নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অবুঝ শিশুর সৎ মা

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৪


শহীদুল ইসলাম প্রামানিক

সব সৎ মা, মা হয় না
কেমন করে বুঝাই
সৎ কথাটা সুন্দর হলেও
সৎ মায়ে তা নাই।

যেই শিশুরা সৎ মায়েতে
পাচ্ছে জ্বালাতন
পরখ করলেই বুঝতে পাবেন
কেমন নির্যাতন?

উঠতে বসতে দিচ্ছে খোটা
দেয়না খাবার ভাল
উচিৎ কথা বললে পরেই
মুখ করে যে কালো।

বাবার সন্তান হওয়ার পরেও
দেয় না পেতে আদর
কথায় কথায় গাল দিয়ে কয়
কুত্তা, শুয়োর, বাদর।

শোয়ার সময় পায়না কাঁথা
পায়না মাথার বালিশ
অনেক বলেও কাজ হয় না
কোথায় দিবে নালিশ?

মন্ডা মিঠাই পায়না খেতে
পায়না কোন টাকা
অবুঝ কালেই চুপ থাকে সে
ব্যাথায় জীবন ঢাকা।

সৎমায়েদের অত্যাচারে
কভু হয়না ভোর
প্রশ্ন করলেই বলছে কেঁদে,
‘কষ্ট জীবন মোর’।

(একটি ছোট শিশুর উপর সৎমায়ের নিষ্ঠুর আচারণ প্রত্যক্ষ করার পরই এই ছড়াটি লিখেছি। ভাল সৎ মা যারা আছেন তাদের উদ্দেশ্যে লিখি নাই। ভাল সৎমাকে আন্তরিক অভিনন্দন জানাই। সবাইকে ধন্যবাদ।)

মন্তব্য ৫৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

কল্লোল পথিক বলেছেন: সুন্দর হয়েছে

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

ধমনী বলেছেন: সৎ মা কেমন সৎ?

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: ভাই এটাই তো বুঝতে পারতেছি না, কে যে এই নামের আগে সৎ কথাটা যোগ করে দিয়েছে তাকে ধন্যবাদ দিব না কি দিব বুঝতে পারতেছি না। কয়েকটা সৎ মায়ের অত্যাচার দেখার পরে আমার সৎমা কথাটার উপরে বিতৃষ্ণা এসেছে।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দোষটি বেশি সৎ মা'র নয়
বলবো আমি বাবার;
সন্তান কে দেখছে কেমন
উচিৎ ছিলো ভাবার।

সৎমা-কেও বলি তোমারো আছে
আপনা পেটের সন্তান;
মরলে তুমি তোমারো সতীন
চালে যদি একি দান??

কথায় আছে গভীরতা
দিয়োনাকো উড়িয়ে;
সৎমা নয়,নিজ'মা হয়ে
ভলোবাসায় দাও ভরিয়ে।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: সৎমা-কেও বলি তোমারো আছে
আপনা পেটের সন্তান;
মরলে তুমি তোমারো সতীন
চালে যদি একি দান??

আপনার এই সত্য কথাটাই তো অনেক সৎমা বুঝতে চায় না।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

বাংলার ফেসবুক বলেছেন: চরিত্রের দিক দিয়ে সত মা গর্বের আর বাস্তবতায় সত মা মানে মায়ের বিপরিতে বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী যা কানরেই কাম্য নয়।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, সৎমা কথাটা শুনতে পবিত্র কিন্তু বাস্তবে ভিন্ন হয়।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

অগ্নি সারথি বলেছেন: সুন্দর হয়েছে প্রামানিক। ভাল থাকবেন।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। শুভ্চেছা রইল।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: সৎমায়েদের অত্যাচার অনেক কষ্টের হয় জানি, এটা মনে হয় গ্রামাঞ্চল -এই বেশী দেখা যায়।
শিক্ষিত সৎমায়েরা অনেকেই ভাল হয়, দেখেছি আমি।
অনেক ভাল লিখেছেন, অনেক শুভেচ্ছা!!

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা। গ্রামাঞ্চল আর শহর নয় যে সৎমা খারাপ সে সব জায়গাতেই খারাপ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই এই ছড়াটিকে মানতে পাড়লাম না।। আমরাই বড় হয়ে মাকে সৎমা বানাই।। টিকায় যা লিখেছেন তারই প্রতিফলন দেখতে চাই।। তা না হলে আপনি..............।।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

প্রামানিক বলেছেন:
আমি কিন্তু ছোট্ট একটা শিশুর সৎমায়ের জ্বালাতন দেখেই ছড়াটি লিখেছিলাম। আপনি না মানলেও আমি সেই সৎমায়ের অত্যাচার এবং পাঁচ বছর বয়সী ছেলেটির করুণ মুখটি ভুলতে পারছি না।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: আর আমি ভুলতে পারছি না সেই অবুঝ শিশুটির সৎমায়ের আদরে উল্লশিত সেই আনন্দটিকে।।
কবিরা না কি মুদ্রার দুপিঠই বিবেচনায় রাখেন....।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

প্রামানিক বলেছেন: আদর করা সেই মায়ের জন্য আন্তরিক অভিনন্দন দেয়া আছে।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক সৎ মা সত্যি খুব সৎ হয়ে থাকেন।

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

প্রামানিক বলেছেন: যারা ভাল হয় তারা অনেক ভাল যারা খারাপ হয় তারা খুব খারাপ হয়।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৬

আজাদ মোল্লা বলেছেন: সুন্দর হয়েছে ভাই প্রাামাণিক ।

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৬

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০০

© ইমদাদুল আজাদ বলেছেন: এক কথায় অসাধারণ ।
সৎ মা সমন্ধে আমাদের আঞ্চলিক ভাষায় একটি ছড়া-
"শুন শুন শুন সৎ মায়ের গুণ-
হাড়ি মুছে ভাত দিবে তাও দিবে না নুন ।"

