নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

৬-৭ মাত্রার ভুমিকম্প হয়ে গেল

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৪


ঘুম আসছিল না এপাশ ওপাশ গড়াগড়ি করতেছিলাম। এমতোবস্থায় হঠাৎ খাট নড়ে উঠল, উপরে তাকাতেই দেয়ালসহ ছাদের ফ্যান নড়তে দেখে লাফিয়ে উঠলাম। বেহুশের মত দরজা খুঁজে পাচ্ছিলাম না। জানালা ধরে টানাটানি করছিলাম। হঠাৎ হুশ হলো আরে এতো দরজা না জানালা। এরপর দরজা খুলেই ভো দৌড়। এক দৌড়ে দোতালা থেকে রাস্তায় নেমে এলাম।

আমি রাস্তায় নামার পর মুহুর্তেই রাস্তা লোকে লোকারণ্য হয়ে গেল। সবাই যেন এ যাত্রা ভুমিকম্পের হাত থেকে জানে বেঁচে গেছে এমন আতঙ্ক নিয়ে বিল্ডিং থেকে নেমে এসেছে। বেশির ভাগ লোকই মোবাইল রুমে রেখেই রাস্তায় নেমেছে। মোবাইল নেয়ার হুঁশ ছিল না। আমার বালিশের পাশেই মোবাইল থাকায় মোবাইল হাতে নিয়েই নেমেছিলাম।

আমার অফিস কলিগ একজনকে ফোন দিলাম, তিনি তখনও ভুমিকম্পের ভয়ে তিনতালায় খাটের নিচে লুকিয়ে আছেন। কারণ গিন্নীর কোলে ছোট বাচ্চা মোটাসোটা গিন্নী বাচ্চাসহ নামতে পারছেন না তাই খাটের নিচে লুকিয়েছেন।

আরেক জনকে ফোন দিলাম, তিনি মুন্সী গঞ্জে বিয়ে খেতে গেছেন। ভুমিকম্পের কথা শুনে কুটকুট করে হাসছেন। কারণ তিনি টিনের ঘরে আছেন ভুমি কম্পে তার খুব একটা অসুবিধা হবে না, সেইটা মনে করেই তিনি খুশি।

আশুলিয়া গ্রামের বাড়িতে আমার গিন্নীর কাছে ফোন দিলাম। সেও টিনের ঘরে আছে তারও চিন্তা নাই, সে আমার চিন্তায় অস্থির। কারণ আমি যে বিল্ডিংয়ে থাকি সেটার তিন তলা পর্যন্ত ভিত শক্ত থাকলেও সাত তলা পর্যন্ত লরবড়ে।

গাইবান্ধা ছোট ভাইয়ের কাছে ফোন দিলাম। আমার কন্ঠ শুনে ছোট ভাই যেন হাফ ছেড়ে বাঁচল। আমার কোন ক্ষতি হয়নি সেটা বুঝতে পেরেই সে চিন্তামুক্ত হলো।

আরেক কলিগকে ফোন দিলাম। তিনি তখনও ‍দুই বাচ্চা বুকে জড়িয়ে পাঁচ তলায় বসে আছেন। আরেকটা ঝাঁকি দিলেই বাচ্চাসহ গিন্নী নিয়ে নিচে নামবেন, সেই অপেক্ষা করছেন। তার কথা শুনে বিপদের মধ্যেও হাসি পেল।

যাক এসব কথা, আপনারা সবাই সুস্থ্য আছেন তো? আল্লাহ যেন ভুমিকম্পের বিপদে কাউকে না ফেলেন এই কামনা সবসময় করি।


মন্তব্য ৬৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫০

বনমহুয়া বলেছেন: এতেই বুঝা যায়, প্রাণের চেয়ে বড় মায়া আর কিছুতে নাই।

মানে মোবাইল কিসু না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৫

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন বোন বনমহুয়া। নিজে বাঁচলে পরে মোবাইল।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫০

আমি মিন্টু বলেছেন: খুব ভয় পেয়েছিলাম ভাই । আর মনে মনে ভেবেছিলাম এযাত্রায় হয়ত মরে যাবো । :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৭

