নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
হাবুরামের বিয়ে হবে
দেখতে আসবে বর
সাথে আসবে পন্ডিত মশাই
তাই তো হাবুর ডর।
সংস্কৃতের পন্ডিত তিনি
বাংলা বলেন কম
শ্লোক দিয়েই বাক্যালাপ
করেন যে হরদম।
হাবুরামকে ঘরে রেখে
সবাই গেল পিছে
এই সুযোগে হাবুরামে
পালায় খাটের নিচে।
পন্ডিত মশায় এসেই সোজা
ঢুকলো গিয়ে ঘরে
সংস্কৃতেই চলছে আলাপ
কাঁপছে হাবু ডরে।
বলছে পন্ডিত অনেক কথা
বিজ্ঞ লোকের ঢঙ্গে
সে সব কথার দিচ্ছে উত্তর
ছিলেন যারা সঙ্গে।
কথা শুনে হাবুরামে
মনে মনে কয়,
“এই যদি হয় সংস্কৃত
মিছাই করছি ভয়”।
“অনুস্বরটা যোগ করলে
সংস্কৃত হয়ং
আমি কেন আহাম্মকটা
খাটের নিচে শয়ং”?
“সব কথাতে অনুস্বরে
সংস্কৃতের পঠন”,
এই না বলে খাটের নিচে
করছে চটং ভটং।
চটং ভটং শোনার পরে
পন্ডিত করছে হা
কেমন সংস্কৃত বলছে হাবু
বোঝাই যাচ্ছে না।
বলছে হাবু, "ইহা মোদের
বাংলা সংস্কৃতং
আদি ভাষা হইতে ইহা
নুতন আগতং"।
এই কথাটি শোনার পড়ে
ভাবে পন্ডিত মশাই
বাঙ্গালীদের সাথে সংস্কৃত
বচন করা বৃথাই।
পরাজিত হয়ে পন্ডিত
বলল, "তথাস্থ"
পরের দিনই হাবুর বিয়ে
সবাই হলো ব্যস্ত।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০
প্রামানিক বলেছেন: কার মাথায়?
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মজা পেলুম প্রামানিক দা
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোটা ফ্রেমের চশমা। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
আরণ্যক রাখাল বলেছেন: ইংরেজি বলার সময় প্রথম সিলেবলে একটু জোড় দিলেই নাকি ব্রিটাশদের মত উচ্চারণ হয়ে যায় আর সাধু শব্দের শেষে অনুস্বার|
প্রামাণিক ভাই, ছড়াটার শেষে একটু কেমন কেমন লেগেছে| তবুও ভাল
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। ছড়াটার শেষে কেমন কেমন লাগছে ভাই বুঝিয়ে বললে খুশি হবো।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪
দুখু বাঙাল বলেছেন: হি হি হি।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দুখু বাঙাল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০
আরণ্যক রাখাল বলেছেন: বোঝাতে পারবো না| তবে কিজছু একটা মিসিং মনে হচ্ছে| ছন্দ ধরতে পারি না
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬
প্রামানিক বলেছেন: কথা ঠিক। পরে পরিবর্তন করে দেব। ধন্যবাদ
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১
নিমগ্ন বলেছেন: এরপর কি হলো?
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
প্রামানিক বলেছেন: এর পর পন্ডিত সাহেব তো হাবুর সংস্কৃত শুনে হা করে তাকিয়ে রইলেন, অনেক পরে জিজ্ঞেস করলেন, এ আবার কোন ধরনের সংস্কৃত?
হাবু বিজ্ঞেস মত বলল, এ ভাষা বাংলাং, তবে সংস্কৃতং হইতং আগতং।
পন্ডিত মশায় হাবুর কথা শুনে বুঝতে পারল বাঙালি ছেলের সাথে সংস্কৃতে কথা বলা উচিৎ হয় নাই, তাই পরাজয় মেনে মাথা নাড়িয়ে বলল, তথাস্থ।
এরপর বিয়ে হয়ে গেল।
ধন্যবাদ ভাই। শুভ্চেছা রইল।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
প্রণব দেবনাথ বলেছেন: মাইরালা মোরেং...
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
প্রামানিক বলেছেন: আপনার মরতেং হইবেং না। ধৈর্য ধারনং করনং।
ধন্যবাদ ভাই রসিকতা করার জন্য খুশি হলাম।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভ্চেছা রইল।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
জনম দাসী বলেছেন: আমি কেন আহাম্মকটা ...... হাসাতেও জানেন দেখি...
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জনম দাসী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা প্রামানিক ভাই!
শুভ কামনা জানবেন!
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। অনেক অনেক শুভ্চেছা রইল।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
কালনী নদী বলেছেন: আসলেই তো! চমৎকারভাবে সংস্কৃত ভাষাটা শিখিয়ে দিলেন ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। অনেক অনেক শুভ্চেছা রইল।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০
ঢাকাবাসী বলেছেন: চমৎকার আনন্দ পেলুম, ভাল লাগল।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকা বাসী। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার কবিতার প্রেমে পরে গেছি
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: প্লাস !!
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
চাঁদগাজী বলেছেন:
পোস্টং ফানিয়ং হইছং
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চাঁদ গাজী। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৬
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: এরকম গল্প আগে শুনেছি কিন্তু ছড়া প্রথম। ধন্যবাদ ভালো লাগলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আকবর উদ্দীন ভূঁঞা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫
বাকা পথ বাকা চোখ বলেছেন: হা হা হা হা , বিজোয়ের শুভেচছা
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাকা পথ বাকা চোখ। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২
অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন!
