নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বোম্বাই মরিচ

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪


শহীদুল ইসলাম প্রামানিক

পাক-ভারতটা ভাগ হয়েছে
চলছে আর্মি শাসন
পাকিস্থানী বাংলায় এসে
দিচ্ছে উর্দু ভাষণ।

উর্দু ভাষী আর্মিরা সব
গাওগেরমে ঢুকে
বিনা কারণে বাঙালীদের
অস্ত্র ঠুকছে বুকে।

গাঁয়ের হাটে এক কৃষকে
মরিচ নিয়ে বসা
উর্দু কথা না বলাতে
মরণ হবার দশা।

বলছে তারে পাক আর্মিরা,
“কেয়া চিজ ভাই”?
‘বোম্বাই মরিচ’ নাম কওয়াতে
মারল লাথি তাই।

গাল দিয়ে কয়, “মুম্বাই মরিচ
ব্লাক মেইলিং কর”
যতই বলে দেশী মরিচ
মার দেয় তারপরো।

পাশেই ছিল গুড়ের দোকান
সেই খানেতে গিয়ে
জিজ্ঞেস করল, “কেয়া চিজ হায়”
লাঠি হাতে নিয়ে।

দোকানদারে বলল হেসে,
“এইয়া আখি গুড়”
মুখে দিয়ে মিষ্টি লাগায়
কণ্ঠে রাগের সুর।

“হারামজাদে ঝুট বলা হয
ইয়ে তো মিঠাই”
এই না বলেই লাঠির পেটন
চলতেছে সাঁই সাঁই।

কি যে বিপদ ছিল মোদের
পাক আমলে এসে
কথায় কথায় লাঠির পেটন
চলতো সারা দেশে।

সেগুন বাগিচা
রাত ঃ ৯ টা ২৫ মিনিট
তারিখ ঃ ২৫-১২-২০১৫ইং
ছবি ইন্টারনেট

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সেই বোম্বাই মরিচের ঘষা
লাগল যখন পিছে
পাক সেনারা পালিয়ে গেল
হারিয়ে সব দিশে ;)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, বোম্বাই মরিচের ঘষা ওদের পাছায় লাগতে লাগতে আমাদের পিঠের চামড়া অর্ধেক লাল করে দিয়েছিল।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:

পাকী দু:স্বপ্ন রয়ে গেলো আজও, পাকী টাউটেরা বিশ্বের জন্য ভয়ংকর

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: পাকিরা সব জায়গায় ধরা খাওয়া শুরু হয়েছে।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

স্বপ্নাতুর পুরব বলেছেন: সুন্দর হয়েছে ছড়াটা ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই স্বপ্নাতুর পুরব। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

প্রবাসী ভাবুক বলেছেন: ছড়ায় ছড়ায় পাকিস্তানি নির্যাতনের কাহিনী৷ চরম হয়েছে!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী ভাবুক। মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল স্বভাব কবি

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। মন্তব্যর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: বোম্বাই মরিচের মতই হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিয়া লিকখা বাংলামে
সামঝে নেহি কুচ;
তুমভি ভায়া সাচ্চা পাকি
আচ্ছা হ্যায় তেরা মোচ।;)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: এক সময়ে সবাই ছিলাম পাকি
তাই তো এখন দুঃখ মনে গাল দিয়ে থাকি।

ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২

অগ্নি সারথি বলেছেন: কি যে বিপদ ছিল মোদের
পাক আমলে এসে
কথায় কথায় লাঠির পেটন
চলতো সারা দেশে। - লাঠির পেটনের গল্পগুলো আমার বাবার মুখে অনেকবার শুনেছি।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: ওদের চরম অত্যাচার ছিল। অত্যাচারের কারনেই একসময় মানুষ প্রতিবাদী হয়ে উঠে। মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১

