নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নোয়াখাইল্যা ভাষা

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯


শহীদুল ইসলাম প্রামানিক

নোয়াখাইল্যারা কথা বলে
খাটি বাংলায় নয়
বাংলা ইংলিশ মিশেল করে
বাংলিশ ভাষা কয়।

‘ইংলিশ ভাষা জানেন নাকি
নোয়াখাইল্যার পো’?
প্রশ্ন করলেই উত্তর দেয়রে
”আই কইতে হাইততান নো”।

‘আই’ ‘নো’ টা ইংরাজীতে
‘কইতে’ ‘হাইততান’ দেশি
হ্যাতারে, হুতারে তাদের কথা
আর জানিনা বেশি।

তরপরেতেও তাদের ভাষা
অনেক খানি সোজা
চাটগাইয়াদের কথা ভাইরে
কিছুই যায় না বোঝা।

মন্তব্য ৭৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

কিরমানী লিটন বলেছেন: ‘ইংলিশ ভাষা জানেন নাকি
নোয়াখাইল্যার পো’?
প্রশ্ন করলেই উত্তর দেয়রে
”আই কইতে হাইততান নো”। -মজার বর্ণনায়,ছন্দের তালে "নোয়াখাইল্যা ভাষা " ছড়া।মুগ্ধ ভালোলাগায় শুভকামনা জানবেন প্রিয় প্রামানিক ভাই ... :) :`> =p~

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

অগ্নি সারথি বলেছেন: :)

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

গেম চেঞ্জার বলেছেন: =p~ =p~

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:

নোয়াখালী বিচিত্র।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: ভাষার দিকে নোয়াখালী বিচিত্রই বটে। কি সুন্দরভাবে নোয়াখালীর ভাষায় ইংরাজী ঢুকে গেছে এটা অনেকেই আমরা খেয়ালই করি নাই। ধন্যবাদ

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯

সাবলীল মনির বলেছেন: বেশ মজা পেলাম ।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাবলীল মনির। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

শামছুল ইসলাম বলেছেন: মজার ছড়া।
ভাল থাকুন। সবসময়।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাতছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: নোয়াখালির কেউ কি নাই যে প্রতিবাদ করবে!

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: প্রতিবাদ করার কিছু নাই একদম সত্য কথাটাই তুলে ধরেছি। তাদের জন্য এটা একটা গর্ব যে গ্রামের মৃর্খ মানুষটিও ইংরাজী শব্দ ব্যবহার করে। ধন্যবাদ আরণ্যক রাখাল।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন: ‘ইংলিশ ভাষা জানেন নাকি
নোয়াখাইল্যার পো’?
প্রশ্ন করলেই উত্তর দেয়রে
”আই কইতে হাইততান নো”।

‘আই’ ‘নো’ টা ইংরাজীতে
‘কইতে’ ‘হাইততান’ দেশি
হ্যাতারে, হুতারে তাদের কথা
আর জানিনা বেশি।


এইটুক পড়ার পর হাসতে হাসতে কাহিল হয়ে গেলাম।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। আপনে হেসেছেন জেনে ভাল লাগল। ধন্যবাদ

৯| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: চাটগাইয়াদের কথা ভাইরে
কিছুই যায় না বোঝা।
-----------

হুম, এক্কেবারেই বোঝা যায় না।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা। আপনি তাইলে বুঝতে পেরেছেন চাটগাইয়াদের কঠিন ভাষা আমি তো কিছুই বুঝি না।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

ফেরদৌসা রুহী বলেছেন: ‘ইংলিশ ভাষা জানেন নাকি
নোয়াখাইল্যার পো’?
প্রশ্ন করলেই উত্তর দেয়রে
”আই কইতে হাইততান নো”।

নোয়াখালির কেউ আন্নের কবিতা দেখলে খবর অই যাইবো

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: নোয়াখাইল্যারা আর কোবতে পড়লে খুশি হই যাইবো। হ্যাতেরা ইংরাজি কয় আই কই দিছি।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

