নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ঘোড়া ভূত (গল্প)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১


শহীদুল ইসলাম প্রামানিক

লম্বা ভুত বাস্তবে ভূত না হয়ে গয়া পাগলী হওয়ায়, সাহস কিছুটা বেড়ে গেল। দ্রুত হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হিন্দু বাড়ি পার হয়ে এলাম। হিন্দু বাড়ির কয়েক শ’ গজ পূর্বে ফাঁকা মাঠের মাঝে রাস্তার বাম পার্শ্বে একটি কদম গাছ। এই কদম গাছের নিচে কালী মন্দির। কালী মন্দিরের এই জায়গাটিতে ভূতের ভয় আছে। এখানে নাকি রাতে প্রায়ই ঘোড়ার রুপ ধারন করে মানুষকে ভয় দেখায়। অনেকেই এখানে ভয় পেয়েছে। যারা ভয় পেয়েছে তাদের অনেক কাহিনী মানুষের মুখে শুনেছি। সেই সব ঘটনা মনে পড়ে গেল। ভয়ে গা ছমছম করতে লাগল। তার পরেও সাহস করে আস্তে আস্তে কদম গাছের কাছে চলে এলাম। গাছের কিছু পশ্চিম পার্শ্বে থাকতেই কালী মন্দিরের দিকে তাকালাম। কোন কিছু দেখা গেল না। উত্তর দক্ষিণ দুই দিকেই ভাল করে তাকালাম কোন কিছু চোখে পড়ল না। কিন্তু পূর্ব দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেলাম। কদম গাছের ঠিক নিচে সত্যিই একটি ঘোড়া দেখা যায়। ঘোড়াটি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল। এখন কি করি? বাস্তবে অনেক ঘোড়া দেখেছি কিন্তু ভূতুরে ঘোড়া কখন চোখে দেখিনি। হঠাৎ সেই ঘোড়ার কবলে পড়ে ভয়ে কাঁপতে লাগলাম। দাঁড়িয়ে থাকার শক্তিও যেন লোপ পেয়ে গেল। দুই হাঁটু ঠক্ঠক্ করে কাঁপতে লাগল।

ভূতুরে ঘোড়ার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য উপায় খুঁজতে লাগলাম। কিন্তু ভয়ের চোটে কোন বুদ্ধিই মনে পড়ছে না। অনেক চেষ্টার পর আগুনের কথা মনে পড়ল। সাথে আগুন থাকলে ভূত কাছে আসে না। সেই কথা মনে হতেই পকেট থেকে দিয়াশলাই বের করে জ্বালালাম। ম্যাচের আগুন জ্বালিয়েও কোন লাভ হলো না। ঘোড়া যেমনি দাঁড়িয়ে ছিল তেমনি পূর্বদিক মুখ করে দাঁড়িয়ে রইল। ঘোড়ার কাছে যাওয়া তো দূরের কথা এক পা সামনে আগানোর সাহস হচ্ছে না। প্রেতাত্মা ঘোড়া কখন কি করে বসে সেই ভয়ে শরীরের লোম খাড়া হয়ে উঠল। ভীত অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ম্যাচ জ্বালালাম। কিন্তু তবুও লাভ হলো না। ঘোড়া আগের মতই দাঁড়িয়ে থাকল। বুঝতে পেলাম পিছনে ফিরে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই।

মনে মনে চিন্তা করলাম ফিরেই যখন যাবো তখন শেষ চেষ্টাটা করে দেখি। কিন্তু ভয়ে কোন কিছু করার সাহস পাচ্ছি না। যদি ভূতুরে ঘোড়া ভয়ঙ্কর রুপ ধারন করে ঘাড় চেপে ধরে। তখন কি করব?
অনেকের কাছে শুনেছি তিনবার গলা খাঁকারি দিলে নাকি ভূত চলে যায়। সেইটা মনে হতেই জোরে জোরে তিন বার এ্যাহ্হু--- এ্যাহ্হু--- করে গলা খাঁকারী দিলাম। গলা খাঁকারী দিয়ে হিতে বিপরীত হলো। ঘোড়া চলে যাওয়া তো দূরের কথা বরঞ্চ ঘাড় ঘুরিয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। ঘোড়ার তাকানোর ভাব দেখে মনের মধ্যে যে টুকু সাহস ছিল তাও উবে গেল। এবার দৌড় দেয়া ছাড়া উপায় নেই।

