নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

খালুর চেয়ে কুকুর বড়

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১


শহীদুল ইসলাম প্রামানিক

ছোটন মিয়ার খালা, খালু
বড়ই গরীব লোক
গাও গেরামে বসত করে--
নষ্ট খালার চোখ।

মোবাইল ফোনে বলল কথা
ছোটন মিয়ার সাথে
সাহায্য করার আশ্বাস পেয়ে
খুশিই হলো তাতে।

ভাগ্নের কথায় গরীব খালু
এলেন ঢাকা শহর
জানজটেতে ছিল তখন
বিশাল গাড়ীর বহর।

দুপুর বেলা আসার কথা
এলো বিকাল বেলা
ওই সময়ে ভাগ্নে ছোটন
দেখতে ছিল খেলা।

বাড়ির গেটে কুকুর ছিল
আর ছিল না কেউ
একটা কিছু দেখলে পরেই
করতেছে ঘেউ ঘেউ।

এমন সময় বাসার গেটে
যেই এসেছে খালু
মানুষ দেখেই দৌড়ে এলো
পোষা কুকুর কালু।

ধমক ধামক দিচ্ছে খালু
দিচ্ছে পরিচয়,
এসব কথায় কুকুর কি আর
রাজী খুশি হয়?

কুকুর হলো হায়েনা জাতি
পাহাড়া দেয়া জানে
এরা কি আর নাম পদবী
খালা-খালু মানে?

হঠাৎ করে লাফিয়ে উঠে
কামড়ে ছিঁড়ল জামা
খালু চিল্লায় ভাগ্নেরে তুই
কুকুরটাকে থামা।

“সাহয্য আমার লাগবে না রে
বাঁচা আমার জান”,
এই না বলে গরীব খালু
ধরছে নিজের কান।

কামড় খেয়ে ভাবছে খালু
কাঁপছে থরোথরো
বড় লোকের গেটের কুকুর
খালুর চেয়েও বড়!

সেই যে গেলেন গরীব খালু
আর এলেন না কভু
খালা বলেন, “কুকুর কামড়ালেও
নিজের ভাগ্নে তবু”।

(ছবি ইন্টারনেট)
সেগুন বাগিচা
১০/১২/২০১৫ইং
সময় ঃ দুপুর ২-১৫ মিঃ

মন্তব্য ৭২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

জনম দাসী বলেছেন: ভাগ্নেরে তুই কুকুরটারে থামা... হা হা হা... ভাল লাগা রেখে গেলাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জনম দাসী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২

জুন বলেছেন: এরকমই হয় গরীব আত্মীয়দের বেলায় প্রামানিক ভাই। যদি ধনী কেউ আসার কথা থাকতো তাহলে সেই ভাগ্নে গেটের কাছে দাঁড়িয়ে থাকতো।।
অনেক ভালোলাগলো
+

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। আপনি ঠিকই বলেছেন ধনীদের গেটে গরীব আত্মীয় স্বজন এলে এরকমই ব্যবহার পায়।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

শূণ্য মাত্রিক বলেছেন: প্রামাণিক ভাই। আপনি পারেন কিভাবে ??? প্রতিটা কবিতার মতই জাস্ট অসাধারণ :)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুণ্য মাত্রি। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

দিগন্ত জর্জ বলেছেন: মজার ছিলো ছড়াটি ভাই
হেসেছি অনেক্ষণ,
কুকুরের থেকে থাকবো দূরে
এই করেছি পণ।

ছোটবেলায় খেয়েছি আমি
কুকুরের কামড়,
সেদিন থেকে দেখলে বলি
"দূরে গিয়া মর।"

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: কুকুরের কামড় খেয়ে
ভয় পেয়েছি ভাই
তাই তো এখন কুকুর দেখলে
দূরে সরে যাই।

ছন্দ দিয়ে মন্তব্যটা
হয়েছে চমৎকার
তাই তো আমি মনোযোগে
পড়লাম বারংবার।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২১

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: বড় লোকের গেটের কুকুর
খালুর চেয়েও বড়!

ঠিকই বলেছেন অনেক বড় লোকের কাছে মানুষের চেয়ে কুকুরে মূল্যই বেশি!! ভালো লাগলো প্রামাণিক ভাই ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই স্বপ্নের ফেরিওয়ালা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহাহা দারুন প্রামানিক ভাই ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

আমি মিন্টু বলেছেন: কি দারুন আপনি পারেনও বটে ভাই :)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অাহারে! গরিবের কপালে শুধু দুর্ভোগ!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। দুর্ভোগ থেকেই মনে হয় গরীবের জন্ম হয় যে কারণে আজীবন দুর্ভোগ লেগেই থাকে। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: দু এক জাগায় ছন্দের গড়মিল হয়েছে । তাছাড়া হয়েছে

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। গড়মিল উল্যেখ করলে খুশি হতাম।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

খোলা মনের কথা বলেছেন: খুব মজার হয়েছে সাথে কিছু বাস্তবতা। সব মিলে অনেক সুন্দর। ধন্যবাদ ভাই

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। মন্তব্যে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার লেখার তুলনা আপনিই। চমৎকার সব লেখা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবুবুল আজাদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: গাও গেরামে বসত করে--
নষ্ট খালার চোখ


নষ্ট খালা? নাকি খালার চোখ নষ্ট? :|| প্রথমে বুঝি নাই হেহে। ভালোই হৈসে ছড়াটা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

প্রামানিক বলেছেন: ছন্দ মিলাতে গেলে অনেক সময় শব্দ আগে পিছে নিতে হয়। এখানে খালা নষ্ট নয়, যেহেতু চোখ কথাটা উল্লেখ আছে সেহেতু চোখ নষ্ট বুঝাবে। ধন্যবাদ

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

লেখোয়াড়. বলেছেন:
আপনার ছড়ার ভিতরের গাঁথুনি যেমন, ছড়ার বিষয়ও তেমন।
জম্পেস আর ক্লাসিক!!