প্রামানিক বলেছেন: যাক ভাই, এ যাত্রা যে আল্লাহ আমাদের বাঁচালো এজন্য আল্লার কৃপাই বলা চলে।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ৬.৭ মাত্রার ভূমিকম্প! বড় মাত্রার ভূমিকম্প। কেন্দ্র ভারতের মুনিপুর। আমাদের বড় আয়নাটি পড়ে গিয়ে বিশাল আওয়াজে আতঙ্ক সৃষ্টি করে। জানি না কার কী ক্ষতি হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৮

প্রামানিক বলেছেন: যাক মইনুল ভাই, ভুমিকম্পের পরে আপনি যে কম্পউটার নিয়ে বসেছেন এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৮

কল্লোল পথিক বলেছেন: আমারও একই অবস্থা।
স্রষ্টাকে ধন্যবাদ তিনি আমাদের অক্ষত রেখেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২০

প্রামানিক বলেছেন: স্রষ্টার প্রতি কোটি কোটি ধন্যবাদ তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। ধন্যবাদ কল্লোল ভাই।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০১

কল্লোল পথিক বলেছেন: আমারও একই অবস্থা।
স্রষ্টাকে ধন্যবাদ তিনি আমাদের অক্ষত রেখেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২১

প্রামানিক বলেছেন: স্রষ্টার প্রতি কোটি কোটি ধন্যবাদ তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। ধন্যবাদ কল্লোল ভাই।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০২

নিমগ্ন বলেছেন:

এই নিন ম্যাপ। মাত্র ঘুমাইসিলাম। ভুমিকম্পে দিল ডর দেখায়া। B:-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নিমগ্ন। ম্যাপ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ৬.৮ মাত্রা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৩

প্রামানিক বলেছেন: টিভিতে ৬-৮মাত্রাই স্ক্রলে দেয়া আছে। ধন্যবাদ মইনুল ভাই।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২০

বনমহুয়া বলেছেন:


আর একটা ঝাঁকি দিলে আর নামতে হতো না । অটো নীচে চলে আসা হত।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৫

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই, অনেকেই ঘরে বসে আছেন আরেকটা ঝাকির অপেক্ষায়, আরেকটা ঝাঁকি দিলে তারপরে বিল্ডিং থেকে নামবেন।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২০

ডরোথি গোমেজ বলেছেন: ভয়ঙ্কর লাগছে। ভয় পেয়ে বিছানায় থেকে বাচ্চাদের জন্য প্রার্থনা করছিলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬

প্রামানিক বলেছেন: ভয় পাওয়ার মত ঘটনাই ঘটেছে। এত জোরে আর কখনও ভুমিকম্পের ঝাঁকি আমি দেখি নি। শুভেচছা রইল।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৩

জনম দাসী বলেছেন: ভাই, এত বড় বিপদেও না হেসে পাড়লাম না। তবে দুঃখের বিষয় কিছুই টের পাইনি। তাহাজ্জুদ নামাজ শেষে ডাইনিং রুমে পানি খেতে গিয়ে দেখি সবার রুমের দরজা খোলা এবং মেইন দরোজাও, ঘরে এত মেহমান, বুয়া কেউ নাই ফাঁকা। স্বাভাবিক ঘাবড়ে যাবার কথা। ছোট বোনকে কল দিতেই রিসিভ করে বোললো আপু তুমি কোথায় তোমাকে তো কোথাও খুঁজে পাচ্ছিনা। বললাম কেন কি হয়েছে, পাল্টা প্রশ্ন তুমি কি নামাজে ছিলা? হ্যাঁ, তাহলে আর বলে লাভ নেই নামাজে থাকলে তো দুনিয়া লয় হইয়া গেলেও তোমার হুশ থাকেনা, আর ঘুমের মধ্য সামান্য টুং করে উঠলেও জেগে যাও নিচে নামো অনেক বড় ভূমিকম্প হয়েছে আবার হতে পারে। নিচে না নেমে, ফজরের নামাজ কায়েম করে উঠে দেখি সবাই ঘরে যার যার সবার বাচ্চারাও সাথে, শুরু হল বিস্তারিত আলাপ, টিভি দেখলাম, সামুতে ঢুকে আপনার পোষ্ট সবই সত্য। ''আল্লাহ চাইলে যে এই দুনিয়া ধ্বংস করতে এক মিনিটও লাগেনা তা বুঝেও আশ পাশ মানুষরা ঠিক হয়না'' ভাল থাকুন ভাই, শুকরিয়া যে অন্তত আপনি ভোঁ দৌড়ে নামতে পেড়েছিলেন ... আর আমি গর্দভ টেরই পাইনি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫

