নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রাজা ও উমেদার

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪


শহীদুল ইসলাম প্রামানিক

রাজা মশায় খেতে বসেছেন
সাথে উমেদার
রাজা মশায় যাহাই বলেন
তিনগুণ করেন তার।

খাবার খেতে খানসামারা
পটল দিল পাতে
মাছের সাথে আর কিছু নয়
ঝোল দিয়েছে তাতে।

পটল দেখে বলল রাজা,
"পটল নয়রে ভালো"
রাজার তিনগুণ মন্দ বলেই
উমেদারের মুখ কালো।

“পটল একটা সব্জি নাকি
এইটা কেমনে খায়?
এমন সব্জি রাজার পাতে--
করছে হায়! হায়!! হায়!!!”

পটল খেয়ে বললেন রাজা,
“পটল খারাপ নয়
মাছের সাথে রান্না করলে
ভালই মজা হয়”।

রাজার মুখের প্রশংসাতে
বলছে উমেদার,
“পটলের মতো সুস্বাদু যে
সব্জি নাইকো আর”।

উমেদারের এমন কথায়
বলল রাজা রেগে,
“এই মুহুর্তে সামনে থেকে
যাবে দূরে ভেগে”।

“তোমার কথা শুনলে পরে
মাথায় উঠে খুন,
আমি রাজা যাহাই বলি
তাহাই বল তিন গুণ”।

রাজার কথায় উমেদারে
বলছে তোয়াজ করে
কাচুমাচু ভাবটা নিয়ে
চাকরী যাওয়ার ডরে।

“পটল-সব্জির নই তো গোলাম
গোলাম যে আপনার
প্রশংসাতেই দিন কাটে মোর
কাজ নাই তো আর”।

“আপনার মনের ভাবটা মোরা
সব সময় যে স্মরি
যেই কথাতে আপনি খুশি
সেইটা তিনগুণ করি”।

“যোগ্যতা মোর তোয়াজ করা--
আর দিবেন না লাজ
এই মুহুর্তে চাকরী গেলে
কোথায় পাবো কাজ”?

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর ছড়া। এরকম উমেদারের অভাব নেই আমাদের দেশে।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

খোলা মনের কথা বলেছেন: ভাল লাগল। চালিয়ে যান মশাই

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনে কথা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



তিন গুণ ছিল রাজার বেলায়, পিএম'এর বেলায় কত গুণ?

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ভাই চাঁদগাজী, যারা পিএমের কাছে থাকে তারা ছাড়া এই সংখ্যাটা বলা মুশকিল। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

কিরমানী লিটন বলেছেন: “যোগ্যতা মোর তোয়াজ করা--
আর দিবেন না লাজ
এই মুহুর্তে চাকরী গেলে
কোথায় পাবো কাজ”?

অনেক মজার আবহে মুগ্ধ ছন্দে- নির্মম সত্যকে কবিতার আঙিনায় তুলে এনেছেন। অভিনন্দন আর শুভকামনা জানবেন প্রিয় প্রামানিক ভাই ...

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। অনেক অনেক শুভেচছা রইল।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

আজাদ মোল্লা বলেছেন: প্রাামাণিক ভাই , ছবি টা ফাটাফাটি হয়েছে ,আর লেখাটি বরাবর এর মতো এবারও ভালো হয়েছে ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। মন্তব্যে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: “যোগ্যতা মোর তোয়াজ করা--
আর দিবেন না লাজ
এই মুহুর্তে চাকরী গেলে
কোথায় পাবো কাজ”?

চাকরি করতে হলে তোয়াজের ফজিলত অপরিসীম ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। বর্তমানে তোয়াজ ছাড়া চাকরীতে টিকে থাকাই মুশকিল। যারা তোয়াজ করতে পারে না তারা খুব কঠিন অবস্থায় টিকে থাকে। অনেক অনেক শুভেচছা রইল।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। আন্তরিক শুভেচছা রইল।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

রানার ব্লগ বলেছেন: লাজ !!! সে তো স্বপ্নে পাওয়া বস্তু ওটা আমলাদের ধাকনেইকো।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানার ব্লগ। অনেক অনেক শুভেচছা রইল।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

কাবিল বলেছেন: অনেক ভাল লেগেছে। তৃতীয় লাইক।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভেচছা রইল।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

লিও কোড়াইয়া বলেছেন: মজার ছড়া। ভালো লাগলো।

এই কারণেই কথায় বলে
বস অলওয়েজ রাইট;
বসের কথায় সায় না দিয়ে
কে খেতে চায় টাইট!

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। বসের কথার বাইরে গেলেই চাকরীর বারোটা বাজবে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

কল্লোল পথিক বলেছেন: সুন্দর ছড়া ।
বর্তমানে আমদের দেশে এরকম অসংখ্য উমেদার আছে।
ধন্যবাদ ভাইয়া, চালিয়ে যান।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। উমেদারের ঠেলায় নেতানেত্রীরাও বেদিশা। অনেক অনেক শুভেচছা রইল।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

আমিই মিসির আলী বলেছেন: টল খেয়ে বললেন রাজা,
“পটল খারাপ নয়
মাছের সাথে রান্না করলে
ভালই মজা হয়”।

রাজার মুখের প্রশংসাতে
বলছে উমেদার,
“পটলের মতো সুস্বাদু যে
সব্জি নাইকো আর” =p~

মজা পাইলাম।
গভীর ভাব ছাড়াই মজা লাগে!

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিছির আলি। অনেক অনেক শুভেচছা রইল।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

কামরুন নাহার বীথি বলেছেন: যোগ্যতা মোর তোয়াজ করা--
আর দিবেন না লাজ
এই মুহুর্তে চাকরী গেলে
কোথায় পাবো কাজ”?
---------

এখন উমেদারী ছাড়া চাকরী রাখাই দায়!!

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন নাহার আপা। এই যোগ্যতা যার নাই তার চাকরীতে টিকে থাকাই মুশকিল হচ্ছে। শুভেচ্ছা রইল।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর ছড়া
অনেক ভাল লেগেছে।

+++

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুর এমডি চৌধুরী। অনেক অনেক শুভেচছা রইল।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

নিমগ্ন বলেছেন: ফাইন একখান ছড়িতা ভাইডি!! ++++

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নিমগ্ন। অনেক অনেক শুভেচছা রইল।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: প্রশংসাতেই দিন কাটে মোর
কাজ নাই তো আর”।
বড্ড বাস্তব।।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সচেতন হ্যাপী। অনেক অনেক শুভেচছা রইল।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

প্রণব দেবনাথ বলেছেন: আপনার লেখা পড়ে খিদে লেগে গেছে,যাই খেয়ে আসি।।ও আর একটা কথা আপনার সব কবিতাই ভাল লাগে,কিন্তু আমি তো কুঁড়ের বাদশা তাই মন্তব্য না করে শুধু পড়ি মাঝে মাঝে একটু খুঁচিয়ে দি =p~

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রণব দেবনাথ। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। আপনি মাঝে মাঝে খুঁচিয়ে দিলেও চলবে। অনেক অনেক শুভেচছা রইল।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৭

রক্তিম দিগন্ত বলেছেন: দুর্দান্ত। +

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

হাসান মাহবুব বলেছেন: এ ধরণের মানুষেরাই জয়ী হয়। দুঃখজনক।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.