নিমগ্ন বলেছেন: =p~ =p~ :-P :-P :P B-)) B-)) B-))


০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নিমগ্ন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪১

প্রবাসী পাঠক বলেছেন: নোয়াখালীর কথা তো তাও বুঝা যায়। সিলটি আর চিটাগাংগা বদ্দাদের ভাষা তো কিছুই বুঝি না।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: হে হে হে হেই সমস্যায় তো ভাই আমিও পড়েছি। ধন্যবাদ ভাই প্রাবাসী পাঠক।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৯

ধমনী বলেছেন: মজার ছড়া।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ধমনী, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১০

উর্বি বলেছেন: ভালো লাগল

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

বাসার বলেছেন: আঁর কাছে ছড়াটা ভালা লাইকজে। :D

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাসার, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

জুন বলেছেন: @কাল্পনিক আমনে কই :-*
দেখেন আন্নের ভাষা লই ফ্রামানিক বাই বলগে বাইচালি করের :-&

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: আই বাইচালি করি নো, আই হক কতা কই দিছি।

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

তৌফিক মাসুদ বলেছেন: নোয়াখাইল্যা ভাষা বুঝে গেছি। কিন্তু চাটগাঁইয়া ভাষা, এ আমি বুঝিনা।

ছড়ায় দারুন প্রকাশ।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ, আপনি ঠিকই বলেছেন আসলেই চিটাগাংয়ের কথা বোঝা মুশকিল।

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭

রুদ্র জাহেদ বলেছেন: চাটগাইয়াদের কথা ভাইরে
কিছুই যায় না বোঝা।

সত্যি তাই

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। চিটাগাংয়ের কথা বোঝা বড় কঠিন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: খুব মজার ছড়া হয়েছে এটা। আশাকরি নোয়াখালির ব্লগার ভাইবোনেরা এটাকে সঠিক মনোভাবে গ্রহণ করবেন।
শেষ স্তবকের কথাগুলো একেবারে সত্যি।
জুন এর মন্তব্যটাও (১৬ নং) বেশ উপভোগ্য হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই। আপনার মন্তব্য এবং মূল্যায়ন খুব ভাল লাগল। ধন্যবাদ

২০| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আঁই হবে। এটা হবে 'আঁই কইতে হাইত্তামন(অথবা হাইত্তান্ন)'। 'নো' নয়, হবে 'ন'। ছড়াটা ভালো আর মজার। তবে কথাটা সঠিক নয়।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: আই-এর সাথে ঁ চন্দ্রবিন্দু দেন আর নো কে ন বলেন সেটা তো আঞ্চলিকতার টানের কারণে। আসলে "আই বা আঁই" "নো বা ন" যে ইংরাজি এটা সহজেই বুঝা যায়। তবে কথাগুলো শুদ্ধ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

২১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: না মানতে পারলাম না। আঞ্চলিক ভাষা যেহেতু সেহেতু অরিজিনালে থাকতে হবে। টান বলে কিছু নাই। 'আঁই' আর 'ন' ইংরেজী নয়। বিষয়টা সিরিয়াসলি নিবেন না। আমি নিচ্ছি কারণ, ব্যাখ্যাটা ভুল। আপনি অভিজ্ঞ ব্লগার। বুঝবেন আশা করি।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: তাহলে আপনি বলেন নোয়াখালির "আঁই" কথার অর্থ কি আর "ন" কথার অর্থ কি এবং ইংরাজি "আই" আর "নো" শব্দ দু'টির অর্থ কি? যদি "আঁই" আর "ন" শব্দ দু'টা ইংরাজি ভাষা থেকে নোয়াখালি ভাষায় না এসে থাকে তবে কোন ভাষা থেকে এসেছে?

২২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

গেম চেঞ্জার বলেছেন: B-)) :-B

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভেচছা রইল।

২৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা একমাত্র আল্লাহই বলতে পারবেন। @প্রামানিক ভাই। চট্রগ্রামেরও 'আঁই' আর 'ন' আছে। অর্থও এক। তাহলে চট্টগ্রাম আর নোয়াখালীর 'আঁই' আর 'ন' এসেছে ইংরেজি 'আই' আর 'নো' থেকে!

