নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রংপুরীদের জোড়া কথা

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪১


শহীদুল ইসলাম প্রামানিক

রঙ্গ-রসে থাকি মোরা
রংপুর জেলার ছাওয়া
শিদল পুড়ি ভর্তা করি
ডাল দিয়ে ভাত খাওয়া।

কেউবা হলাম মিয়া, মন্ডল,
কেউবা সৈয়দ, খাঁ
জোড়া-টোরা কথা-টথা
হামরা কই-টই না।

এক লাইনে তিন জোড়া কই
বললে, বলি নাই
এইজন্যে তো রংপুরীরা
হলাম মফিজ ভাই।

হামার বাড়িও রংপুর বাহে
দিলাম পরিচয়
রংপুরীরা সহজ সরল
চিটার বাটপার নয়।

(শিদল= কচুর সাথে শুটকি মাছ পাটায় বেটে বড়া তৈরী করে রৌদ্রে শুকিয়ে রাখা হতো। খাওয়ার আগে চুলার আগুনে পুড়ে লবন, মরিচ, পিয়াজ দিয়ে ভর্তা করে ডাল ভাতের সাথে খাওয়া হতো। রংপুর জেলায় আগে এই খাদ্যটির ব্যাপক প্রচলন ছিল। বর্তমানে খুব একটা চোখে পড়ে না।

শিদল পুড়ির একটি বিখ্যাত ভাওয়াইয়া গান আছে যেমনঃ- ডাল পাক করোরে কাঁচা মরিচ দিয়া/ শিদল পুড়ি ভর্তা কর নিরালে বসিয়া/ ডাল পাক করোরে।)

মন্তব্য ৬৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

আজিজার বলেছেন: রংপুরীরা সহজ সরল, চিটার বাটপার নয়। আসলেই সত্য।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজিজার, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে । ( রঙধনু নামক একটি সাহিত্যপত্রে আপনার লেখা একটি গল্প "এতিমশিশুর সেন্টার পরীক্ষা" দেখলাম। এটি আপনার লেখা, তাই না? ভালো লেগেছে।) ধন্যবাদ।






ভালো থাকবেন নিরন্তর।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: "এতিম শিশুর সেন্টার পরীক্ষা" আমার লেখা কিশোর গল্প। লেখাটি সামহোয়ার ইন ব্লগেও আছে। ধন্যবাদ আপনাকে বিষয়টি জানানোর।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

সুজন চন্দ্র পাল বলেছেন: হামড়া পঞ্চগড়িয়া,
হামড়া পান্তা খাই শিদল দিয়া।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

প্রামানিক বলেছেন: শিদল তো এখন চোখেই দেখি না ভাই, আপনারা তাও পান্তা দিয়া শিদল খাবার পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

সার্ভেয়ার/আমিন সাব বলেছেন: রংপুরীরা সহজ সরল, চিটার বাটপার নয়।
তাহলে ওদেরকে মফিজ বলা হয় কেন ??

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: আপনার কথা শুনে গত পরশু বায়তুল মোকাররম-এর একটি ঝগড়ার কথা মনে পড়ে গেল। দুইজনে ঝগড়া করছে একজন আরেকজনকে বলছে, “হারাম জাদা তুই কি আমারে মফিজ পাইছস”। ওদের ঝগড়া শুনে এগিয়ে গিয়ে বললাম, “ভাই আপনার বাড়ি কোথায়”? বলল, “কুমিল্লা” বলেই বলল, “কেন ভাই?” আমি বললাম, “মফিজ তো রংপুরের মানুষদেরকে বলে আপনি নিজে মফিজ হলেন কি ভাবে?” লোকটি বলল, ”ওই হারামজাদা আমাকেও রংপুরের হাবাগোবা মনে করছে, এইজন্য বললাম আমাকে মফিজ পাইছস”। তাহলে বোঝা যায় হাবাগোবা শব্দটাই এখন মফিজে রুপান্তর হয়েছে।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

রক্তিম দিগন্ত বলেছেন: বেশ লাগলো। মজা পেলাম পড়ে।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: হামার বাড়িও রংপুর বাহে
দিলাম পরিচয়
রংপুরীরা সহজ সরল
চিটার বাটপার নয়।
------

ঠিক তাই, যত উত্তরে যাবেন ততই সাদামাটা মানুষ পাবেন!!
আমি ঠাকুরগাঁ, পঞ্চগড়, তেতুলিয়া পর্যন্ত দেখেছি বলেই বলছি।!!

