নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধে গণিকাদের অবদান

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২


শহীদুল ইসলাম প্রামানিক

মহান মুক্তিযুদ্ধের বিজয়ে সর্ব শ্রেণীর লোকের অবদান অবিস্মরণীয়। এই যুদ্ধে আর্মি, পুলিশ, ইপিআরসহ রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের পাশাপাশি তুচ্ছ ঘৃণিত সম্প্রদায়ও অংশগ্রহণে পিছিয়ে ছিল না। তুচ্ছ ঘৃণিত সম্প্রদায়ও যে যুদ্ধে অবদান রেখেছে তা ভোলার মত নয়। এমনই একটি ঘটনা ঘটেছিল গাইবান্ধা জেলার সাঘাটা থানার ভরতখালীতে। একবার মুক্তিযোদ্ধারা ভরতখালী বাজারের যৌন কর্মীদের কাছে যুদ্ধের সহায়তা কামনা করে। এতে যৌনকর্মীরা সহাস্যে মুক্তিযোদ্ধাদের সাহয্য করতে এগিয়ে আসে।

ভরতখালী বাজারের আলেয়া, বেবী, কমলা, রাণীসহ কয়েকজন যৌনকর্মী মুক্তিযোদ্ধাদের শেখানো কায়দা অনুযায়ী, রমনীয় বেশভূষায় সজ্জিত হয়ে ভরতখালী রেল স্টেশনের অদূরে সীংড়া ব্রীজে পাহারারত রাজাকারদের ক্যাম্পের কাছে গিয়ে নানান রকম রমনীয় রংঢং করতে থাকে। তাদের আকর্ষণীয় রংঢং দেখে রাজাকারদের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়। যৌনকর্মীদের রমনীয় ভাব ভঙ্গী দেখে রাজাকাররা তাদের চরিত্র ধরে রাখতে পারে না। যার যার মত হাতের অস্ত্র রেখে যৌন কর্মীদের বাংকারে এবং ক্যাম্পে নিয়ে যৌন লীলায় মত্ত হয়ে উঠে। এই সুযোগে ওত পেতে থাকা মুক্তিযোদ্ধারা আকস্মিকভাবে ক্যাম্পে আক্রমণ চালায় এবং সব রাজাকারদের বন্দী করে ফেলে। যৌনকর্মীদের সহযোগীতায় অতি সহজেই রাজাকারদের পুরো ক্যাম্প মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে।

বেশ্যাবৃত্তি পেশাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঘৃণার চোখে দেখলেও তাদের মুক্তিযুদ্ধের এই অবদানকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তারাও মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয় অবদানের দাবীদার।

(তথ্য সূত্রঃ একাত্তরে গাইবান্ধা)
ছবি নেট

মন্তব্য ৫৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

কেউ নেই বলে নয় বলেছেন: অন্যরকম কাহিনী। পেশা যত খারাপই হোক, দেশের প্রতি টান থাকবেনা এমন নয়। তাঁদের প্রতিও শ্রদ্ধ্যা রইলো।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কেউ নেই বলে নয়। বিজয় দিবসের শুভ্চেছা রইল।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

ধঅনের শীষ বলেছেন: আমি সাঘাটা থানার ভরতখালী হাটের পাশে আমার বাড়ি । আমরা স্হানীয়রা জানলাম না, অথচ কোন পাগল বেশ্যার খদ্দের ইতিহাসবিদের লেখা বই থেকে কপি মেরে দিছেন !! কি কই পাইলেন এসব গাজাখুরী ইতিহাস ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: এই ঘটনার লেখক আপনার বাড়ির কাছের লোক। ড. মোঃ মাহবুবর রহমান। গ্রামের নাম মোংলার পাড়া। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। এখনই তার কাছে টেলিফোন করেন।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

Biniamin Piash বলেছেন: খুব ভালো লাগল।নতুন কিছু জানলাম।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পিয়াস। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

সুলতানা রহমান বলেছেন: এভাবে সম্বোধন ভাল লাগেনি। অন্য কোন শব্দ ব্যবহার করা যেতো।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: এই পেশার লোকদের ভাল কি শব্দে সম্বোধন করবো তা খুঁজে পাইনি। তবে তারা যদি যুদ্ধে অবদান রেখে থাকে তাতে তাদের মূল্যায়ন করা কি উচিৎ নয়?