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: যেহেতু বাংলা ভাষা বিভিন্ন ভাষার মিশ্রন, সেই কারণে "আই" "ন" টা সম্ভাবত ইংলিশ থেকেই এসেছে। আগে যখন বিদেশিদের যাতায়াতের মাধ্যম ছিল পানির জাহাজ, সেই সময়ে কোন বণিক বাংলাদেশে এলে সমুদ্র পথেই আসতো, চট্টগ্রাম এবং নোয়াখালীতেই তাদের আগে পদার্পণ হতো তারপর অন্য এলাকায় চলে যেত, সেই কারণে নোয়াখালীর ভাষায় ইংরাজি শব্দ মিশ্রন হওয়াটা অস্বাভাবিক কিছু না।

২৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১

বিজ্ঞান মনস্ক বলেছেন:

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: দারুণ জোকস বলেছেন তো। এটা তো জানতাম না।

২৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আবার পড়লাম... আবার হাসলাম :)

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

তামান্না তাবাসসুম বলেছেন: হিহিহি,,, মজার ছড়া :)

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: মজা পাইলাম।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোঁয়ার হতা কি হইয়ুম
লাইগ্গে বালা ফরি;
আঁই ও এক্কান লিক্কি চ
তোঁয়ারে মনত গরি।

(এই দিলুম লিন্ক/প্লিজ আই করো ব্লিন্ক)
প্রেমিক প্রামানিকের জবানবন্দী

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: হা হা লিংকে ঢু মেরে এসেছি।

২৯| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: জগতে কত বিচিত্র সব ভাষা!

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেতেই তো অনেক রকম ভাষার সম্মুখীন হতে হয়। তেতুলিয়ার ভাষার সাথে টেকনাফের ভাষার মিল নেই। ধন্যবাদ

৩০| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

রাবার বলেছেন: হেতেরা কোনো =p~

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: হেতেরাও আছে। ধন্যবাদ

৩১| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । বেশ মজা পাইলাম । নোয়াখাইল্যা বিষয়ক কাব্যে!!

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৭

হাসান মাহবুব বলেছেন: হ।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৩

সাহসী সন্তান বলেছেন: বাংলা ভাষার জন্ম হয়েছে নদীয়ার শান্তি পুর, লালন-পালন হয়েছে যশোর-কুষ্টিয়া, অসুস্থ হয়েছে নোয়াখালী, মারা গেছে সিলেট, জানাজা হইছে চট্রোগ্রাম কাফন দাফন হইছে পার্বত্য চট্রোগ্রাম! অথ্যাৎ পার্বত্য চট্রোগ্রামে এসে বাংলা ভাষা একদম শেষ!

সব কবিতার মত এটাও অনেক মজার কবিতা ভাই! ভীষন ভাল লাগেছে!

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

প্রামানিক বলেছেন: ভাই একদম পারফেক্ট কথা বলেছেন। এরকম তো চিন্তা করি নাই। আসলেই তো বাংলা ভাষা এইসব অঞ্চলে এসে সমাধি হয়েছে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

৩৪| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

আলোরিকা বলেছেন: ব্যাপক বিনোদন ভাইয়া :) :D =p~

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আলোরিকা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা ......... :D

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেশ প্রেমিক বাঙালী।

৩৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

আঁই অফলাইনে আফনের পুষ্টটা পড়ি হালাইছিলাম :D

+++++++

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আফনাকে। শুভ্চেছা রইল।

৩৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২১

উল্টা দূরবীন বলেছেন: আন্নে জানেননি, নোয়াখাইল্যারা যে চান্দের দ্যাশের মানুষ? হেতাগোরে লই এমিক্কা ছড়া লেকলে তো হেতারা রাগ অই চান্দের বাত্তি নিবাই দিবো। :p

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

প্রামানিক বলেছেন: আন্নে কইচেচন কি তাইলে তো ব্যাগগুন লোক কষ্ট পাইবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.