নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চেংটি মাছের ভর্তা

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭


শহীদুল ইসলাম প্রামানিক

হঠাৎ করেই নতুন জামাই
এলো শ্বশুর বাড়ি
শ্বশুর মশাই হাটের দিকে
গেলেন তাড়াতাড়ি।

শ্বাশুড়ি তো জামাই পাগোল
কি দিয়ে কি করে
ভাত রেঁধেছে অনেকগুলো
তরকারী নাই ঘরে।

রাস্তার দিকে চেয়ে চেয়ে
দিনটা হলো পার
সন্ধার পরে ফিরলো শ্বশুর
মুখটা করে ভার।

শ্বাশুড়ির তো চিল্লাচিল্লি
লজ্জা পাওয়ার দশা
শ্বশুর মশায় ঠান্ডা মাথায়
পিঁড়ার উপর বসা।

শ্বশুর হলো কৃপণ মানুষ
হোক না নতুন জামাই
বিনা কারণে খরচ করে না
যতই হোক না কামাই।

ডাক দিয়ে কয়, “কাঁদিস নে বউ
মুখ করিস না কালো
এই গ্রামে সবার চেয়ে
জামাই খাওয়াবো ভালো”।

এই না বলে ঘরের বাইরে
করছে ডাকাডাকি
“জামাই বাবা আছেন কেমন?”
বলছে থাকি থাকি।

“অসময়ে এলেন জামাই”
বললেন বাড়ির কর্তা
“কি দিয়া ভাত খবেন জামাই
চেংটি মাছের ভর্তা”।

জামাই বাবুও বড়ই ত্যাদর
বলল রুষি রুষি,
“ভয় করবেন না নতুন জামাই
তাতেই আমি খুশি”।

যেমন শ্বশুর তেমন জামাই
শুয়ে থাকল ঘরে
চেংটি মাছের ভর্তা খেয়েই
রইল সাত দিন পড়ে।

জামাই বাবু চিন্তা করে
শ্বশুর কিপ্টে বটে
যাচ্ছি নাকো মুরগী ছাড়া
কপালে যা ঘটে।

শ্বশুর মশাই ভাবছে বসে
কেমনে তাড়াই তাকে
চেংটি মাছের ভর্তা খেয়ে
কয়দিন যে থাকে?

ঝামটা মেরে বলছে গিন্নি,
“গেল না আর পারা
জামাই বেটা যাবে নাকো
মুরগীর মাংস ছাড়া”।

শ্বাশুড়ি তো মহাখুশি
মুরগী একটা ধরে
অর্ধেক মুরগী দিলেন ঢেলে
জামাইর পাতটা ভরে।

শ্বশুর মশাইয়ের কিপ্টামীতে
ধরলেন জামাই আড়ি
মুরগীর মাংস খাওয়ার পরে
তবেই ছাড়লেন বাড়ি।

(টাকি মাছের আরেক প্রজাতি রাগা বা চ্যাংকে উত্তরাঞ্চলে চেংটি মাছ বলে। উত্তরাঞ্চলে ছোট ছোট টাকি মাছকেও চেংটি মাছ বলে। )

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

T2 বলেছেন: ভালো লেগেচে

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই টি২। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । খুব মজা লাগলো ছড়ায় । দারুণ লেগেছে ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ, অনেক দিন পরে আপনাকে পেলাম। শুভ্চেছা রইল।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

কাবিল বলেছেন: ভর্তা খুব টেস্ট হয়েছে সাথে ছরাও।
ভর্তা খেয়েছি এবার চা দেন।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিচে যান আমি চা নিয়ে আসতেছি। ধন্যবাদ রসালো মন্তব্যর জন্য।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ :) মজার ছড়া!

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
=p~ =p~
যেমন শ্বশুর তেমন জামাই
মজার ছড়ায় সবে মজা পাই :)

=p~

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু, অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: হাহাহা.......মজা পেলাম। এমন হয় নাকি !!

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচছা রইল।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

প্রবাসী ভাবুক বলেছেন: যেমন শ্বশুর তেমন জামাই! মজার ছড়া!!

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী ভাবুক। অনেক অনেক শুভেচছা রইল।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


ছড়া ভালো হয়েছে; তবে, শ্বশুরকে এভাবে দেখানো ঠিক হয়নি; ভাবতে খারাপ লাগে।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: এধরণের শ্বশুর হয়তো আপনি চোখে দেখেন নাই দেখলে আপনিও গালাগালি করতেন। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাই মহা ত্যাঁদড় আছিলেন !!!