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

ধঅনের শীষ বলেছেন: আমি সাঘাটা থানার ভরতখালী হাটের পাশে আমার বাড়ি । আমার মামা এখনও মুক্তিনগর গণকবরে শুয়ে আছেন। আমরা স্হানীয়রা জানলাম না, অথচ কোন পাগল বেশ্যার খদ্দের ইতিহাসবিদের লেখা বই থেকে কপি মেরে দিছেন !! রনাঙ্গণ ছেড়ে ৭১ এ কলকাতার বেশ্যাপল্লীতে যেয়ে ফূর্তিবাজী করা তথাকথিত চেতনাবাজ ইতিহাসবিদের লেখা বই থেকে কপি মেরে দিছেন !! কই পাইলেন এসব গাজাখুরী ইতিহাস ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: যিনি বই লিখেছেন তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যিনি ঘটনার বর্ননা করেছেন তিনি ঐ যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা। আপনার যদি জানার কৌতুহল থাকে তাহলে সেই মুক্তিযোদ্ধার কাছেও জিজ্ঞেস করতে পারেন। এটা ছিল তাদের যুদ্ধের কৌশল।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক দাম দিয়ে স্বাধীনতা।
যারা বুঝে না তারা অভাগা।
পোস্টে +।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বিজয় দিবসের শুভ্চেছা রইল।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: রাজাকার হবে না পাকিস্তানি সৈন্য হবে ঠিক বুঝতে পারছি না|
আর ছবিটি সরিয়ে ফেলুন| ছবিটা এ পোস্টের সাথে যায় না

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ওই ব্রীজটি পাহারায় রাজাকরারাই ছিল খান সেনারা ওই সময় ছিল না। ছবি কি দেয়া যায় বললে ভাল হতো।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

সুলতানা রহমান বলেছেন: আমাদের দেশে যারা এ পথে আছে তাদের সবাই বাধ্য হয়ে এসেছে। কিন্তু এ শব্দ শুনতে আমার ভাল লাগেনা। এটা মনে হয় একটা গালি। আর এখানে তো মুক্তিযুদ্ধে অবদানের কথা বলা হয়েছে।
হয়তো এটা আমার ভুল।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: কিন্তু এরা তো বীরঙ্গনা নয়। এদের পেশাই ছিল এটা। পতিতা, গণিকা, দেহজীবি যেটাই বলি না কেন সব শব্দ তো এক অর্থেই ব্যবহার হয়।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

কেউ নেই বলে নয় বলেছেন: সুলতানা রহমানের কথা ঠিক আছে। বেশ্যা, পতিতা এসব গালির মত শোনায়। লিখতে পারেন মুক্তিযুদ্ধে সমাজের/দেশের পতিত নারীদের অবদান।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: পেশাটা ঘৃণিত। ঘৃণিত পেশার লোকজনও যে মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে সেটা বুঝানোর জন্যই এই পোষ্ট। তবে আপনাদের পরামর্শের কারণে ভাল শব্দ খুঁজে দেখছি পরিবর্তন করা যায় কিনা।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

দেবজ্যোতিকাজল বলেছেন: বেশ্যা না দিয়ে যৌনকর্মী দিলে ভাল হত

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: ওই লাউ কদু একটাই হলো।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: মুক্তিযুদ্ধে অনেকেরই অবদান অনস্বীকার্য !!! অবহেলা কাউকেই করতে নেই!!!!
স্যালুট সেই সব রমনীকুলকে !!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। বিজয় দিবসের শুভ্চেছা রইল।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:

পরের কাহিনী কি, যুদ্ধের পর, সেই মুক্তিযোদ্ধাগণ, কিংবা সরকার কি সেসব যৌনকর্মীদের কি সাধরণ জীবনে ফেরত এনেছিলেন, নাকি ভুলে গেছেন?

আপনার গাইবান্ধার সুত্র কি বলে?

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

প্রামানিক বলেছেন: যুদ্ধের পরে তাদের কোন পুনর্বাসন করা হয় নাই, বরঞ্চ দেশ স্বাধীনের কয়েক বছর পর ওখান থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


বিনম্র শ্রদ্ধা রইলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

আরজু পনি বলেছেন:
এবার শিরোনাম পড়তে স্বস্তি লাগছে ।
শেয়ারে অনেক ধন্যবাদ জানাই, প্রামানিক ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরজুপনি। অনেক অনেক শুভ্চেছা।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

রাবার বলেছেন: সকলের অবদানেই স্বাধীনতা।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাবার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

লিও কোড়াইয়া বলেছেন: তৎকালীন বাংলার সব শ্রেণীর মানুষই যুদ্ধে যে যার অবস্থান থেকে সহযোগীতা করেছে। কিন্তু যুদ্ধ শেষে আজ পর্যন্ত স্বাধীনতা পেয়েছে গুটি কয়েক মানুষ। এখনও বেশিরভাগ মানুষ পরাধীন!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লিও কোড়াইয়া। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

সুমন কর বলেছেন: সবার প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো.....

