নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
গাইবান্ধা স্টেশনের কিছু ছবিঃ
ছবি-০১
গাইবান্ধা স্টেশন
ছবি-০২
গাইবান্ধা স্টেশন
ছবি-০৩
গাইবান্ধা স্টেশন
ছবি-০৪
গাইবান্ধা স্টেশনে হকারের ষ্টেশনারী দোকান।
ছবি-০৫
গাইবান্ধা স্টেশনের উত্তর পাশ থেকে তোলা ছবি।
ছবি-০৬
গাইবান্ধা স্টেশনের দক্ষিণ পশ্চিম পাশের পরিত্যাক্ত পুকুরের ছবি।
ছবি-০৭
গাইবান্ধা স্টেশনের ওভার ব্রীজ।
ছবি-০৮
গাইবান্ধা স্টেশন উত্তর পূর্ব পাশের ছবি।
ছবি-০৯
গাইবান্ধা স্টেশন পশ্চিম পাশের ছবি।
ছবি-১০
গাইবান্ধা স্টেশন পশ্চিম অংশের ছবি।
ছবি-১১
গাইবান্ধা স্টেশনের দক্ষিণ পাশের ছবি।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
প্রামানিক বলেছেন: চা রেডি আইসা পড়েন। ধন্যবাদ
২| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
আমি মিন্টু বলেছেন: যাক প্রামানিক ভাই আপনার পোস্টের মাধ্যমে তবু গাইবান্ধা ঘুরে দেখা হল ।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু। ছবি দেখে গাইবান্ধা ঘুরে আসায় খুশি হলাম। শুভেচ্ছা রইল।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১
সুলতানা রহমান বলেছেন: ছবিগুলো সুন্দর হইছে, কিন্তু সব যেন এক ছবি, মানে বাংলাদেশের একই রকম ছবি।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
প্রামানিক বলেছেন: বাংলাদেশ এবং ভারতের সব স্টেশনের চিত্র প্রায় একই। ধন্যবাদ বোন সুলতানা রহমান।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
বাংলার নেতা বলেছেন: বেশ কিছুদিন আগে আমি গাইবান্ধা স্টেশনে গেছিলাম! পরে ওখান থেকে রংপুর যাই দোলনচাপা এক্সপ্রেসে!
ছবি আর আমার বাস্তব অনুভুতি গুলো মিলেমিশে মন জুড়ালো !
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাংলার নেতা। আপনার গাইবান্ধা আর রংপুর ভ্রমণের কথা শুনে ভাল লাগল। শুভেচ্ছা রইল।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
খোলা মনের কথা বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। নিখুত ভাবে গাইবান্ধা স্টেশন দেখা হয়ে গেল। ধন্যবাদ ছবি গুলো শেয়ার করার জন্য
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খোলা মনের কথা। মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: কোন গাই তো বান্ধা দেখলাম না
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
প্রামানিক বলেছেন: গাই না থাকলেও ১নং ২নং ছবিতে দুইটা ছাগল আছে। ধন্যবাদ কামাল ভাই।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর ছবি ব্লগ। ভাল্লাগছে। গাই টাই থাকলে আরো ভাল্লাগতো।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
প্রামানিক বলেছেন: গাই টাই খুজছি পাই নাই। ধন্যবাদ
৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: +
কফি খামু।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
প্রামানিক বলেছেন: চইলা আসেন চা রেডি কফি চুলায়।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
জম্মভূমি বলেছেন: অসাধারন সুন্দর মনে হচ্ছে আপনাদের গাইবান্ধা । ভালো লাগল ।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জন্মভূমি। বাংলাদেশের সব জায়গাই সুন্দর সেই হিসাবে গাইবান্ধা অসুন্দর হওয়ার কথা নয়। ধন্যবাদ
১০| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ছবি গুলো ভালো লাগলো। দেশের অধিকাংশ রেল স্টেশনের পাশে সাধারনত ঝিল আকৃতির জলাধার দেখা যায় কিন্তু দুঃখজনক হলো এগুল কচুরিপানা-টানা দিয়ে নোংরা অবস্থায় থাকে। এগুলো একটু যত্ন নিলে কতোয় না সুন্দর হতো!!!
