

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। শুভেচ্ছা রইল।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬

মাহমুদা আক্তার সুমা বলেছেন: অসাধারন ভাই!!! খুব ভাল লাগল।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মাহমুদা আক্তার সুমা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০

আমি মিন্টু বলেছেন: :P :)

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি মিন্টু। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০

নেয়ামুল নাহিদ বলেছেন: প্রামানিক ভাই, গাধা যেভাবে খুশি খাক; আমার অধিকার খর্ব না করলেই হয়।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: গাধা মানুষের অধিকার খর্ব করে না তবে গাধার অধিকার মানুষে খর্ব করে, যেমন চিড়িয়া খানায় গাধার খাবারে মানুষে ভাগ বসায়। সরকার গাধার পিছনে যে টাকা বরাদ্দ করে সে টাকা গাধা পায় সামান্য। অর্ধেকের বেশি টাকা কর্মকর্ত কর্মচারীরা খেয়ে ফেলে।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২

কাবিল বলেছেন: আমার প্রাপ্য পানি যদি গাধা ঘোলা করে দিয়ে যায় তাহলে তো বড়ই সমস্যা।
ছড়াই লাইক।

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: পুকুরের পানি যদি আপনার প্রাপ্য হয় তাহলে তো বিপদই। আর যদি গাধার প্রাপ্য যদি আপনি নষ্ট করেন তাহলে কি হবে?

৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০

রোকসানা লেইস বলেছেন: গাধার কাজ গাধামি করা পানি ঘোলা করা ঠিকনা বুঝবে কেমনে বোকা গাধা।

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: গাধার কাজ গাধামি করা, পানি ঘোলা করা

কথা ১০০% সত্য ধন্যবাদ

৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

সাবলীল মনির বলেছেন: গাধাকে খেতে দিন...........কবিতা ভাল লাগল ।

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: চিড়িয়া খানায় গাধার খাবার মানুষে খেয়ে ফেলে, এই খানেই কবি নিরব। ধন্যবাদ

১০| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

সাহসী সন্তান বলেছেন: ভাই শেষ পর্যন্ত গাধাকে নিয়েও টানাটানি? চমৎকার লিখেছেন!!

শুভ কামনা!

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০১

প্রামানিক বলেছেন: মানুষের চরিত্র গাধার সাথে তুলনা কর হয়, তাই গাধাকে বাদ দেই কেমনে? ধন্যবাদ ভাই সাহসী সন্তান।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: তাই তো, গাধার কাজ, গাধা করছে....আমাদের কি !!!

ভালো হয়েছে।

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: আপনি সহজেই বুঝতে পেরেছেন এইজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: :)

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

গোধুলী রঙ বলেছেন: কে বলেছে সমস্যা নাই
পুকুরটাকি একলা গাধার ভাই?

পুকুর যদি হয় একলা গাধার
সমস্যাতো নাই আমার

হয় যদি জল পুকুরের ঘোলা
কাপড় যে আমার হবে ময়লা

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

প্রামানিক বলেছেন: হোক পুরুরের পানি ঘোলা আর ময়লা আপনি তো আর পুকুরের পানি খাবেন না ও তো খাবে। ধন্যবাদ রসালো মন্তব্যর জন্য।

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০

ধমনী বলেছেন: গাধায় করেছে গাধার কর্ম
নিরব থাকাই জ্ঞানীর ধর্ম।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: গাধায় করেছে গাধার কর্ম
নিরব থাকাই জ্ঞানীর ধর্ম।


দারুণ! দারুণ!! চমৎকার ছন্দময় মন্তব্য। ধন্যবাদ

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: কথায় আছে “ জীবে দয়া করে যে জন সেজন সেবিচে ঈশ্বর” এখন আপনিই বলুন একজন সচেতন মানুষ হিসাবে কোন প্রাণী ঘোলা পানি খেলে আপনি কি তা চেয়ে চেয়ে দেখবেন নাকি ভাল পানি সরবরাহ করবেন ।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: আরে ভাই কি আর বলবো, কথায় কথায় মানুষ উপমা টানে গাধার, গাধা নাকি পানি ঘোলা করে খায় সেইরকম মানুষও সোজা কাজ সহজভাবে না করলেই বলে গধার মত ঘোলা করে খায়। চমৎকার মন্তব্য অসংখ্য ধন্যবাদ।

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

কিরমানী লিটন বলেছেন: চমৎকার বিষয় ভিত্তিক ছড়া - মুগ্ধ ভালোলাগা রেখে গেলাম ...

