নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
মাজারের সামনে দাঁড়িয়ে ছিল এই মালা বাবা।
মেলার রাস্তা দিয়ে মানুষের ভির ঠেলে হাঁটছি। হঠাৎ চোখে পড়ল এই শিকল বাবাকে। হনহন করে হেঁটে যাচ্ছে, পিছনে পিছনে দৌড়ালাম। পুকুর পাড়ে গিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়ালে ছবি তুলতে ভুল করি নাই।
মেলার ভিরের মধ্যেই দেখা পেলাম এই শিঙা বাবাকে।
মাজারের গেটেই ঘুমে বিভোর ছিল এই দোহাই বাবা। উনার মাথায় ব্যানার লাগানো দোহাই বাবা।
এ পাগলও মাজারের সিঁড়িতে বসে ছিল।
মাজারের প্রধান গেটের সিঁড়িতে বসে ছিল এই সুন্দরী পাগলী।
এ পাগল মাজারের দেয়ালে ঠেস দিয়ে বসেছিল।
হয়তো এই লোকটির একশ' একটি মোমবাতি জ্বালানোর মানত আছে। সে অনবরত মোমবাতি জ্বালিয়ে যাচ্ছেন।
লেংটা মাজারের মূল কবরের দায়িত্বে ছিল এই খাদেম। অনেকেই টাকা পয়সাসহ নানা উপঢৌকন দিচ্ছে আর উনি দু'হাত ভরে নিচ্ছে।
স্টিলের রড দিয়ে ঘেরা ফুল দিয়ে সাজানো এটাই লেংটা পাগলার মাজার।
আগর বাতি জ্বালানোর দায়িত্বে আছে এই পাগল।
মাজারের পাশেই পুকুর। পুকুর পাড়ে এই পাগল এভাবেই ঘুমিয়েছিল।
পুকুর পারে নিরিবিলি সম্ভাবত গাঞ্জা পাগলদের আড্ডা।
আমি ছবি তোলার পূর্বমুহুর্তে এই পাগলীকে বিড়ি টানতে দেখেছি।
হাঁটতে হাঁটতে গেলাম বেলতলী বাজারে। বাজারের পশ্চিম পার্শ্বে নদীর পাড়ে গিয়ে পেলাম আরেক মাজার। এটা বাবা হযরত জালাল শাহ লেংটার মাজার। সোলায়মান শাহ লেংটার কাহিনী আছে, কিন্তু এই লেংটার কি কাহিনী আছে জানা হয় নাই।
বেলতলী বাজারের এই মাজারে একটি পুরানো বট গাছ আছে। এই মাজারের কাহিনী সত্য মিথ্যা যাই হোক না কেন পরিবেশ কিন্তু চমৎকার। চৈত্রের দুপুরে এই মাজারের বটের ছায়ায় বসে বাতাস খেতে মন্দ না। নদীর খোলা হাওয়ায় মন জুড়িয়ে যায়। কংক্রিটের বেঞ্চে গা এলিয়ে দিলে নিমিষেই ঘুম চলে আসে। আহা! একটু বসতেই মনে হলো ঘুমিয়ে যাই!
পুরো মেলা ঘুরে মনে হলো সবাই ভাবের পাগল, আর মাটিতে বসে যে পাগলটি খিচুরি খাচ্ছে, এটাই হলো আসল পাগল। তার ময়লা নোংরা বেশভূষায় কোন ভাব নেই, আছে মানসিক ভারসাম্যহীনতা। হাতা পা না ধুয়েই কাঁদা মাটিতে বসে মনের সুখে খিচুরি খাচ্ছে। টাকা পয়সা হয়তো চিনে না। চিনলে এক প্লেট খিচুরিতে সন্তুষ্ট হতো না, মানুষের কাছে হাত পেতে বলতো, লেংটা বাবার দোহাই, দে কিছু দে। হয়তো নেংটা পাগল এধরনেরই কোন এক পাগল ছিল। এখন তাকে পুঁজি করে কোটি কোটি টাকা বাণিজ্য করা হচ্ছে
লেংটা মেলার ছবিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন -- - -
ঘুরে এলাম লেংটার মেলা (চার শততম পোষ্ট)
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩
প্রামানিক বলেছেন: পাগলের অভাব নাই। আজকাল ভাল মানুষও পাগলামী করে।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২
জুন বলেছেন: চার নম্বর ছবির লোকটাকে মাদকসেবী বলে মনে হচ্ছে প্রামানিক ভাই নাকি সে ভক্ত আশেক!