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
প্রামানিক বলেছেন: বাংলাদেশ রেলওয়ের প্রত্যেকটা স্টেশনের আশে পাশে এরকম পরিত্যাক্ত জলা বা পুকুর আছে। কিন্তু এগুলোর সঠিক ব্যবহার হয় না, মৎস্য চাষে এসব পুকুর ব্যবহার হলে বাংলাদেশের অন্তত মাছের চাহিদা অনেক পুরণ হতো। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত দেয়ার জন্য।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
আরণ্যক রাখাল বলেছেন: গতবছর গাইবান্ধায় ব্রহ্মপুত্রের তীরে কুন্দেরপাড়ায় কিছুদিন, প্রায় সাত দিন, ছিলাম| অসাধারণ লেগেছে| বিশেষ করে ব্রহ্মপুত্র আর ঘাঘট নদী| আমি চরে ছিলাম|
অ্যামেজিং প্লেস
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
প্রামানিক বলেছেন: আপনি কি বালাসিতে ছিলেন না তার পূর্ব পাশের চরে ছিলেন?
১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
কিরমানী লিটন বলেছেন: ছবিগুলো অনেক মায়াময়- কাছে টানে, ছুঁয়ে গেলো অতল...।
অনেক শুভেচ্ছা প্রিয় প্রামানিক ভাই, বিনম্র ভালোবাসা রইলো ।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। ছবি ব্লগে মূল্যবান মতামত দেয়ার জন্য আন্তরিক শুভেচছা রইল।
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: বালাশি! এইতো নাম মনে পড়েছে| বালাশি থেকে নদী পার হয়ে যেতে হয়| অস্থির জায়গা| আপনি কি গাইবান্ধার বাসিন্দা
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
প্রামানিক বলেছেন: জি ভাই, আমার বাড়ি বালাসি থেকে চার মাইল দক্ষিণে। এখন নদী ভেঙে চর হয়েছে কাজেই বাড়ি আর নাই।
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ ঘুরে এলাম গাইবান্ধা আপনার কল্যানে
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনিরা সুলতানা। ছবি দেখে গাইবান্ধা ঘুরে আসার জন্য নতুন বছরের শুভ্চেছা রইল।
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
আম আদমি বলেছেন: ঘরে বসেই গাইবান্ধা ঘুরে এলাম। ছবিগুলো নিখুত আর অসাধারণ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২
প্রামানিক বলেছেন: ঘরে বসেই গাইবান্ধা ঘুরে আসার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল।
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: রেল কিংবা রেলস্টেশন বিষয়ক যে কোন কিছুই (ছবি, গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী) অামাকে খুব টানে । ছবি ভালো লেগেছে ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। রেল বা রেলস্টেশন দেখলেই মনের ভিতর কল্পনা কাজ করে। চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে।
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: স্টেশন পরিস্কার অনেক ।
ভালো লাগলো ভাই।
শুভেচ্ছা
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নাজমুল হাসান মজুমদার। আগে এত পরিস্কার ছিল না নতুন ভবন হওয়ার পরে স্টেশন অনেক পরিস্কার থাকে। শুভ্চেছা রইল।
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
সুমন কর বলেছেন: সুন্দর !!
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর । অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর গাইবান্ধার ছবি ব্লগ ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঠ্যঠা মফিজ। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২০| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯
অগ্নি সারথি বলেছেন: প্রামানিক ভাই আমি গাইবান্ধা গিয়েছি অনেক কিন্তু স্টেশনে যাওয়া হয় নাই। দেখালেন ধন্যবাদ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। আপনি তাহলে বাসে যাতায়াত করেছেন যে কারণে রেল স্টেশনে হয়তো যেতে পারেন নি। শুভেচ্ছা রইল।
২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
গেম চেঞ্জার বলেছেন: কুনো কথা হইবো না। খালি ফেলাচ চলবো।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
প্রামানিক বলেছেন: কুনো কথা হইবো না। খালি ফেলাচ চলবো।
চলুক ফেলাচ তাতেও আমি আপনাদের প্রতি খুশি।
২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ আপনি তো দেখি ছড়ার পাশে দারুণ ছবিও তুলেন
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী। আপনার কথা শুনে উৎসাহিত হলাম। নতুন বছরের শুভেচ্ছা রইল।
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
নীল বরফ বলেছেন: আপনার তোলা ছবিগুলো সুন্দর হয়েছে।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নীল বরফ। নতুন বছরের শুভ্চেছা রইল।
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
শামছুল ইসলাম বলেছেন: ছবিতে আমি যা দেখলাম, ছবির যতটুকু গভীরে যেতে পারলাম - আপনার অনুভবের ভাষা নিশ্চিত ভাবেই তার চেয়ে অনেক বেশী। কেননা এ যে আপনার প্রাণের স্টেশন, স্মৃতিময় স্টেশন।
একদিন এই স্টেশনকে (গাইবান্ধা) নিয়ে লেখবেন আশা করি।
ভাল থাকুন। সবসময়।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ শামছুল ইসলাম ভাই। আপনি ঠিকই ধরতে পেরেছেন। বিষেশ করে কলেজ জীবনে এই স্টেশনের অনেক স্মৃতি আমার জীবনে জড়িয়ে আছে।
২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
সাহসী সন্তান বলেছেন: চমৎকার ছবি ব্লগ! অনেক ভাল লাগলো ভাই!