প্রামানিক বলেছেন: বোন জনম দাসী, আপনার বর্ননা শুনে আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। আপনি তাহাজ্জতের নামায পড়ার সময় ভুমিকম্প হওয়ায় আপনি কিছু টের পান নাই, এর চেয়ে আল্লাহর অনুগ্রহ আর কি হতে পরে। খুব খুশি হলাম আপনার কথা শুনে। পরকালে যেন আল্লাহ আপনাকে জান্নাতী করেন আপনার প্রতি আমার এই কামনা সবসময় রইল। ধন্যবাদ আপনাকে।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: আমিতো শুয়ে শুয়ে ঝাকুনি অনুভব করছিলাম, আর শোকেশে থাকা কাচের জিনিসের সুন্দর মিউজিক শুনছিলাম, ভুলেই গিয়েছিলাম যে ভুমিকম্প হলে ঘর ছাড়তে হয়। গিন্নি বললো তাড়াতাড়ি বাহিরে চলো, আমি বললাম দরজা খুলে কেচি গেইটের তালাগুলো খুলে বের হতে হতে তো ভুমিকম্প থাকবেনা........তাও উঠে তালা খুলেছি, কিন্তু আর আগেই কাপুনি শেষ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬

প্রামানিক বলেছেন: ভাই খামাখাই আমরা সব দৌড়াদৌড়ি করি। আরেকটু জোরে ঝাঁকি দিলে দৌড় তো দূরের কথা দরজা খোলারও সময় পাওয়া যাবে না। যাই হোক আপনাকে ধন্যবাদ যে আপনি শেষ পর্যন্ত কেচি গেট খুলছিলেন। আল্লাহ যেন ভুমিকম্প না দেয়। শুভেচ্ছা রইল।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

আরজু পনি বলেছেন:
আমরা এতো উপরে থাকি যে বাসার সবাই মিলে নামতে নামতে ভুমিকম্প শেষ হয়ে যায় !
শুধু বাচ্চাদের কথা ভেবে কষ্ট পাই...ওদের যেনো কোন বিপদ না হয় ।

খোঁজ নেয়ার জন্যে ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আরজুপনি। আপনি ঠিকই বলেছেন, প্রত্যেকটা মা নিজে নামার আগে বাচ্চাগুলোর কথা চিন্তা করে। ধন্যবাদ আপনাকে।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আমার অফিস কলিগ একজনকে ফোন দিলাম, তিনি তখনও ভুমিকম্পের ভয়ে তিনতালায় খাটের নিচে লুকিয়ে আছেন। কারণ গিন্নীর কোলে ছোট বাচ্চা মোটাসোটা গিন্নী বাচ্চাসহ নামতে পারছেন না তাই খাটের নিচে লুকিয়েছেন। "

ঐ লাইন গুলা পড়ে শুধু হাঁসতেছি =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা কামাল পলাশ। পড়ার জন্য আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভ্চেছা।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