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, বিচিত্র কিছু না। এদের পাগলামীর আড়ালে বেশিরভাগ পাগলই মাদকাসক্ত।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫
বাউল আলমগী সরকার বলেছেন: বেশ ভাল লাগল প্রামানিক দা
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলমগীর সরকার। অনেক অনেক শুভ্চেছা রইল।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭
তানজির খান বলেছেন: আমরা সবাই পাগল
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৫
প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। প্রত্যেকটা মানুষ কোন কোন বিষয়ে পাগল থাকে। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ গানের পাগল, কেউ ভ্রমণ পাগল, কেউ বইয়ের পাগল ইত্যাদি
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: দারুন কাজ
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সেলিনা জাহান প্রিয়া। অনেক অনেক শুভেচছা রইল।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬
নাজিম মাহফুজ বলেছেন: ভাই এতো দেখি পাগলের হাট-বাজার। আর যাইহোক কেউ আসল বাবার বেশভূষা ব্যবহার করে নি। ঘরে বসে অনেক কিছু দেখার সুযোগ করে দিলেন। ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩
প্রামানিক বলেছেন: মাঝে মাঝে হয়তো আসল বাবারাও আসে। তবে ভদ্র বাবাদের আনাগোনা থাকায় আসল বাবারা পাগলামি করার সুযোগ পায় না। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কোন এলাকায় এটা ভাই? প্রশাসনের উচিত এদের পূনর্বাসন করা।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪
প্রামানিক বলেছেন: চাঁনপুর জেলার, মতলব থানার বেলতলী গ্রামে। ধন্যবাদ আপনাকে।
৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯
সায়ান তানভি বলেছেন: হয়তো নেংটা পাগল এধরানেরই কোন এক
পাগল ছিল। এখন তাকে পুঁজি করে কোটি কোটি
টাকা বাণিজ্য করা হচ্ছে।
এক কথায় সব বলে দিলেন।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সায়ান তানভি। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা,, এতো দেখছি পুরা পাগলেন কারখানা নিয়েই আসছেন বল্গে!!
বদ্দা ভাল্লাগছে, পাগলের ছবি গুলা!!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬
প্রামানিক বলেছেন: ঐ মেলায় পাগলের আড্ডাই বেশি। এত পাগল অন্য কোন মেলায় দেখি নাই। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।
১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩
গেম চেঞ্জার বলেছেন: এদের পাগল বলছেন কেন? এরাই তো চালাক!! শ শ মানুষকে বোকা বানিয়ে এরা বেশ চলে যাচ্ছে দেখেন না?
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: শুধু চালাক বললে ভুল হবে, ধোঁকাবাজ। ধন্যবাদ আপনাকে।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮
ডি মুন বলেছেন: লেংটার মেলার কথা বুলবুল চৌধুরীর একটা উপন্যাসে পড়েছিলাম। আপনার কল্যাণে ছবি দেখা হল।
মাজারকেন্দ্রিক বাণিজ্য বোধহয় এদেশে কখনই বন্ধ হবে না !!
ভালো থাকুন।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, দারিদ্যতার জন্য এক শ্রেনীর মানুষ এই ধরনের ব্যবসা করার সুযোগ পাচ্ছে।
১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩
হাসান মাহবুব বলেছেন: বিচিত্র এই দেশ!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: শুধু বিচিত্র বললে ভুল হবে আরো অনেক কিছু। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬
নকীব কম্পিউটার বলেছেন: মাজার কেন্দ্রিক বাণিজ্য এদেশে কখনই বন্ধ হবে না !!!!!!!!!!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০
প্রামানিক বলেছেন: দিন দিন যেন মাজার ব্যবসা আরো প্রসার লাভ করতেছে। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯
নীলপরি বলেছেন: ছবি আর বর্ণনা ভালো লাগলো ।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীল পরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
ফরিদ আহমাদ বলেছেন: আমার ও পাগল হইতে মুঞ্চায়।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১
প্রামানিক বলেছেন: পাগল হইতে মন চাইলে লেংটা পাগলের মেলায় চলে যান। লাল গামছা কিনে বসে যান বটগাছের নিচে। রসালো মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সব ভন্ডদের দল
পোষ্ট ভাল লাগল ...।ধন্যবাদ
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩
প্রামানিক বলেছেন: ওরাও ভন্ড যারা রাজনীতি করে তারাও ভন্ড, কাকে ভাল বলবো। ধন্যবাদ বোন কাজী ফাতেমা। শুভেচ্ছা রইল।
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ল্যাংটার মেলা কইলেন, কিন্তু সবই লাল গামছা দেখতাছি, ল্যাংটাতো কাউরে দেহি না
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪
প্রামানিক বলেছেন: ল্যাংটা একটাই আছিল, এখন বাকি সব গামছা পাগল। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫
কালনী নদী বলেছেন: সব বাবাদের নিয়ে গবেষণা, প্রামাণিক দা ঘটনা কিন্তু সুবিধার না!
