নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষার চর্চা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩


শহীদুল ইসলাম প্রামানিক

ইচ্ছে মতন চলছে চর্চা
মোদের বাংলা ভাষা
কেউবা বলছে যাচ্ছেতাই
কেউবা বলছে খাসা।

আ’কার ই’কার দীর্ঘি’কারের
ব্যবহার দেখে ভাই
দীর্ঘউ’কারের বনান দেখে
বড়ই লজ্জা পাই।

কোন বানানে কোন ‘কার’ হবে
মানছে না কেউ রীতি
মঞ্চে বসে গলাবাজিতে
চলছে ভাষার প্রীতি।

সাইন বোর্ড আর পোষ্টারেতে
ভুল বানানে ভরা
ভুলের জন্য নাইরে আইন
কেউ পড়ে না ধরা।

তৎসম আর তদ্ধিত প্রত্যয়
কমছে ব্যবহার
বিদেশী শব্দ বাংলায় ঢুকে
করছে অনাচার।

বাংলা ভাষা বিশ্ব ভাষা
ডিজিটালের যুগে
সঠিক বাংলা যাচ্ছে মুছে
মরছে ভুগে ভুগে।

(ছড়াটি সংক্ষিপ্ত)
ছবি নেট

মন্তব্য ৬২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।।
১০০ ভাগ সত্য।।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অগ্নি কল্লোল। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

বিদ্যুৎ বলেছেন:


উন্নায়নে জোয়ার বেশি মানুষ থাকে আস্তাবলে
অপসংস্কৃতি আগ্রাসনে বাংলা এখন গোবরকরে।
সালাম বরকত রফিক জব্বার সব মোর ভাই
তাঁদের আত্মা শান্তি পাইবে বাংলায় যদি গাই।


ধন্যবাদ প্রামানিক ভাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। অপসংস্কৃতির আগ্রাসনে বাংলা এখন গোবরে অবস্থা। ধন্যবাদ আপনাকে

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ছড়া সংক্ষিপ্ত করলেন কেন ভাই? দীর্ঘায়িত করেই দিতেন? আপনার ছড়া গুলো অসম্ভব ভাল হয়!

এখন আধুনিক প্রজন্মের বাংলা ভাষার সঠিক উচ্চারণ গুলো শুনতে চাইলে আপনি এফএম রেডিওর সম্প্রচারিত অনুষ্টান এবং উপস্থাপনা গুলো শুনতে পারেন। আমার যতদূর মনে হয় ওদের মত শুদ্ধ ভাষা আর কেউ ব্যবহার করতে পারে না...... X((

তাছাড়া শুনেছি বর্তমান সময়ে দুইটা বাংলা ভাষার মধ্যে একটা ইংরেজি না থাকলে ইস্মাটনেস কমে যায় :`>
মানে বাংলা ভাষার এক্কেবারে পিন্ডি চটকে নাড়ি ভূড়ি বের করে তারপর ছেড়ে দেয়! X((

যাহোক পোস্টে কিছু টাইপো আছে, ঠিক করে নিয়েন ভাই-
বনানা < বর্ননা
পরেনা < পড়ে না

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: এফএম ব্যান্ডের রেডিওতে যে বাংলিশ বলা হয় তা তুলানাবিহীন। খুব ভাল উদাহারণ তুলে ধরেছেন। টাইপো নজরে আনার জন্য অসংখ্য ধন্যবাদ

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

নুরএমডিচৌধূরী বলেছেন: ধন্যবাদ ভাই আমার জনয় বেশি দরকার
লিখঃায়+++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরএমডিচৌধুরী ভাই। সবার জন্যই দরকার আমিও এর বাইরে নই। শুভ্চেছা রইল।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: ভাষা নিয়ে চমৎকার ছড়া লিখেছেন!! অনেক অনেক শুভেচ্ছা ------------

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লেগেছে । ছড়ায় ছড়ায় কিছু বাংলা চর্চায় ভুলগুলোর কথা ফুটিয়ে তুলেছেন ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার লিখেছেন, অসাধারণ সব সত্য কথা,

একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আব্দুল্লাহ তুহিন। শুভ্চেছা রইল।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবির সাথে সহমত। ছড়া ভালো লেগেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ শামীম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

মাদিহা মৌ বলেছেন: এইটা বেশি ভাল লাগলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মাদিহা মৌ। ভাল লাগায় খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২০

আমি মিন্টু বলেছেন: বাহ! বাহ! অসাধারণ । :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু। আন্তরিক শুভ্চেছা রইল।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০১

চাঁদগাজী বলেছেন:


৩২ কোটী বাংগালীর ভাষা, ভালো ভাষা, শক্ত ভাষা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। শুভ্চেছা রইল।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি ছবি দেয়ার আগে কি নেট থেকে নিজের কম্প্যুটারে কপি করেন? আপনার পদক্ষেপগুলো বলবেন, ধন্যবাদ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

প্রামানিক বলেছেন: জী ভাই, আগে কপি করতে হয় পরে ব্লগে এটাস্ট করতে হয়। ধন্যবাদ আপনাকে

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার ছড়া।
খুব ভাল লেগেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

