নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
জগাই মগাই দুইজনেতে
নদীর পাড়ে বসে
করছে ঝগড়া ইচ্ছে মতন
অনেক রোষে রোষে।
“থাপ্পর মেরে কান ফাটাবো”
বলল জোরে জগাই
ফটাশ করে কানটা চেপে
চিৎকার দিল মগাই।
“কান ফেটেছে কান ফেটেছে”
বিষম চেঁচামেচি
“কানের ব্যাথায় বাঁচি না আর
এই তো মরে গেছি”।
গাঁয়ের লোকে দৌড়ে এসে
জিজ্ঞেস করে “মগাই,
কেমন করে কান ফাটালো
কোথায় গেল জগাই”?
বলছে মগাই, “ওইপার থেকে
থাপ্পর দিল জোরে
পটাশ করে কান ফেটেছে
কাঁদছি ব্যাথার ঘোরে”।
তাকিয়ে দেখে ওই পাড়েতে
জগাই তখন বসা
মগাই কাঁদছে তাই না দেখে
কান্না করার দশা।
ওই পার থেকে থাপ্পর দিল
ফাটল মগাইর কান
কেমন করে এমন হলো
কাঁপছে সবার প্রাণ।
বলল সবাই, “মগাইরে তুই
মিথ্যা বলছিস কেন
বিশাল নদীর ওই পাড় থেকে
থাপ্পর দিল হেন”?
“অত দূরের থাপ্পর হেথায়
কেমন করে লাগে
তুইও একটা থাপ্পর দিয়ে
দেখিয়ে দেনা আগে”।
বলল মগাই, “কান ফাটেনি,
বলল কেন জোরে
সেই বিচারটা করেন এবার
ওর কানটা ধরে”।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। অনেক অনেক শুভ্চেছা রইল।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
বাকা পথ বাকা চোখ বলেছেন: সুন্দর হয়েছে
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:০১
শামছুল ইসলাম বলেছেন: বেশ মজার ছড়া।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
আহলান বলেছেন: জগাই মগাই এর দলাই মলাইতে আমরা কই যাই ...
০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহলান। মন্তব্যর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
সাবলীল মনির বলেছেন: পড়লাম জগা-মগার কান্ড, ভাল লাগল ।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাবলীল মনির। অনেক অনেক শুভ্চেছা রইল।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
এম রাজু আহমেদ বলেছেন: হা হা হা ভীষণ মজা পেয়েছি আপনার লেখা পড়ে।
খুব ভাল লেগেছে কবি।
শুভ কামনা রইলো।
আমার পাতাতেও আসার আমন্ত্রন রইলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম রাজু আহমেদ। আপনার পাতা থেকে আগে ঘুরে আসলাম। মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
খোলা মনের কথা বলেছেন: প্রথম থেকে শেষ
লাগলো চরম বেশ, ধন্যবাদ আপনাকে এমন একটা কবিতা উপহার দেওয়ার জন্য।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। মন্তব্য পড়ে খুশি হলাম, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: জগাই v/s মগাই।
টান টান উত্তেজনা,জগাই দুর থেকে একটা থাপ্পর মারল,ফটাস করে মগাইয়ের কান ফেটে বিগ ব্যাঙ থিওরি তৈরি হল।
খুব ভাল্লাগছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঈশান। আপনার সুচিন্তিত মতামত পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
মাহমুদা আক্তার সুমা বলেছেন: অসাধারন ভাইয়া। খুব মজা পাইলাম।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদা আক্তার সুমা। অনেক অনেক শুভ্চেছা রইল।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২
কাবিল বলেছেন:
জগাই মগাই এর শাস্তি-- নদী থেকে চেংটি মাছ ধরে আনতে হবে
চমৎকার ছড়া, ভাল লাগলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
প্রামানিক বলেছেন: ভালই বলেছেন কাবিল ভাই, দুইজনকে কাঁদা পানিতে নামিয়ে চেংটি মাছ ধরতে দিতে হবে। ধন্যবাদ
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
এম এ কাশেম বলেছেন: প্রামানিক ভাই কেমন আছেন?
ছড়া চমতকার।
এদের কঠিনবিচার চাই কিন্তু।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
প্রামানিক বলেছেন: ভাল আছি, আপনাকে তো দেখাই যায় না। কই থাকেন?