বাহ! বাবারা নির্বাচিত হয়েছেন, অনেক অনেক অভিনন্দন।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। এসব বাবাদের অনেক গল্প শুনেছিলাম এবার নিজের চোখে দেখে এলাম। শুভেচ্ছা রইল।
১৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২
প্রবাসী ভাবুক বলেছেন: ভবের এই রঙ্গমেলায় মোরা সবাই পাগল। তবে এদের পাগলামী আসলে ধান্ধাবাজি ছাড়া আর কিছু না।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯
প্রামানিক বলেছেন: কাকে আর ভাল বলবো ভাই, এরা তো হলো দশ পাঁচ টাকার ছোট ছোট ধান্দাবাজ, এদেশের শিক্ষিত লোকগুলো যারা দেশ পরিচালনা করে তারা তো কোটি টাকার ধান্দাবাজ। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।
২০| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪
শাহিবযাদা সোহান বলেছেন: আমি ও এইরকম পাগল হতে চাই আমায় কি কি করতে হবে? কেউ একটু সাহায্য কইরেন প্লিজ
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২১
প্রামানিক বলেছেন: ভাই এরকম পাগল হতে হলে আপাতত লেংটার মেলায় চলে যান, দুইটা লাল গামছা কিনে একটা পরেন আরেকটা গায়ে দেন। তখন দেখবেন নিজের কাছে নিজেকে রাজা রাজা মনে হবে। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।
২১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
গুলশান কিবরীয়া বলেছেন: ভালো লাগলো এই পাগলের মেলা ।কোথায় এটা ?
ধান্দা করছে করুক না , অসুবিধা কি ? গরীব মানুষ আয় রোজগারের পথ খুঁজে পায় না , তাই এসব করে জীবিকা নির্বাহ করে , তাদেরও তো ভালো থাকতে ইচ্ছা হয় , গাড়ী বাড়ির সখ হয় । এটা তো বলতে গেলে একেবারে সৎ উপায় , এর চেয়ে হাজার গুন ভণ্ডামি করে কিছু মানুষ দেশ উদ্ধার করছে , কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলছে - এদের তো আমরা ক্যামেরায় বন্দী করতে পারি না ।
প্রিয়তে রাখলাম ছবি গুলো । আর এটা কোথায় জানালে খুশী হতাম ।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪
প্রামানিক বলেছেন: লেংটার মাজারটি হলো চাঁদপুর জেলার মতলব থানার বেলতলী গ্রামে। নদীপথে যেতে হয়, নারায়নগঞ্জ থেকেও বেলতলী যাওয়ার লঞ্চ পাওয়া যায় আবার দাউদ কান্দি ব্রিজের নিচেও বেলতলী যাওয়ার নৌকা পাওয়া যায়। ধন্যবাদ বোন মূল্যবান মন্তব্য করার জন্য।
২২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
টোকাই রাজা বলেছেন: তিন পাগলের হল মেলা নদে এসে, তোরা কেউ যাসনে ও পাগলের কাছে!
আজকাল পাগল নিয়েও ব্লগ হয়! দারুন তো!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
প্রামানিক বলেছেন: ব্লগে সারাদিন বসে থাকাও তো পাগলামী, সেই হিসাবে ওই পাগলরা কিছু না। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
সুমন কর বলেছেন: ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
আসল পাগল বলেছেন: বাহ! পাগলের হাট দেখছি।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য পড়ে খুশি হলাম।
২৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
আপনি তো রেকর্ড করে ফেলসেন।এর আগে কারো কোন পোস্ট আলোচিত ব্লগের ২টা ক্যাটাগরিতে আসতে দেখিনাই!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬
প্রামানিক বলেছেন: যতদূর জেনেছিলাম লেখাগুলো অধিক মন্তব্যর উপর নির্ভর করে অটো সিলেক্ট হয়ে আলোচিত পোষ্টে আসে। যে কারণে একজনের দুইটা লেখাও অনেক সময় আলোচিত পোষ্টে দেখা যায়। ধন্যবাদ আপনাকে বিষয়টি নজরে আনার জন্য।
২৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০
শায়মা বলেছেন: পাগলগুলো মনে হচ্ছে অনেক অনেক সুখেই আছে।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, কোন চিন্তা ভাবনা নাই, খায় দায় গাছতলে শুয়ে থাকে।
২৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্রেকিং নিউজ প্রামানিক ভাই!!! সব পাগলারা মিলে সিদ্ধান্ত নিছে নেক্সট মেলায় আপনাকে দেখলে শেকল দিয়ে বেঁধে রাখবে তাদের আস্তানায়। তাই, সাবধানে থাইকেন... পাগলের কেক ঢিল মারছেন কিন্তু...
