নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রংপুরের ভাওয়াইয়া গান-০১

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬


শহীদুল ইসলাম প্রামানিক

কষ্ট করি পাললুম ব্যাটা
বিয়া করেয়া হলো ন্যাটা
কথায় কথায় ঝাটার বাড়ি খাম।
বেটার বউয়ের তেরা কথা
শুনলে মনে লাগে ব্যাথা
বুড়া বয়েসত কোনঠে এখন যাম।
ওকি ও কালানি লো
মরার আগে মোর কপালত এ্যাগলাই কি ছিলো।

স্বামী যখন ছিল বাঁচি
ভাল-মন্দ কতো খা’ছি
পারার লোকে কতো কি কইছে।
স্বামী এখন গেছে মরি
সেই দুঃখেতে হায়! হায়! করি,
ব্যাটাগুলার বউ-বাচ্চা যে হইছে।
ওকি ও কালানি লো
মরার আগে মোর কপালত এ্যাগলাই কি ছিলো।

বউয়ের কথা ব্যাটায় শোনে
মোর কথা নাইরে গোনে
কথায় কথায় বুড়ি করি কয়
কোন দিন বা ধাক্কা দিয়া
বাড়ির সামনের রাস্তাত নিয়া
খ্যাদে দেয় মোক সেইটাই এখন ভয়।
ওকি ও কালানি লো
মরার আগে মোর কপালত এ্যাগলাই কি ছিলো।

ভিক্ষা কইরবার গেলে পরে
ভাই ভাতিজা গোস্বা করে
মান-সম্মান যে নষ্ট হয় তামার
ঘরোত যদি বসি থাকি
বেটার বউয়ে কয় না ডাকি
ক্ষিদার জ্বালায় প্যাট জ্বলে যে হামার।
ওকি ও কালানি লো
মরার আগে মোর কপালত এ্যাগলাই কি ছিলো।
(ছবি ইন্টারনেট)

আঞ্চলিক ভাষার শব্দার্থ= ন্যাটা> ঝামেলা বা বিপদ, খাম>খাই, যাম> যাই, তামার > তাদের, হামার> আমার, এ্যাগলাই> এইগুলো, খ্যাদে দেয়> তাড়িয়ে দেয়, ওকি ও কালানি লো> হাতাসা বা দুঃখ সূচক বাক্য।

মন্তব্য ৬২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩

কল্লোল আবেদীন বলেছেন:





বাহ!এতো আমার দেশী গান।
অনেক ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কল্লোল আবেদীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

আজিজার বলেছেন: অাগে তো ছড়াকার ছিলেন, গীতিকার হলেন কবে ?

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: আগেও গীতিকার ছিলাম তবে পরিমাণে কম হওয়ায় কারো চোখে পড়ে না। ধন্যবাদ

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

আহলান বলেছেন: চরম বাস্তব .... সুপার হিট!

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহলান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩

মানবী বলেছেন: ভাওয়াইয়া গানের লিরিক আর সেই সাথে কিছু আন্চলিক শব্দের অর্থ তুলে ধরার জন্য ধন্যবাদ প্রামানিক।
'ন্যাটা' শব্দের অর্থ স্পষ্ট হলে পুরোটা বোধগম্য হতো।

এক হতভাগী নারীর আহাজারি এই গানটি শোনার আগ্রহ রইলো।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

প্রামানিক বলেছেন: এক হতভাগী নারীর আহাজারি এই গানটি শোনার আগ্রহ রইলো।

সমস্যা হলো আমি তো গায়ক নই, কাজেই এই আহাজারি গান গেয়ে পূরণ করা হয়তো আমার দ্বারা সম্ভব নয়। ধন্যবাদ বোন মানবী।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৬

