নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ফুড ভিলেজ (ছবি ব্লগ)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০

ছবি-০১

ছবি-০২

ছবি-০৩

ছবি-০৪

ছবি-০৫

ছবি-০৬

ছবি-০৭

ছবি-০৮

ছবি-০৯

ছবি-১০

ছবি-১১

ছবি-১২

ছবি-১৩

ছবি-১৪

ছবি-১৫

ছবি-১৬

ছবি-১৭

ছবি-১৮

ফুড ভিলেজের মালিকের অর্থায়নে নির্মাণ দৃষ্টি নন্দন মসজিদ।

উত্তরাঞ্চলে যাওয়ার পথে সিরাজগঞ্জ মোড় পার হয়ে বগুড়া যাওয়ার আগে শেরপুরের ধনকুন্ডিতে এই হোটেল চোখে পড়ে। যারা বাসে যাতায়াত করেন তারা অবশ্যই এই হোটেলে কমবেশি খেয়ে থাকেন। হোটেলের রান্না চমৎকার বিশেষ করে যারা গরুর ভুনা খেয়েছেন তারা বার বার এই হোটেলে খেতে যান। পরিবেশটাও চমৎকার। যারা এই হোটেলে যান নাই তারা এই হোটেলে গেলেই বুঝতে পারবেন ফুলের বাগানসহ কি সুন্দর পরিবেশ।

মন্তব্য ৭৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার ছবি।।
++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল। অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

কল্লোল পথিক বলেছেন: ভাইয়া বাড়ীর কথা মনে করে দিলেন।বাড়ী যাওয়ার পথ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

প্রামানিক বলেছেন: কল্লোল ভাই আমার বাড়িও তো ওই পথে, আপনার বাড়ি কোথায়?

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে খেয়েছি কয়েক বার, কিন্তু আমার দুঃখ একটাই টাকা ছাড়া খাওয়ায় না :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

প্রামানিক বলেছেন: আপনি তো ভুল করছেন, আমার নাম কইয়া পেট ভইরা খাইতেন, আসার সময় মারধোর দিলে পরে দেখতাম আমি।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: লম্বা খাচার ভেতর কোন প্রাণী নাই কেন??

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

প্রামানিক বলেছেন: ওইটা খাঁচা না ওইটা ওয়াচ টাওয়ার। আপনি ইচ্ছা করলে উপরে উইঠা বইয়া বইয়া কয়টা বাস উত্তর বঙ্গে যায় না যায় গোনাগুণি করতে পারেন। ধন্যবাদ

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

বাংলার নেতা বলেছেন:






আমি গেছিলাম..উত্তর বঙ্গের আতিথিয়তা অনেক ভালগেছিল

...!!!...!!!...!!!...
...!!!...!!!...!!!...
...!!!...!!!...!!!...
...!!!...!!!...!!!...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বাংলার নেতা। খুশি হলাম আপনার মুখে আতিথেয়তার প্রশংসা শুনে। শুভ্চেছা রইল।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

তার আর পর নেই… বলেছেন: বগুড়া অনেকবার গেছি ,এখনো যাওয়া হয়, তবে এখানে কখনো নামা হয়নি।
বেশিরভাগ সময় রাতে যাওয়ায় হয়তো কোথাও নেমে কফি খাইছি, এই …
ছবি সুন্দর!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: রাতের কোচগুলো্ও এখনে থামে। রাতের আলোঝলোমল হোটেল দেখতে আরো সুন্দর লাগে।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

জুন বলেছেন: ফুড ভিলেজের পরোটা আর মাংস ভুনাটা খুবই মজার , চা টাও দারুন করে ।
ভালোলাগলো প্রামানিক ভাই অতি পরিচিত জায়গার ছবি ।
+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। আপনি তো দেখি কোন জায়গায় যাওয়া বাদ দেন নাই, সব জায়গা আপনি ঘুরেছেন। ঘোরাঘুরিতে আপনি আমাদের গর্বই বলা চলে।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

সাদমান রহমান বলেছেন: গত শুক্রবারই খেলাম পরোটা এত গরুর মাংস ফুড ভিলেজের চামেলীতে। উফ! অসাধারণ! :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাদমান রহমান। আপনার খাওয়ার কথা শুনে ভাল লাগল। শুভ্চেছা রইল।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

হামিদ আহসান বলেছেন: দারুন ......