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
প্রামানিক বলেছেন: বলেন কি ভাই! বিপদের কথা, আমারে চিনলো কেমনে? আমি তো কাউরে কিছু বলি নাই।
ধন্যবাদ ভাই, রসালো মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
হয়তো ওরাই সত্যিকারের সুখি জন .................
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮
প্রামানিক বলেছেন: সুখি হতেও পারে, কারণ ওদের চিন্তাভাবনা কম, খায় দায় গাছতলে ঘুমায়।
২৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন: ভবের পাগল দেখলাম না??
তবে তারা এই ভবের চিন্তা করেই না ।
কেমন আছে??? অনেক দিন পর পেলাম....
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভাল আছি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫
বিজন রয় বলেছেন: সব ভন্ডবাবা।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
প্রামানিক বলেছেন: বর্তমানে ভন্ডদের মূল্য বেশি। ধন্যবাদ।
৩১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪
মুসাফির নামা বলেছেন: পাগলের সুখ মনে মনে.....
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন, মনে মনে সুখি হলেও সুখি। ধন্যবাদ
৩২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫
রায়হানুল এফ রাজ বলেছেন: বাস্তবতা সত্যিই খুব কঠিন। বাহির-ভেতর দ্বন্দ্ব থাকবে চিরকাল।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১
প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই, এই দ্বন্দ্ব সহজে মিটবে না। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।
৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২
সাহসী সন্তান বলেছেন: লেংটা বাবারা তো একজনও লেংটা না, ক্যামনে কি হইলো?
এইসব বাবাগোরে না পাবলিক দিয়ে পিটানো দরকার! যত্তসব ভন্ডের দল!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩
প্রামানিক বলেছেন: লেংটা বাবারা এখন গামছা বাবায় পরিণত হয়েছে যে কারণে কেউ লেংটা নাই। সরকার না পিটাইলে আপনি পিটাইবেন কেমনে? ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।
৩৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
মারুফ তারেক বলেছেন: আমার কাছে দোহাই বাবারে ভালোই লাগছে-
বাবায় তো ঘুমায় গেছে
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, বাবার অভাব নাই। মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।
৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩০
এইচ এম রাইহান বলেছেন: " তুই পাগল, তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না
পাগল ছাড়া দুনিয়া চলে না।"
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু পাগলামি আছে। ধন্যবাদ
৩৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৮
সচেতনহ্যাপী বলেছেন: গাজার নেশায় বুদ ছাড়া কোন পাগলকে দেখেছেন??
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮
প্রামানিক বলেছেন: গাজার নেশা ছাড়া পাগলও আছে, তারাই আসল পাগল। তাদের মধ্যে কোন ভন্ডামী নাই তবে তারা মানসিক রুগী।
৩৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭
মোস্তফা সোহেল বলেছেন: সব পাগল গুলোকে গুলি করে মারা উচিৎ
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯
প্রামানিক বলেছেন: সব পাগলদের গুলি করে মেরে ফেললে পাগল দেখবো কিভাবে। পাগল ছাড়া পৃথিবী চলবে না।
৩৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০
লালপরী বলেছেন: কাজী ফাতেমা বলেছেন: সব ভন্ডদের দল সহমত
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬
প্রামানিক বলেছেন: ভন্ড তো অবশ্যই।
৩৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন: আমি পাগলদের দলে।
তবে ওদের খারাপ ব্যপার গুলোকে ঘৃণা করি ।
আজ জ্ঞানীদের পাগলের মত আচারণ...........
ধন্যবাদ,ভাল থাকুন।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন আজ জ্ঞানীরাই পাগলের মত আচরণ করেছে। ধন্যবাদ
৪০| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬
তাল পাখা বলেছেন: একদিন ইউটিউবে বিড়ি বাবা নামে এক ভন্ডকে দেখলাম।আমাদের জীবনের প্রতিটি শিরা উপশিরায় ভন্ড বাবাদের বসবাস।বিড়ি বাবার লিংক https://youtu.be/l9SNF8KS9-A
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪
প্রামানিক বলেছেন: আমিও দেখেছি বিড়ি বাবার ভিডিও। ধন্যবাদ
৪১| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
ব্ল্যাক ফাইটার ওয়ান বলেছেন: কোন ফয়েজ ও বরকত আনেননি?
