নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
কালিজিরা খেয়ে গালি দিয়ে বলে,
এইটা কি কোন তরকারি
মা হেসে কয়, ‘অসুস্থ্য দেহে
এইটা বড় দরকারি’।
ছেলে রেগে কয়, ‘তিতা তিতা স্বাদ
নাকে উঠে ঝাঁঝ,
বিদঘুটে লাগে, কালিজিরার মাঝে
কি এমন কাজ’?
ভুলিয়ে ভালিয়ে গায়ে হাত বুলিয়ে
মা বলল হাসি হাসি,
‘শতেক রোগের মহাঔষধ এটা
কফ্ শ্লেষা নাশী’।
‘হাদিসে আছে মহানবী খেতেন
কালিজিরা আর মধু
বসন্ত রোগে করলার বিচি
কলেরা রোগে কদু’।
এ কথা শুনে ছেলে হেসে কয়,
“তাহলে ঔষধ খাঁটি
এত দিন মোরা না খেয়ে খেয়ে
জীবন করেছি মাটি”।
২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
প্রামানিক বলেছেন: চা খেয়ে যান।
২| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা
২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আনারুল ইসলাম। শুভ্চেছা রইল।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
গেম চেঞ্জার বলেছেন: চা খেতে তো পারবো না। পান করতে পারি........
২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
প্রামানিক বলেছেন: না ভাই আমার কাছে এলে চা পান নয় খেতে দিব। ধন্যবাদ
৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
তাল পাখা বলেছেন: মন্তব্য পরে আগে হাজিরা দিলাম।
২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
প্রামানিক বলেছেন: তথাস্থ
৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
সাল্লু খান বলেছেন: Nice kobita
২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাল্লু খান। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
রোষানল বলেছেন: আজ হতে তাই করিলাম পণ
কালি জিরা নিয়ে করিব রসায়ন
আজে বাজে সব গিলে
জীবন করেছি শেষ তিলে তিলে
কালি জিরা মিল্লেও
খাঁটি মধু মেলা ভার
প্রামানিক দা ভেবে বলেন
আছে কি কোন প্রতিকার??
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৫
প্রামানিক বলেছেন: সুন্দর ছন্দ মন্তব্য করার জন্য শুভেচ্ছা জানাই।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
তাল পাখা বলেছেন: ‘হাদিসে আছে মহানবী নাকি
খেত কালিজিরা মধু
বসন্ত রোগে করলার বিচি
কলেরা রোগে কদু’।
ছড়ায় ছড়ায় কবিরাজি ট্রিটমেন্ট। চমৎকার প্রয়াস প্রামাণিক ভাই।ধন্যবাদ।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাল পাখা। অনেক অনেক শুভেচছা রইল।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: এই ওষুধ অনেক কাজের
এটাকে ওষুধ বলা উচিত একভাবে
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই নাজমুল হাসান মজুমদার। অনেক অনেক শুভ্চেছা রইল।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
ধমনী বলেছেন: ভালো বিষয়ে লিখেছেন। তবে কয়েক জায়গায় বোধ করি ছন্দের মাত্রা মিস হয়েছে।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: জি ভাই, এটা মুক্ত মাত্রায় লেখা। প্রথম চরণেই এর প্রমাণ ১২+৮ এর সাথে ৮+৭ মাত্রা আছে। মাত্রা বিষয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার গুণাবলী কালোজিরার!!
জনশ্রুতি আছে একমাত্র মৃত্যু ছাড়া
সব রোগের মহৌষধ কালিজিরা!
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন নুরু ভাই। অনেক গুণের অধিকারী এই কালিজিরা। আমরা এর গুণ সম্পর্কে পুরোপুরি জানি না।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
রক্তিম দিগন্ত বলেছেন: ছড়ার ফাঁকে ফাঁকে কালিজিরার সম্পর্কে জ্ঞানও আহরণ করা হলো। ভাল্লাগছে। পিলাস।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭
সুমন কর বলেছেন: হাহাহা..........সুন্দর হয়েছে।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১
তাল পাখা বলেছেন:
‘হাদিসে আছে মহানবী নাকি
খেত কালিজিরা মধু।
প্রামানিক ভাই, আমরা সবাই জানি আপনি ভাষা ব্যবহারে খুবই সচেতন। আপনি ব্লগের অলংকার। উপরোক্ত লাইনে মহানবী নাকি খেত। এখানে খেত শব্দটার পরিবর্তে খেতেন শব্দ ব্যবহার করলে মনে হয় আরো মধুর শুনাত। আশা করি এতে ছড়ার ছন্দ পতনের কোন আশংকা থাকবেনা। ধন্যবাদ।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০