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

ইসু বলেছেন: জয়পুরহাট (শ্বশুরবাড়ি!) যাওয়ার পথে যাওয়ার পথে যাত্রাবিরতির এই জায়গাটা আমার খুব ভালো লাগে। ধন্যবাদ প্রামানিক ভাই, প্রিয় জায়গাটাকে সুন্দরভাবে উপস্থাপন করা জন্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইসু। আপনি শ্বশুরবাড়ি জয়পুরহাট যাওয়ার পথে ঐ হোটেলে মজা করে খান জেনে ভাল লাগল। আমারও ঐ হোটেলে খাওয়া হয়। শুভ্চেছা রইল।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

আজিজার বলেছেন: প্রামানিক ভাই, যাদের প্রচার বেশি তাদের টাই প্রচার করলেন। অার দামের কথা তো বললেন না। যে দই বগুড়া শহর (সাত মাথা) বা শেরপুর ১৩০-১৪০ টাকা কেজি, সেই একই দই ফুড ভিলেজ অাপনাকে কিনতে হবে ১৮০-১৯০ টাকায়। অামি অবশ্য বগুড়া শহর থেকেই কিনে অানি। অার অনান্য খাবারের দাম নাই বললাম। তবে খেতে বসার অাগে তাদের খাবারের মূল্যটা জেনে নিবেন। কারণ অামি অনেক বার দেখেছি খাবারের পর সবাই হা-হুতাস করতেছে। অামার মনে হয় বাসের ষ্টাফদের জন্য অালাদা খাবার ব্যবস্থা না থাকলে কোন বাস এখানে থামতো না। অবশ্য তাদের নিজেদের বাস অাছে।
সিরাজগঞ্জ মোড়ে ও ফুড ভিলেজ এর অারেকটি শাখা অাছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

প্রামানিক বলেছেন: আজিজার ভাই, আপনার মত ফুড ভিলেজের খাবারের দাম নিয়ে আমারো অভিযোগ ছিল। কোন একদিন তাদের কর্মচারীর সাথে আলাপ করার পর সে ভুল ভেঙে যায়। ওই হোটেল ২৪ ঘন্টা খোলা থাকে। দিনে রাতে প্রায় পাঁচশ'র মত কর্মচারী কাজ করে। এতগুলো কর্মচারীর বেতন ভাতাসহ পুরো হোটেল পরিচালনা করতে যে পরিমাণ খরচ হয় সেই তুলনায় দাম না নিলে হোটেল চালাতে পারবে না।
অন্যান্য হোটেলের চেয়ে এই হোটেলের একটি ভাল দিক হলো প্রত্যেক টেবিলে খাবারের মূল্য তালিকা লেখা আছে। অন্য হোটেলগুলোতে খাবারের মূল্য তালিকা লেখা নাই। যে কারণে সেই হোটেলে খাবারের পরে বিপদে পড়তে হয়। এই হোটেলে বিপদে পড়ার সম্ভাবনা নাই। কারণ আপনি চার্ট দেখে খাবরের অর্ডার দিবেন। পকেটে পয়সা যতটুকু ততটুকু খরচ করতে পারবেন।
বাস রাস্তায় হোটেলগুলো যাত্রীদের কাছে যেভাবে পকেট কাটে তার একটি লেখা এই ব্লগে দেয়া আছে। নিচে লিঙ্ক দেয়া হলো- - -
হোটেল ডাকাতিয়া

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ছবি গুলো ভাল হয়েছে। মেইন হোটেল বিল্ডিং এর কোন ছবি নাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু হেনা সাজ্জাদ। ফ্রন্ট থেকে ছবি তোলা হয় নাই কারণ আমি তো আমার মত করে ছবি তুলেছি হোটেলের প্রচারের জন্য নয়। তাদের সাজানো বাগানগুলো আমার কাছে ভাল লেগেছে সেই হিসাবে ছবি তোলা। তবে ৫নং ছবিতে বিল্ডিংয়ের ছবি এসেছে।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জানলাম অনেক কিছু।
দেখলাম আরো বেশী।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহাম্মদ সাজ্জাদ হোসেন। অনেক অনেক শুভেচছা রইল।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

