নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বেগুন মূল্য চৌগুণ

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫০


শহীদুল ইসলাম প্রামানিক

তিন টাকা শের বেগুন কিনে
তেত্রিশ টাকা বেচে
তারপরেতেও দোকিনারা
বত্রিশ দাঁত খেঁচে।

লাভ হয় নাই ঝামটা মেরে
বলছে সারাক্ষণ
হাজার টাকা লাভ করে নেয়
বেচলে কয়েক মন।

কৃষক বেচে পানির দরে
পায়না সঠিক দাম
ব্যবসার নামে মধ্যভুগি
করছে যে ইনকাম।

উৎপাদক আর খাদোক যারা
ঠকছে সদাই ভাই
দ্বিগুন চৌগুণ লাভ খায় যারা
তাদের বিচার নাই।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

শূণ্য পুরাণ বলেছেন: ঠিক কথা কইছেন,ফাস্টও হইছি বেগুন ভাজি দেন

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৯

প্রামানিক বলেছেন: বেগুন ভাজি না হলেও বেগুন ভর্তা পাবেন। চলে আসেন। ধন্যবাদ

২| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২২

শাহরিয়ার কবীর বলেছেন: খেঁচে .........?
অনেক সবজি আঙ্গুর ফল টক মনে করে খাই না।
গরীবের আর কি বিলাসিতা সাজে বলেন?
ভাল লাগলো গুরু। ধন্যবাদ
ভাল থাকুন

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: সামনে রমজান মাস আসতেছে বেগুনের বেগুনী খাওয়া কঠিন হয়ে যাবে ভাইয়া।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: তখন তো বেগুনের মূল্য কত গুন বাড়ে সেটা বলাই মুশকিল। ধন্যবাদ

৪| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

সুমন কর বলেছেন: মোটামুটি হয়েছে।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: যাক আপনি মোটামুটি বললেও চলে। ধন্যবাদ

৫| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

মুসাফির নামা বলেছেন: চমৎকার।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মুসাফির নামা। অনেক অনেক শুভেচছা রইল।

৬| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

ফাহিম আবু বলেছেন: ভাল লাগল !! বাস্তব অবস্থা উঠে এসেছে !!

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ফাহিম আবু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

আমিই মিসির আলী বলেছেন: অতপর আমরা সবজির বাজার দর এবং মূল কৃষকের সুবিধা হতে বঞ্চিত হওয়া নিয়েও একটা কবিতা পড়ে ফেললাম।
চমৎকার হইছে।
+

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমিই মিসির আলী। মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৮| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: এর মাঝে অনেক কিন্তু আছে। গ্রাম থেকে ঢাকায় সবজি আসতে কত কত স্তরে চাঁদাবাজীর সম্মুখীন হতে হয় তার হিসেব নেই। দাম না বাড়িয়ে করবে টা কী!

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: যে ভাবেই দাম বাড়ুক কৃষক তার উৎপাদিত মূল্যটাও পাচ্ছে না, এটাই হলো মূল্য কথা। ধন্যবাদ মূল্যবান মন্তব্যর জন্য।

৯| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ তরী বলেছেন: ঠিক ঠিক ঠিক
বেশি আমাদেরই ঠক।
ঠিক ঠিক ঠিক
কবে হবে তারা ঠিক

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই স্বপ্নবাজ তরী। অনেক অনেক শুভেচছা রইল।

১০| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: হা হা হা .....
বেগুনের অনেক গুণ।
+++

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
বত্রিশ দাঁত খেঁচা ঠিক না !

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: বত্রিশ দাঁত খেঁচা ঠিক না তারপরেও ওরা খেঁচে। ধন্যবাদ

১২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৬

জুন বলেছেন: মধ্যস্বত্যভোগীরা সারাজীবন অন্যের মাথায় কাঠাল ভেংগে খেয়ে গেলো। ছড়ায় প্লাস।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা আপনি ঠিক কথাই বলেছেন। মধ্যস্বত্যভোগীরাই মাঝখানে সব খেয়ে ফেলে উৎপাদনকারী ঠকে আর ভোক্তা ঠকে।

১৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

সোহানী বলেছেন: কৃষক বেচে পানির দরে
পায়না সঠিক দাম
ব্যবসার নামে মধ্যভুগি
করছে যে ইনকাম।

সরকার চাইলেই তা বন্ধ করতে পারে। বাট তাগো সময় কই????

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন বোন সোহানী। এসব নিয়ন্ত্রনের ব্যপারে সরকারের কোন উদ্যোগ নাই।

১৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন: আমার ছাদ বাগানের বেগুন। আর কি বাজারে যেতে হবে বেগুন কিনতে!!! :) :)

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:০৯

প্রামানিক বলেছেন: আপনার ছাদ আছে আপনার ছাদ বাগানে বেগুন আছে, কিন্তু যার ছাদ নাই সে কি করবে? ধন্যবাদ নাহার আপা।

১৫| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: আর চিন্তা নাই। নাহার আপা বেগুনের চাষ করতেছে।

আমরা এখন মাগ্না বেগুন খেতে পারব।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: তাহলে তো কথাই নাই, বেগুন মাগনা না হলেও চলবে বেগুনী মাগনা পেলেই হবে। ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী।

১৬| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৫

সাগর মাঝি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। এই সময় এমন একটা কবিতার জন্য।

মধ্যবিত্ত পরিবারে জন্ম নিছি তাই ইচ্ছে হলেও অনেক সময় অনেক জিনিস পেট পুরে খেতে পারি না। নিত্ত প্রয়োজনীয় জিনিসের লাগামহীন উর্ধগতি আর সয্য হচ্ছেনা।
আসলে জিনিসের উর্ধগতির উড়োজাহাজ মধ্যভুগীরাই উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন। জিনিষপত্রের মূল্য উড়োজাহাজের মত উপরের দিকে মধ্যস্বত্যভুগীরাই উপরের দিকে তুলে থাকে। ধন্যবাদ

১৭| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

আরণ্যক রাখাল বলেছেন: :(
খারাপ বলেননি। কৃষক মরছে

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল। আসলেই কৃষক উৎপাদন করে কিন্তু সঠিক মূল্য পায় না।

১৮| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: এই মধ্যস্বত্বভোগীদের উৎপাত কমাতে সরকারকে এগিয়ে আসতে হবে।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

প্রামানিক বলেছেন: মধ্যস্বত্বভোগীদের উৎপাত কমাতে সরকার তো এগিয়ে আসে না। আসলে তো কাজই হতো। ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা।

১৯| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

উল্টা দূরবীন বলেছেন: কৃষক বেচে পানির দরে
পায়না সঠিক দাম
ব্যবসার নামে মধ্যভুগি
করছে যে ইনকাম

ঠিক বলেছেন। আমাদের দেশে প্রায় সব ক্ষেত্রেও মধ্যস্তরের ব্যবসায়ীরা আঙুল ফুলে কলাগাছ হয়ে যায়।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন, মধ্যস্তরের ব্যবসায়ীরা আঙুল ফুলে কলাগাছ হয়ে যায় উৎপাদক কৃষক আর ভোক্তারা ঠকে।

২০| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৪

নীলপরি বলেছেন: উৎপাদক আর খাদোক যারা
ঠকছে সদাই ভাই
দ্বিগুন চৌগুণ লাভ খায় যারা
তাদের বিচার নাই।

অসাধারণ । সহমত বক্তব্যের সাথে ।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.