নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ফার্স্ট বয় (রম্য গল্প)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯


শহীদুল ইসলাম প্রামানিক

ক্লাসের ফার্স্ট বয়রা সবসময় ক্রিয়েটিভ হয়। তাদের পরীক্ষার প্রশ্ন কমন না পরলেও মেধা খাটিয়ে দুই এক প্যারা হলেও লিখে দেয়ার চেষ্টা করে। তাতে পুরো নাম্বার না পেলেও দুই চার নাম্বার অনায়াসেই পেয়ে থাকে।

তেমনি একটি ঘটনা ঘটেছিল ক্লাস ফাইভের ফার্স্ট বয় একটি ছেলের বেলায়। বার্ষিক পরীক্ষার প্রথম দিনেই বাংলা পরীক্ষা। বাংলা সাহিত্যের পাশাপাশি বাংলা গ্রামারও আছে। গ্রামারের প্রথম প্রশ্নটিই বই পুস্তকের বাহির থেকে এসেছে। আন কমন প্রশ্নটি পড়েই ছেলেটির মাথায় হাত। এমন একটি প্রশ্ন পরীক্ষায় আসবে সে কখনও কল্পনাই করে নাই। মনে মনে ভাবল যে ভাবেই হোক এই প্রশ্নটির উত্তর দিতে পারলে তার প্রথম হওয়ার চান্স শত ভাগ।

প্রশ্নটি হলো-- পাদ কাহাকে বলে, কয় প্রকার ও কি কি? বিস্তারিত উদাহারণসহ লিখ।

কিন্তু মজার বিষয় হলো, ভুল ছাপার কারণে “পদ” শব্দটির মাঝখানে আকার হওয়ায় পুরো প্রশ্নটির বিষয় বস্তু উল্টে যায়।
প্রশ্নটি ছিল ঃ পদ কাহাকে বলে, কয় প্রকার ও কি কি? বিস্তারিত উদাহারণসহ লিখ।

পরীক্ষার প্রশ্ন পত্রে ভুল বানান ছাপা হওয়ার বিষয়টি মেধাবী ছেলের মাথায় আসল না। কারণ, তার ধারণা, প্রশ্নের উত্তর লিখতে ছাত্ররা বানান ভুল করতে পারে কিন্তু প্রশ্ন পত্রে বানান ভুল কখনই থাকতে পারে না। যেহেতু প্রশ্ন পত্র অভিজ্ঞ শিক্ষকগণ তৈরী করে থাকেন। সেই চিন্তা করেই ছেলেটি সময় নষ্ট হওয়ার ভয়ে কাউকে কিছু না জিজ্ঞেস করেই মাথা খাটিয়ে প্রশ্নের উত্তর লিখতে লাগল--

প্রশ্ন ১। পাদ কাহাকে বলে, কয় প্রকার ও কি কি? বিস্তারিত উদাহারণসহ লিখ।
উত্তরঃ যে বায়ু গুহ্যদ্বার হইতে নির্গত হইয়া মানব কুলের নসিকা রন্ধ্র ব্যকুল করিয়া তোলে তাহাকে পাদ বলে।
পাদ তিন প্রকার। যেমন ঃ ১। ভোম পাদ ২। ঠাস পাদ ৩। ঠুস পাদ।

১। ভোম পাদঃ যে বায়ু গুহ্যদ্বার হইতে ভোম ভোম শব্দে নির্গত হইয়া মানব কুলের কর্ণকুহুর সচকিত করিয়া তোলে তাহাকে ভোম পাদ বলে।
এই পাদে অনেক সময় দুর্গন্ধ থাকে অনেক সময় দুর্গন্ধ থাকে না।

২। ঠাস পাদঃ যে বায়ু গুহ্যদ্বার হইতে ঠাস ঠাস শব্দে নির্গত হইয়া মানব সমাজকে চমকিয়া তোলে তাহাকে ঠাস পাদ বলে।
এই পাদ অতি উচ্চ শব্দে নির্গত হইলেও ভোম পাদের চেয়ে অনেকটা বেশি দুর্গন্ধময়।

৩। ঠুস পাদঃ যে বায়ু গুহ্যদ্বার হইতে মৃদু শব্দে ঠুস করিয়া নির্গত হইয়া দুর্গন্ধে মানব কুলের নাসিকা রন্ধ্র ব্যকুল করিয়া তোলে এবং সভা সমিতি নষ্ট করিয়া ফেলায় তাহাকে ঠুস পাদ বলে।
তিন ধরনের পাদের মধ্যে ঠুস পাদের শব্দ কম হইলেও দুর্গন্ধ মারাত্মক। এই পাদের দুর্গন্ধ সম্বন্ধে বিশদ বিবরণ অনাবশ্যক। কারণ, এই পাদের দুর্গন্ধ সম্পর্কে মনাব সমাজে কারো অভিজ্ঞতা কারো চেয়ে কম নয়।