অনেক ভাল লাগল ভাই,ভাল থাকবেন!!
তবে, পলাশবাড়ীর রসমালাই -এর আবদার রইল!!! :) :) :)

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

প্রামানিক বলেছেন: পলাশ বাড়ীর চেয়ে গাইবান্ধার রসমঞ্জরী বিখ্যাত। সময় থাকেল দাওয়াত থাকল দুলাভাইসহ এসে খেয়ে যাবেন। ধন্যবাদ

৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

আহলান বলেছেন: ওরা আসলেই জটিল রকমের ভালো ..

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহলান, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

শামছুল ইসলাম বলেছেন: রংপুরের সহজ-সরল মানুষদের পরিচয় পেলাম আপনার ছড়ায়, সেই সাথে প্রামানিক ভাইয়েরও।

অসাধারণ পংক্তিঃ
//হামার বাড়িও রংপুর বাহে
দিলাম পরিচয়
রংপুরীরা সহজ সরল
চিটার বাটপার নয়।//


ভাল থাকুন। সবসময়।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

ইলি বিডি বলেছেন: //হামার বাড়িও রংপুর বাহে
দিলাম পরিচয়
রংপুরীরা সহজ সরল
চিটার বাটপার নয়।//

ভাল নাইক্সে বাহে, মুই ও অংপুরিয়া। ধন্যবাদ

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

প্রামানিক বলেছেন: হে হে হে তাইলে তো কতাই নাই বাহে। অবশেষে অংপুরি দুই একজন পাওয়া গেল। ধন্যবাদ

১০| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

সাবলীল মনির বলেছেন: সহজ-সরল হওয়া ভালো, কিন্তু মফিজ হলে সবাই বুদ্ধিহীন ভাবে, ঠকানোর সুযোগ পায়...........কবিতার বিষয়বস্তুু সুন্দর, ভাল লাগল ।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: ঢাকার হকার মার্কেটগুলোতে রংপুরের লোক পেলে পামপট্টি দিয়ে আহাম্মক বানিয়ে ছেড়ে দেয়। বেশ কিছু ঘটনা আমার নিজের চোখে দেখা। ধন্যবাদ ভাই সাবলীল মনির।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিজনাল কার্যোপলক্ষ্যে রংপুরের কিছু মানুষ আমাদের এলাকায় আসে ।
এরা কখনো রংপুর বলতে পারেনা । রংপুর কে বলে অংপুর !
তবে এরা কর্মঠ ও খুবই সরল । প্রামানিক ভাইও ।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। আইজ আপনার পুরা নামটা দেখে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: রংপুরের পার্শ্ববর্তী জেলা নীলফামারী টু বি স্পেসিফিক জলঢাকা, সৈয়দপুরে ছিলাম অনেকদিন। আসলেই ওখানকার মানুষেরা সহজ সরল।

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

প্রামানিক বলেছেন: জলঢাকা থেকে ডালিয়া খুব কাছে। আপনার উত্তরাঞ্চল সম্পর্কে ধারনা থাকার জন্য অনেক অনেক শুভ্চেছা।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ভালো লাগলো । আমি শীতল খেয়েছি , অনেক মজা । :D তবে আমি জানতাম ওটাকে শিদল বলা হয় ।