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার| তাৎপর্যপূর্ণ
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল, মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
অগ্নি সারথি বলেছেন: অসাধারন এবং অর্থবহ। প্লাস।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
হাসান মাহবুব বলেছেন: হাহা! মজার ছড়া।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: "বলল মগাই, “কান ফাটেনি,
বলল কেন জোরে
সেই বিচারটা করেন এবার
ওর কানটা ধরে”।" যথার্থই ।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধূ। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
নেক্সাস বলেছেন: মজার ছড়া। সুকামার বাবু একদম
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নেক্সাস, অনেক অনেক শুভ্চেছা রইল।
১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: দারুন মজার ---------------
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুননাহার আপা। শুভ্চেছা রইল।
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
ধমনী বলেছেন: পোস্টটি ছড়ায় গড়া
ইংগিতটাও কড়া।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধমনী, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
কিরমানী লিটন বলেছেন: “অত দূরের থাপ্পর হেথায়
কেমন করে লাগে
তুইও একটা থাপ্পর দিয়ে
দেখিয়ে দেনা আগে”। -অনেক মিজা পেলাম...
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।
২০| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
সাহসী সন্তান বলেছেন: এই নিয়েছে ঐ নিলো যা, কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে.......!!
এই কবিতাটা মনে পড়ে গেল ভাই! আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে! বেশ মজার! শুভ কামনা জানবেন!
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম। শুভ্চেছা রইল।
২১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৩
রুদ্র জাহেদ বলেছেন: বলল মগাই, “কান ফাটেনি,
বলল কেন জোরে
সেই বিচারটা করেন এবার
ওর কানটা ধরে”।
জগাই-মগাইয়ের কান্ড।বেশ মজা পেলুম।অনেক ধন্যবাদ, নিরন্তর ভালো থাকবেন
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।
২২| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৭
উর্বি বলেছেন: বরাবরই অসাধারন
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ধন্যবাদ প্রামানিক ভাই।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: “অত দূরের থাপ্পর হেথায়
কেমন করে লাগে
তুইও একটা থাপ্পর দিয়ে
দেখিয়ে দেনা আগে”।
মগাই এবার উঠলো তেতে
মারলো কষে লাথি;
ভাবটি যেনো বাঁশটি যেনো
পাছায় দিলো গাঁথি ।
তাজ্জব ব্যপার লাথি খেয়েই
জগাইর সেকি চিৎকার;
মাটি ফেটে চৌচির
দু'ফাঁক যেনো বাঁশঝাড়।
দু'হাত জোরে পাছায় চেপে
জগাইর সেকি লাফানি;
খিচুনিতে বমি আসে
সারা দেহে কাঁপুনি।
লোকজন জড়ো হলো
চারিপাশে মহা ভীড়;
জগা কেঁদে বুক ভাসে
রেগে দাঁত কিড়মিড়।
এরে তারে ধরে বলে
লাজ নাই তোমাদের?
এ গাঁয়েরই ছাওয়াল আমি
আগ জ্বালো প্রতিশোধের।
এভাবেই লেগে গেলো
দুই পারে যুদ্ধ;
ছেলে বুড়ো সব লড়ে
প্রামানিক সুদ্ধ।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
প্রামানিক বলেছেন: দূরের থাপ্পর কেমনে লাগে
ছড়া মধ্যে লেখা
কান ফেটে যে রক্ত ঝরছে
নিজের চোখে দেখা।
এমন কান্ড হরহামেশা
গাঁও গ্রামে দেখি
সেই জন্য তো মনের জোসে
অনেক কথা লেখি।
এমন দশায় নাস্তানাবুদ
আমিও অনেক হচ্ছি
সেই কথাটাই ছড়ার মধ্যে
আবোল তাবোল কচ্ছি।
২৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
হাসান জাকির ৭১৭১ বলেছেন: দারুন, বেশ মজার ছড়া প্রামানিক ভাই।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান জাকির। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১
এই আমি রবীন বলেছেন: ভালো লেগেছে ।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রবীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
আলোরিকা বলেছেন: জগাই মগাই - র কাহিনী পড়ে গুপি আরা নন্দীর কথা মনে পড়ল ভাইয়া । অনেক মজার হয়েছে ছড়াটা +++
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আলোরিকা। আপনার মন্তব্য পড়ে অনেক খুশি হলাম। শুভ্চেছা রইল।
২৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেশ প্রেমিক বাঙালী। ধন্যবাদ
২৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২
মধুমিতা বলেছেন: ভালো লাগলো অনেক!!