আচ্ছা, প্রামানিক ভাই আপনি এত্তা দিন কই আছিলেন?
কুনো পুস্তক বার করসেন নি??

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লেখোয়াড়। এই মেলায় বই বের করার ই্চছা আছে। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

সাহসী সন্তান বলেছেন: বিয়াপক ছড়া একখান প্রামানিক ভাই! অনেক মজার হইছে......!!



প্রামানিক ভাই বই বের করলে হালকা করে আওয়াজ দিয়েন?

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

প্রামানিক বলেছেন: সামনের মেলায় বই বের হবে। উৎসাহ দেয়ার জন্য খুশি হলাম। ধন্যবাদ

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

সাহসী সন্তান বলেছেন: বইটা কি ছড়ার হবে নাকি রম্য গল্পের হবে ভাই?

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

প্রামানিক বলেছেন: একটি ছড়ার বই, একটি গল্পের বই, একটি রম্য বই এবং আমার বড় ভাইয়ের একটি উপন্যাস প্রকাশ পাবে । ধন্যবাদ

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

সাহসী সন্তান বলেছেন: তাইলে এখন থেকেই সব গুলোর টেন্ডার নিয়ে নিলাম! শুধু প্রকাশ করেই একটা আওয়াজ দিবেন? আমি আপনার বইয়ের প্রথম ক্রেতা!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। আপনার প্রতি রইল আমার আন্তরিক অভিবাদন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ্য রাখেন।

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ লিখেছেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

এম এ কাশেম বলেছেন: খালু ঢাকায় আইনা কাজতা ভাল করলেন না প্রামানিক ভাই।

ছড়া চমৎকার।

শুভ কামনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: খালু আইছিল সাহায্য চাইতে উল্টা বেচাড়া কুত্তার কামড় খায়া গেল। কাজটা আসলেই ভাল হয় নাই। ধন্যবাদ কাশেম ভাই।

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: কামড় খেয়ে ভাবছে খালু
কাঁপছে থরোথরো
বড় লোকের গেটের কুকুর
খালুর চেয়েও বড়!


আসলেই এমন আছে কিছু মানুষ , যাদের কাছে মানুষের চেয়ে কুকুর বড় ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। ঠিক কথাই বলেছেন।

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

মিউজিক রাসেল বলেছেন: "কুকুর হলো হায়েনা জাতি
পাহাড়া দেয়া জানে
এরা কি আর নাম পদবী
খালা-খালু মানে?"

পড়ে অনেক ভালো লাগলো ++++

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিউজিক রাসেল। অনেক অনেক শুভেচছা রইল।

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

লালপরী বলেছেন: বড় লোকের গেটের কুকুর
খালুর চেয়েও বড়!
জটিল ছড়া ভাই হাসতে হাসতে শেস। +++

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লালপরী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: টাইটেল দেখে হাস্যকর কিছু ভাবছিলাম। কিন্তু ভিতরে তো দেখি কঠিন বাস্তবতাকে হাসির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

চমৎকার। +

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। মন্তব্য পড়ে উৎসাহ পেলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



=p~ =p~

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৪

রুদ্র জাহেদ বলেছেন: কামড় খেয়ে ভাবছে খালু
কাঁপছে থরোথরো
বড় লোকের গেটের কুকুর
খালুর চেয়েও বড়!

দারুণ।মন খারাপ করা ভালো লাগা+
আপনার পক্ষেই সম্ভব এমন অনবদ্য বুনন।শুভকামনা সুপ্রিয়

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪২

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খেয়া ঘাট। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

শূণ্য পুরাণ বলেছেন: খালা বলেন, “কুকুর কামড়ালেও
নিজের ভাগ্নে তবু”। /:)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুণ্য পুরাণ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

কিরমানী লিটন বলেছেন: এমন বৈষম্য আমাদেরই সৃষ্টি - অগুন্তি শুভকামনা রইলো...।
অনেক সভালবাসা প্রামানিক ভাইকে...

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

কারাবন্দি বলেছেন: ক্যামনে পারেন ভাই ?

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কারাবন্দি। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১১

আলোরিকা বলেছেন: 'কামড় খেয়ে ভাবছে খালু
কাঁপছে থরোথরো
বড় লোকের গেটের কুকুর
খালুর চেয়েও বড়!'- বড় লোকের গেটের কুকুর খালুর চেয়েও বড়! হা হা ভাইয়া চমৎকার লিখেছেন :D :D

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আলোরিকা। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০

ভার্চুয়াল কবি বলেছেন: মজা পেলুম । এ প্লাস কবিতার জন্য। ভালো থাকবেন, শুভকামনা রইল ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভাচুয়াল কবি। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

রাজিয়া সুলতানা বলেছেন: কবিতার ছন্দে বাস্তবতা। ভালো লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রাজিয়া সুলতানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

কল্লোল পথিক বলেছেন: হা হা চমৎকার হয়েছে

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল পথিক। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ হয়েছ। B-) B-)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচছা রইল।

৩৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ, চমৎকার। ভালো লাগলো। :)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: মুগ্ধ হলাম ছন্দমালায়।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ রাহীম উদ্দিন। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.