নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অবসর গ্রহণের প্রাক্কালে চাকুরিজীবী

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০


ভদ্র লোকের নাম আব্দুল লতিফ খান। দীর্ঘ দিন হলো তিনি একটি সংবাদ সংস্থায় কাজে নিয়োজিত আছেন। আগামী ২৯শে ডিসেম্বর তার অবসর গ্রহণের তারিখ। ছেলেমেয়ারা এখনও স্কুল কলেজে পড়ে। উপার্জন করার মত এখনও কেউ উপযুক্ত হয়নি। অঢেল টাকা পয়সাও নেই বসে বসে খাবে। চোখে মুখে দুঃশ্চিন্তার ছাপ। চাকুরি থেকে অবসর গ্রহণের পর তিনি কিভাবে সংসার চালাবেন, সেই চিন্তায় মুষড়ে পড়েছেন। তার মুখের দিকে তাকিয়ে বিমর্ষিত হলাম।

দুপুরে অফিসে বসে আড্ডা দিচ্ছিলাম। লতিফ খান আমার পুরানো কলিগ। অনেক ভাল লোক। কাজ কর্মে ফাঁকিবাজী, ছলচাতুরী, ধাপ্পাবাজী তার মধ্যে নেই। বেতনের উপর নির্ভর করেই সংসার চলে। আড্ডার একপর্যায়ে অবসর গ্রহণের তারিখ জিজ্ঞেস করতেই হাসি মুখে তারিখ বলেই মুখটা কালো করে ফেললেন। তার এমন আচরণ দেখে কৌতুহল জাগল। কিন্তু জিজ্ঞেস করতে সাহস পেলাম না। কারণ তার সাংসারিক অবস্থা কিছুটা আমার জানা আছে। কিছুক্ষণ পর তার চোখের দিকে তাকিয়ে লজ্জিত হলাম। চোখ দু’টো জলে টলটল করছে। আরেকটা কথা বললে হয়তো বরষা নামবে। আর কোন কিছু না বলে আস্তে করে উঠে এলাম। নিজের চেয়ারে বসে তার কান্না ভেজা চোখ দু’টো আমার চোখে ভাসতে লাগল। লতিফ খানের বাস্তব দৃশ্য দেখে ভাবতে লাগলাম, এমন পরিস্থিতিতে শুধু লতিফ খানই নয়, এরকম বাংলার হাজার হাজার লতিফ খান রোজগারের ধারাবাহিকতা বন্ধ হওয়ার আশংকায় অবসর গ্রহণের পূর্বমহুর্তে কেঁদে থাকে।

ছবিটি তুলেছে ফটো গ্রাফার ইয়াহিয়া শামীম।

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

সুলতানা রহমান বলেছেন: তারপরের দিনগুলো হয়তো অনেক কষ্টে কাটবে।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন। সেই চিন্তাতেই অনেকে মুষড়ে পড়ে।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

হাসান মাহবুব বলেছেন: শুনলাম সরকারী চাকরির মেয়াদ নাকি এক বছর বাড়াইসে।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

প্রামানিক বলেছেন: সরকারী চাকরির সাথে সংবাদ সংস্থার চাকরির বয়সের মিল নেই। ধন্যবাদ

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কল্লোল পথিক বলেছেন: পেনশনের ব্যাবস্থা নেই?

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: না ভাই পেনশন নাই। এই জন্যই এই সমস্যা।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

রাজিয়া সুলতানা বলেছেন: লিখাটি অনেক হৃদয় ছোঁয়া এবং বাস্তব। আমাদের দেশের অধিকাংশ মানুষের অবস্থা এটি। এই পরিস্থিতা টা আসলেই কষ্টের। চাকরীরত অবস্থায় পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে করতে মাসের উপর্জন শেষ হয়ে যায়। শেষ জীবনের জন্য সঞ্চয়ের সুযোগ খুব কম ক্ষেত্রেই থাকে। এটাই বাস্তবতা।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রাজিয়া সুলতানা। আপনার সুচিন্তিত মতামত বাস্তব সম্মত। অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: এরকম বাংলার হাজার হাজার লতিফ খান রোজগারের ধারাবাহিকতা বন্ধ হওয়ার আশংকায় অবসর গ্রহণের পূর্বমহুর্তে কেঁদে থাকে।

বাস্তব বড্ড কঠিন !!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

সাহসী সন্তান বলেছেন: প্রচন্ড কষ্ট লাগলো আপনার লেখাটা পড়ে প্রামানিক ভাই! আসলে আমাদের মত মধ্যবিত্ত পরিবারের মানুষদের ঐ একটাই বড় সমস্যা! সংসারে একজন মাত্র মানুষ থাকে উপার্জনক্ষম, আর তার উপার্জন ক্ষমতা হারিয়ে গেলে সংসারের হাল ধরার মত আর কেউ থাকেনা!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই সাহসী সন্তান। মধ্যবিত্ত পরিবারেই এই সমস্যাটা বেশি। ধন্যবাদ আপনাকে।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



সহব্লগার sultana rahman, রাজিয়া সুলতানা , সাহসী সন্তান এদের মন্তব্যের পরে আর কিছু বলার থাকেনা ।
তবুও বলি - এবার কিন্তু আপনি ছড়ার বদলে জীবনের একটি করুন অথচ কঠিন বাস্তবের কথা দিয়ে সবচেয়ে কষ্টের একটি গল্প লিখে ফেললেন ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভা্ই আহমেদ জী এস। আপনার মূল্যবান মন্তব্য পড়ে অভিভূত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

কিরমানী লিটন বলেছেন: এই হলো মধ্য আয়ের দেশের নমুনা,যেখানে লতিফ সাহেবদের দীর্ঘ চাকুরী জীবন শেষ হওয়ার পরও,অবসরের পরের জীবিকাও অনিশ্চিত ...
শুভকামনা রইলো, প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য ...