সেবু মোস্তাফিজ বলেছেন: ও হামার শহীদুল ভাই
একন্যা কথা কবার চাই
বুড়ি (আদর করে) ব্যাটিক কন
যার ধর্ম তার কাছে
বুড়ির(আদর করে) জন্য হামরা আছে
রংপুরেরি ধন
ওকি ও ভাই লো
মরার আগে তার কপালত ভাল-মন্দই ছিলো।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ভালই বলেছেন ভাই, বুড়ি বেটির আর চিন্তা নাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: জন্মদাতা/দাত্রীও এক সময় বোঝা হয়ে যায় । মানুষ বড় অদ্ভুত! ভুলে যায় একদিন সেও বৃদ্ধ হবে ।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

প্রামানিক বলেছেন: ভাল বলেছেন ভাই, প্রায়ই দেখা যায় বুড়া বয়সে বাপ মা অবহেলিত হয়ে যায়। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গানে বাস্তবতার প্রতিচ্ছবি । দারুণ !!!

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩

মানবী বলেছেন: ৪ নং মন্তব্যের জবাব পড়ে হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা!!!!

প্রথমত, মন্তব্যে আমার নিজেকে হতভাগী হিসেবে উল্লেখ করা হয়নি, এই গানটিই একজন হতভাগী নারীর আহাজারি সেটা বলেছি।

দ্বিতীয়ত, দুঃস্বপ্নেও ভাবনায় আসেনি আপনি এই গান গেয়ে শোনাবেন। কোন অনলাইন সাইটে বা ভবিষ্যতে কোন অণিষ্ঠানে প্রচারিত হলে শোনার আগ্রহ রইলো!!!

কি মন্তব্যের কি জবাব ভাই প্রামানিক!!!!!!!

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

প্রামানিক বলেছেন: ঘটনাটা কেমন হলো, সেই গল্পের মত হলো-- "মরতে বললাম ঘোড়াটাকে মরল আমার গরু"। তবে চেষ্টা করবো গানটি কাউকে দিয়ে গাওয়াতে পারলে ইউটিউবে শেয়ার করার। প্রতি মন্তব্য করার জন্য খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: অনেক দিন পর সেই পরিচিত ভাষা... ঐ সাইডে ছিলাম অনেক দিন।
+

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। খুশি হলাম আপনার মন্তব্য পড়ে। শুভেচ্ছা রইল।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১

রাজসোহান বলেছেন: নারীর দুঃখ :(

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজসোহান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

উল্টা দূরবীন বলেছেন: দারুণ।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাওয়াইয়া তো ঐ অঞ্চলেরই গান, তাই না প্রামানিক ভাই? গান দারুন হয়েছে। এই সিরিজটা চালিয়ে যান।
ধন্যবাদ প্রামানিক ভাই।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন হেনা ভাই, ভাওয়াইয়া রংপুর, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি অঞ্চলের মজাদার গান। ১৯৮৩ সালে ভারতের জলপাইগুড়িতে গিয়ে আয়শা সরকারের কন্ঠে ভাওয়াইয়া সুরে গান শুনেছিলাম "বকারী টিয়ায় খায়"। শুভেচ্ছা রইল।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

তৌফিক মাসুদ বলেছেন: উত্তর বংগের বেশিরভাগ এলাকার ভাষা বুঝতে পারি। রংপুরে র উচ্চারণ করতে পারেনা, অ বলে।

সামাজিক একটা ব্যপার নিয়ে লেখাটা শেয়ার করার জন্য ধন্যবাদ। এগুলো আমরা আমাদের গ্রাম থেকে না কুড়োলে হাড়িয়ে যাবে।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন, রংপুরের মানুষেরা "র" উচ্চারণ করতে পারে না। রংপুরকে অংপুর উচ্চারণ করে। রাজারবাগকে আজারবাগ বলে। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৯

উর্বি বলেছেন: দারুন

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। অনেক অনেক শুভেচছা রইল।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৮

রিপি বলেছেন:
আহারে মহিলার আহাজারি বেশ ভালো ভাবেই ফুটে উঠেছে।
প্রামানিক ভাইয়ার বাসা কি রংপুরে!! :)
কবিতায় প্লাস।