প্রামানিক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ, মনের অজান্তেই কিছু ভাষা প্রয়োগ হয়ে যায় যা অনেকটা ভুল। বিষয়টি নজরে আনার পরে আরেকটি বিষয় খেয়াল হলো মহানবীর ব্যপারে ‘নাকি’ শব্দটিও ভুল। ‘নাকি’ শব্দটিতে সন্দেহ বুঝায়। মহানবী কালিজিরা মধু খেতেন এখানে সন্দেহ করার কোন কারণ নেই। বিষয়টি নজরে আনার জন্য আন্তরিক শুভেচছা রইল।
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতার ভাঁজে ভাঁজে কত খাটি কথা মনে করিয়ে দিলেন । ভাল থাকুন সব সময় ।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দৃষ্টিসীমানা। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০
আরজু পনি বলেছেন:
আজকে আপনার এই লেখাটা আরেকজনকেও পড়িয়েছি ।
দারুণ স্বাস্থ্যসচেতনতামূলক ছড়া...সাব্বাস ছাড়াকার ।
ছড়া ম্যালা পছন্দ হইছে।
সোজা প্রিয়তে ।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরজু পানি। আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। আন্তরিক শুভেচ্ছা রইল।
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা পড়ে মনে হল, খুব শীঘ্রই মধু আর কালিজিরা খাওয়া শুরু করতে হবে। কবিতায় +++
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
প্রামানিক বলেছেন: ভাই, এটার যে এত উপকার আগে জানা ছিল না। বোখারী শরীফ পড়তে গিয়ে পেলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
১৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪
ঠ্যঠা মফিজ বলেছেন: কালিজিরা আর মধু দুইটি কিভাবে খেতে হয় ভাই সে সম্পর্কে কিছু বলতে পারেন ।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯
প্রামানিক বলেছেন: কালিজিরা আট দশটা দানা সকাল বিকাল কাঁচা চিবিয়ে খেলে অনেক উপকার। আর মধু এক তোলা পরিমান হালকা গরম দুধের ভিতর খেলে উপকার বেশি।
১৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১১
সচেতনহ্যাপী বলেছেন: কালিজরার গুনাগুনের কথা আমিও শুনেছি।। আর এখানেতো বিশেষ স্যান্ডউইচেও কালিজিরা পাওয়া যায়।।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী। কালিজিরার অনেক গুণ আছে যা আমরা জানি না। যারা জানে তারা কালিজিরার গুণাগুণ পুরো ভোগ করতে পারতেছে।
২০| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
বাংলার ফেসবুক বলেছেন: ভাই এতা সুন্দর একটা বাস্তবতা বিষয়ে সুন্দর গোছালো ভাবে কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ। এটা একটি উপকারি লেখা । হয়তো অনেকের উপকারও হতে পারে।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাংলার ফেসবুক। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
২১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২২
অনিক বলেছেন: এই ব্লগে আমার একটা ছড়া ছিল কালিজ্বিরা নিয়ে-
কালিজিরা সমাচার
সারাজীবন ভুগলাম আমি,
হয়না ভাল পেটের পীড়া;
ডাক্তার কইল- বাজারে যান,
কিনা আনেন কালিজিরা।
পাটায় পিষবেন ভাল কইরা,
শুকনা মরিচ দিবেন পুইড়া;
সেই ভর্তা খাইবেন রোজ,
সাথে কিছু নিরামিষ ভোজ।
দেখেন খাইয়া দিন কতক,
পেটের চর্বি একটু কমুক;
একদিন দেখবেন সকল পীড়া,
চাইবো না আর এদিক ফিরা।
কালিজিরার নাই তুলনা,
খাইতে কেউ ভুল কইরোনা;
সকল রোগের সেরা ওষুধ,
শিশুর যেমন মায়ের দুধ।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩০
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার
পড়তে ইচ্ছা করছে বার বার
হয় না তুলনা এ ছড়ার।
ধন্যবাদ সুন্দর ছড়া।
২২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০
অমাত্রিক সমীকরণ বলেছেন: ভাউ,ঋতু বদলের বদৌলতে সর্দি,কাশি,জ্বর,
কালিজিরা করলে সেবন হবো কি তবে ভালো?
বুঝতে নয় যুঝতে এসে ধুকছি আপামর,
চায়ের সাথে আদাঁ থেঁতো,মা কালিজিরাও দিলো,
কই দেখছি নাতো ফল?
চোখের পানি নাকে ঝরে,
যাচ্ছে দিন যে বেঘোরে,
মেল্টিং পয়েন্ট মানছে না বাঁধ,ঝরছে গলগল?
কি করিনু উপায়,
বলুন প্লিজ,হায়!