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ত্যাঁদড় না থাকলেও ত্যাঁদড়দের সাথে গল্পগুজবে মশগুল ছিলাম, যে কারণে এই অবস্থা। ধন্যবাদ লিটন ভাই।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এইটা আবার কি মাছ !!

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: টাকি মাছের আরেক প্রজাতি রাগা বা চ্যাংকে উত্তরাঞ্চলে চেংটি মাছ বলে। উত্তরাঞ্চলে ছোট ছোট টাকি মাছকেও চেংটি মাছ বলে।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ঢাকাবাসী বলেছেন: সুন্দর ছড়া! চেংটি মাছ কারে কয়?

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: টাকি মাছের আরেক প্রজাতি রাগা বা চ্যাংকে উত্তরাঞ্চলে চেংটি মাছ বলে। উত্তরাঞ্চলে ছোট ছোট টাকি মাছকেও চেংটি মাছ বলে।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭

শামছুল ইসলাম বলেছেন: এমন নাছোড় বান্দা জামাই, সাতদিন চেংটি মাছের ভর্তা খাওয়ার পরও 'নো নড়ন চড়ন'!!!
অবশ্য এমন কিপ্টে শ্বশুরের পাল্লায় পড়লে, একটু ত্যাদড়ামি করাই যেতে পারে।

ভাল থাকুন।সবসময়।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম, আগের দিনে এমন অনেক শ্বশুর ছিল যারা জামাই দেখলে বাড়ির পিছন দিয়ে পালিয়ে যেত।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

নাবিক সিনবাদ বলেছেন: =p~ =p~ এমন শ্বশুর যেন মোর কপালে না থাকে। :D

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: এখন চেংটি মাছের খুব অভাব, কাজেই মাছের চেয়ে মুরগীর দাম সস্তা হওয়ায় এখনকার শ্বশুরেরা মাছের বদলে মুরগীর মাংসই বেশি দেয়। ধন্যবাদ

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

আলোরিকা বলেছেন: সত্যি বলছি ভাইয়া আপনার জিভে জল আসা শিরোনাম দেখে তাড়াতাড়ি লগ ইন করলাম । দেখলাম ভুল করিনি ছড়া 'চেংটি মাছের ভর্তা' - র মতই জটিল হয়েছে ;)

তবে মাথায় এখন শুধুই ঘুরছে - চেংটি মাছের ভর্তা ধনে পাতা, কাঁচা মরিচ আর সরিষার তেলে:) :) :)

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

প্রামানিক বলেছেন: তবে মাথায় এখন শুধুই ঘুরছে - চেংটি মাছের ভর্তা ধনে পাতা, কাঁচা মরিচ আর সরিষার তেলে

আপনার মন্তব্যতে লেখা দেখে তো এখনই গ্রামে যেতে ইচ্ছে করছে। গ্রামে সকাল বেলা গরম ভাত আর চেংটি মাছের ভর্তা কত মজা করেই না খেতাম। ধন্যবাদ আপনাকে।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫

হাসান মাহবুব বলেছেন: ব্যাপক মজা পাইলাম।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

রক্তিম দিগন্ত বলেছেন: খিদা লাইগা গেছে ভাই। এই রাত ১১টায় টাকিমাছ কই পাই কন তো?

ভাল্লাগছে ভাই।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: ভাই যা কইলেন আপনার কথা শুইনা আমারো তো খিদা লাগল। এত রাইতে তো টাকি ভর্তা পামু না। ধন্যবাদ আপনার রসালো মন্তব্যর জন্য।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

অগ্নি সারথি বলেছেন: হে হে হে হে।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: যেমনি কিপটে শ্বশুর, তেমনি ত্যাদর জামাই!!!!!
মিলেছে ভাল!!!!! :) :) :)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন নাহার আপা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

জুন বলেছেন: টিট ফর ট্যাট প্রামানিক ভাই।
অনেক মজার ছড়া লিখেন আপনি =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। অনেক অনেক শুভেচছা রইল।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: দারুণ হয়েছে !:#P

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সময়ের গ্যাঁড়াকল। অনেক অনেক শুভেচছা রইল।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

কিরমানী লিটন বলেছেন: টাকি মাছের আরেক প্রজাতি রাগা- লেজের শেষ ভাগে টকটকে লাল,আমাদের এলাকাতেও এই মাছ-রাগা বা চ্যাং মাছ নামে পরিচিত তবে এখন তা প্রায় বিলুপ্তির পথে ...

চমৎকার-অনেক মজার ছড়া ,শুভকামনা প্রিয় প্রামানিক ভাইকে ...

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভা্ই। চ্যাং মাছের বর্ননা দেয়ায় খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

বাসার বলেছেন: মজা পেলাম। ভাল হয়েছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাসার। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.