শুভ কামনা জানবেন!
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
সুপান্থ সুরাহী বলেছেন: ক্যাপশনগুলো হতো যদি ছড়ায়
বাড়তো মজা আরো বেশি পড়ায়
বহু বছর আগে আমি একবার
গাইবান্ধাতে নেমেছিলাম রোববার
ক্যামেরাহীন ছিলাম বলে পিক নাই
আপনারগুলো দেখে দেখে সুখ পাই।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুপান্থ সুরাহী। আপনার গাইবান্ধা ভ্রমণের কথা জেনে খুশি হলাম। শুভ্চেছা রইল।
২৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
জুন বলেছেন: গাইবান্ধার উপর দিয়ে সড়ক পথে রংপুর গিয়েছি , গাইবান্ধাও ঘুরেছি কিন্ত স্টেশন দেখা হয়নি । ভালোই হলো আপনার চোখে দেখা হয়ে গেল প্রামানিক ভাই ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। আপনি তো অনেক জায়গাই ঘুরেছেন, আপনার বাংলাদেশের কোন জায়গাই মনে হয় বাদ নাই। আপনার ঘোরাঘুরির মানসিকতার জন্য আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
২৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
সাহান হামিদ বলেছেন: সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো লাগা দিলাম।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহান হামিদ। ছবি ভাল লাগায় অনেক অনেক শুভ্চেছা রইল।
২৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: বাড়ি কি গাইবান্ধা ?
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
প্রামানিক বলেছেন: জি ভাই। ধন্যবাদ
৩০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
ছবি সুন্দর সন্দেহ নেই কিন্তু সন্দেহ হলো , হঠাৎ গাইবান্ধার ছবি কেন ?
গাই টাই বান্ধতে গেছিলেন নাকি ?
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০
প্রামানিক বলেছেন: গাই আমি বান্ধি নাই, এই এলাকার জমিদার গাই বাইন্ধা রাখছিল, যার কারণে গাইবান্ধা নাম হইছে।
৩১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪
রক্তিম দিগন্ত বলেছেন: স্টেশনে আড্ডা দেওয়া তো আমার পছন্দের কাজগুলোর একটা।
এই স্টেশনটাকে বেশ লাগতেছে। আড্ডা দেওয়া খায়েশ হইলো।
ফিলাস! +
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
প্রামানিক বলেছেন: আপনার কথার সাথে আমার আড্ডার মিল পরে গেল। গরমের রাতে আমিও এখানে আড্ডা দেই খুব সুন্দর ফুরে ফুরে বাতাস পাওয়া যায়। ধন্যবাদ ভাই রক্তিম দিগন্ত।
৩২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পরিত্যাক্ত পুকুরটিই বেশি সুন্দর লাগলো
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০১
পারাবত বলেছেন: ১০ বছর আগে গিয়েছিলাম।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পারাবত। আপনি গাইবান্ধা ভ্রমণ করেছেন শুনে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: অস্বাধারণ ছবি ব্লগ প্রামানিক ভাই, কামাল ভাই -এর ভাত মাইরেন না!!!!!