বিঃ দ্রঃ কোন কারণে কোন স্কুলের প্রশ্ন পত্র আমার এই গল্পের প্রশ্নের সাথে মিলে গেলে এবং উত্তর যদি এই রকম হয় আমি কিন্তু দায়ী নই।

(গল্প সংগৃহীত, ছবি নেট)

মন্তব্য ৮৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। ভালোই সংগ্রহ করেছেন। আগে পড়িনি।
ধন্যবাদ প্রামানিক ভাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। গল্প পড়ার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

বাকপ্রবাস বলেছেন: পড়িতে পড়িতে একটা একটা ঠুস পাদ দিয়ে দিলাম কিন্তু গুণাগুণ ছিল ভোম পাদের, তাই কোন অঘটন ঘটেনি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

প্রামানিক বলেছেন: যাক ভাই ঠুস পাদ দেয়ার পরও অঘটন ঘটে নাই এটাই সুখের কথা। মন্তব্য করার জন্য ধন্যবাদ

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক আমি কিন্তু বল্লাম না যে ফাষ্র্টবয়টাকে চিনিলাম ;)

:P

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: কয়টারে চিনবেন। সব ফার্ষ্ট বয়েরই একই অবস্থা। ধন্যবাদ

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

জনৈক অচম ভুত বলেছেন: সাইলেন্ট মুডের "প আকার দ" সম্পর্কে কিছু লিখেনাই ছেলেটা? :P

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, "প আকার দ" সম্পর্কে লিখলে তো আউলায়া ফালাইত। ধন্যবাদ

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মিজানুর রহমান মিরান বলেছেন: হা হা হা.... সেই বিনুদুন!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিরান। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । দারুণ রম্য । বেশি মেধাবী হলে যা হয় আর কী । শেষের বেঞ্চের ছাত্ররা ছাপার ভুলটা ঠিকই ধরতে পারবে কিন্তু উত্তরটা পারবে না !! এই অযুহাতে স্যার থেকে বিনা উত্তরে কিছু নাম্বার আদায় করার চেষ্টা করবে !!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: বেশি মেধাবী হলে যা হয় আর কী । শেষের বেঞ্চের ছাত্ররা ছাপার ভুলটা ঠিকই ধরতে পারবে কিন্তু উত্তরটা পারবে না !!

শেষের বেঞ্চের ছাত্ররা ভুল বুঝতে পারলেও তার মত মেধা মগজ দিয়ে উত্তর লিখতে পারবে না। আপনি ঠিকই বলেছেন।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

অগ্নি কল্লোল বলেছেন: এই বুদ্ধি আমার মাথায় ছিল দেখে কখনও ক্লাসে ফাস্ট হওয়া দুরে থাক মধ্যম ও হতে পারলাম না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: হে হে হে বোঝা গেল আপনি বড় চালাক ছাত্র ছিলেন। ধন্যবাদ

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, ভালোই লাগল! :-P

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আব্দুল্লাহ তুহিন। অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:



উমহ !!! গন্ধ !!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: আরে ভাই ভোম পাদ না দিয়া ঠুস পাদ দিছেন ক্যারে? গন্ধ তো হইবই!!!

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

বিভাজন বলেছেন: নোবেল প্রাইজ পাওয়ার মত গল্প

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: কথা মন্দ কন নাই। ধন্যবাদ

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পাদ বিশেষজ্ঞ হিসাবে প্রামানিক ভাইকে নুবেল প্রাইজ প্রদানের জন্য নোবেল কমিটির কাছে জোর দাবি জানাইলাম।
প্রামানিক ভাই, পাদ কিন্তু সম্প্রদান কারকে শূন্য বিভক্তি এইটা জানেন? :`>

