নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

পান্তা খেয়ে বাঙালী হই

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১


শহীদুল ইসলাম প্রামানিক

আমরা সবাই বাঙালী যে
বৈশাখ এলেই বুঝি
অন্য সময় এমন করে
পান্তা ভাত কি খুঁজি?

পান্তা দেখলে গামলা ধরে
ডাস্টবিনে দেই ফেলে
মধ্যবিত্তও খায় না এখন
কিংবা ধনীর ছেলে।

গরীবরা খায় ক্ষুধার জ্বালায়
খাবার পায়না বলে
তারাও কি আর খাবে এসব
ভাতের যোগার হলে?

কিন্তু এখন যুগ-জামানা
পাল্টে গেছে ভাই
বৈশাখ এলেই ইলিশ পান্তা
সবার পাতে চাই।

পান্তা ছাড়া বৈশাখ মাসে
খাঁটি বাঙালী নই
পান্তা খেয়েই বাংলা ভুলে
ইংলিশ কথা কই।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৫৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: প্রথম................

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: প্রথম হওয়ার জন্য পান্তা খাওয়ার দাওয়াত থাকল। ধন্যবাদ

২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

তট রেখা বলেছেন: ++++++
আমার মনের কথাটিই বলেছেন ছন্দে ছন্দে।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তট রেখা। আন্তরিক শুভেচ্ছা রইল।

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমরা বাঙ্গালী হয়ে গেছি কাঙ্গালী
ইলিশ পাশের বাড়ীর খায় মদন
পান্তা বড় লোকের ফ্যশান।
পান্তা ,পাঙ্গাস আমাদের করো নাকো সর্বনাশ
আমার মত গরীবের প্রতি দিনের খাবার।

মিথ্যা মিথ্যা দাওয়াত আর না শুনতে চাই
প্রামাণিক ভাইয়ের বাড়ীতে পান্তা আর ইলিশ খেতে চাই?

সবাই যদি রাজি থাকেন ভাইয়ের বাড়ীতে পান্তা আর ইলিশ খাওয়ার হামলা করতে চাই।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: তথাস্থ আমি রাজি আছি। ধন্যবাদ

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

সুশীল দত্ত বলেছেন: পান্তা খাইনা এটা সত্য কিন্তু বৈশাখ মাসে পান্তা খাইনা এটা আরো ধ্রুব সত্য

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: এই তো একজন পান্তা ছাড়া বাঙালী পাইলাম। ধন্যবাদ আপনাকে।

৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

গেম চেঞ্জার বলেছেন: ব্যাপারটা নিয়ে হীনমন্যতা পোষণ করার দরকার নেই। পান্তা ইলিশ খেলে পাপ হবে এমন তো না! আমরা যারা খাই, তাতে বাঁধা দিয়ে কি লাভ!
এমন তো না, বাঙালি হতে গেলে এ দিন পান্তা ইলিশ ছাড়া চলবেই না!!!

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: বাঙালি হতে গেলে এ দিন পান্তা ইলিশ ছাড়া চলবেই না!!!
অনেকের ধারনা এমনই। খামাখাই পান্তা খেয়ে ইলিশের দাম বাড়িয়ে দেয়। যারা সারা বছর পান্তা খায় তাদের জন্য এটা কিছু না। ধন্যবাদ আপনাকে।

৬| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

মুসাফির নামা বলেছেন: না আপনার ছড়ার প্রেমে পড়ে গেছি।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: খুশি হলাম। আন্তরিক শুভেচ্ছা রইল।

৭| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা...হা....হা......
ভালো লিখেছেন!

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুল্লাহ শামীম। অনেক অনেক শুভ্চেছা রইল।

৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

যোগী বলেছেন:
আমি বুঝিনা এক দিন পান্তা ইলিশ খাওয়া নিয়ে মানুষের এত সমস্যা কেন। পৃথীবির প্রায় সব দেশেই বিশেষ দিনে বিশেষ খাবার খাওয়ার প্রচলন আছে। এটা উৎসব বা মজা করার এক ধরনের অনুঘটক আর মানুষের মজা করা বা উৎসব করা আর্থ-সামাজিক উন্নয়নের জন্য খুবই গুরুত্ব পূর্ণ।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন যোগী ভাই। শুভেচ্ছা রইল।

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

শাহজালাল হাওলাদার বলেছেন: ধন্যবাদ ঠাণ্ডা প্রতিবাদের জন্য।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহজালাল হাওলাদার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

সোহানী বলেছেন: কেজি কত ইলিশের???? কয়দিন পরতো বড়লোক থেকে আরো বড়লোকরাই শুধু ইলিশ খেতে পারবে.......