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
প্রামানিক বলেছেন: কামাল ভাই বট গাছ তার ধারে কাছেও যাওয়া আমার সম্ভব না। ধন্যবাদ কামরুন নাহার আপা।
৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৬
ধঅনের শীষ বলেছেন: তোমরা গুলার বাড়ি কোনঠে বাহে ???
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
প্রামানিক বলেছেন: হামার বাড়ি গাইবান্ধাত বাহে।
৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৭
ধঅনের শীষ বলেছেন: মুউ বোনাড়পাড়া থাকি।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
প্রামানিক বলেছেন: তাহলে তোমরা হামার এলাকার মানুষ বাহে।
৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: ঘুরে এলাম গাইবান্ধা।চমৎকার একটি ভ্রমণ হয়ে গেল প্রিয় ব্লগারের সুবাদে
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। ছবি দেখে আপনার গাইবান্ধা ভ্রমণ শুনে ভাল লাগল। শুভ্চেছা রইল।
৩৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৪
হেজাজের কাফেলা বলেছেন: সুন্দর..।!!!!!
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হেজাজের কাফেলা। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৮
ব্লগার মুস্তাকিম বলেছেন: অনেক ভাল লাগল
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগার মুস্তাকিম। অনেক অনেক শুভ্চেছা রইল।
৪০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬
হাবীব কাইউম বলেছেন: তা তো বুঝলাম। কিন্তু গাইটা গেলো কোথায়? আপনি তো নস্টালজিয়া বাড়িয়ে দিলেন। ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাবীব কাইউম। গাইগুলো তো জমিদারের ছিল জমিদার মারা যাওয়ার সাথে সাথে গাইগুলাও শেষ হয়েছে। রসিকতা মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।
৪১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
রানা আমান বলেছেন: সুন্দর একটি ছবি ব্লগ । আধুনিকতার ছোঁয়া লাগা প্রাচীন একটি স্টেশন । ছবিগুলো ভালো লেগে গেল খুব । ২নং ছবিটা সবচে সুন্দর হয়েছে ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানা আমান। আসলেই প্রত্যেকটা স্টেশন যুগের পরিবর্তনের কারণে আধুনিক স্টাইলে নির্মাণ প্রয়োজন। মূল্যবান মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।
৪২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ, শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রেজওয়ানা আলী তনিমা। শুভ্চ্ছো রইল।
৪৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
খায়রুল আহসান বলেছেন: স্মৃতি জাগানিয়া একটি চমৎকার পোস্ট। একসময়ে ট্রেন আসা যাওয়ার কালে স্টেশনটা গমগম করতো। ছোটবেলায় এবং বড় হয়েও বহুবার যাতায়াত করেছি গাইবান্ধা স্টেশনের উপর দিয়ে। গাইবান্ধায় আমাদের কোন আত্মীয় স্বজন ছিলনা। তাই স্টেশনে নামার সুযোগ হয়নি কোনদিন।
১৬ নং মন্তব্যে রূপক বিধৌত সাধু এর রেল কিংবা রেলস্টেশন বিষয়ক যে কোন কিছুই (ছবি, গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী) অামাকে খুব টানে -- এই মন্তব্য প্রসঙ্গে বলছি, আমাকেও খুব টানে। রেল কিংবা রেলস্টেশন বিষয়ক আমার একাধিক কবিতা আছে। সেগুলো এখানেও কোন সময়ে প্রকাশের আশা আছে। আশাকরি তখন সেগুলোও আপনাকে টানবে।
৩৬ নং মন্তব্য প্রসঙ্গে ধঅনের শীষকে জানাচ্ছি যে বোনারপাড়া রেলওয়ে জংশনও আমার জন্য স্মৃতি জাগানিয়া। কিশোর বয়সের কোন এক সন্ধিক্ষণে আমি আর আমার এক বন্ধু মিলে ঢাকা থেকে লালমনিরহাট আর দিনাজপুর যাবার পথে বোনারপাড়া স্টেশনের প্লাটফর্ম থেকে জীবনের প্রথম সিগারেট কিনে মহা আনন্দে ফুঁক দিয়েছিলাম। এই স্টেশন নিয়ে লেখা আমার একটা কবিতা পড়তে পারেন এখানেঃ বোনারপাড়া রেলওয়ে জংশন
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি যেমন গাইবান্ধার উপর দিয়ে ঢাকায় যাতায়াত করেছেন আমিও আমার নানা বাড়ি যাওয়ার সময় পাকিস্থান আমলে লালমনির হাটের উপর দিয়েই গিয়েছি। সেই স্মৃতিচারণ ব্লগে দেয়া আছে। এ ছাড়াও দেশ স্বাধীনের পরে অনেক গিয়েছি আমার কিছু আত্মীয় স্বজন সেখানে রেলে চাকরী করতো। আপনার মন্তব্য পড়ে অনেক ভাল লাগল। আপনার বোনারপাড়া রেলওয়ে জংশন নিয়ে কবিতা এবং লেখাটি পড়েছি। আপনি বোনার পাড়া, ভরত খালী তিস্তামুখ ঘাট আর বালাসী ঘাট নিয়ে বাস্তব কাহিনী কবিতায় তুলে ধরেছেন। টীকাতেও সে কাহিনী সুন্দর বর্ননা করেছেন। খুব ভাল লাগল। শুভেচছা রইল।
৪৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
গাইবান্ধা রেলষ্টেশন দেখা হল আপনার ছবি ও বর্ননাময় পোস্টে।
প্রামানিক ভাই গাইবান্ধা নামের ইতিহাস কি?
