নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
(সহব্লগার লিও কোড়াইয়া-এর অনুরোধে)
শহীদুল ইসলাম প্রমানিক
"গাছ লাগান দেশ বাঁচান"
লেখা দেখি পোষ্টারে
লেখা দেখি দেয়ালেতে
লেখা দেখি কোষ্টারে।
বাঁশও একটি গাছ বটে
এটার কথা লেখা নাই
নিত্য বাঁশ সবাই পায়
সেটার কথা বলছি তাই।
মুলি, তল্লা, বরাক বাঁশ
এটা কিন্তু সেটা নয়
তারপরও এটার প্রতি
জনগণের বেশি ভয়।
চাল ডালের দাম বেশি
সব চেয়ে বড় বাঁশ
ব্যয়ের তুল্য আয় নাই
জনগণের গলায় ফাঁস।
শ্রমিকেরা বাঁশ পায়
দেয় মালিক মহাজন
মজুতদারে বাঁশ দিলে
দাম বাড়ে প্রতিক্ষণ।
বাঁশ নিয়ে খেলে বেশি
রাজনৈতিক নেতারা
উল্টাপাল্টা বাঁশ পেয়ে
জেলে পঁচে যে তারা।
বাঁশ দেয় বিরোধীদল
মার খায় জনগণ
হরতালে মানুষ মরে
করে তারা অনশন।
সরকার দিলে বাঁশ
জনগণ দিশেহারা
রেহাই পেতে নেতার সাথে
সারাক্ষণ মিশে তারা।
জনগণ দিলে বাঁশ
নেতা পরে ছিটকে
ক্ষমতা ছেড়ে দিয়ে
বাঁচায় নিজের পিঠকে।
পুলিশেরা দিলে বাঁশ
ভাল লোক জেলে যায়
ভিটা-মাটি বিক্রি করে
তবু নাহি ছাড়া পায়।
জনগণ বাঁশ পেয়ে
কষ্ট করে জীবন ভর
বাঁশ যারা দিয়ে থাকে
তাদের তবু সয়না তর।
বাঁশ যারা চাষ করেন
তাদের আমি বলে যাই
বাঁশ দিয়েই বাঁশ ঠেকান
এটা ছাড়া উপায় নাই।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। অনেক অনেক শুভেচছা রইল।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
জাতীয় বৃক্ষের স্হান দেয়া হোক 'বাঁশ'কে
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদগাজী। আপনি ঠিকই বলেছেন।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭
সাহসী সন্তান বলেছেন: বাংলাদেশের সর্ব বিখ্যাত বাঁশ হলো বরিশালের বরাক বাঁশ (বইতে পাড়ছি)! বাঁশ একটা সিরিয়াস জিনিস, এইটা যে খায় সেও পস্তায়, যে দেয় সেও পস্তায়! বাঁশের হাত থেকে কারোরই নিস্তার নাই......!!
চমৎকার 'বাঁশ' ছড়া পড়তেও মজা পাইলাম, কমেন্ট করতেও মজা পাইলাম! ভাল থাকবেন প্রিয় প্রামানিক ভাই......!!
বিঃদ্রঃ- ভাই আপনার অভিজ্ঞতা সংশ্লিষ্ট কোন রম্য রচনা দেওয়া যায় না? আপনার রম্য অভিজ্ঞতা গুলো বেশ ভাল পাইতো তাই রিকোয়েস্ট টা করলাম!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। খুব খুশি হলাম আপনার মূল্যবান মন্তব্য পড়ে। আপনার অনুরোধ আমি রাখার চেষ্টা করবো। শুভ্চেছা রইল।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১
লিও কোড়াইয়া বলেছেন: হা হা হা.... অামার অনুরোধ রাখার জন্য প্রথমেই অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটি ছড়া। অাপনি পারেন, স্যালুট। আপনার জন্য আমার আবার চার লাইন....
ছড়া লিখে বাঁশ দেন
আমাদের প্রমানিক ভাই;
নেতাদের বাঁশ মারায়
তার কোন জুড়ি নাই !