রিকি বলেছেন: আবারও আপনাদের জন্য গতবছরগুলো থেকে খুঁজে এনেছি চারটি পোস্ট--- (ইউএসজিএসে দেয়া প্রাথমিক তথ্য অনুসারে ইম্ফলের এই ভুমিকম্পের কারণ ইন্ডিয়া এবং ইউরেশিয়ান প্লেটের কমপ্লেক্স প্লেট বাউন্ডারীতে স্ট্রাইক স্লিপ ফল্টিং (Strike slip Faulting)। উৎপত্তিস্থলে ইন্ডিয়া প্লেট ইউরেশিয়ান প্লেটের উত্তর-উত্তরপূর্ব দিক বরাবর প্রতি বছর ৪৮মি.মি করে অধঃপতিত হচ্ছে।)

নেপালে প্রলয়ঙ্করী ভূমিকম্প সম্বন্ধে বৈজ্ঞানিকদের পূর্বাভাস ও বাংলাদেশের মানুষ ও সরকারের করনীয়

ভূমিকম্প--সুনামী--বাংলাদেশ--সম্ভাব্য পরিণতি!

ভূমিকম্প নিয়ে আমাদের সচেতনতার ঘাটতি রয়েছে

ভূমিকম্পের ইতিকথা, বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকম্প এবং ভূমিকম্পে আমাদের করণীয়

সকালবেলা এসে ভুমিকম্পের কারণসমূহ পড়ে, ভূমিকম্পের সময়ের থেকে বেশি আতঙ্কিত বোধ করছি !!! B:-) তাই আবারও, এই পোস্টগুলো আনলাম। সাবধানতার বিকল্প রাস্তা নাই। কিছুটা ভয় কাটবে, আশা করি। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

প্রামানিক বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্যে সংযোগ করেছেন। খুব ভাল লাগল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার বর্ণনায় টেনশনেও হাসি আসে..

আরেক কলিগকে ফোন দিলাম। তিনি তখনও ‍দুই বাচ্চা বুকে জড়িয়ে পাঁচ তলায় বসে আছেন। আরেকটা ঝাঁকি দিলেই বাচ্চাসহ গিন্নী নিয়ে নিচে নামবেন, সেই অপেক্ষা করছেন। তার কথা শুনে বিপদের মধ্যেও হাসি পেল।

বিষয়টা প্রথমবারের ধাক্কা কাটিয়ে নিশ্চিন্ত হবার উপায় কই! আফটার শকটা বেশী ক্ষতি করে বরেইতো বিশেষজ্ঞরা বলছেন। এবং নেপালেও দেখা গেছে আফটার শক ৫-৭ বার হয়েছিল! যারজন্য বেশী ক্ষয় ক্ষতি হয়েছে।
তাই যতটুকু সতর্কতা নেয়া সম্ভব পূরোটাই নেয়া উচিত। বাকী আল্লাহ ভরসা!

@ রিকি ধন্যবাদ দারুন লিংকগুরো শেয়ার করায়।
@ জনমদাসী-আপনারা আচেন বলেই হয়তো আমাদের মতো গুনাহগারেরা বারবার বেঁচে যাই। দোয়া করবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। আপনার মূল্যবান মন্তব্য পড়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম। আসলে ভুমিকম্প একবার হওয়ার পর আরো যে হবে না এটা নিশ্চিত করে বলা যাবে না। পর পর ভুমিকম্প ঘটতে পারে। যার উদাহারণ নেপাল।
ঠিকই বলেছেন জনমদাসীদের মত কিছু লোক এখনও আছে দেখেই আমরা অনেক বিপদ থেকে আল্লার কাছে মাফ পাই।
রিকি গুরুত্বপূর্ণ চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন।
সবাইকে শুভেচ্ছা জানাই।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

রিকি বলেছেন: @ প্রামাণিক এবং ভৃগু ভাই: কৃতজ্ঞতা রইল। :) :) :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রিকি। অনেক অনেক শুভেচছা রইল।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

লিও কোড়াইয়া বলেছেন: আমি যদিও টের পাই নি, পরে শুনে প্রচুর ভয় পেয়েছি!