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: জি ভাই, ঐ অঞ্চলেই। ধন্যবাদ আপনাকে।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৩

মনিরা সুলতানা বলেছেন: আহা দারুন কথা ++্

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনিরা সুলতানা। অনেক অনেক শুভেচছা রইল।

১৭| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৪

এহসান সাবির বলেছেন: সুন্দর হইছে।

সিরিজ চলুক।

শুভেচ্ছা।

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এহসান সাবির। অনেক অনেক শুভেচছা রইল।

১৮| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৭

নীলপরি বলেছেন: অসাধারণ ।++
শব্দার্থ দেও্য়ার জন্য ধন্যবাদ ।

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচছা রইল।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

মুয়াড পানজাবি বলেছেন: ামি রাংপুরের রাংপুর ামার খুব ভালো লাগলো কোললোল ভাি ভালো লিখচেন, ভালো ঠাকবেন

http://www.somewhereinblog.net/blog/MuadFabrication/30124788
http://www.muadfashion.com/

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুয়াড পানজাবি। অনেক অনেক শুভেচছা রইল।

২০| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা
আঞ্চলিক কবিতা তো অনেক মজার। =p~
+ রইলো।

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমিই মিসির আলী। অনেক অনেক শুভেচছা রইল।

২১| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর লিরিক তার আবার ভাওয়াইয়া অসাধারণ ভাই।

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচছা রইল।

২২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: দারুণ !!!

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তাহসিন। অনেক অনেক শুভেচছা রইল।

২৩| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: প্রামনিক ভা্ইয়ের ছড়া
লাগ মিঠে কড়া,
কাতু কুতু চোখে তাকায়
তিন দিনের মড়া !!

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নুরু ভাই, উৎসাহিত হলাম। ধন্যবাদ

২৪| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

জুন বলেছেন: দু:খময় লিরিকে অনেক ভালোলাগা প্রামানিক ভাই
+

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। অনেক অনেক শুভেচছা রইল।

২৫| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১

পুলহ বলেছেন: খুব ভালো লাগলো। নীচে শব্দগুলোর অর্থ ব্যাখ্যা করে ভালো করেছেন, এতে নিঃসন্দেহে পাঠকের সুবিধে হবে।
প্লাস একটার বেশি দেয়া যায় না, তা না হলে কয়েকটা প্লাস দিতাম প্রামানিক ভাই।
শুভকামনা!

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পুলহ। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচছা রইল।

২৬| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

গোল্ডেন গ্লাইডার বলেছেন: তয় ছবিডা লিরিকসের সাথে খাটে নাই ভাই।

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: বুইড়া মার্কা ছবি দেয়ার চেষ্টা করেছি কিন্তু মিলাতে পারি নাই। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২৭| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭

হাফিজ বিন শামসী বলেছেন: "ওকি ও কালানি লো
মরার আগে মোর কপালত এ্যাগলাই কি ছিলো।" :)

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাফিজ বি শামসী। অনেক অনেক শুভেচছা রইল।

২৮| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:


চমৎকার কষ্ট
;)

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র। উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচছা রইল।

২৯| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

শামছুল ইসলাম বলেছেন: ভাওয়াইয়া গান, তার পর আবার রংপুরের, ভাল না লেগে উপায় আছে।

০২ এর জন্য অপেক্ষায় থাকলাম।

ভাল থাকুন। সবসময়।

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। অবশ্যই দ্বিতীয় গানটিও পোষ্ট করবো তবে ১লা বৈশাখের পরে। শুভেচ্ছা রইল।

৩০| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন: তাইলে বিয়া করার দরকার নাই B-)

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

প্রামানিক বলেছেন: কষ্ট না করলে তো সুখ পাবেন না। কাজেই বিয়ের পরে সুখে দুঃখেই জীবনা কাটানো ভালো। ধন্যবাদ

৩১| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫

ফয়সাল রকি বলেছেন: প্লট ভাল, লেখাও ভাল হয়েছে.. এখন সুর করে ফেলেন।
+++

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.