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বঙ্গভূমির রঙ্গমেলায়। অনেক অনেক শুভ্চেছা রইল।
৪৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই রেল লাইনে কান পেতে ট্রেন আসার শব্দ শোনা!
আহ কি উত্তেজনায় ভরপুর ছিল সেই দিনগুলো!
মনে করিয়ে দিলেন
++++
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
প্রামানিক বলেছেন: আহা আপনি তো ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন। ধন্যবাদ
৪৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯
কল্লোল পথিক বলেছেন: গাইবান্ধা আমার নানুবাড়ী।
ছোটবেলা থেকে আমি এই স্টেশনে কত ট্রেনে উঠেছি নেমেছি।
এ যে আমার প্রানের সাথে জড়িয়ে আছে।
ধন্যবাদ প্রামানিক ভাইয়া।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
প্রামানিক বলেছেন: গাইবান্ধা কোথায় আপনার নানু বাড়ি ভাই? আপনি তো দেখি আমার এলাকার নাতি। ধন্যবাদ ভাই।
৪৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১
ফুয়াদ আল আবীর বলেছেন: গাইবান্ধা যাওয়া হয় নাই... যাবো ইনশাআল্লাহ কোনো একদিন...
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফুয়াদ আল আবীর। গাইবান্ধা যাওয়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ
৪৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০
ঢাকাবাসী বলেছেন:
কি সুন্দর ছিমছাম কোলাহল নেই লক্ষ লক্ষ লোকের চিৎকার নেই, ঠেলাঠেলি নেই, দুষিত বাতাসে নেই গাইবান্ধা স্টেশনে! আর দেখেন আমাগো কমলাপুরের অবস্হা!!
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
প্রামানিক বলেছেন: এসব ঝামেলা চিন্তা করলে গ্রামে থাকাই ভাল। ধন্যবাদ ভাই ঢাকাবাসী।
৪৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩
আবু শাকিল বলেছেন: ছবি গুলা দেখে ভাল লাগল ।
আজ আপনার ব্লগে এসে দুইটা গল্পের পোষ্ট দেখলাম ।সময় করে কাল যাব।
ধন্যবাদ প্রিয় ছড়াকার ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। আমার প্রত্যেকটা লেখায় আপনার পদার্পন দেখে খুশি হলাম। আন্তরিক শুভেচছা রইল।
৫০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
স্টেশনের ভেতরের ছবি নাই !
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কান্ডারি অথর্ব। অনেক অনেক শুভ্চেছা রইল।
৫১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
বিপরীত বাক বলেছেন: ৫ ও ৭ নং ছবি টটা,, হঠাৎ থমকে গেলাম।। মনে পড়লো কতদিন ওই ওভারব্রিজ টার উপর একাকি দাড়িয়ে আনমনে কতকিছু ভেবেছি। একবার ওভারব্রিজ টার নিচে প্লাটফর্মটার কাছে একটা লোকের কাটা মাথা পড়ে ছিল। কুপতলা না কোথা থেকে এসেছিল। ট্রেনের ছাদে উঠতে পা পিছলে দুই বগির মাঝে পড়েছিল। সে ঘটনা টুলু উকিলের বাড়িতে গল্প করে বলতেই ওনার আত্মীয়া বলেছিল, " ভদ্রলোক না নিচু জাত".