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। মূল্যবান মন্তব্যর জন্য অসংখ্য শুভ্চেছা রইল।

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

গেম চেঞ্জার বলেছেন: বাঃ ভালো! গাধা নিয়ে চমৎকার ছড়া লিখেছেন ভাই।

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: আসলেই তো গাদা পানি ঘোলা করে খাক কিংবা ডুব দিয়ে খাক তাতে আমাদের এতো মাথা ব্যাথা কেন । সেখানেও হইতো কোন বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে যা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি !!!

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন, যেমন সুরা আর রহমানে আছে "তোমরা উটকে দেখেও বোঝ না" । মানুষ হয়তো মনে করেছিল উট কুঁজো এবং প্রাণী থেকে দেহের গঠন আলাদা এটাই হয়তো বিশেষত। অথচ বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন উঠের এমন কিছু বিশেষত্ব আছে যা অন্য প্রাণীর নেই। যেমন মরু ভুমিতে যখন উঠ প্রচন্ড ধুলি ঝড়ে পড়ে তখন ধুলির জন্য নিঃশ্বাস নিতে পারে না। তখন উঠের নিঃশ্বাস নাকের শেষ ভাগে এসে আবার ব্যাক করে ভিতরে চলে যায় আর ঐ নিঃশ্বাস নাকের অগ্রভাগ থেকে অটোমেটিকেলি কার্বনডাইঅক্সাইড পরিবর্তন হয়ে অক্সিজেনে পরিণত হয়। এই ধরণের বিশেষত্ব অন্য প্রাণীর নেই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: কথাকথিকেথিকথন বলেছেন:
আসলেই তো গাদা পানি ঘোলা
করে খাক কিংবা ডুব দিয়ে খাক
তাতে আমাদের এতো মাথা
ব্যাথা কেন । সেখানেও হইতো
কোন বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে যা
এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে
পারেনি !!!

ছড়ায় ছড়ায় গাধার কথা।চমৎকার লিখেছেন

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ, আপনার এবং কথাকথিকেথিকথন-এর বক্তব্যে নতুনত্ব খুঁজে পেলাম। আপনাদের মন্তব্য পড়ে উঠের কথা মনে পড়ে গেল----

যেমন সুরা আর রহমানে আছে "তোমরা উটকে দেখেও বোঝ না" । মানুষ হয়তো মনে করেছিল উট কুঁজো এবং প্রাণী থেকে দেহের গঠন আলাদা এটাই হয়তো বিশেষত। অথচ বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন উঠের এমন কিছু বিশেষত্ব আছে যা অন্য প্রাণীর নেই। যেমন মরু ভুমিতে যখন উঠ প্রচন্ড ধুলি ঝড়ে পড়ে তখন ধুলির জন্য নিঃশ্বাস নিতে পারে না। তখন উঠের নিঃশ্বাস নাকের শেষ ভাগে এসে আবার ব্যাক করে ভিতরে চলে যায় আর ঐ নিঃশ্বাস নাকের অগ্রভাগ থেকে অটোমেটিকেলি কার্বনডাইঅক্সাইড পরিবর্তন হয়ে অক্সিজেনে পরিণত হয়। এই ধরণের বিশেষত্ব অন্য প্রাণীর নেই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

২০| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২০

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: চমৎকার রসালো কাব্য।গাধা vs মানুষ। :)


আচ্ছা প্রমানিক ভাই,আপনার ফেসবুক আইডি দেওয়া যাবে?এড করে নিতাম।প্লিজ......