চমৎকার ছড়ায় ++++++++++++

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: বোন সেদিকে আর নাইবা গেলাম। শুনেছি তিন কেজি সাইজের একটা ইলিশ নাকি লাখ টাকায় বিক্রি হয়েছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪

কালনী নদী বলেছেন: আমি কিন্তু সবসময় পান্তা ভাত খাই ভাই!
অসাধারণ ছড়া- তাই সরাসরি প্রিয়তে,
শেষের দিকের ঘা টা ভালই দিছেন বড় ভাই
পান্তা ছাড়া বৈশাখ মাসে
খাঁটি বাঙালী নই
পান্তা খেয়েই বাংলা ভুলে
ইংলিশ কথা কই।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩

প্রামানিক বলেছেন: আপনার মত মানুষ আছে দেখেই বাঙালীয়ানা ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।

১২| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩

দৃষ্টিসীমানা বলেছেন: অসাধারন ছবি আর ছড়া দুটোই খুব ভাল লাগল । শুভ কামনা ।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দৃষ্টিসীমানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪

জুন বলেছেন: ১৫ নম্বরের মন্তব্যকারী কি চা পেতে পারে প্রামানিক ভাই? ছড়াতো অনাবদ্য

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০

প্রামানিক বলেছেন: আপনি শুধু চা নয় পান্তা চাইলে তাও খাওয়াতে রাজী আছি। হাজার হলেও আপনি আমার বড় বোন। আপনাকে না খাইয়ে রাখা যায়।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: আমি জীবনেও খাই নাই।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৮

প্রামানিক বলেছেন: তাইলে আপনি কি পান্তা না খাওয়া বাঙালী? ধন্যবাদ

১৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫

শুভ্র বিকেল বলেছেন: সত্য কথন প্রামানিক ভাই। শুভেচ্ছা জানবেন।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র বিকেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬

মনস্বিনী বলেছেন: ভাল লাগল।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনস্বিনী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: হুম

১৯| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রামানিক ভাই, খুবই দুঃখ জনক - কিছুই করার নেই, পহেলা বৈশাখ নিয়ে আমার একটি লেখা আছে পড়ে দেখতে পারেন ।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: ঠিক আছে ভাই অবশ্যই পড়বো। ধন্যবাদ

২০| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

বিদ্রোহী সিপাহী বলেছেন: চমৎকার হইছে ভাই। কবিতায় ভাল লাগা রইল

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী সিপাহী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

ঢাকাবাসী বলেছেন: সুন্দর ছড়া। পান্তা মূলত রাতের বাসী ভাতকে পানি দিয়ে বিজিয়ে রেখে সকালে যা হয় তা। গরম ভাতে পানি দিয়েই আজকাল পান্তা বলে চালানো হয় সাথে থাকবে ষোল হাজার টাকা হালির ইলিশ ভাজা! আসুন খেয়ে ধন্য হই।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: দারুণ বলেছেন ভাই, এখন আর রাতের বাসি পান্তা খায় না গরম ভাতে পানি দিয়ে পান্তা বানিয়ে খায়। মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

২২| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর!

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অনিকেত বৈরাগী তূর্য। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এ ধরণের উৎসব পালনে দোষের কিছু দেখি না । ঐতিহ্য হিসেবেই দেখি । তবে কোন প্রকার বেহায়াপনা গ্রহণযোগ্য নয় ।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: আপনার কথা ঠিক আছে, তবে বেহায়াপনাসহ অতিরঞ্জিত কোন কিছুই ভাল না।

২৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পান্তা ভাত না খেলে কি হবে ভাই?
তবে এগুলো শুধুই যুগের নোংড়ামি মনে করি । যেখানে কত মানুষ আছে খেতে পায়না একবেলার মরিচ পান্তা সেখানে ইলিস যার দাম হাজার হাজার টাকা ! আপনার কবিতা অসাধারণ ফুটায়ে তোলছেন। ধন্যবাদ ভাই।
নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন। আপনার মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। পান্তার চেয়ে ইলিশের দাম নিয়েই যেন বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। এটাই আমার কাছে খারাপ লাগছে।

২৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

হাফিজ বিন শামসী বলেছেন: বোশেখ এলে
পড়ে মনে,
পান্তা ভাতের কথা।
এক তারিখে
সকাল বেলা
ছুটে চলি যথা।

খাব পান্তা
ফূর্তি মনে,
সয়না দেরী প্রাণে।
বসি গিয়ে
বট তলাতে,
ইলিশ পান্তার টানে।

খাওয়া শেষে
দু কদম যেই,
বাড়াই সামনে পা।
অমনি পান্তা
ভিতর থেকে,
জোরে মারে ঘা।

বেরিয়ে এল
ইলিশ সহ,
পান্তাভাত আর পানি।
হাসপাতালে
নেবে আমায়,
সবাই পেরেশানি।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: দারুণ ছন্দ দিয়ে মন্তব্য করায় অসংখ্য ধন্যবাদ জানাই। শুভেচ্ছা রইল।

২৬| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


পান্তার সাথে শুকনো মরিচ পোড়া/ভাজা হলে আমি রাজি, প্রামানিক ভাই। কিন্তু ইলিশ/পেঁয়াজ এসব আমার হয় না।

চমৎকার ছড়ায় অনেক অনেক ভালোলাগা :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: আপনার সাথে আমিও একমত। ধন্যবাদ মইনুল ভাই।

২৭| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

মনিরা সুলতানা বলেছেন: ভাই পান্তার সাথে হাঁসের ডিম ফুলা ফুলা করে ভাজা ,পোড়া মরিচ আর কাঁচা পেয়াজ
বেহেশতি খাবার :``>>
ছড়ায় প্লাস :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: বলেন কি! এতো দেখি চরম মজাদার খাবারের কথা বললেন। ইলিশের চেয়ে এটাই বেশি স্বাদের। ধন্যবাদ আপনাকে।

২৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

মিজানুর রহমান মিরান বলেছেন: সব ফাউ কাম!

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

২৯| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: নির্মম সত্য । যতসব রং তামাশা ।

চমৎকার ছড়া ।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.