তারও আগে ডেভিড কোং পাড়া থেকে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে পালিয়ে আসতাম।
ওই ওভারব্রিজ টায় অনেক কষ্টের সময়গুলোতে হঠাৎ থেমে দাড়িয়ে উত্তর দিকটায় এক মনে তাকিয়ে থাকতাম।
তবে ছবি-০৬ বুঝলাম না।
গাইবান্ধা স্টেশনের দক্ষিণ পশ্চিম
পাশের পরিত্যাক্ত পুকুরের ছবি।
যতদুর মনে পড়ে ওপাশে মুহুরি পাড়া থেকে বের হলে কালভার্টটা পেরুতেই সারিবদ্ধ শতবর্ষী রেনট্রি গাছগুলো ছিল। রাস্তার দু'পাশে লম্বাটে জলাশয় ছিল। পরে পশ্চিমপাশে মার্কাস মসজিদ আর পূর্বপাশে স্টেশনের নতুন বিল্ডিং টা হলো।।
ওখানে তো ছোট মোট পুকুর ছিল না? নাকি হয়তো ছিল তবে কিশোর বয়সে তাই বেশ বড় লাগতো।!
৮ নং ছবি টা,
সাধারণত তিস্তা একতায় যে বগিতে সিট পড়তো সেইটা কেন জানি শেষ প্রান্তে থাকতো। এই বেঞ্চেই বসতাম বেশির ভাগ।অনেক দিন অনেক রাত উত্তর দিক তাকিয়ে তিস্তা একতার অপেক্ষায় কাটতো।
ছবি-১১
গাইবান্ধা স্টেশনের দক্ষিণ পাশের
ছবি।
কিন্তু ওদিকে তাকালে তো ১ নং রেলগেট দেখতে পাওয়ার কথা। সাথে বাম পাশে নিউমার্কেট ঢোকার একটা ব্যাকডোর দেখতে পাওয়ার কথা।। বোঝা যাচ্ছে না।
ভাল থাকবেন।
আপনি বেশ বেরসিক মানুষ। নস্টালজিয়ার ফাঁদে ফেলে দুর অতীতের হারানো স্মৃতির মাঝে ডুবিয়ে দিলেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
প্রামানিক বলেছেন: কলেজ জীবনে ট্রেন ফেল করে অনেক রাত এই স্টেশনে বসে থাকতে হয়েছে। কাজেই এটা আমার স্মৃতিবিজড়িত স্টেশন। আপনার স্মৃতি কথা পড়ে আমিও মুহুর্তেই অতীতে চলে গেলাম।
৬নং ছবিটা হলো রেল লাইনের সাথেই পশ্চিম পাশে যে পরিত্যাক্ত নামা জায়গাটা আছে সেইটা। এটা আসলে পুকুর নয় তবে ছবিতে পুকুরের মত মনে হচ্ছে দেখেই পরিত্যাক্ত পুকুর উল্লেখ করেছি।
১১নং ছবির ডান পাশে নিউ মার্কেট বাম পাশে ঘরের পাশ দিয়ে নেমে গেলে হকার্স মার্কেট। রেল গেটের কয়েক গজ উত্তরে গিয়ে ছবিটি তোলা। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।
৫২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬
বিপরীত বাক বলেছেন: ৫ ও ৭ নং ছবি টটা,, হঠাৎ থমকে গেলাম।। মনে পড়লো কতদিন ওই ওভারব্রিজ টার উপর একাকি দাড়িয়ে আনমনে কতকিছু ভেবেছি। একবার ওভারব্রিজ টার নিচে প্লাটফর্মটার কাছে একটা লোকের কাটা মাথা পড়ে ছিল। কুপতলা না কোথা থেকে এসেছিল। ট্রেনের ছাদে উঠতে পা পিছলে দুই বগির মাঝে পড়েছিল। সে ঘটনা টুলু উকিলের বাড়িতে গল্প করে বলতেই ওনার আত্মীয়া বলেছিল, " ভদ্রলোক না নিচু জাত".