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ইমদাদুল আজাদ। সুন্দর একটি আঞ্চলিক ছড়া দিয়েছেন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

শামছুল ইসলাম বলেছেন: আপনার অনুভূতিকে সম্মান জানাই।
ছড়া অসাধারণ হয়েছে।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

তামান্না তাবাসসুম বলেছেন: একটা প্রবাদ প্রচলিত আছে- মা মারা গেলে বাপ হয়ে যায় তালই! সৎ মার অত্যাচার অনেক দেখেছি, যা ভাষায় প্রকাশ করার মত না।
আমার আমার ছোট মামীর সৎ মা, উনাকে নয় মাস বয়স থেকে মানুষ করেছেন, উনাদের দেখে বোঝার উপায় নেই । মামীর নিজের মুখে শুনেছি উনার মা উনার জন্য কত ত্যগ স্বীকার করেছেন।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: সব সৎমা খারাপ হয় না যেগুলো খারাপ হয় সেগুলোর অত্যাচার দেখলে কষ্টই লাগে।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

হামিদ আহসান বলেছেন: ভাল লাগা জানবেন

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

আজিজার বলেছেন: ভাল সৎ মা যারা আছেন ! হয়তো আছে, তবে নিজের স্বারথের জন্য তারা ভাল থাকেন।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: যে কারণেই সৎমা ভাল ব্যবহার করুক না কেন তারপরেও ভাল, যারা অত্যাচার করে সেটা দেখতে খুব কষ্ট লাগে।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

জুন বলেছেন: যত আদরই করুক অল্প বয়সে আপন মা না হারানোর কষ্ট ভুক্তভোগীরাই বোঝে প্রামানিক ভাই।
কষ্টকর ভালোলাগা।
+

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, ছোট অবস্থায় মা মারা যাওয়া শিশুদের কষ্টের কাহিনী দেখেই তো কষ্ট পেয়েছি।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

আরজু পনি বলেছেন:

সামাজিক সম্পর্কের অসঙ্গতিগুলোকে কী দারুণ দক্ষতায় ছড়ার মাধ্যমে ফুটিয়ে তুলছেন !
খুব ভালো ।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরজুপনি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

রাবার বলেছেন: ভাই আপন মা ও অনেক সময় খারাপ হয়।
++++++

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: আপন মা খারাপ ব্যবহার করলেও তার মধ্যে একটা মমত্ববোধ থাকে।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

সাহসী সন্তান বলেছেন: ভাই, আমার এই ছোট্ট জীবনে এমন কোন সৎ মা পাই নাই যে ভাল! সুতরাং সৎ মার ব্যাপারে আমার অবস্থান সম্পূর্ন নেতিবাচক! তবে অনেকেই হয়তো আছেন, যারা আপন মা না হয়েও সৎ সন্তানের জন্য অনেক কিছুই করেন!


কবিতা অনবদ্য! শুভ কামনা জানবেন!

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: আপনি কথাগুলো বাস্তবতার ভিত্তিতেই বলেছেন। আমি সৎমায়েদের অনেক কাহিনীই দেখেছি। খুবই অমানবিক আচারণ করে যা অনেক সময় সহ্য করার মত না।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

মাহমুদা আক্তার সুমা বলেছেন: সৎ এর আগে “অ” লাগাইয়া দিলে কিরুম অয়??
হুমম অনেক আপন মাও অন্যরকম হন। অনেক সময় মেয়েদের আপন মায়ের দেয়া যন্ত্রনা ভোগ করতে হয়। আমার এ বিষয়ে কিছু ধারনা আছে। একটি কবিতাও লিখেছিলাম।
“গোবরে পদ্মফুল”
যে সমাজে বাবা মার পায় হয়না কন্যার ঠাঁই
নাই অধিকার আর কিছুতেই বুঝল সে অবেলায়।
গরীব ঘরে জন্ম নিয়ে হত তবু ধন্য
একটু আদর রাখত যদি মায়ে তার জন্য।(কিছু অংশ)


আপনার ছড়া বরাবরি ভাল লাগে। খুব সুন্দর বিষয়। এবং ছড়া।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতায় সৎমায়ের কাহিনী প্রকাশ করেছেন। মন্তব্যে বাস্তবতা আছে। ধন্যবাদ

২২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

রাজিয়া সুলতানা বলেছেন: জীবন থেকে নেয়া, তাই জীবনের মতই সুন্দর।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রাজিয়া সুলতানা। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সৎ মা কাহন ভাল লাগল :)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: একটি ছোট শিশুর উপর সৎমায়ের নিষ্ঠুর আচারণ প্রত্যক্ষ করার পরই এই ছড়াটি লিখেছি।

নিজের অজান্তেই কষ্ট পেলাম
ভালো লাগলো

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আকবর উদ্দীন ভূঁঞা। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভ্চেছা ।

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

রুদ্র জাহেদ বলেছেন: যেই শিশুরা সৎ মায়েতে
পাচ্ছে জ্বালাতন
পরখ করলেই বুঝতে পাবেন
কেমন নির্যাতন?

কাব্যে কাব্যে সামাজিক অসংগতির সুন্দর বর্ণনা+

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। শুভ্চেছা রইল।

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ প্রামানিক ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

সুমন কর বলেছেন: ভাল সৎমাকে আন্তরিক অভিনন্দন জানাই।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

মো: আশিকুজ্জামান বলেছেন: বিষয়টা কষ্টকর। বেদনাদায়ক।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.