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এই শ্রেনীটি সব দেশে ঘৃণ্য। তবু এদের মধ্যে যেই দেশপ্রেমের প্রকাশ সেটা সুটটাই পরা আমাদের দেশের অনেক সম্মানিত 'ভদ্রলোকদের' মধ্যে দেখা যায় না।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রেজওয়ানা আলী তনিমা। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

আজিজার বলেছেন: প্রামানিক ভাই, এখানে বেশ্যা কথাটা কেমন জানি গালি গালি লাগতেছে, আমার মনে হ্য় যৌনকর্মী বলাই ভাল। ধন্যবাদ

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

প্রামানিক বলেছেন: ঠিক আছে ভাই বেশ্যা যদি গালি হয়, তবে শালা শালিটা তো খুব ভদ্র ভাষা, তারপরেও কেউ যদি রেগে গিয়ে কাউকে বলে উঠে, "এই শালা চুপ"। সেটাও তো তখন অপমান জনক গালি হয়। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ তাদের বীরত্ব। ধন্যবাদ শেয়ারের জন্যে।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: অনেকেই অনেক ভাবে সাহায্য করেছে তখন।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফেরদৌসা রুহী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

আনোয়ার ভাই বলেছেন: এ সমাজ যাদের বেশ্যা বলে গালি দেয় তারা কেউ তা হয়ে জন্মায়নি। খবর নিয়ে দেখুন কোন একজন নরাধম পুরুষ কিংবা লোভী কোন নারীর কারনে এ পেশায় আসতে বাধ্য হয় তারা। এখন কাকে বেশ্যা বলবেন ? বাধ্য হয়ে যে এল না-কি যারা লোভে তাকে বিক্রি করল !
পতিতালয় বা লাইট পোস্টে অপেক্ষারত যৌনকর্মীদের যেভাবে সহজে বেশ্যা বলা যায় সমাজের উচু তলার নামী দামী ! দেহ বিক্রেতাকে কি বলতে কেউ সাহস পায় ?
নিজের দেহ বিক্রি করে তারা বেশ্যা গালি খায় । কিন্তু যারা এরচেয়ে বড় অন্যায় করছেন ? যেমন রাষ্ট্রের টাকা মারছেন, প্রতিনিয়ত ঘুষ খাচ্ছে, সন্ত্রাস- বোমাবাজী করছে। দল পাল্টে সুবিধা নিচ্ছে। তাদের কেন বেশ্যা বলা যাবে না ?

প্রামানিক কে ধন্যবাদ এমন একটি ইতিহাস নিয়ে পোস্ট করার জন্য । স্যালুট সেইসব দেশপ্রেমিক নারীদের ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন আনোয়ার ভাই। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

গোধুলী রঙ বলেছেন: ডাকাত সাধারনত ধরা পড়ে না, কিন্তু যখন ডাকাতি সাইডে রেখে লুইচ্চামি করতে যায় তখনই পড়ে ধরা, এই জায়গাটাই মানুষের স্ট্রং আবার লুজিং পয়েন্ট। বেশিরভাগ অপরাধিই এই লীলা কর্মে গিয়া ধরা খায় তাই সে চোর হোক বা আগ্রাসী সেনাবাহিনী ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: আপনি বাস্তব কথাই বলেছেন। মূল্যবান মন্তব্যর জন্য ধন্যবাদ

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: সমাজে এদের চাহিদা অাছে বলেই কিন্তু এরা এখনো টিকে অাছে । এরা যদি ঘৃণ্য হয়, যারা এদের উত্থানের জন্য দায়ি; তারা অারো বেশি ঘৃণ্য ।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি । ব্যতিক্রমী ঘটনার জন্য ধন্যবাদ, প্রামানিক ভাই!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। অনেক অনেক শুভ্ছেচা রইল।

২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

গেম চেঞ্জার বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ রইল।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

উচ্ছল বলেছেন: ইতিহাসের স্যার মাহবুবুর রহমান -এর ক্লাশ আমি করেছি। তিনি নিজ উদ্যোগে রাজশাহীতে একটি আর্কাইভও করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে উনি আরো যা জানেন তা প্রকাশ করলে বর্তমানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির দাবীদারদের হাতে তার প্রান সংহার হতে পারে এ আশংকাও তিনি করেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। তাহলে বোঝা গেল সঠিক ইতিহাস লেখা সম্ভব নয়। ধন্যবাদ

২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

সুখী পৃথিবীর পথে বলেছেন: ওরা ও মানুষ। এটাই প্রথম পরিচয়। মুক্তিযুদ্ধে ওদের একটি অবদান তুলে ধরার জন্য ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুখী পৃথিবীর পথে। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

রানা আমান বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধে এমন আরও অনেকের অবদানের কথা হয়তো অজানাই থেকে যাবে ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানা আমান। ঠিকই বলেছেন ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এরকম আরও কত অজানা ভূমিকা রয়েছে আমাদের স্বাধীনতায়!!! গুড শেয়ার, গুড পোস্ট।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক খুশি হলাম আপনার পাঠ করার আগ্রহ দেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.