বাই দ্যা ওয়ে, পাদ সম্পর্কে আমার একটা সম্পূরক প্রশ্ন-
পাদে কি ঝোল হয় ভাই? আর হলে সেটা কখন হয়? ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: বাই দ্যা ওয়ে, পাদ সম্পর্কে আমার একটা সম্পূরক প্রশ্ন-পাদে কি ঝোল হয় ভাই? আর হলে সেটা কখন হয়?
আরে ভাই আমারে তো বিপদে ফালাইলেন, আমি পাদের উপরে গল্প লিখলাম আর আপনি দেখি এইডার উপরে পিএইচডি করা শুরু করলেন।
এত কিছু নিয়া থিসিস তো করি নাই ভাই, তবে পাদে কখন ঝোল হয় এইডা আমি না কইলেও আপনি তো বাস্তব অভিজ্ঞতার আলোকেই কইতে পারেন। পাতলা পায়খানার সাথে আমাশায় ভুগলে এই অবস্থা হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: হাসতে হাসতে জান শেষ আমার আর আমার বৌয়ের, হা হা হা হা :P ব্যাপক

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: কন কি ভাই, আপনারা দুইজন মিল্লা হাসলেন। বিষয়ডা জাইনা খুশি হইলাম। অন্য কিছু উপকার না হইলেও শরীরের দিক দিয়া আপনাদের কিছুডা হইলেও উপকার হইছে। ধন্যবাদ

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই প্রথম প্রামানিক ভাইয়ের কোন একটি লেখা আমার ভালো লাগলো না।
আপনার কাছে সুললিত লেখাই প্রত্যাশা করি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: খাইছেন রে ভাই। আমিও মনে মনে এইডাই চিন্তা করতেছি। তবে বর্তমানে কিছু গজিয়ে উঠা বিদ্যালয়ের প্রশ্ন পত্রের ভুল থেকেই এই ব্যঙ্গ লেখা। ধন্যবাদ

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

দিগন্ত জর্জ বলেছেন: হাহাহাহাহাহাহা...... বেশি মেধাবিরা খুব ক্রিয়েটিভ হয়, তার উত্তর দেখেই বোঝা যাচ্ছে। ব্যাপক বিনোদন পেলাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। =p~

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী পাঠক। অনেক অনেক শুভেচছা রইল।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা মজার .....।ধন্যবাদ ভাই

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচছা রইল।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

সাফকাত আজিজ বলেছেন: এখানে পাদিবেন নাহ ! B-))

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাফকাত আজিজ। সুন্দর রসালো মন্তব্য। শুভেচছা রইল।

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

মহা সমন্বয় বলেছেন: যে বায়ু গুহ্যদ্বার হইতে নির্গত হইয়া মানব কুলের নসিকা রন্ধ্র ব্যকুল করিয়া তোলে তাহাকে পাদ বলে।



২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫

প্রামানিক বলেছেন: হুম- - - - সংজ্ঞা বটে।

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৭

এম.এ.জি তালুকদার বলেছেন: প্রামানিক ভাই ধনেরভাত। পরসমাচার আমার একটা অনুরোধ রাখবেন। আমার ব্লগের প্রথম লেখাটার একটু দাত ভাঙ্গা সমালোচনা করবেন। যদি করেন,আমি এতো খুশি হবো যে, আমি আবার আপনাকে আপনার প্রিয় ফুড ভিলেজে খাওয়াবো। কথা দিলাম, কারণ ফুড ভিলেজ একদম আমার বাড়ীর পাশেই।ধুক্কু, ফুড ভিলেজের পাশেই আমারবাড়ী।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৭

প্রামানিক বলেছেন: দাওয়াত দেয়ার জন্য ধন্যবাদ। ফুড ভিলেজের কোন পাশে বাড়ি, চান্দাইকোনা, ভুঁইয়াগাতি না ছনকা?

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪১

কালনী নদী বলেছেন: গল্পটা মজার কিন্তু একটু বেশিই অতিরন্জিত ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। ধন্যবাদ

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৪

শাহাদাত হোসেন বলেছেন: পাদময় পোষ্ট তবে র্দূগন্ধ নাই !ভালো লাগলো ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাত। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৮

সুমন কর বলেছেন: যে বায়ু গুহ্যদ্বার হইতে নির্গত হইয়া মানব কুলের নসিকা রন্ধ্র ব্যকুল করিয়া তোলে তাহাকে পাদ বলে। -- B-) B-) সংজ্ঞা কিন্তু চরম হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১

এম.এ.জি তালুকদার বলেছেন: ও আল্লা, এ সব ইস্টিশনই চেনে।ভাইয়া, বাসে থাকেন বুঝি?!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

প্রামানিক বলেছেন: বাসে থাকি না বাসে যাতায়াত করি তো কাজেই এইসব মুখস্থ। ধন্যবাদ

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

নুরএমডিচৌধূরী বলেছেন: : হা হা হা, ভালোই লাগল! :