দৌড় দেয়ার আগে এ্যাহ্হু---- করে আরেকবার খুব জোরে একটা গলা খাঁকারী দিলাম। জোরে গলা খাঁকারীর শব্দ শুনে ঘোড়া এবার ভালভাবে নড়েচড়ে উঠল। প্রথম গলা খাঁকারীর পর ঘোড়া শুধু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়েছিল। এবারের গলা খাঁকারীতে ঘোড়া পুরো শরীর ঘুরিয়ে পশ্চিম মুখী হয়ে দাঁড়াল। ঘোড়ার তাকানো দেখে কলিজা ধক্ করে উঠল। হাতা পা কাঁপতে লাগল। কাঁপতে কাঁপতেই ঘেড়ার দিকে তাকিয়ে আছি। বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না। ঘোড়া এক পা দুই পা করে আমার দিকেই এগিয়ে আসছে। যেই না ঘোড়া আমার দিকে এগিয়ে আসছে অমনি পিছন দিকে ঘুরে দে দৌড়। দৌড়ে হিন্দু বাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে পিছন ফিরে আবছা অন্ধকারে ভাল করে আবার তাকালাম। তাকিয়ে দেখি ঘোড়া তখনও আমার দিকেই আসছে। ঘোড়ার আসা দেখে একমুহুর্ত দেরি না করে আবার দৌড়। দৌড়ে সোজা হিন্দু বাড়ির উঠানে গিয়ে দাঁড়ালাম। মনে মনে চিন্তা করলাম হিন্দু বাড়ির কাউকে ডাক দেয়া দরকার। কিন্তু চিন্তা করার আগেই ঘোড়া হিন্দু বাড়ির উঠানে এসে হাজির । এখন দৌড় দিব না চিৎকার দিব বুঝে উঠতে পারছি না। একলাফে হিন্দুদের থাকা ঘরের পাশে গিয়ে দাঁড়ালাম। মনে মনে ভাবতে লাগলাম এরপরও যদি ঘোড়া আমার দিকে এগিয়ে আসে তাহলে এমন জোরে একটা চিৎকার দিবো যেন এক চিৎকারে হিন্দু বাড়ির সবাই জেগে উঠে।

ঘরের বেড়া ঘেষে দাঁড়িয়ে ঘোড়ার দিকে তাকিয়ে আছি। ঘোড়া কোন দিকে যায় কি করে সব আবছা অন্ধকারে খেয়াল করছি। কিন্তু না, ঘোড়া আমার দিকে না এসে সোজা দক্ষিণ দিকে চলে গেল। গোয়াল ঘরের পাশেই খোলামেলা গরুর ঘর ছিল। সেখানে গিয়ে দাঁড়াল। তখন বুঝতে পেলাম এই ঘোড়া ভূতুরে ঘোড়া নয়, এটা এই বাড়ির বাস্তব ঘোড়া। কিছুদিন আগে লক্ষীকান্ত এই ঘোড়াটি কিনে এনেছে। রাতে হয়তো ছেড়ে দিয়ে রেখেছে। লক্ষীকান্তর ঘোড়ার ভয়ে এতক্ষণ আমি যে ভাবে নাস্তানাবুদ হলাম, সেটা মনে হতেই রাগে দুঃখে মেজাজ খারাপ হয়ে গেল। উঠান থেকে একটা গাছের ডাল হাতে নিয়ে ঘোড়ার পিঠে সপাং করে জোরে একটা বাড়ি মেরে রাস্তায় চলে এলাম।