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। জি ভাই কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে পেনসন চালু না থাকায় কর্মচারীদের অবসরের পর বিপদেই পড়তে হয়। অনেক অনেক শুভেচছা রইল।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫

গোধুলী রঙ বলেছেন: প্রামানিক ভাই, ব্লগে অনেক আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং ভালো পজিশনে আছেন, তারা কি একটূ ভাববেন অথবা সকলে মিলে কি কিছু করা যায়?

আপনার লেখাটি অনেক হৃদয়ছোয়া।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোধুলী রঙ। আপনার শুভ ইচ্ছা ব্যক্ত করায় খুব খুশি হলাম। আমাদের সমাজে অনেক উপকারী ভাল লোক যে আছে তার উপমা আপনি একজন। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

গেম চেঞ্জার বলেছেন: সময় কারো জন্যই থেমে থাকে না। এই লোকটারও কিছু একটা হয়ে যাবে সে প্রবোধ দিই আপাতত। যদিও খারাপ লাগছে। অনেক খারাপ লাগছে। এদের জন্য লাইফটা একটা কষ্ট করার জায়গা বৈ কিছু নয়।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই গেম চেঞ্জার। আপনার মানসিক অভিব্যক্তি প্রকাশ করায় খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

মহসিন৭১ বলেছেন: আমরাও ওপথে যাচ্ছি। আপনার লেখাটি শেয়ার করলাম। দেখতে পারেন। এখানে ; http://www.bbarta24.net/blog

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

কথাকথিকেথিকথন বলেছেন: দীর্ঘ দিনের ইতি টানাটা বেশ কষ্টকর । বলতে পারেন চাকুরিজীবি মানুষের প্রথম মৃত্যু । আর তার সাথে যদি থাকে সংসার টানার চিন্তা সে তো আরেক দুঃস্বপ্ন ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন কথাকথিকেথিকথন। এরকম চিন্তার কারণেই অনেকে মুষড়ে পড়ে। ধন্যবাদ

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৬

দেবজ্যোতিকাজল বলেছেন: জ্যান্তকাব্য ,খুব ভাল হয়েছে:D:D:D

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

রাবার বলেছেন: খুব খারাপ লাগছে উনার জন্য।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাবার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


এধরণের লোকদের সমমনা মানুস নিয়ে, একটা সমবায় করে, ব্যবসা করতে বলেন

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

প্রামানিক বলেছেন: সমমনা লোকের অভাবের কারণেই তো আজ দেমে এই অবস্থা। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

চাঁদগাজী বলেছেন:

কোন কোম্পানীতে চাকুরী করতেন?

১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

প্রামানিক বলেছেন: চেষ্টা হয়তো করবে। কিন্তু বয়স হয়ে গেলে কোম্পানীরাও কাজে নিতে চায় না। তারা তরুণ যুবক কর্মঠ লোক খোঁজে।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এটাই বাংলাদেশের প্রতিটি সরকারি চাকুরিজিবীর বাস্তব অবস্হা যদি না সেই কর্মচারিটি ডাক্তার বা ইন্জিনিয়ার হয়।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা কামাল পলাশ। বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

আফরীন সুমু বলেছেন: বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্তাকে এই অবস্থা পার হয়ে যেতে হয়।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আফরীন সুমু। বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কষ্ট লাগে!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ময়নুল ভাই। বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:



এইটা আমাদের দেশের অধিকাংশ সরকারি চাকরিজীবীদের বাস্তব চিত্র।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

প্রণব দেবনাথ বলেছেন: অন্যান্য সংস্থার থেকে মিডিয়া হাউজ গুলো ফিল্ডে কর্মরত সাংবাদিকদের প্রচন্ড শোষন করে।যেটা শ্রম আইন এর পরিপন্থী। সাংবাদিকরা প্রতিবাদ করবে তো চাকরি হারাবে। সরকার থেকে কোন ব্যবস্থা নেয়না বিরোধী দলের ও কেউ এই নিয়ে আন্দোলন করেনা পাচে ওদের পেছনে লেগে যায়।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন ভাই। ধন্যবাদ

২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রাইভেট জবেও একই অবস্থা। বেশীরভাগ কোম্পানিতে পেনশন তো দুরের কথা, প্রভিডেন্ট ফান্ড পর্যন্ত নেই। চাকুরীজীবীদের আয় মানে বেশীরভাগ ক্ষেত্রেই পুরোটা ব্যয়, কিছু কিছু ক্ষেত্রে আরও বেশী। চাকুরীর বয়স শেষ হলে তো কথাই নেই, কিছু কিছু ক্ষেত্রে চাকুরী কোন কারণে চলে গেলে (যেটা অহরহ ঘটছে প্রাইভেট সেক্টরে) পথে বসতে হয়।

এই ব্যাপারে সরকারের আইন প্রয়োগ করে সরকারী-বেসরকারি নির্বিশেষে পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের ব্যাবস্থা করা উচিত। নিজের ভবিষ্যৎ দেখলে নিজেই শঙ্কিত হই।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন ভাই। এ ব্যাপারে সরকারের উদ্যোগ নেয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.