যে বায়ু গুহ্যদ্বার হইতে নির্গত হইয়া মানব কুলের নসিকা রন্ধ্র ব্যকুল করিয়া তোলে তাহাকে পাদ বলে।
সংজ্ঞা কিন্তু চরম হয়েছে।

ভাল লাগা রেখে গেলাম

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরএমডি চৌধুরী ভাই। শুভ্চেছা রইল।

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

সাধারন বাঙালী বলেছেন: পাদ শরিরের জন্য উপকারী যদিও ইহা জন সমাগমে ত্যাগ করা অশোভন।

মজা পাইলাম দাদা =p~

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

অগ্নি সারথি বলেছেন: হা হা হা। গল্প চ্রম হইসে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভা্বি অগ্নি সারথি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

বিজন রয় বলেছেন: হা হা হা .... ।।।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বিজন রয়। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

ডাঃ মারজান বলেছেন: হা হা! অনেক্ষন হাসলাম ভাই!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডাঃ মারজান। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতো সুন্দর সংগা কই পাইলেন ভাই। হাসতে হাসতে খুন হয়ে গেলাম। =p~

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

প্রামানিক বলেছেন: কন কি ভাই! আপনে যদি হাসতে হাসতে খুন হন তাইলে তো আমার লেখা সার্থক। ধন্যবাদ

৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হাসতেই পড়েছি, হাসতে হাসতে আমি নাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। আপনি হেসেছেন জেনে খুশি হলাম।

৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

স্পয়লার এ্যালার্ট বলেছেন: দূর্গন্ধময় পোস্টে পিলাচ :P

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

প্রামানিক বলেছেন: ধনধন্যবাদ ভাই স্পয়লার এ্যালার্ট। পিলাচ দেয়ার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

রানা আমান বলেছেন: কেমন একটা গন্ধও পাচ্ছি বলে মনে হচ্ছে । সার্থক পোস্ট ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রানা আমান। আপনি গন্ধ পাওয়ার পরও সার্থক বলায় খুশি খুশি লাগছে। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

উল্টা দূরবীন বলেছেন: পড়ছি আর হাসছি। ব্যাপক।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন্। খুশি হলাম আপনি হেসেছেন জেনে। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আমি কিন্তু পড়িনাই। :P


হাসতে হাসতে মরে যাই আর কি? B-))

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

প্রামানিক বলেছেন: না পড়েই হাসলেন! দারুণ তো! ধন্যবাদ

৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: হাসতে হাসতে মইরা গেলাম গা,

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পারভেজ উদ্দিন হৃদয়। আপনি হেসেছেন জেনে খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

আবু শাকিল বলেছেন: হাসতে হাসতে আমার ঠেং ব্যাথা হয়ে গেছে :)
খাটি রম্য

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই হাসলেন মুখ দিয়া ব্যথা হলো ঠ্যাং কথা শুনে আমার মাথা হলো হ্যাং। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

টোকাই রাজা বলেছেন: পারদীয় রম্য ভালো লাগল, তবে মানব সমাজ বানানটা মনে হয় ভুল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই টোকাই রাজা। ধন্যবাদ আপনাকে বিষয়টি নিয়ে আমিও ভেবে দেখছি। শুভ্চেছা রইল।

৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

তাসলিমা আক্তার বলেছেন: এখানে হচ্ছেটা কি এই সব? উহহু, ভাগ্যিস আমার সর্দি লাগা নাক ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: ভাল নাক থাকলেও অসুবিধা নাই, গন্ধ খারাপ না, স্কুলের ভুল প্রশ্নের উত্তর দেয়া হচ্ছে। ধন্যবাদ বোন তাসলিমা আক্তার। শুভ্চেছা রইল।

৩৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১

রাশেদ রাহাত বলেছেন: খেয়াল কইরেন... ভরা মজলিশে সকলের দৃষ্টি আপনার দিকে রাখতে এটি মোক্ষম উপায়।
যা হোক... নিজেকে ক্লাসের ফাস্টবয় হিসেবে না পেয়ে ভালো লাগলো।
আর হাসির কথা...? =p~ =p~ =p~ =p~ =p~ :D

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: আপনি খুব চালাক। ফাস্ট বয় হইলে হয়তো এইরকম প্রশ্নের উত্তর দিতে হইতো। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

৪০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখিত! ভালো লাগেনি!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৫

প্রামানিক বলেছেন: আমিও দুঃখিত।

৪১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ভোম পাদ......... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ এরপর দু'হাতে পেট চেপে ধরার ইমো হবে...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সালাহউদ্দীন। শুভ্চেছা রইল।

৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব মজা পেলাম। এখনও হাসছি।

অনেক ভালো থাকবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.