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: শুনেই ভয় পেলেন দেখলে তো কি যে হতো। ধন্যবাদ

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

নুরএমডিচৌধূরী বলেছেন: শেয়ারে দেরি হয়ে গেল
আসলে নিয়তির উপর কারো হাত নেই
ভাল থাকবেন

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: নিয়তির উপরে মানুষের হাত থাকলে মানুষ মরার আগে নিরাপদ জায়গায় আশ্রয় নিত। ধন্যবাদ মূল্যবান মন্তব্যর জন্য।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পরবর্তিতে রিখটারে স্কেলে ৬.৭ মাত্রায় নিশ্চিত হয়। সূত্র... আজকের পত্রিকা :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, আমি যেটা লিখেছি সেটা সেই সময়ের ইনডিপেন্ডেন্ট টিভির রিপোর্ট অনুযায়ী করা।

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

আবু শাকিল বলেছেন: বিপদে ও আপনার লেখা পড়ে হাসতে হল ।সব দোষ ভুমিকম্পের =p~
"আরেক জনকে ফোন দিলাম, তিনি মুন্সী গঞ্জে বিয়ে খেতে গেছেন। ভুমিকম্পের কথা শুনে কুটকুট করে হাসছেন। কারণ তিনি টিনের ঘরে আছেন ভুমি কম্পে তার খুব একটা অসুবিধা হবে না, সেইটা মনে করেই তিনি খুশি।"

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। আপনি হেসেছেন জেনে ভাল লাগল। শুভেচ্ছা রইল।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

স্বপ্নীল পরান বলেছেন: আমার কাছে মনে হইছে কে যেন আমাদের ঘরটারে মাথার উপর নিয়া কয়েকটা আঁছাড় মাড়ছে। :P :-P =p~

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই স্বপ্লীল পরান। ভুমি কম্পটা আছাড় মারার মতই অবস্থা হয়। শুভেচ্ছা রইল।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

রাজিয়া সুলতানা বলেছেন: ভাই, ভালো লিখেছেন। এই আতংকের সময়ে ও অনেক জায়গায় খোজঁ খবর নিয়েছেন। অনেক উপরে থাকি। আতংকগ্রস্থ হলেও ছোটদের ঘুম থেকে তুলে দৌড় দেয়াটা কঠিন ছিল। তাই বাসায়ই ছিলাম। :|| :|| :||

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: অত উপরে থাকলে করার কিছুই থাকে না সব নিয়তির উপর ছেড়ে দিয়ে বসে থাকতে হয়। ধন্যবাদ আপনাকে।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

গেম চেঞ্জার বলেছেন: হাসাইলেন প্রামানিক ভাই। =p~

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। আপনি হেসেছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

কিরমানী লিটন বলেছেন: খুব ভয় পেয়েছিলাম ভাই, তয় এখন হাসতেছি আপনার পোস্ট পড়ে ... :) :) :) =p~ =p~ =p~ :-P :-/ =p~

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন। কান্নার পরেই হাসির সুযোগ আসে। শুভ্চেছা রইল।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

ঝাপসা বালক বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক আর যদি সময় শেষ হয়েই যায়, তাহলে ঈমানের সাথে মরার তওফিক করে দেন। এই ঘটনার পর আমার একটা বন্ধু কেমন জানি আবোল তাবোল আচারন করছে।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: মনে হয় আপনার বন্ধু ভয় পেয়েছে। আল্লাহ তাকে সুস্থ্যতা দান করুন। ধন্যবাদ

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

আজাদ মোল্লা বলেছেন: হাসতে পারছি না , দুঃখের সময় এখন ।
আল্লাহ আমাদের সবাই কে মাফ করুন ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা, হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে। ধন্যবাদ।

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৫

জনম দাসী বলেছেন: আসলে প্রামানিক ভাই আছেন বলেই দুঃখ মছিবত যাই বলেন...মুহূর্তে লয় হইয়া যায়। আমার তো মনে হয় রাত্রে উনি মাথার বালিশ পায়ে দিয়ে ঘুমান, নইলে এত হাসির কথা আসে কোত্থেকে, এই বিপদের মধ্য উনি ওইটুক সময়ে সবার আগে এতগুলো কথা কেমন করে লিখলেন... তাও আবার সবাইর ভয় দূর করে দেয়ার মন্ত্র... স্যালুট না জানিয়ে পাড়লাম না।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: এই তো বোন আমার আসল কথাটা আপনি বুঝতে পেরেছেন। আমি পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাই তা না হলে সবাই দুখের সময় ভয়ে কাঁদে আর আমি হাসির কথা বলি। খুব খুশি হলাম আপনার কথা শুনে। ধন্যবাদ