আরণ্যক রাখাল বলেছেন: আপনি একজন ট্যালেন্ট, মন থেকে বলছি

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্য রাখাল। আপনাদের উৎসাহমূলক মন্তব্যই আমার লেখার প্রেরণা। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা রইল।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩

ঠ্যঠা মফিজ বলেছেন: অসাধারন লাগল ভাই ছড়াটি ।
এ ধরনে লেখা যেন সব সময় লেখতে পারেন সেই শুভকমনা থাকল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঠ্যঠা মফিজ। আপনার মন্তব্যে উৎসাহ পেলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৬

আমি মিন্টু বলেছেন: বাহ! বাহ! আমাদের প্রামানিক ভাই আরেকটি ভালো ছড়া লিখছেন । খুব ভালো লাগল । :)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু। আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
পাকী দু:স্বপ্ন রয়ে গেলো আজও, পাকী টাউটেরা বিশ্বের জন্য ভয়ংকর

সহমত!!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

প্রামানিক বলেছেন: আসলেই পাকিরা তাদের উগ্রতার জন্য সব জায়গায় ধরা খাচ্ছে। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: মাথায় এতো ছড়া আর এতো ভাব সব সময় কিলবিল করলে আপনি সংসার ধর্ম করেন কখন ভাই!!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

প্রামানিক বলেছেন: সংসার ধর্মের জ্বালায় পইড়াই তো ছড়া লেখা শুরু করছি। ধন্যবাদ কামাল ভাই।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন:

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

প্রামানিক বলেছেন: এইডা কোন দোকানের চা দিলেন?

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

সুমন কর বলেছেন: এটা মনে হয়, আরো একটু বড় করা যেত।

সুন্দর হয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

প্রামানিক বলেছেন: বড় করলে করা যেত। ভবিষ্যতে চেষ্টা করবো। ধন্যবাদ

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ভাতের মারের সাথে সয়াবিন তেল দিয়ে বানানো স্পেশাল চা এইটা, একবার খেয়েই দেখুন =p~

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

প্রামানিক বলেছেন: এই জন্য তো কই এত ঘন হইছে কেমনে? এতক্ষণে বুঝলাম। ধন্যবাদ

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

রাজিয়া সুলতানা বলেছেন: কি মজার ছন্দ! দারুণ!! দারুণ!!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রাজিয়া সুলতানা। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

টোকাই রাজা বলেছেন: ভালো মজা পেলাম সুন্দর ছড়া।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই টোকাই রাজা। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

মিউজিক রাসেল বলেছেন: দারুণ!!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিউজিক রাসেল। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫

লেখায় চ্যাম্পিয়ান বলেছেন: ভালো হয়েছে আপনার ছড়াটি ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লেখায় চ্যাম্পিয়ান। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

শূণ্য পুরাণ বলেছেন: সুন্দর

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শূণ্য পুরাণ। মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

কল্লোল পথিক বলেছেন: এত সুন্দর ছড়া আপনি লিখেন কিভাবে ভাইয়া? দারুন হয়েছে++

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। আপনার উৎসাহমূলক মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাষাগত বিড়ম্বনা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন । মাঝে মাঝে ভাবি, বাঙালিরা ৪৭ সালে পাকিস্তানের সাথে কেন গেলো ওদের সাথে এত পার্থক্য থাকতেও?

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: শুধু মুসলমানের দোহাই দিয়েই ওদের সাথে এক হয়েছিল কিন্তু পরে হারে হারে টের পেয়েছিল বাঙালিরা।

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: এসব ইতিহাস লেখা থাকুক, ছড়ায় ছন্দে। শুভকামনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহবুব হাসান। মূল্যবান মন্তব্য করার জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

শামছুল ইসলাম বলেছেন: খুব সুন্দর, মজার ছড়া।

//কি যে বিপদ ছিল মোদের
পাক আমলে এসে
কথায় কথায় লাঠির পেটন
চলতো সারা দেশে।//


ভাল থাকুন। সবসময়।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.