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩
প্রামানিক বলেছেন: আমি তো ফয়েজ বা বরকতের জন্য যাই নাই। গিয়েছিলাম বিষয়টি দেখতে।
৪২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর একটি ছবি ব্লগ উপহার দিয়েন প্রামানিক ভাই , শুভ কামনা নিন
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। অনেক দিন পরে আপনাকে পেলাম। শুভেচ্ছা রইল।
৪৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু বিজি ছিলাম প্রামানিক ভাই , কারণটা আপনাকে ফোনে জানাবো ।
৪০০ শততম পোস্টের বিলম্বিত শুভেচ্ছা নিবেন ।
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: অামিও পাগল হবো!
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
প্রামানিক বলেছেন: আপনি পাগল হন অসুবিধা নাই, তবে ব্লগে থাকবেন তো?
৪৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
সোজোন বাদিয়া বলেছেন: ভাইজান মানুষগুলারে ল্যাংটা কইয়া আপনে অসম্মান করছেন। ভয়ে আছি আপনে যে কারে কোনদিন ল্যাংটা কন। মজার পোস্ট ধন্যবাদ।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
প্রামানিক বলেছেন: এই মানুষগুলারে ন্যাংটা কই নাই, যে ন্যাংটা আছিল সে মইরা মাজার হইছে। হেইডারে ল্যাংটার মেলা কইছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৪৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫২
পাকাচুল বলেছেন: লেংটা কাউকে তো দেখলাম না। খুব আশা করে ঢুকেছিলাম এই পোস্টে, আশাহত
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০
প্রামানিক বলেছেন: যে লেংটা ছিল সে তো মারা গেছে তাকে উপলক্ষ্য করেই লেংটার মেলা। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
৪৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪
খায়রুল আহসান বলেছেন: ৪০০ তম পোস্টের জন্য আন্তরিক অভিনন্দন!
পোস্টটা যত সহজে পড়তে পারলাম, এটা বানানো ততটা সহজ কাজ ছিল না, তা বেশ বুঝতে পারছি। ধন্যবাদ, এমন একটা চমকপ্রদ বিষয় উপস্থাপনার জন্য।
পাঠকের মন্তব্যে গুলশান কিবরীয়া - এর মন্তব্যটা (২১) ভালো লেগেছে।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫
প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন, সেখানে যাওয়ার জন্য মানসিক, শারীরিক, আর্থিক সব দিক চিন্তা করেই যেতে হয়। তিনটার কোন একটার অভাব হলেই আর যাওয়া সম্ভব হয় না। অনেক খুশি হলাম আপনার মন্তব্য পড়ে, শুভেচ্ছা রইল।
৪৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: পাগলার মেলা, পাগলের মেলা ! ভাল লেগেছে শেয়ারে। ধন্যবাদ ।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫
শাশ্বত স্বপন বলেছেন: আমাদের মুন্সিগন্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় গ্রামে মাঘ মাসে ৫ দিন ব্যাপী কদম পাগলার মেলা হয়। ক্যামেরা নিয়ে আইসেন, এর চেয়ে ১০ গুন বেশি পাগল পাবেন।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২০
প্রামানিক বলেছেন: ঠিক আছে ভাই সময় মত তারিখটা আমারে জানাইয়েন। ঠিকই যামু। ধন্যবাদ
৫০| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: এসব দেখি পাগলের হাট-বাজার!!
ছবি আর বর্ননা চমৎকার
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০
প্রামানিক বলেছেন: ঐ মাজারের নামটাই নেংটা পাগলার মাজার। সেখানে পাগলের আড্ডাখানা। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫১| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০
অতঃপর হৃদয় বলেছেন: পাগল আর পাগল সব খানেই পাগল।
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। সবখানেই পাগল। ধন্যবাদ
৫২| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৭
রোকসানা লেইস বলেছেন: তিন পাগলের মেলা নয় অসংখ্য পাগল এরাই সব ভালো আছে এ সংসারে
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন। মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।
৫৩| ০২ রা মে, ২০১৬ রাত ৯:২৫
রাঙা মীয়া বলেছেন: দারূন হইসে
০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
কত পাগল দেখিলাম এই ভবের বাজারে।