নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নতুন ধানে টাকি ভর্তা

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭












শহীদুল ইসলাম প্রামানিক

কৃষক ব্যস্ত ক্ষেতের মাঝে
কাটছে নতুন ধান
সোনার রঙে রঙিন মনটা
গাইছে সুখের গান।

কাস্তে হাতে কাটছে ধান
বাঁধছে ধানের আঁটি
মাটির সাথে মিলন তাদের
এরাই হলো খাঁটি।

দুপুর বিকেল ফিরছে বাড়ি
মাথায় ধানের বোঝা
এরাই কৃষক এরাই মানুষ
এরাই সরল সোজা।

উঠান ভরা ধানের পালা
পদ্ম ফুলের মত
খড়ের গাঁদাও অনেক উঁচু
যার ধান উঠেছে যত।

বিকাল বেলা মলছে মলন
পুরো উঠান জুড়ে
গাই গরু আর বলদ গরু
হাঁটছে ঘুরে ঘুরে।

ধানের নাড়া টানছে কেহ
কেউ টানছে ধান
সোনালী রঙ দেখার পরেই
নাচছে তাদের প্রাণ।

কৃষাণীদের নাইরে সময়
শিশু পায়না কোল
নতুন ধানে ভরছে গোলা
ভরছে মাঁচার ডোল।

আমন ধানের নতুন চালের
কি যে মজার ভাত
মাষের ডালে লাউ তরকারী
উঠছে নামছে হাত।

নতুন ধানে নতুন ভাতে
মৌ মৌ গন্ধ করে
টাকি মাছের ভর্তা দিয়েই
খায় যে পেটটি ভরে।

পিঠা পায়েস চিড়া মুড়ি
সাথে খেজুর গুড়
নবান্নতে জামাই এসেছে
কণ্ঠে সুখের সুর।

মন্তব্য ৬৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

গেম চেঞ্জার বলেছেন: ছড়া ভাল হইসে..... :)

১ম লাইক। ১ম কমেন্ট, ভাল আছেন তো?

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

প্রামানিক বলেছেন: চা খেয়ে যান।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

গেম চেঞ্জার বলেছেন: চা ? খাইতারুম না ভাই। পাইতারুম(পান করা অর্থে)!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

প্রামানিক বলেছেন: না ভাই আপনে আসেন, নোয়াখালির হোটেলে চা দুধ ঘন কইরা পাক করে যেটা খাওয়াও যায় পানও করা যায়।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

গেম চেঞ্জার বলেছেন: হা হা হাঃ :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

রিফাত_হাসান বলেছেন: ছড়াবি (ছড়া এবং ছবি) ভাল লেগেছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রিফাত হাসান। ছড়াবি শব্দের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

মঞ্জু রানী সরকার বলেছেন: মাষের ডালে লাউ তরকারী
উঠছে নামছে হাত.........দারুন

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মঞ্জু রানী সরকার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার ছড়ার জন্য
আবারো ধন্যবাদ
প্রামা্নিক ভাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

কাবিল বলেছেন: আপনার ছড়ায় কৃষকের নবান্ন উৎসবের সূচনা দারুন হয়েছে।
ভাল লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

বাউল আলমগী সরকার বলেছেন: টাকি ভর্তার সাথে ঘিরে আত্মা
মন্দ কি রৌদ্রজ্জ্বল বসে খাইচ্ছা--

প্রামানিক দা-
অসাধারণ লাগল শুভেচ্ছা নিবেন

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: আহা দারুণ কথা বলেছেন ভাই সকাল বেলা রৌদ্রে বসে খাওয়ার মজাই আলাদা।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

মাকড়সাঁ বলেছেন: ভাল লাগলো। শুভকামনা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাকড়সাঁ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

সুমন কর বলেছেন: আহ ! চমৎকার ! প্লাস।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন হইছে, তবে আফসসের বিষয় বাঙ্গালী হইয়াও মাছ খাইনা ইলিশ, চিংড়ি আর চান্দা ছাড়া। টাকি মাছ তো দেখলেই শরির কেমন করে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

প্রামানিক বলেছেন: ভাই এই সমস্যা অনেকেরই। আমার ছোট ভাইটারও একই দশা, ষোল টাকি মাছ এখনও খায় না।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: মিঠে সুরের মিহি ছন্দে ভালো লাগা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

গ্রিন জোন বলেছেন: ঢাকার ইট কাঠ পাথরে জেলখানার মতো আটকে আছি। পথ চেয়ে আছি কবে ফিরতে পারবো আমার সোনার বাংলার আবহমান গ্রাম-মাঠ-গঞ্জে। মেঠোপথে কবে হাঁটবো আর ধানকাটার দৃশ্য দেখবো। আজ ছবিগুলো দেখে মন কেঁদে উঠেছে ডুকরে। হে রব তুমি আমার দিকে ফিরে চাও................

