নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বিড়াল মায়ের কান্না

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮


শহীদুল ইসলাম প্রামানিক

বিড়াল তো আর মানুষ নয় রে
জন্তু জানোয়ার
তার পরেতেও মায়ের স্নেহ
কম আছে কি তার?

সকাল বেলা বাচ্চাগুলো
নিয়ে গিয়েছে চোরে
সেই জন্যে সে খুঁজছে সদাই
সারা দিনমান ধরে ।

মিঁঞ মিঁঞ চিৎকার করে
করছে আহাজারি
তার কান্নাতে আকাশ বাতাস
হচ্ছে যেন ভারি।

ধমক ধামক দিচ্ছে সবাই
কিংবা দিচ্ছে পেটন
তারপরেতেও বাচ্চার শোকে
কাঁদছে সারাক্ষণ।

রাত্রী বেলা তার কান্নাতে
ঘুম হলো না মোর
বিড়াল মায়ের কান্না শুনে
রাত্রী হলো ভোর।

সকাল বেলা তাকিয়ে দেখি
শিশু হারানো শোকে
তাকিয়ে আছে আমার পানে
কি যে কাতর চোখে!

লাগল মায়া দিলাম খেতে
হালকা হলো বুক
খাবার দেখেও খেল না সে
ফিরিয়ে নিল মুখ।

বুঝতে পেলাম বিড়াল হলেও
বুকটা স্নেহে ভরা
সব মায়েদের মতই তাহার
মনটা মায়ায় গড়া।

তাই তো সদাই করছে কান্না
নিদ্রা বিহিন চোখে
খাবার দিলেও খাচ্ছে না আর
বাচ্চাগুলোর শোকে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: বুঝতে পেলাম বিড়াল হলেও
বুকটা স্নেহে ভরা
সব মায়েদের মতই তাহার
মনটা মায়ায় গড়া।


মা সেতো মা-ই।

আহারে বিড়ালের কষ্ট। আপনি কিভাবে প্রতিদিন এত সুন্দর সুন্দর ছড়া লিখেন, ভেবে অবাক হই।

ছড়া কি আগেই লেখা আছে নাকি প্রতিদিনেরটা প্রতিদিন লিখেন?

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: এই তো বোন বিপদে ফেললেন, আমার ভিতরের কথা জানতে চাচ্ছেন। ছড়া আগের লেখাও আছে উপস্থিত ক্ষেত্রেও লিখে থাকি। তবে ছড়া কখন মাথায় আসে এইটার সময় নির্ধরণ করা মুশকিল। এমনো দেখা যায় এক বসায় পাঁচ ছয়টি ছড়া লিখে ফেলেছি আবার ছয় দিনে একটা ছড়াও মাথায় আসে নাই।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই
চমৎকার বিড়ালের মমতায়
লেখা ছড়ার জন্য।

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নূরু ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ছন্দের তালচূত হয়েছে বোধহয় । তাছাড়া ভাব ও অলংকার যথেষ্ঠ আছে :)

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিষয়টি নজর দেয়ার জন্য।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। শুভ্চেছা রইল।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

কামরুন নাহার বীথি বলেছেন:
বুঝতে পেলাম বিড়াল হলেও
বুকটা স্নেহে ভরা
সব মায়েদের মতই তাহার
মনটা মায়ায় গড়া।
----------

হুম্ম, মা জাতিটাই এমন, সে বিড়াল হোক বা কুকুর বা অন্য কোন পশু-পাখি।
বাগের বাচ্চার বাবা বাঘ বাচ্চাদের খেয়ে নেয়, তাই বাচ্চা হবার পরেই মা বাঘিনী বাচ্চাগুলো নিয়ে পালিয়ে যায়।
তেমনি বিড়ালও তার বাচ্চা খায়, মা তাই বাচ্চা নিয়ে পালিয়ে বেড়ায়!!!

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: মা তো মা। মায়ের তুলনা কারো সাথেই হয় না।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

কমিউনিস্ট বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন!!

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কমিউনিষ্ট। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

আরণ্যক রাখাল বলেছেন: মা তো এমনই!

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। শুভ্চেছা রইল।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

ধমনী বলেছেন: আপনি বিড়াল মা নিয়ে বিপদে পড়েছেন। আর আমি সেদিন বিড়াল বাচ্চা নিয়ে একই বিপদে পড়েছিলাম। খাবার, দুধ, আশ্রয় কোনটাই চিৎকার থামাতে পারছে না। পরে আর কী করবো, রাস্তায় যেখানে কুড়িয়ে পেয়েছি সেখানেই রেখে এসেছি।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: এই তো বুঝতে পেরেছেন, একজন বাচ্চার জন্যে কান্দে আরেকজন মায়ের জন্য কান্দে। ধন্যবাদ ভাই ধমনী।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৩

বাংলার ফেসবুক বলেছেন: বুঝতে পেলাম বিড়াল হলেও
বুকটা স্নেহে ভরা
সব মায়েদের মতই তাহার
মনটা মায়ায় গড়া নাইচ ছন্দ ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ফেসবুক। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন,বিড়ালের ঘরে জন্মালে বিড়ালের বাচ্চা,বাঘের ঘরে বাঘ,এটাই সকলের জন্ম পরিচয়,শুধু মানুষের বেলায় এর ব্যতিক্রম ,অনেক শুভকামনা প্রামানিক ভাইকে...

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। চমৎকার তত্বমূলক মন্তব্য করেছেন। শুভ্চেছা রইল।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

অগ্নি সারথি বলেছেন: মিও কাব্যে ভাললাগা।

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

হাসান মাহবুব বলেছেন: আহারে!

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: **ধন্যবাদ,প্রামানিক ভাই। দীর্ঘক্ষন ধরে মনযোগ সহকারে আপনার সমস্ত লেখা পড়ে ফেললাম....খুব খুব...খুব ই ভালো হয়েছে ।আমার মতে অতি সত্ত্বর সে সব বই আকারে প্রকাশ করা উচিত । বেশ মার্কেট পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে ।** আপনার মনোবাসনা যেন পূর্ণ হয় এই কামনাই করি ।ভালো থাকুন ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা, খুব খুৃশি হলাম। শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.