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লিও কোড়াইয়া। স্যালুট দেয়ার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
বাঁশ পেতে যত সহজ
দিতে ভাই আছে ভয়
নেতাদের বাঁশ দেয়া
অত কিন্তু সহজ নয়।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
সুমন কর বলেছেন: বাঁশ যারা চাষ করেন
তাদের আমি বলে যাই
বাঁশ দিয়েই বাঁশ ঠেকান
এটা ছাড়া উপায় নাই। ---
++।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
আরজু পনি বলেছেন: অসাধারণ ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরজুপনি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
গেম চেঞ্জার বলেছেন: চাঁদগাজী বলেছেন:
জাতীয় বৃক্ষের স্হান দেয়া হোক 'বাঁশ'কে
পুরাই উরাধুরা সহমত!!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার, যে ভাবে বাঁশ দেয়াদেয়ি শুরু হইছে তাতে এটাকেই জাতীয় পর্যায়ে নেয়া দরকার।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
গেম চেঞ্জার বলেছেন: বাঁশও একটি গাছ বটে
এটার কথা লেখা নাই
বাঁশ একটি গাছ। এটা মানি না। এটা মানবো না। এটা ভুল। গাছ কিন্তু একধরণের ঘাস..
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: ঘাস কথা ঠিক আছে তবে বাঁশকে এখন গাছের সাথে তুলনা করা হয়।
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । পরীক্ষায় বাঁশ খাওয়ার কতা তো কইলেন না !!!
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
প্রামানিক বলেছেন: পরীক্ষার বাঁশ খাওয়ার কথা কোন এক সময় আলাদাভাবে লেখা হবে। ধন্যবাদ ভাই।
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩
মুহা. তাহসিন বলেছেন: আলহামদুলিল্লাহ জীবনে অনেক মানুষের উপকার করেছি তার বিনিময়ে পেয়েছি বাশ।
আসলে সবাই নিজের স্বার্থটাই ভালো বুঝে।
-
যে যত বাশ ই দেয় না কেনো আমি উপকার করেই যাবো
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
প্রামানিক বলেছেন: উপকারী মানুষের মন মানসিকতাই আলাদা থাকে, তারা জীবনে প্রচুর বাঁশ খায় অথচ বাঁশ দেয়ার কথা চিন্তাও করে না। এই বিষয়ে একটি গল্প মনে পড়ে গেল -- - -
শেরে বাংলার কাছে একবার একজন ছাত্র পড়ার খরচের জন্য সাহায্য চাইল, শেরে বাংলা তাকে পড়ার খরচ বাবদ কিছু টাকা দিলেন। টাকা নিয়ে যখন ছাত্রটি চলে যাচ্ছিল তখন শেরে বাংলা ডাক দিয়ে তাকে আরো পাঁচটি টাকা দিয়ে বললেন বাঁশ কিনতে। ছাত্রটি জিজ্ঞেস করল বাঁশ কিনবো কেন? শেরে বাংলা বলল, আমার উপকারের বিনিময়ে তুমি পড়াশুনা করে যখন বড় কিছু হবে তখন তো তুমি আমাকে বাঁশ দিবে, কাজেই তোমার টাকায় বাঁশ না দিয়ে আমার টাকাতেই আমাকে বাঁশ দিয়ো।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯
ফেরদৌসা রুহী বলেছেন: বাঁশ যারা চাষ করেন
তাদের আমি বলে যাই
বাঁশ দিয়েই বাঁশ ঠেকান
এটা ছাড়া উপায় নাই।
ঠিক বলেছেন। বাশ দিয়েই বাঁশ ঠেকাতে হবে।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। অনেক অনেক শুভ্চেছা রইল।
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২
রক্তিম দিগন্ত বলেছেন: খাইছে!!! এমনিতেই বাঁশের অভাব নেই। ছড়াতেও বাঁশ ঢুকে গেল শেষমেশ!!!!!!
সেইটাও আবার আরে যে সে বাঁশময় ছড়া নয়!!!