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন গুলশান কিবরীয়া। শিদল কথাটাই ঠিক হতে পারে অঞ্চল ভেদে উচ্চারণে পার্থক্য দেখা দিতে পারে। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

গেম চেঞ্জার বলেছেন: (প্লাস+)

আমার মেজ ভাই সৈয়দপুর ক্যান্টনমেন্টে আছেন। উনার ভাষ্যমতে এলাকার মানুষরা খুবই সহজ সরল। এ পোস্টেও তাই পেলাম।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। উত্তরাঞ্চলের মানুষ সম্পর্কে ধারনা দেখে ভাল লাগল। ধন্যবাদ

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:


রংপুরকে দরিদ্র করে রেখেছিল সেই এলাকার সামান্য মানুষ; ওসব এলাকায় কিছু হায়েনা আছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। যারা ধনী তো বিশাল ধনী যারা গরীব তো অনেক গরীব।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৬

কিরমানী লিটন বলেছেন: হামার বাড়িও রংপুর বাহে
দিলাম পরিচয়
হামার বাড়িও রংপুর বাহে
দিলাম পরিচয়
রংপুরীরা সহজ সরল
চিটার বাটপার নয়।

৯৯ ভাগ সত্য,
রংপুরীরা সহজ সরল
চিটার বাটপার নয়। শুধু হুমু এরশাদ...

মুগ্ধ ভালোলাগার ছড়া ,শুভকামনা প্রিয় প্রামানিক ভাই ...

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

প্রামানিক বলেছেন: কিরমনী লিটন ভাই, আপনারা হয়তো জানেন না, এরশাদের জন্ম কিন্তু রংপুরে নয় ভারতের দিনহাটা মহকুমায়। তারা ঐখান থেকে মাইগ্রেট করে প্রথমে কুড়িগ্রাম পরে রংপুরে এসে বাড়ি করে।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

আলোরিকা বলেছেন: কি শুরু কচ্চেন নিঞা ভাই , একবার চেংটি মাছের ভর্তা ফির শিদল ভর্তা ! এইদন চলতে থাকলে হামাক কিন্তু অংপুর থাকি আনি খাওয়া নাকপে . ........... ;) :) =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

প্রামানিক বলেছেন: আরে বাহে চিন্তা করেন কেনে, খাবার মন চালে হামার বাড়ি চলি আইসেন কেনে। ধন্যবাদ রসিকতার মন্তব্য করার জন্য।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

জুন বলেছেন: আমার চাচ্চুর দেশ অমপুর, দেখেননা চাচ্চু কত সহজ সরল। ওনার পেটে কোন প্যাচ নাই :``>>
আমার দেশ ঢাকা হলেও অমপুর এর সৈয়দপুর জন্মেছিলাম। তবে শিদল শুটকি ভর্তা আরো অনেক দেশেই খায়, বিশেষ করে কুমিল্লা ময়মন্সিংহ এলাকায়।
মজার ছড়া প্রামানিক ভাই

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে চাচ্চুর জন্ম কিন্তু ভারতে রংপুরে নয় এটা জানেন কিনা?
অনেক দেশে শিদল খেলেও ছোট কাল থেকে শিদল ভর্তা আর ভওইয়া গান ওই এলাকায় শুনে শুনে অভ্যাস্ত হয়ে গেছি।
ধন্যবাদ জুন আপা, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

থার্টিন বলেছেন: জোড়া-টোরা কথা-টথা
হামরা কই-টই ন..!!!!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই থার্টিন, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচছা রইল।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

ক্যান্সারযোদ্ধা বলেছেন: হেঁ হেঁ!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ক্যান্সারযোদ্ধ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

রোকসানা লেইস বলেছেন: কুত্তিকার পানি কুত্তি গড়াইছে বাহে কওয়ার পারিনা।
আলুর ডাইলত আকালি ডলি এক থালা ভাত সাটি দিনু মুই

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

প্রামানিক বলেছেন: আহারে বুবুজান কইললেন কি, আকালি ভত্তার কতা মনে করি দিলেন। কত দিন হলো আকালি ভত্তা খাই। ধন্যবাদ আপনার রসালো মন্তব্যর জন্য।

২২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: রংপুরের মানুষ সম্পর্কে কিছুটা ধারণা পেলাম, মজায় মজায় কয়েকটা শব্দও শেখা হলো । শুভেচ্ছা প্রামাণিক দাদা!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

আনোয়ার ভাই বলেছেন: হ্যা তাতো এরশাদ কে দেখেই বুঝেছি !