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গ্রিন জোন। আপনার হৃদয়ের আকুতি দেখে খুশি হলাম। আসলেই গ্রাম বাংলার মুক্ত মাঠ, ধানের ক্ষেত, সবুজ গাছ গাছালি, মেঠোপথ যাদের হৃদয় জুড়ে আছে তাদের ভুলে যাওয়ার কথা নয়।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

খোলা মনের কথা বলেছেন: অসাধারন লেখা আপনার। গ্রাম বাংলার দৃশ্য ফুটে ওঠলো আপনার কবিতা পড়া মাঝে। আগামী দিনের শুভেচ্ছা রইল প্রামানিক ভাই

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

কোনটে বাহে জাগো বলেছেন: ছবি গুলো দারুণ লাগলো

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কোনঠে বাহে জাগো। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

হামিদ আহসান বলেছেন: সুন্দর ছবি সুন্দর ছড়া ..।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:
নতুন ধানে নতুন ভাতে
মৌ মৌ গন্ধ করে
টাকি মাছের ভর্তা দিয়েই
খায় যে পেটটি ভরে।
...
এবার টাকি মাছের ভর্তা দিয়ে
নতুন চালের ভাতের দাওয়াত চাই
...আর কোন কথা নাই ।

8-|

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: চলে আসেন অসুবিধা নাই। পেট ভরে ভাত খাওয়াবো। ঐ যে উপরে ছবি দেখতেছেন ওটা আমার ক্ষেতের ধান ঐ ধানের ভাত খাওয়াবো।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

অগ্নি সারথি বলেছেন: কয়দিন আপনেরে ব্লগে দেখি নাই। ভাবছিলাম জিগামু। এইবার বুঝছি আপনে গাইবান্ধা গিয়েছিলেন? :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

প্রামানিক বলেছেন: এই তো ভাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ,
নতুন ধান আহারে তাজা প্রাণ ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১

প্রবাসী ভাবুক বলেছেন: ছোটবেলা কাটিয়েছি গ্রামে৷ এরপর শহর, এখন বিদেশ৷ তবে সবসময় ছোট্টবেলার স্মৃতিগুলো পড়ে৷ মন চায় ফিরে যাই আবার৷ কিন্তু ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে সম্ভব হয় না৷ ছড়া পড়তে পড়তে নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে পড়লাম৷

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী ভাবুক। আসলেই আমরা যারা গ্রামে মানুষ হয়েছি তাদের কাছে গ্রাম ভুলে যাওয়া সম্ভব নয়। গ্রামের স্মৃতি বার বার মনে পড়ে।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

সুদীপ কুমার বলেছেন: খুব ভাল লাগলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুদীপ কুমার। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,


খুব অন্যায় ..... খুব অন্যায় !
টাকি মাছের ভর্তার ছড়া, আর সেখানেই টাকি মাছের টাকটিরও ছবি নেই ??? :( কেবল ধানের ছবি !!! এই ধানের খড়ের আগুনে পুড়িয়ে কি টাকি মাছের ভর্তা বানাতে হবে ????? তা ও বলেলনি ।
টাকি মাছের ভর্তার ছবি আর রেসিপির জন্যে টেকি হেল্প চান । :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

প্রামানিক বলেছেন: ভাই আহমেদ জিএস, টাকি মাছের ভর্তা যে এত মুখোরোচক খাদ্য আগে জানি নাই, জানলে টাটকা মাছের ছবিই দিতাম। তারপরেই আপনাদের আগ্রহ দেখে কিছু একটা দিয়েছি।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

সাহসী সন্তান বলেছেন: প্রামানিক ভাই, আপনি টাকি মাছ ছাড়া টাকি ভর্তা করবেন ক্যামনে? ধানের সাথে একখান টাকির ছবি পোস্টাইলে পোস্টটা মচতকার হইতো........!! তারপরেও কবিতা সেই হইছে! শুভ কামনা!