শেষ বেলা বলেছেন: বেশ কয়েকবার গিয়েছি, ভালই লাগে। ধন্যবাদ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শেষ বেলা। শুভ্চেছা রইল।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

মধুমিতা বলেছেন: ফুড ভিলেজে "ফুড' এর ছবি নাই ! B:-/

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

প্রামানিক বলেছেন: ফুড এর ছবি দিলে সবাই মনে করবে ফুড ভিলেজের বিজ্ঞাপন প্রচার করছি সেইজন্য শুধু বাগানের সৌন্দর্য দিয়েছি। ধন্যবাদ ভাই মধুমিতা।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল ছবি ব্লগ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: একবার গিয়েছিলাম। দই খেয়েছি আর চা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, ফুড ভিলেজের দই মজাদার আমি অনেক খেয়েছি। শুভ্চেছা রইল।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: অসম । ভাল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: দেবজ্যোতিকাজল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

সুমন কর বলেছেন: এর আগেও একবার দিয়েছিলেন। তবে এবারের গুলো ভিন্ন এবং সুন্দর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

প্রামানিক বলেছেন: এর আগে যেটা দিয়েছিলাম সেটা ছিল "ফুড ভিলেজ প্লাস"। সেটার অবস্থান হলো সিরাজগঞ্জ মোড় থেকে পূর্ব পাশে এবং যমুনা সেতু থেকে কয়েক কিলোমিটার পশ্চিম পাশে আর এটা হলো শুধু "ফুড ভিলেজ" বগুড়া যাওয়ার পথে শেরপুর এলাকায়। ধন্যবাদ

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

ফেরদৌসা রুহী বলেছেন: প্রামানিক ভাই দেখি কামাল ভাইয়ের ভাত মারবেন।

সুন্দর সব ছড়ার সাথে সুন্দর ছবিও তুলেন আপনি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

প্রামানিক বলেছেন: কামাল ভাইইয়ের কাছেই তো ছবি তোলার হাতে খড়ি। কাজেই উস্তাদের সাথে প্রতিযোগীতা নাই। ধন্যবাদ

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

খোলা মনের কথা বলেছেন: এটা কি হল প্রামানিক ভাই???

ফুড ভিলেজ অথচ ফুড নাই B-) B-) B-)

সুন্দর হয়েছে ছবিগুলো ভাই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

প্রামানিক বলেছেন: আমি ফুড ভিলেজের সুন্দর পরিবেশের ছবি তুলেছি ফুডের ছবি তুলি নাই কারণ ফুডের ছবি দিলে অনেকেই মনে করবে আমি হয়তো ফুড ভিলেজের বিজ্ঞাপন প্রচার করছি। ধন্যবাদ

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

কামরুন নাহার বীথি বলেছেন:

আমার মনে হয় "ফুড ভিলেজ প্লাস" দেখতে আরো বেশি সুন্দর!! আর খাবারগুলোও বেশি মজা!!
আমি দুইটাতেই গিয়েছি!!

একসময় আমাকে বলেছিলেন না," ছবি তোলাই হবি" -- এখন আপনারও তাই! :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

প্রামানিক বলেছেন: আমার তো হবি না আপনাদের দেখাদেখি ছবি তুলি। আপনি হলেন ফুলের রানী যার নেশা ছবি তোলাই হবি। ধন্যবাদ নাহার আপা।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

মনিরা সুলতানা বলেছেন: খাবারের ছবি দিলেন না ?
বছরে তিন চার বার তো যেতেই হয় আমার Aristocrat পছন্দ কোলাহল কম সেখানে কিন্তু কর্তার পছন্দ ফুড ভিলেজ মাঝ রাতে ও সেখানে কোলাহলের কমতি নাই ।
ছবি সুন্দর হইছে :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: এ্যারিষ্টক্রাটের চেয়ে ফুটভিলেজের মাংস ভুনা আমার কাছে খুব মজা লাগে। খাবারের ছবি ইচ্ছা করেই দেইনি। যেহেতু এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান অনেকেই মনে করতে পারে এটা ছবি পোষ্টের নামে বিজ্ঞাপণ দিয়েছে। ধন্যবাদ

