নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বেতনের ব্যবধান

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯


শহীদুল ইসলাম প্রামানিক

একই দেশে চাকরি করে
নিম্ন পদে যারা
শ্রম মজুরির ব্যবধানে
তাদের কর্মসারা।

কেউ পায়রে অনেক বেশি
কেউ পায়রে কম
কারো সম্মান অনেক বড়
কেউ ম্লেচ্ছ, ডোম।

জিনিস-পত্রের মূল্য সমান
কম বেশি তো নয়
তাইলে কেন শ্রমের মূল্য
এতো ব্যবধান হয়?

চাউলের কেজি ৫০ হলে
সবাই কেনে তাই
কারো বেতন পঞ্চাশ হাজার
কারো অর্ধেক নাই।

গাড়ির ভাড়া সবার সমান
দেখতেছি হরদম
কর্তার বেতন তিনগুণ হলে
পিয়নের কেন কম?

কর্মকর্তা যেই টাকাতে
রিক্সা ভাড়ায় যায়
তার নিচে কি পাইক-পেয়াদা
কোথাও যেতে পায়?

শিক্ষা-দীক্ষা বেশি হলেও
পেট নয় তো বড়
খানা-খাদ্য সবই সমান
ব্যবধান তারপরও?

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: অাজকের চা বোধহয় অামার!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুপক বিধৌত সাধূ। আপনার চা মজুত আছে যখন পারেন খেয়ে যাবেন।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

ডার্ক ম্যান বলেছেন: কফি খামু

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই চলে আসেন মেলায়। আমি তো আছি।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এই বৈষম্য চিরকালের! অনেক ভালো বিষয় নিয়ে লিখেছেন!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহফুজুর রহমান। মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।ধন্যবাদ প্রামাণিক ভাই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরীয়ার কবীর। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ছড়া ভাই বিষয় ভিত্তিক । ভাল লাগল। আর দাওয়াত দিচ্ছেন কফির দেখা যাচ্ছে পকেট এর খবর আছেত?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। পকেটের চিন্তা নাই, আমার পকেট না থাকলে আপনার পকেট আছে তো। আপনি শুধু আইসা পড়েন ব্যবস্থা একটা হবেই। রসালো মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

এযুগেরকবি বলেছেন: গাড়ির ভাড়া সবার সমান
দেখতেছি হরদম
কর্মকর্তার তিনগুণ হলে
পিয়নের কেন কম?

++++++++++++++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এযুগের কবি। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: কততম হৈসি জানি না। লাচ্ছি খামু।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। যততমই হোন অসুবিধা নাই আইসা পড়েন।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

বিপরীত বাক বলেছেন: একই দেশে চাকরি করে
উচ্চ নিম্ন পদে যারা
টু'পাইস ইনকামের ব্যবধানে
কেমন তারা খাপছাড়া।
কেউ পায়রে অনেক বেশি
কেউ পায়রে কম
কারো শুধু সম্মানটাই
সাথে ঐ বেতন।।
ফ্লাটের মূল্য অনেক উচু
কম বেশি তো নয়
তাইলে কেন টু'পাইস ইনকামে
এতো ব্যবধান হয়?
পাজেরোর দাম ৫০ লক্ষ হলে
রাজউকের পিয়নও কেনে ভাই
সমবায় কর্মকর্তার বেতন পঞ্চাশ হাজার
কেরানীর টু'পাইস ইনকাম পঞ্চাশ লক্ষ তাই।

শিক্ষা-দীক্ষা বেশি হলেও
টু'পাইস ইনকাম নয় তো বড়
খানা-খাদ্য সবই সমান
ব্যবধান তারপরও?


আরে ভাই কাব্য নয় খটোমটো কড়া বাংলায় বলি।
তিতাসের মিটার ম্যান, সিটিকর্পোরেশনের কেরাণী, রাজউকের পিয়ন, ভুমি অফিসের টালি করণীক, বিএসটিআই র মাঠকর্মী, খাদ্যের ড্রাইভার, বিমানের কার্গোর স্বলপবেতনভুক কর্মচারীদের ইনকাম জানেন?
ওদের খালি যায়া দুঃস্থ বলে দেখুন।
আপনার মানবতা বোধ জনমের জন্য ছুটায়া দিবো"

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

প্রামানিক বলেছেন: তিতাসের মিটার ম্যান, সিটিকর্পোরেশনের কেরাণী, রাজউকের পিয়ন, ভুমি অফিসের টালি করণীক, বিএসটিআই র মাঠকর্মী, খাদ্যের ড্রাইভার, বিমানের কার্গোর স্বলপবেতনভুক কর্মচারীদের ইনকাম জানেন?
ওদের খালি যায়া দুঃস্থ বলে দেখুন। আপনার মানবতা বোধ জনমের জন্য ছুটায়া দিবো"


ধন্যবাদ ভাই বিপরীত বাক। আপনি তো চমৎকার তথ্য তুলে ধরেছেন। এখন কথা হলো ঐ কয়টা পিওন কেরানীরে বাদ দিয়া ওভারঅল পিয়ন কেরানী নিয়াই আমার ছাড়া। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা।



৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছেে।
ধন্যবাদ প্রামাণিক ভাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

সুমন কর বলেছেন: জিনিস-পত্রের মূল্য সমান
কম বেশি তো নয়
তাইলে কেন শ্রমের মূল্য
এতো ব্যবধান হয়?
-- ঠিক একদম ঠিক। প্রতিকার চাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

প্রামানিক বলেছেন: ঠিক একদম ঠিক। প্রতিকার চাই।

ধন্যবাদ ভাই সুমন কর। কিন্তু এখন প্রতিকারটা করবে কে? এখানেই তো কবি নিরব।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেতন বৈষম্যের ওপর দারুণ ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

হামিদ আহসান বলেছেন: দারুন ছড়া .......