বিঃদ্রঃ বেশ কিছুদিন আপনাকে দেখছিলাম না? ট্যুরে ছিলেন নাকি?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: ভাই সাহসী সন্তান, আপনাদের অনুরোধে টাকি মাছ আর ভর্তা দেয়া আছে। এবার খেতে পারেন। ধন্যবাদ
গ্রামের বাড়ি গিয়েছিলাম।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

লেখোয়াড়. বলেছেন:
আহমেদ জী এস ও প্রামানিক ভাই এই লন টাকি ভর্তা, পেট পুরো খান.................

আহমেদ জী এস ও প্রামানিক ভাই এই লন টাকি ভর্তা, পেট পুরো খান.................



আহমেদ জী এস ও প্রামানিক ভাই এই লন টাকি ভর্তা, পেট পুরো খান.................

আহমেদ জী এস ও প্রামানিক ভাই এই লন টাকি ভর্তা, পেট পুরো খান.................




আহমেদ জী এস ও প্রামানিক ভাই এই লন টাকি ভর্তা, পেট পুরো খান.................

আহমেদ জী এস ও প্রামানিক ভাই এই লন টাকি ভর্তা, পেট পুরো খান.................



আহমেদ জী এস ও প্রামানিক ভাই এই লন টাকি ভর্তা, পেট পুরো খান.................

আহমেদ জী এস ও প্রামানিক ভাই এই লন টাকি ভর্তা, পেট পুরো খান.................



০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: লেখোয়ার তো টাকি মাছ আর ভর্তা দিয়া ভরাই দিছে। এবার খালি খাওন আর খাওন। ধন্যবাদ আপনাদের উৎসাহ দেখে খুব খুশি হলাম।

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

লেখোয়াড়. বলেছেন:

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

প্রামানিক বলেছেন: আহারে, কি সুন্দর ভর্তা! দেখলে শুধু খাইতেই মন চায়।

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

লেখোয়াড়. বলেছেন:
@ সাহসী আপনার জন্য শেষেরটি রইল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

প্রামানিক বলেছেন: দশ জনের ভর্তা সাহসীরে একলাই দিলেন। সাহসীর পেটের তারিফ করতে হয়।

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

শামছুল ইসলাম বলেছেন: ছড়ায় মাটির গন্ধ পেলাম।
ভাল লেগেছে।

খাঁটি মাটির মানুষের জন্য প্রামানিক ভাইয়ের খাঁটি ছড়াঃ

//কাস্তে হাতে কাটছে ধান
বাঁধছে ধানের আঁটি
মাটির সাথে মিলন তাদের
এরাই হলো খাঁটি।//


ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

রুদ্র জাহেদ বলেছেন: ছড়া দারুণ হইছে।সব মিলিয়ে সুস্বাদু

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

লেখোয়াড়. বলেছেন:
ইয়ে প্রামানিক ভাই..........
আমি লেখোয়ার নই................ আমি "লেখোয়াড়"।

হি হি হি হি ধরা খাইসে। টাকি মাছ কাঁচা খাইসে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

প্রামানিক বলেছেন: লেখোয়াড় ভাই, ভর্তায় ধনিয়া পাতা কম ছিল তো বুঝতে পারি নাই। ধন্যবাদ

৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

সাহসী সন্তান বলেছেন: লেখোয়াড় ভাইকে বড় করে একটা ধন্যবাদ বলে দিলাম.......!! প্রামানিক ভাইকে দিলাম!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: ভাই সাহসী সন্তান আমাকে কি দিলেন?

৩২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

সাহসী সন্তান বলেছেন: অভিনন্দন দিয়েছি পোস্টের জন্য! তয় টাইপিং মিসটেক......!!

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

প্রামানিক বলেছেন: এবার বুঝতে পারছি। ধন্যবাদ

৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: অতুলনীয় ছড়া

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতি কাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭

হাণ্নান গাজী বলেছেন: টাকি মাছের ভর্তা দেখে লোভ সামলাতে পারলামনা। অার বাংলার কৃষকের দৈনন্দিন কাজের কবিতা দেখে অাবেগ ধরে রাখতে পারলামনা।
সত্যিই অসাধারন লিখেছেন আপনি। খুব ভাল লেগেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হান্নান গাজী। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.