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৬

রাফা বলেছেন: ইট/কাঠ/লোহা লক্করের জঙ্গল সৃষ্টি করে রেখেছি আমরাই/প্রাকৃতিক যে কোন দুর্যোগের কাছে আমরা সবাই অসহায়।সাধারন সাবধানতা অবলম্বনের সুযোগটুকু নেই ঢাকা শহরে।এই কথা ভেবে এমনিতেই দম বন্ধ হয়ে মরে যাবো আমরা।দেখেন যে কয়েকজন মারা গেছে তারা সবাই বাচার চেষ্টা করতে গিয়েই কিন্তু মারা গেলো।ভুমিকম্প প্রত্যক্ষ্যভাবে কিছুই করেনি তাদের।

ভাবনাগুলো এখানে নিয়ে আসতে হবে আমাদের।যা আমরা বিন্দুমাত্র ভেবে দেখিনা।
ধন্যবাদ,প্রামানিক।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন ভাই, বাঁচার জন্য চেষ্টা করতে গিয়ে অনেকেই মরেছে। ধন্যবাদ আপনাকে।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভারতীয় গবেষকরা বলেছে এমন ভূমিকম্প লাগাতার হবে

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: গবেষকদের কথা যদি সত্য হয় তা হলে প্রচুর প্রাণহানি হবে।

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

তৌফিক মাসুদ বলেছেন: দৌড় একটা দিয়েছিলাম বটে। ক্ষয় ক্ষতি হয়নি, এটাই আমাদের সৌভাগ্য।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: দৌড় দেয়ার পরেও ক্ষয় ক্ষতি হয়নি জেনে খুশি হলাম। ধন্যবাদ

৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

জনম দাসী বলেছেন: ভাই আপনি ওই যে ভোররাতে ভূমিকম্প লিখে সকালে ঘুমটা দিলেন, তারপর আর খবর নাই। আমার মেয়ে বোন সবাই যখন ভয়ে ভুতুম প্যাচার মত হয়ে গেছিল, সকালেও আর ঘুমায় না, তখন ওদেরকে আপনার পোষ্টটি দেখিয়ে পড়ে শুনালাম, এমনকি মেয়ের জামাই কেও, তারপর আর ওই ভুতুম প্যাঁচাদের হাসি থামায় কে। খুশি মনে ঘুমুতে গেল, আর আমিও বাঁচলাম কারো পারাটা, কারো কাগজের মত পাতলা রুটি, কারো বা পাউরুটি টোস্টার...

ভাই সব কথার সত্য কথা, যে ওষুধ আপনি দিয়ে দিছেন, আর যারা আপনার এই পোষ্ট পড়েছে, আমার বিশ্বাস এর পর ভূমিকম্প হইলে সেইসব মানুষ আপনার এই কথা গুলা মনে কইরা হাসতে হাসতে দৌড়াবে। আমি যদি নামাজে না থাকি তাইলে ওইসময়ে হাসার জন্য ঘরে কয়টার বকুনি খাই আল্লাই জানে।

আর সত্যি কি আপনি মাথার বালিশ পায়ে দেন! আমি তো মজা করে বলেছি। শুনেন তবে আপনার মত আরেকজন,

আমার বড় দুলাভাই, পুলিশে চাকুরী করে, খুব সৎ আর মায়া বলে এত বছরে ওনার কোন প্রমোশন হয়নায়।
হবে কি করে উনিতো গরীব আসামিদের এক একটা ছুতো দিয়ে ছেড়ে দেন।
আর যত বারই ছাড়েন ততবার আমাকে ফোন করে জানান।
শেষ ছাড়ার ঘটনাটা শুনুন, সরি পড়ুন,