০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মধুমিতা। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩০| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
তাল পাখা বলেছেন: মজাদার অর্থবহ ছড়া। ধন্যবাদ প্রামাণিক ভাইকে।
০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তালপাখা। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩১| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১
নিমগ্ন বলেছেন: দূরের থাপ্পর কেমনে লাগে
ছড়া মধ্যে লেখা
কান ফেটে যে রক্ত ঝরছে
নিজের চোখে দেখা।
আসলে ঘটনাটা কি??
০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
প্রামানিক বলেছেন: ঘটনটা হলো ঝাগড়া ঝাটির এক পর্যায়ে একজন হয়তো বলল, আর একটা কথা বলবি তো তোর মাথাা ফাটাবো, এই কথার ভিত্তিতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নিজের মাথা নিজে ফাটিয়ে তার নামে থানায় কেস দায়ের করা হলো। এটাই দূরের থাপ্পর।
৩২| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: এক কথায় অতুলনীয়!
জবাব নাই কাব্য আর
কাব্যিকের!
০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই শুভেচছা রইল।
৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
তৌফিক মাসুদ বলেছেন: এটাই হল ছন্দের জাদুকরের আধুনিক সংস্করণ।
ধন্যবাদ কবি। মজাই পেলাম ব্যপক।
০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। মন্তব্যে উৎসাহবোধ করছি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
তৌফিক মাসুদ বলেছেন: ফেসবুকে শেয়ার হল।
০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৩৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
বলছি আমি আলসে ছেলে
জগাই কেন কাঁদে।
মগাই কেন বোকার মত,
পড়লো একি ফাঁদে।
জগাই আর মগাই মিলে,
করছে এসব কি!
গ্রাম যে গেলো রসাতলে,
সবাই বলে ছিঃ।
আসুন সবাই তরা করে
জগাইকে দেই ধাওয়া,
মগাই মশাই পার পাবে না,
এটুকু মোদের চাওয়া।
০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
প্রামানিক বলেছেন:
এমন ফ্যাসাদ মোদের দেশে
হরহামেশা চলে
অনেক রকম জ্ঞানী গুণি
তারাও এদের দলে।
হে হে হে ভালই বলছেন ভাই
মন্তব্যতে খুশি হলাম শুভ্চেছা রইল তাই
৩৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
গেম চেঞ্জার বলেছেন: হায়! আমি লাস্টু হলাম। তবে যুৎসই উপস্থাপন ছড়ার আড়ালে একটা সামাজিক সমস্যার।
০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
প্রামানিক বলেছেন: যারা আমার আন্তরিক অঙ্গণে আছে তারা ফাস্টু হলেও খুশি লাস্টু হলেও খুশি। ধন্যবাদ আপনাকে।
৩৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ!
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫
সৈয়দ ইসলাম বলেছেন: দাদা শহিদুল ইসলাম,
আপনার এক ভক্তের মাধ্যমে এই কবিতাটির লিংক পেলাম। প্রথমে তাকে ধন্যবাদ। এতো সুন্দর একটি কভিতার মাধ্যমে ভদ্র লোককে সফল মুরিদ করতে পারায় আপনাকে দ্বিগুণ ধন্যবাদ। শুভকামনা থাকলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫
প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুবই অনুপ্রাণীত হলাম। আমার ভক্তটার নাম জানলে আরো খুশি হতাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১
সৈয়দ ইসলাম বলেছেন:
আপনার মুরিদকে দেখতে চাইছিলেন?
নেন, দেখে দু'জাহামের শান্তি হাসিল করুন।
এখানের মন্তব্য দেখুন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
প্রামানিক বলেছেন: হা হা হা - - - আমি প্রথম দিনই দেখেছি। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
জেন রসি বলেছেন: মজার এবং অর্থবহ।
চমৎকার হইছে।