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

প্রামানিক বলেছেন: এরশাদের জন্মটা কুচবিহারের দিনহাটা মহকুমায়। কাজেই এরশাদ জন্মগত ভাবে রংপুরের নয়। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

কোনটে বাহে জাগো বলেছেন: হামার বাড়িও রংপুর বাহে
দিলাম পরিচয়
রংপুরীরা সহজ সরল
চিটার বাটপার নয়।......।

ভালো নাগিল..।। হামার বাড়ীও অমপুরত বাহে।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

প্রামানিক বলেছেন: কইচ্চেন কি বাহে অমপুরের মানুষ পায়া গেনু। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

কোনটে বাহে জাগো বলেছেন: আপনার কবিতা টা কপি করে আমার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করলাম । Rabiul Robi

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভ্চেছা রইল।

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

ডাঃ মারজান বলেছেন: ছড়াটি পড়ে মজা পেলুম। আচ্ছা ভাই মফিজ কেন বলা হয়?

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

প্রামানিক বলেছেন: সহজ সরল হওয়ার কারণেই হয়তো মফিজ বলা হয়। যে লোক মফিজ নামকে প্রচার করেছে সে হয়তো তার গ্রামের মফিজকে খুব সহজ সরল দেখেছিল। সেই কারণে সহজ সরল মানুষ দেখলেই বলা হয়, “আরে তুই তো একটা মফিজ”।

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অমপুরের মানুষ সত্যিই ভালো :)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

প্রামানিক বলেছেন: হে হে হে মইনুল ভাই যখন ভালো বলছে তখন ভালই হবে। ধন্যবাদ মইনুল ভাই।

২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

মাহমুদা আক্তার সুমা বলেছেন: very very nice!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মাহমুদা আক্তার সুমা। অনেক অনেক শুৃভেচ্ছা রইল।

২৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

ডাঃ মারজান বলেছেন: লেখক বলেছেন: সহজ সরল হওয়ার কারণেই হয়তো মফিজ বলা হয়। যে লোক মফিজ নামকে প্রচার করেছে সে হয়তো তার গ্রামের মফিজকে খুব সহজ সরল দেখেছিল। সেই কারণে সহজ সরল মানুষ দেখলেই বলা হয়, “আরে তুই তো একটা মফিজ”।

ধন্যবাদ ভাই। আমার জানা ছিলনা।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

অমিত বসুনিয়া বলেছেন: শিদল বেটার দ্যান চিকেন

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

প্রামানিক বলেছেন: শিদল বেটার দ্যান চিকেন

ঠিকই বলেছেন ভাই অনেক সময় চিকেন মজা লাগে না শিদল মজা লাগে। ধন্যবাদ

৩১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ধমনী বলেছেন: অংপুরের বেশিরভাগ মানুষই সহজ সরল। তবে যারা জটিল হয় তারা ভীষণ মাত্রার জটিল।
ছড়াটা ভালো। শিদল নামে একটি শুটকি আছে জানতাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধমনী, আপনার মন্তব্য ঠিক আছে ভাল মন্দ সব জেলাতেই আছে। রংপুরের মানুষ যেটা খারাপ হয় সে চরম খারাপ। শিদল শুটকি দিয়েই তৈরী হয়। শুভেচ্ছা রইল।

৩২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

রুদ্র জাহেদ বলেছেন: সাদাসিধে...

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.