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
আড্ডাবাজ বলেছেন:
গুরু সালাম জানবেন
কেমন আছেন ?
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
প্রামানিক বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন?
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
আড্ডাবাজ বলেছেন: গুরু ভাল আছি অনেক অনেক যুগ আপনার সাথে কথা হয়না
আজ মইনুল ভাই এর সাথে কথা হল
ভুলে গেছি একদিন ব্লগার ছিলাম
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
প্রামানিক বলেছেন: সংগ্রাম ভাই, আপনাদের আমি খুঁজে বেড়াই দেখা পাই না। ঘাস ফুলেরও খোঁজ নাই। মাঝে মাঝে আপনাদের পেলে নিজের কাছে খুব ভাল লাগে।
২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: কথা শুনে হাবুরামে
মনে মনে কয়,
“এই যদি হয় সংস্কৃত
মিছাই করছি ভয়”।
“অনুস্বরটা যোগ করলে
সংস্কৃত হয়ং
আমি কেন আহাম্মকটা
খাটের নিচে শয়ং”?
“সব কথাতে অনুস্বরে
সংস্কৃতের পঠন”,
এই না বলে খাটের নিচে
করছে চটং ভটং।" মজারই বটে!
প্রামাণিক দাদা, বিজয় দিবসের শুভেচ্ছা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। বিজয় দিবসের শুভ্চেছা রইল।
২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
শাহাদাত হোসেন বলেছেন: চঁমৎকাঁরঃ হইছং ।আঁমিঃ মুগ্ধং হঃছিঁ ।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদং মন্তব্যং জন্যং।
২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
পুলহ বলেছেন: ভালং লাগছেং !
শুভকামনা প্রামানিক ভাই
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পুলহ। শুভেচছা রইল।
২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: “সব কথাতে অনুস্বরে
সংস্কৃতের পঠন”,
এই না বলে খাটের নিচে
করছে চটং ভটং।
এখানেই শেষ হয়ে যাওয়ায় পাঠক হতাশ হয়েছেন ।
আরণ্যক রাখাল ঠিকই ধরেছেন , তবে প্রকাশ করতে পারেন নি /
সেটা হচ্ছে , যখনি পাঠক হাবু রামের মুখে তার নিজস্ব কিছু হাস্যকর সংস্কৃত কথা শুনার অপেক্ষায় ছিল , তখনি ছড়া শেষ ।
প্রারম্ভ , ব্যপ্তি ঠিক আছে , সমাপ্তিটা অসমাপ্ত রয়ে গেছে।
ছন্দ বরাবরের মতই চমৎকার হয়েছে প্রামানিক ভাই । শুভ কামনা জানবেন ।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬
প্রামানিক বলেছেন: আপনার কথামত কাহিনীর ফিনিশিং দিয়ে দিলাম। ধন্যবাদ ভাই লিটন।
২৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ছন্দগুলা অসাধারণ ভাল লেগেছে।
খাটের নিচে লুকিয়ে বাঁচার উপায় নাই।
সংস্কৃত চর্চা করতে হবে।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।
২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
লিও কোড়াইয়া বলেছেন: ৩ ইডিয়ট মুভির পাদ দিয়ে সংস্কৃতের কথা মনে পড়ে যাচ্ছে। থুচুকা থুচুকা!
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
প্রামানিক বলেছেন: ভালই বলেছেন থুচুকা থুচুকা। ধন্যবাদ ভাই লিও কোড়াইয়া।
২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুরু করে বেশ বুঝি
পুরোটাই জম্পেশ;
হাত পা গুটিয়ে বসি
লাঞ্চ করে দ্রুত শেষ।
এসে দেখি অমা একি
শুভঙ্করের ফাঁকি;
সাসপেন্স ঢেলে দিয়ে
পুরোটাই বাকী।
এ ভারী অন্যায়
করেছো যে মহাপাপ;
পাঠকেরা মন থেকে
দিচ্ছে তোমায় শাপ।
যদি চাও বাঁচতে
লিখো তবে পার্ট টু;
বনবন ফের ঘুরে
মগজেতে লাট্টু।
এমন এক লিখা দেব
মরবে যে শরমে;
ভিজে হবে জবজবে
শীতকালে গরমে।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
প্রামানিক বলেছেন: তিন লাইনে পার্ট টু টা
শেষ করে যে দিলাম
ছড়ার ফিনিশিং দিয়েই এবার
বিশ্রাম একটু নিলাম।
লাট্টু পার্ট টু যত্ই লিখি জোরে
লিখতে গেলে মাথাই শুধু ঘোরে।
ধন্যবাদ ভাই।
২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদং প্রামানিকং ভাইং
১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
প্রামানিক বলেছেন: চমৎকারং সংস্কৃতং হয়ং।
২৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
হাসান মাহবুব বলেছেন:
১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
গোল্ডেন গ্লাইডার বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদং প্রামানিকং ভাইং
১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
প্রামানিক বলেছেন: ধন্যবাদং ভাই গোল্ডেন গ্লাইডার। চমৎকারং মন্তব্যং।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮
লেখোয়াড়. বলেছেন:
দিলেন তো মাথায় বাড়ি!!
+++++++++++++++++++