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩১

প্রামানিক বলেছেন: Shahidul Islam Pramanik এইনামে সার্চ দিলেই হবে। ধন্যবাদ

২১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জল কেনো করবে এমন
আলবাৎ জানতে চাই;
আসল কথা বেকার লোকের
কামের টপিকস নাই।

প্রবচনে নিত্য শুনি
গাধা করে জল ঘোলা;
এই নিয়েই জ্ঞানবিদেরা
শুধান কতো ফরমুলা!!!

জল ঘোলা করেন তারা
চাল চালে শাণিত;
দোষ সব গাধাদেরি
সমাজেতে ঘৃনিত!!!

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৩

প্রামানিক বলেছেন: গাধার সাথে তুলনা করে
মানুষ কেন চলবে
এসব কথা জ্ঞানী গুণি
কেন সদাই বলবে?

২২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

রুদ্র জাহেদ বলেছেন: আপনাদের
মন্তব্য পড়ে উঠের কথা মনে
পড়ে গেল----
যেমন সুরা আর রহমানে আছে "তোমরা উটকে
দেখেও বোঝ না" । মানুষ হয়তো মনে করেছিল
উট কুঁজো এবং প্রাণী থেকে দেহের গঠন
আলাদা এটাই হয়তো বিশেষত। অথচ বর্তমানে
বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন উঠের
এমন কিছু বিশেষত্ব আছে যা অন্য প্রাণীর
নেই। যেমন মরু ভুমিতে যখন উঠ প্রচন্ড ধুলি
ঝড়ে পড়ে তখন ধুলির জন্য নিঃশ্বাস নিতে
পারে না। তখন উঠের নিঃশ্বাস নাকের শেষ
ভাগে এসে আবার ব্যাক করে ভিতরে চলে
যায় আর ঐ নিঃশ্বাস নাকের অগ্রভাগ থেকে
অটোমেটিকেলি কার্বনডাইঅক্সাইড পরিবর্তন
হয়ে অক্সিজেনে পরিণত হয়। এই ধরণের
বিশেষত্ব অন্য প্রাণীর নেই।

দারুন তথ্য বলেছেন প্রিয় প্রামানিক ভাই

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~
=p~
প্রামানিক ভাইর শশুর দাদা,
ঘাসের সাথে খেতেন আদা ।
আরও খেতেন ছোলা মসুর,
প্রামানিক ভাইর দাদা শশুর ।

জলটা খেতেন ঘোলা করে ,
কিছু নিতেন ঝোলা ভরে ।

তাঁর নাত জামাই প্রামানিক
সামুরই এক রত্ন মানিক ,

মোদের ভাবেন বোকা অতি
দাদার পক্ষের ওকালতি
আমরা ঠিকই বুঝতে পারি ,
তাই ইমো দিলাম সারি সারি ।
;) ;) ;) ;)
:P :P :P :P

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: দাদা শ্বশুর কি যে খেতেন
দেখা হয় নাই চক্ষু দিয়া
সেই জন্য তো মাঝে মাঝে
কেঁদে উঠে আমার হিয়া।

এই মুহুর্তে পদটা যদি
আপনি দাদা পেতেন
ঘাসের সাথে আদা দিয়া
থবর থবর খেতেন।

মন্তব্যতে খুশি হলাম
দিলাম মধুর হাসি
মনের মত ব্লগারদের
তাই তো ভালবাসি।

২৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার এই মজার ছড়াগুলি বেশ হয় কিন্তু দাদা!

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ঈপ্সিতা চৌধুরী। মন্তব্য পড়ে উৎসাহ পেলাম। শুভেচ্ছা রইল।

২৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৪

সাথিয়া বলেছেন: মজার ছড়া

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাথিয়া। শুভেচ্ছা রইল।

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @রুদ্র জাহেদঃ

সূরা আর রাহমান নয়,ওটা হবে সূরা আল গাশিয়াহ।

''তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে? '' (১৭ঃ৮৮)

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সূরার নাম শুদ্ধ করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.