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

ঢাকাবাসী বলেছেন: সুন্দর ছবি আর খাবারের নাম শুনে খুব যেতে ইচ্ছে করছে, ভাবছি চলেই যাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই। এই হোটেলের মাংস ভুনা খুবই মুখোরোচক। আমি যত জনকে এই হোটেলে খেতে দেখেছি তার ৯০% ভাগ মানুষকেই মাংস ভুনা খেতে দেখেছি।

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

প্রণব দেবনাথ বলেছেন: চমৎকার :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রণব দেবনাথ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

রুদ্র জাহেদ বলেছেন: আমি শুধু ছবি দেখে শান্তি ;) চমৎকার ছবি ব্লগ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ্। শুভ্চেছা রইল।

২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪

ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: এটা সিরাজগঞ্জেরর ফুড ভিলেজ?? বাগান আর মসজিদ অচেনা অচেনা লাগছে কিছুটা। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ ফুড ভিলেজ হতে মাএ ৫ কিমি. দূরে। যদিও বছরে ২-৩ বারের বেশি যাওয়া হয় না।নতুনও সংযোজন করতে পারে।তবে উপস্থাপনা অত্যন্ত চমৎকার হয়েছে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৮

প্রামানিক বলেছেন: না ভাই এটা চান্দাই কোনার পরে ধনকুন্ডির ফুড ভিলেজ। সিরাজ গঞ্জেরটার ডিজাইন আলাদা। ধন্যবাদ আপনাকে।

২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
জাগাটা সুন্দর।
সুন্দর ছবি আর হরুর ভুনার কথা শুনে উত্তুরবংগে যাওয়ার পথে এখানে না থামলেই নয়

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৬

প্রামানিক বলেছেন: জী ভাই, ফুড ভিলেজের গরুর ভুনার স্বাদ অন্য যে কোন হোটেল থেকে আলাদা। ধন্যবাদ

২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

লীনা জািম্বল বলেছেন: আমারও পছন্দের জায়গা ফুড ভিলেজ। অসংখ্যবার খেয়েছি অসংখ্য বার এসেছি। খুব সুন্দর। দিন রাত সবসময়ই ভাল। রাতে পাখির আস্তানা রয়েছে এখানে অসংখ্য পাখির বাস।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লীনা জাম্বিল। অনেক অনেক ধন্যবাদ

৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

আহসানের ব্লগ বলেছেন: সুন্দর তো ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহসানের ব্লগ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৫

আজাদ মোল্লা বলেছেন: চমৎকার তো ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

কল্লোল পথিক বলেছেন: আমার বাড়ী লালমনিরহাট ভাইয়া।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: স্কুল কলেজ লাইফে লালমনির হাট অনেক গিয়েছি। আমার মামাতো ভাইয়ের বাড়ি সাপটানা।

৩৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর ছবিব্লগ ভাই। মুগ্ধ হলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

আহসানের ব্লগ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাইয়া :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহসানের ব্লগ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

এম.এ.জি তালুকদার বলেছেন: বেল পাকলে কাকের কি? অভিজাত লোকদের জন্য আপনার বিজ্ঞাপনী পোস্ট দেখলাম। উপকৃত কারা হলেন জানিনা,তবে হোটেলের মলিক সিরাজ সাহেবের বিনা খরচে বিশাল লাভ হলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

প্রামানিক বলেছেন: আমি তার হোটেলের বিজ্ঞাপনের জন্য দেইনি আমি দিয়েছি গাছগাছালি দিয়ে সাজানো পরিবেশটা। তারপরেও এটা তার জন্য হয়তো প্রচারের কাজটাই বেশি হয়েছে। নিজের টাকা দিয়ে খেলাম উল্টো তার বিনে পয়সায় প্রচারও করলাম আপনি কথা ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে।

৩৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

ইমরানুল বলেছেন: বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে অনেক স্বাদের হেরিটেজ ফুড । মনভোলানো এ সকল হেরিটেজ ফুড অনেক সময় ইচ্ছে করলেই চেখে দেখা সম্ভব হয় না দুরত্ত্বের কারনে । আমাদের খানাপিনার উদ্যোগ হচ্ছে এই সকল হেরিটেজ ফুড আপনাদের কাছে পোঁছে দেওয়া। ঘরে বসে আপনি ও পেতে পারেন বাংলাদেশের হেরিটেজ ফুড গুলো । আরো জানতে ভিজিট করুন https://www.facebook.com/khanapinabd/

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইমরানুল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.