গ্রামের ছেঁচড়া চোর ধরে নিয়ে এসেছে অন্য পুলিশ
তার নামে মামলা লিখে চালান দিবে, এমন সময় ওই দয়াবান পুলিশ দুলাভাই হাজির, লোকটার চেহারা দেইখা
সবার সামনে বোললো... এ হালার ফোলা চোর তুই চুরি করস ক্যা,
কয়, কি করমু ছার বউ পোলা পাইন না খাইয়া থাহে,
হের লাইজ্ঞা চুরি করবি হালারফলা, দাড়া তোরে কি করি,
বলে, হাত ধরে বাইরে এনে বোললো... এ হালারফলা তুই দাত মাজনায় ক্যা আয়,
চোরে কয়, ছার মুই গরীব মানু, ব্রাশ পামু কই,
হালার ফো হালা এত কিছু চুরি করতে পারো একটা ব্রাশ চুরি করতে পারনা।
যা ব্রাশ চুরি কইররা দাত মাইজ্জা হেইয়ার পর কাইল তুই থানায় আবি মনে থাকপে।
হয় ছার কইয়া দূরে জাইয়া চোরে কয়, ছার ব্রাশও চুরি করমু আর দাঁতও মাজমু তয় থানায় আর আমু কিনা কইয়াই দৌড় ...
আসলে তো মুই ওরে ওই কতা কইয়া বাচাইয়া দিছি। ভাল কাম করছিনা শ্যালিকা ।

কোন উত্তর দিতে পারলাম না, দিবোই বা কি করে, হাসতে হাসতেই তো... দম বন্ধ হয়ে আসছিল।

আপনি হলেন সেই দুলাভাইর একজন, ভাল থাকুন ভাই সাহেব সব সময়।

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

প্রামানিক বলেছেন: আপনার দুলা ভাইয়ের কাহিনী পড়ে হাসতে হাসতে জান শেষ। আপনিও তো রসিকতা কম করেন না। তবে কথা হলো কি আমি ছোট থেকেই একটু রসিকতা পছন্দ করি। যে কারণে বিপদের মাঝেও মানুষকে হাসির মধ্য দিয়ে উৎসাহ দেয়ার চেষ্টা করি। খুব খুশি হলাম আপনার মন্তব্য পড়ে। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

রানা আমান বলেছেন: খুব মজা করে আপনার লেখা পড়লুম প্রামানিক ভাই । আমি কিন্তু ভূমিকম্প টেরটি পাইনি। ভূমিকম্প হয়ে যাবার পর আমার শুভানুধ্যায়ীদের ফোনে ঘুম ভেঙে জানলুম ভূমিকম্প হয়েছেএকটা । ঘুমুলে নাকি সাড় থাকেনা । আমার বেলায় মনে হয় ষাঁড় বাঘ কিছুই থাকেনা ।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: আপনি সৌভাগ্যবান, ঘুমের ঘোরে আপনার ভুমিকম্প গেল আপনি টেরই পেলেন না। মন্তব্য পড়ে ভাল লাগল। ধন্যবাদ

৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অলসতার কারণে যারা এতদিন ফজরের নামাজ কাজা করেছেন ওই রাত ছিলো তার ব্যকিক্রম!!
মসজেদেও না্মাজীদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। আহা!! আল্লাহ যদি মাঝে মাঝে তার
অস্তিত্ব জানান দিতেন ঝাকুনি দিয়ে তা হলে বেহেশতবাসীর সংখ্য অবশ্যই বৃদ্ধি পেতো বলে
আমার বিশ্বাস। আ্ল্লহকে ভয় করুন, তার আদেশ নির্দেশ মেনে চলুন, কারণ সকলকেই একদিন
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন ভাই, ঐ সময় সবার মুখেই আল্লার নাম বার বার উচ্চারণ হচ্ছিল। যারা নাস্তিক নাস্তিক ভাব নিয়ে কথা বলে তারাও এর বাইরে ছিল না। ধন্যবাদ নুরু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.