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই। মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

রানার ব্লগ বলেছেন: বেতন বৈষম্যের অবসান হোক

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানার ব্লগ । মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

আরণ্যক মিঠুন বলেছেন: চমৎকার ছড়াটি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক মিঠুন । মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

নুরএমডিচৌধূরী বলেছেন:
শিক্ষা-দীক্ষা বেশি হলেও
পেট নয় তো বড়
খানা-খাদ্য সবই সমান
ব্যবধান তারপরও?
চমৎকার ছড়াটি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুরএমডিচৌধূরী । মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

অগ্নি সারথি বলেছেন: জিনিস-পত্রের মূল্য সমান
কম বেশি তো নয়
তাইলে কেন শ্রমের মূল্য
এতো ব্যবধান হয়? - হক কথা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি সারথি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

উল্টা দূরবীন বলেছেন: যথার্থই লিখেছেন। আমাদের অর্থমন্ত্রীকে এই ছড়াটা একবার হলেও পড়তে দেওয়া উচিত। অবশ্যই কোন ভ্যাট ছাড়া।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। আপনি ঠিক কথাই বলেছেন, সর্ব্বচ্চ বেতন দেড় লাখ টাকা হলে নিচের বেতন পনরো হাজার টাকা এত ব্যবধান কি মানবিক? অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: শিক্ষা-দীক্ষা বেশি হলেও
পেট নয় তো বড়
খানা-খাদ্য সবই সমান
ব্যবধান তারপরও?

অন্তত এর উত্তর কি দিবে আমাদের উপর মহল জানি না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

প্রামানিক বলেছেন: এর উত্তর উপর মহল দিবে না। কারণ এর উ্ত্তর দিতে গেলে নিচের বেতন বাড়াতে হবে। ধন্যবাদ

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

বিজন রয় বলেছেন: আপনাকে ছড়া লেখার জন্য চা খাওয়াতে চাই, সেগুনবাগিচা আসবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

প্রামানিক বলেছেন: ভাই বলেন কি, আপনি সেগুনবাগিচার চা খাওয়াবেন, আপনার চা খাওয়ার দাওয়াত গ্রহণ করলাম, আর আপনি যদি কষ্ট করে আজকের বই মেলায় লিটলম্যাগ চত্বরে হরতকী তলায় আসেন আমি আপনাকে খাঁটি ডাল পুরি খাওয়াবো।
ধন্যবাদ আপনাকে।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০

ইমরাজ কবির মুন বলেছেন:
amake Latte den

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: উল্টা দূরবীন বলেছেন: যথার্থই লিখেছেন। আমাদের অর্থমন্ত্রীকে এই ছড়াটা একবার হলেও পড়তে দেওয়া উচিত। অবশ্যই কোন ভ্যাট ছাড়া।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। উল্টা দূরবীন চরম সত্য কথাই বলেছেন। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: জিনিস-পত্রের মূল্য সমান
কম বেশি তো নয়
তাইলে কেন শ্রমের মূল্য
এতো ব্যবধান হয়?

---
কর্মকর্তা যেই টাকাতে
রিক্সা ভাড়ায় যায়
তার নিচে কি পাইক-পেয়াদা
কোথাও যেতে পায়?

শিক্ষা-দীক্ষা বেশি হলেও
পেট নয় তো বড়
খানা-খাদ্য সবই সমান
ব্যবধান তারপরও?

অসাধারন.. দারুন!! ++++++++++++++++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

আবু শাকিল বলেছেন: হক কথা ।
ধন্যবাদ প্রামানিক দা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু শাকিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

মিজানুর রহমান মিরান বলেছেন: বাস্তব.....

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান। শুভ্চেছা রইল।

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

প্রণব দেবনাথ বলেছেন: সত্যি কথা সব সময় ভাল লাগেনা দাদা।। :``>>

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। ধন্যবাদ ভাই প্রণব দেবনাথ।

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেতন বৈষম্য সারা বিশ্ব জুড়েই আছে, কিছু করার নাই। তবে আমাদের এই উপমহাদেশ সহ অনেক অনুন্নত এবং স্বল্প উন্নত দেশে এই ব্যবধান বড্ড দৃষ্টিকটু। বাস্তবিক সমস্যা নিয়ে দারুণ কবিতা লিখেছেন। +++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। ব্যবধান থাকবে কিন্তু এত ব্যবধান কেমনে হয়? এটা যে রাত দিন তফাৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.