নীলপরি বলেছেন: খুব ভালো ছড়া। ভালো লাগলো ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীল পরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

তাসলিমা আক্তার বলেছেন: বানান ভুলটা আমারও হয়। এতো চেস্টা করি তবু কিভাবে যেন হয়ে যায়। তবে হলপ করে বলছি, ইচ্ছে করে বাংলা বিকৃত করিনা। অনেক সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ প্রামানিক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তাসলিমা আক্তার। কেউ কেউ মনের অজান্তেই অনিচ্ছাকৃত ভুল করে, আবার কেউ কেউ আছে তারা বাংলা ভাষার বানান সম্পর্কে তেমন কোন ধারনাই নাই। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অামি সহিহ বাংলায় লিখি (সহিহ অারবি শব্দ! স্ববিরোধী হয়ে গেলাম নাকি?)!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: দেশ স্বাধীনের আগে পড়ে বাংলা ভাষার এত দুর্দশা ছিল না। কিন্তু বর্তমানে রাস্তাঘাটে সাইনবোর্ড, পোষ্টার বা চিঠিপত্র, দরখাস্ত দেখলে বোঝা যায় বাংলা ভাষার কি দুরাবস্থা। এই দুরাবস্থার ভিতরে আমরা নিজেরাও আছি।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সুমন কর বলেছেন: সাইন বোর্ড আর পোষ্টারেতে
ভুল বানানে ভরা
ভুলের জন্য নাইরে আইন
কেউ পড়ে না ধরা।
----ধরা হোক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: আইন নাই তো কেমনে ধরবেন? ধন্যবাদ

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দারুণ। +

বানানে বায়ান্নর চেতনা কবরে যায়। আমরা বঙালী

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই দিশেহারা রাজপুত্র। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

ব্লগার মুস্তাকিম বলেছেন: অসাধারণ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগার মুস্তাকিম। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: জী ভাই, আগে কপি করতে হয় পরে ব্লগে এটাস্ট করতে হয়। ধন্যবাদ আপনাকে "
-কপি করে কি নিজর কম্প্যুটারে আনেন?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: জী ভাই, আগে নিজের কম্প্যুটারে কপি করে নিবেন সেখান থেকে ব্লগে এটাস্ট করে দিবেন।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

গেম চেঞ্জার বলেছেন: ভাল একটি ছড়া পড়া হল। ধন্যবাদ। ;)

(আসলেই বিষয়টি বেশ উদ্বেগের)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

মাহমুদা আক্তার সুমা বলেছেন: একদম ঠিক কথা ভাই। আরো সতর্ক থাকতে হবে লেখার সময়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন মাহমুদা আক্তার সুমা। শুভ্চেছা রইল।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: বাংলা বানান নিয়ে আমিও চিন্তিত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পারভেজ রশীদ মঙ্গল। এটা আমাদের পরিবেশের কারণে হয়েছে। আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

সোজোন বাদিয়া বলেছেন: ছড়াটা ভাল লিখেছেন। তবে, আমি ভাই বানান ভাঙার দলে। ধ্বনি অনুসারি বানানের পক্ষে। মায়ের মুখ থেকে শেখা ভাষাটাকে বানানের দারোয়ান দিয়ে বাধা দেবার পক্ষে নই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আসলে বাংলা বানান নিয়ে গবেষণা করলে অনেক কিছুই বাড়াবাড়ি মনে হয়। কিন্তু বাংলা একাডেমিও এ ব্যপারে কোন নির্দিষ্ঠ বানান রীতি প্রকাশ করে নাই। যে কারণে আমাদের বাংলা ভাষায় বানান নিয়ে এই অবস্থা।

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৯

কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য অভিনন্দন অপ্রিয় সত্যটাকে সুন্দর করে তুলে দড়ার জন্য। ছড়াটি সরাসরি সংগ্রহে রাখলাম দাদা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০৩

কালনী নদী বলেছেন: সত্যি বানানটাকে শুদ্ধ করে শিখাটা আমাদের জন্য জরুরি এমনকি বর্তমানেতো অনেকেই বাংলায় লিখছেই না! আর লিখলেও ইংরাজি শব্দ ব্যবহার করছেন যেন গড়ের বধুকে স্নান করানো হচ্ছে পাশের বাড়ির পুকুরে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: একদম ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ ভাই কালনী নদী। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: ঠিক। বানান বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। এই সফটওয়্যারটা সবার কাজে লাগবে আশা করি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

কালনী নদী বলেছেন: Click This Link

পেজে শেয়ার দিলাম ভাই। আশা করি রাগ করবেন না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, খুশি হলাম।

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

তৌফিক মাসুদ বলেছেন: ভাষা আন্দোলনের মাসে কয়জন আমরা এর গুরত্ব বুঝতে পারি। শুধু পালন করি পালন করার নামেই।

ধন্যবাদ কবি, সমসাময়িক দারুন লেখা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

আরুশা বলেছেন: চমৎকার।।
নির্ভেজাল সত্য বলেছেন । ++++++্




অটঃ আপনি কি অন্য কোন ব্লগে লেখেন ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

প্রামানিক বলেছেন: জী বোন, আমি অন্য ব্লগেও লিখে থাকি। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.