তারও আগে ডেভিড কোং পাড়া থেকে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে পালিয়ে আসতাম।
ওই ওভারব্রিজ টায় অনেক কষ্টের সময়গুলোতে হঠাৎ থেমে দাড়িয়ে উত্তর দিকটায় এক মনে তাকিয়ে থাকতাম।
তবে ছবি-০৬ বুঝলাম না।
গাইবান্ধা স্টেশনের দক্ষিণ পশ্চিম
পাশের পরিত্যাক্ত পুকুরের ছবি।
যতদুর মনে পড়ে ওপাশে মুহুরি পাড়া থেকে বের হলে কালভার্টটা পেরুতেই সারিবদ্ধ শতবর্ষী রেনট্রি গাছগুলো ছিল। রাস্তার দু'পাশে লম্বাটে জলাশয় ছিল। পরে পশ্চিমপাশে মার্কাস মসজিদ আর পূর্বপাশে স্টেশনের নতুন বিল্ডিং টা হলো।।
ওখানে তো ছোট মোট পুকুর ছিল না? নাকি হয়তো ছিল তবে কিশোর বয়সে তাই বেশ বড় লাগতো।!
৮ নং ছবি টা,
সাধারণত তিস্তা একতায় যে বগিতে সিট পড়তো সেইটা কেন জানি শেষ প্রান্তে থাকতো। এই বেঞ্চেই বসতাম বেশির ভাগ।অনেক দিন অনেক রাত উত্তর দিক তাকিয়ে তিস্তা একতার অপেক্ষায় কাটতো।
ছবি-১১
গাইবান্ধা স্টেশনের দক্ষিণ পাশের
ছবি।
কিন্তু ওদিকে তাকালে তো ১ নং রেলগেট দেখতে পাওয়ার কথা। সাথে বাম পাশে নিউমার্কেট ঢোকার একটা ব্যাকডোর দেখতে পাওয়ার কথা।। বোঝা যাচ্ছে না।
ভাল থাকবেন।
আপনি বেশ বেরসিক মানুষ। নস্টালজিয়ার ফাঁদে ফেলে দুর অতীতের হারানো স্মৃতির মাঝে ডুবিয়ে দিলেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
প্রামানিক বলেছেন: কলেজ জীবনে ট্রেন ফেল করে অনেক রাত এই স্টেশনে বসে থাকতে হয়েছে। কাজেই এটা আমার স্মৃতিবিজড়িত স্টেশন। আপনার স্মৃতি কথা পড়ে আমিও মুহুর্তেই অতীতে চলে গেলাম।
৬নং ছবিটা হলো রেল লাইনের সাথেই পশ্চিম পাশে যে পরিত্যাক্ত নামা জায়গাটা আছে সেইটা। এটা আসলে পুকুর নয় তবে ছবিতে পুকুরের মত মনে হচ্ছে দেখেই পরিত্যাক্ত পুকুর উল্লেখ করেছি।
১১নং ছবির ডান পাশে নিউ মার্কেট বাম পাশে ঘরের পাশ দিয়ে নেমে গেলে হকার্স মার্কেট। রেল গেটের কয়েক গজ উত্তরে গিয়ে ছবিটি তোলা। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।
৫৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১
কথাকথিকেথিকথন বলেছেন: ছবিগুলো খুব ক্ল্রিয়ার এসেছে । সচ্ছ পানির মত টলটলে ।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন। শুভ্চেছা রইল।
৫৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: দুইটা ছাগলে কি একটা গাইয়ের সমান হবে!
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২
প্রামানিক বলেছেন: দুইটা ছাগল একত্রে করলে বাছুরের সমান হবে, গাইয়ের সমান হইতে ছয়টা ছাগল লাগবে।
৫৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
সাদা মনের মানুষ বলেছেন: অংকে আমি দূর্লভ
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০
প্রামানিক বলেছেন: অংকে দূর্লভ হওয়ার জন্য ধন্যবাদ কিন্তু অংকে দুর্বল হলে ধন্যবাদ পাইতেন না।
ছয়টা ছাগল সমান একটা গাই
এর চেয়ে মজার কিছু নাই।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮
কাবিল বলেছেন: চকেন ছবি, ভাল লাগলো।
প্রথম লাইক, চা দেন