পিলাস ভাই!!! +
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
সাধারণ আমি আমার বলেছেন: আহা কি সুন্দর বাঁশের পোষ্ট। অনেক সুন্দর,,,,,,,,,,,,,
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাবছিলাম , বাঁশ শিল্প নিয়ে কোন ছড়া ।
এখন দেখছি বাঁশ দেয়াটাই একটা শিল্প হিসেবে উপস্থাপন হয়েছে ।
কবিতা ভালা হইছে প্রামানিক ভাই ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বাঁশ বাগানের মাথার উপরে এখন আর চাঁদ উঠে না গো ভ্রাতা !
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠবে কি করে বাঁশ তো এখন জনগণের মাধ্যেই চালাচালি বেশি হয়। সেই কারণে বাঁশের মাথায় চাঁদ উঠার সুযোগই পায় না।
১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: চাল ডালের দাম বেশি
সব চেয়ে বড় বাঁশ ।।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭
অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ লিখেছেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৫
শামছুল ইসলাম বলেছেন: হা-হা-হা..........।
ছড়ায় যে অদৃশ্য বাঁশের কথা বলেছেন, তা কৃষকের উৎপাদিত নয়, বিশেষ বিশেষ সম্প্রদায়ের নিজস্ব তৈরী।
এবং কার্যকারিতাও ভয়াবহঃ
//জনগণ বাঁশ পেয়ে
কষ্ট করে জীবন ভর
বাঁশ যারা দিয়ে থাকে
তাদের তবু সয়না তর।//
বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০০
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৬
সুপান্থ সুরাহী বলেছেন: এনাসাইক্লোপিডিয়া অব বাশিকা!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুপান্থ সুরাহী। অনেক অনেক শুভ্চেছা রইল।
২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
রাজিব হোসেন পানি বলেছেন: বাহ...বাহ...বাহ...
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজিব হোসেন পানি। শুভেচ্ছা রইল।
২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
বিষণ্ণ সৈনিক বলেছেন: বাঁশ যারা করেন চাষ,তাদের আমি বলে যাই ..... বাঁশ দিয়ে বাঁশ ঠেকান,এটা ছাড়া উপায় নাই হাহাহাহাহা হাহাহাহাহা
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিষন্ন সৈনিক। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
আবু শাকিল বলেছেন: চমৎকার এবং মুগ্ধ।
ব্লগে এসে ডাব এবং বাশঁ এর প্রয়োজনীয়তা বোঝলাম
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
রুদ্র জাহেদ বলেছেন: বাঁশ যারা চাষ করেন
তাদের আমি বলে যাই
বাঁশ দিয়েই বাঁশ ঠেকান
এটা ছাড়া উপায় নাই।
দারুণ "বাঁশ"
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
নেক্সাস বলেছেন: বাঁশাবাঁশি চমৎকার
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নেক্সাস। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
হাসান মাহবুব বলেছেন: +++
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫
জুন বলেছেন: বাশের কবিতায় বাশের সমান ভালোলাগা ++++++++্
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। বাঁশ কালচার এখন আমাদের বড় কালচার, কাজেই বাঁশের মত মন্তব্য করায় খুশি হলাম।
২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"ধন্যবাদ, ভালই দিয়া গ্যালেন..."
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সালাহউদ্দীন আহমদ। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
প্রামানিক বলেছেন: বাঁশের ভিতর বাঁশের বেড়া কারণটা কি ভাই?
৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: উপরের সবগুলো বাঁশই আপনার জন্য
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
প্রামানিক বলেছেন: সবগুলা বাঁশ আমারে দিলেন আপনার দরকার পরলে তখন পাইবেন কই?
৩১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: বাঁশের কেচ্ছা ভাল্লাগলো ।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধূ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: পাব্লিক এখন বাঁশও চেনে ফাঁসও চেনে, হাঁসও...
কোবতে ভালা হইছে ভাইজান।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, খুশি হলাম। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪
কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! চমৎকার ছড়া