(চলবে----)
প্রথম পর্ব পড়তে নিচে ক্লিক করুন
লম্বা আঁচলের ভুত (গল্প)

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন ভয় পেয়েছিলেন বটে ;)

++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: ভয় মানে কি! হার্টফেল করার অবস্থা হয়েছিল। ধন্যবাদ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগটি ৭৭৭৭৭ বার দেখা হয়েছে........আপনার ব্লগ, এমন লাকী নাম্বারের দেখা আমি কখনো পাইনি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: ব্লগটি ৭৭৭৭৭ বার দেখা হয়েছে........ আপনি বিষয়টি খেয়াল করেছেন আমি নিজেও বিষয়টি আপনি জানানোর আগে খেয়াল করি নাই। আপনার এই খেয়াল করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভ্চেছা রইল।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

কল্লোল পথিক বলেছেন: গল্পের প্রথমে ভেবেছিলাম মারান্তক ভয়ংকর গল্প।
গল্পের বুনন বেশ চমৎকার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভূতের গল্প বরাবরই ভাল্লাগে । অাপনার গল্পটাও ভাল্লাগছে । দেখা যাক পরে কী অাছে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু। আপনার কাছে আমার লেখা ভাল লাগায় উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার নিজের অভিজ্ঞতা থেকে লেখা ভুতের গল্প সত্যিই দারুন লাগে!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা। আসলেই এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা। শুভ্চেছা রইল।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

আহলান বলেছেন: আমি কিন্তু সতিই ভুতুড়ে ঘোড়া দেখেছি ...ধোঁয়ার মতো সাদা মস্ত বড় ঘোড়ার আকৃতির ... !!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: আপনি তো দেখি সৌভাগ্যবান। আমিও ভূত দেখেছি তবে কাছে থেকে না। ধন্যবাদ

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা বিরাট ভয় পেয়েছিলেন দেখছি ।
এটা যে আসল ঘোড়া এই রহস্য উদ্ঘাটন না করেই আপনি যদি স্থান ত্যাগ করতেন , তাহলে এলাকা বাসী চমৎকার এক ভুতের গল্প পেত । আসলে ভুতের গল্পগুলি এভাবেই তৈরি হয় , ডা লপালা মেলে =p~

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, অসালে ভূত দেখেছে এমন কোন প্রমাণ পাওয়া যায় না, যত কাহিনী সব দূর থেকে দেখা। দূর থেকে দেখেই ভয়ংকর গল্প বলে সবাইকে ভয় পাইয়ে দেয়।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

তৌফিক মাসুদ বলেছেন: এমন ভয় না পাওয়াই ভালো। পাইলে আমি ফিরতে পারব বলে মনে হয়না।

পরের পর্বের অপেক্ষায় রইলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: ভুতের গল্প পড়তে ভয় লাগে।হাজিরা দিয়ে গেলাম। ব্যস্ততার কারণে আগের মত ব্লগে আসতে পাড়ি না। আপনি কেমন আছে?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

প্রামানিক বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন? হাজিরা দেয়ায় খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

শেষ বেলা বলেছেন: সুন্দর একটি ভৌতিক গল্প। পড়ার সময় আর ভয় ভয় লাগছিল। তবে অনেক সুন্দর, বিশেষ করে শব্দের অসাধারণ বুনন। ধন্যবাদ,

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শেষ বেলা। আপনার মন্তব্যে অনেক উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

উল্টা দূরবীন বলেছেন: ভৌতিকরাশি নাকি আপনার? গল্প কিন্তু ভালো হৈছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: আগে রাত বিরাতে অনেক ঘুরে বেড়াতাম, মাঝে মাঝে এরকম দৃশ্যের কবলে পড়তে হতো। ধন্যবাদ

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

রাশেদ রাহাত বলেছেন: :-& :-& :-&

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ রাশেদ রাহাত। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

শাহাদাত হোসেন বলেছেন: আমি কয়েকবার ভূত দেখেছিলাম


মুভিতে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: ভূতের সেই কাহিনী জানা অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.