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৪
প্রামানিক বলেছেন: এক দিনে সারে কি রোগ
অল্প সল্প করলে ভোগ
নিয়মিত খেয়ে যান
কেমন উপকার পান
বলবেন সপ্তাহ পর
এ ওষুধে নাই ডর।
২৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৭
অমাত্রিক সমীকরণ বলেছেন: তাইলে,এক সপ্তাহ পর আইবাম।
তদ্দিন ভালা থাকেন দাদা।
শুভ রাত্রি।
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫১
প্রামানিক বলেছেন: সাত দিন পর আসেন, কোন অসুবিধা নাই, আমি আপনার জন্য খারায়া আছি।
২৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ উপকারী কালিজিরা ।
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৯
শুভ্র বিকেল বলেছেন: প্রামানিক ভাই যে কবিরাজ ডাক্তার তা তো জানতাম না।
আসাধারণ কথামালায় সাজানো। শুভকামনা।
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল, জীবনে বেঁচে থাকতে হলে অনেক কিছুই জানতে হয়। শুভ্চেছা রইল।
২৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফোলেই ছিলুম এ'কটা দিন
পারিনিকো ধরে রাখতে আর;
দিলুম তোমায় দশে দশ দাদা
পোষ্ট টি পড়ে কালিজিরার।
এ'দানার সাথে জড়িয়ে আছে
প্রিয় নবীজির (সঃ) ইতিহাস;
হাদীসেতে আছে খেতেন তিনি
মধূ,কালোজিরা বারোমাস।
মৃত্যূ ছাড়া সর্বরোগের
এতে আছে নাকি শেফা;
শুকরিয়া সেই মহান রবের
অন্তরে জাগে খা'ফা।
অগামগা সব টপিকস নিয়ে
লিখেছি ছড়া এলেবেলে;
পোষ্ট লিখা উচিৎ এমনিতর
চেতনা জাগিয়ে দিলে।
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০
প্রামানিক বলেছেন: চমৎকার ভাই মন্তব্যটা
ছন্দ এবং ছড়া
খুশির চোটে মনোযোগে
হলো এবার পড়া।
শেফা খা’ফা অনেক কথা
লাগল খুবই ভাল
কালিজিরার অনেক গুণ
যদিও রুপটা কালো।
শুভেচছাটা জানাই ভাইরে
রস মন্তব্যর জন্য
ছন্দ ছড়া ভাল লাগায়
ধন্য অনেক ধন্য।
২৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একি দাদা সাত সকালে
আইলা তুমি কোত্থিকা;
পোষ্টে তোমার কমেন্ট দেখে
লাগলো বড়ো সস্তিকা।
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
প্রামানিক বলেছেন: আমি আপনি ব্লগার হওয়ায়
সময় জ্ঞান তো নাইরে নাই
যখন তখন ব্লগে ঢুকে
হইরা নন্দের গানটি গাই।
২৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: আসলেই কালিজিরার অনেক অনেক গুণ!!!
ঠান্ডা সারে, ব্যাথাও কমে , প্রসূতি মায়ের জন্যও খুবই উপকারি!!!!
২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
প্রামানিক বলেছেন: কলিজিরা প্রসূতি মায়েদের জন্য অতূলনীয় বলা যায়। আধুনিক মায়েরা খায় কিনা জানি না তবে গ্রামের মায়েদের একমাত্র ওষুধ তো কালিজিরা। ধন্যবাদ নাহার আপা।
২৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
জুন বলেছেন: কালিজিরা ভর্তা খেয়ে মুগ্ধ হয়েছিলাম সিরাজগঞ্জের বেসরকারী সাহায্য সংস্থার অফিসে। রান্নাঘরে ঢুকে তাদের বাবুর্চির কাছে শিখে এসেছিলাম বানানোর পদ্ধতি প্রামানিক ভাই ।
ভালোলাগলো কালিজিরা কবিতা।
+
২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। আপনার কালিজিরা ভর্তার কথা শুনে মায়ের কথা মনে পড়ে গেল। আমার মা কালিজিরা ভর্তা করতো এত মজা লাগতো সেটা মনে হলে এখনও মনে হয় মায়ের কাছে যাই, কিন্তু দুঃখের বিষয় মা বেঁচে নেই।
৩০| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
আহমেদ ইমন বলেছেন: ছন্দে ছন্দে কালিজিরার গুন। খুব সুন্দর হয়েছে ভাই
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ ইমন। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
আহমেদ ইমন বলেছেন: ভাই আমিত ব্লগসাইটে নতুন।আমি কি একটি কথা জিগ্গেস করতে পারি?
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
প্রামানিক বলেছেন: অবশ্যই, বলেন
৩২| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২
আহমেদ ইমন বলেছেন: মন্তব্যের প্রতিউত্তর দিতে হয়
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০
প্রামানিক বলেছেন: মন্তব্যে অনেকের মতামত থাকে তার উত্তর দিলে মন্তব্যকারীর ধারনা পরিষ্কার হয়। তাছাড়া মন্তব্যকারীর সৌজন্য হিসাবেও প্রতি উত্তর করা দরকার।
৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
আহমেদ ইমন বলেছেন: আমি জানতে চাই যে কিভাবে আমি আমার ব্লগের মন্তব্যগুলোর প্রতিউত্তর দিতে পারি
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
প্রামানিক বলেছেন: মন্তব্যর ঘরের উপরে সবুজ যে তীর চিহ্ণ আছে ওটাতে টিপ দিলেই প্রতি উত্তরের ঘর চলে আসবে।
৩৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
দেবজ্যোতিকাজল বলেছেন: বড়ই মজার ব্যপার
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
গেম চেঞ্জার বলেছেন: প্রথম পিলাচ++++++