নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
চারটে ইলিশ চৌদ্দ হাজার
বেজায় চড়া দাম
দাম শুনে যে ঘুরছে মাথা
ঝরছে দেহের ঘাম।
অনেক বাজার ঘুরল হাবু
কমে না যায় পাওয়া
ভাবছে বসে এই বৈশাখে
হবে না ইলিশ খাওয়া?
ইলিশ ছাড়া নববর্ষটা
কেমন লাগবে ভাই,
যেমনেই হোক বৈশাখেতে
ইলিশ খাওয়া চাই।
খাওয়ার টেবিলে খাচ্ছে যখন
ভাবছে বসে বসে
হঠাৎ একটা বুদ্ধি পেয়েই
চিৎকার দিলো জোশে।
রং পেন্সিলে মনের মত
মাছের ছবি এঁকে
ইলিশ মাছের সাধ মেটাবো
ঐ ছবিটা দেখে।
নয়তো কিছু হলুদ মরিচ
সঙ্গে সরিষা বেটে
ছড়িয়ে দিয়ে ছবির উপর
খাবো চেটে চেটে।
হাবুর কথায় অনেক লোকে
পাগল ভাবতে পারেন
সাধ্য নাই যার তাদের বলছি
ইলিশ কেনা ছাড়েন।
তারপরেতেও ইচ্ছে যাদের
তাদের বলছি ভাই
এইভাবেতে খাবেন ইলিশ
এর চেয়ে মজা নাই।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাফিজ বিন শামসী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯
হাফিজ বিন শামসী বলেছেন: হাবু না হয়
ছবি দেখে,
মনকে দেবে শান্তনা।
বৌ যাবে
বাপের বাড়ি,
ও সব কথা মানবেনা।
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২
প্রামানিক বলেছেন: মাছের দাম আর পকেটের কথা চিন্তা করে বউকে বুঝাতে হবে। আর যে বউ বুঝবে না সে তো বউ হলো না। ধন্যবাদ রসালো ছড়া মন্তব্যর জন্য।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: হাবুর কথায় অনেক লোকে
পাগল ভাবতে পারেন
সাধ্য নাই যার তাদের বলছি
ইলিশ কেনা ছাড়েন।" ঠিক তাই!
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধূ। নববর্ষের শুভেচ্ছা রইল।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬
তট রেখা বলেছেন: ছোট বেলায় চয়নিকা বই এ পড়েছিলামঃ
"মালয় দ্বীপে এক যে বোকা শেয়ালে
খিধে পেলে ছবি এঁকে দেয়ালে
চাটছে বসে আপন মনে খেয়ালে"
এখন বাঙ্গালীকে মালয় দ্বীপের শেয়ালই হতে হবে। ভাল লাগল, ধন্যবাদ।
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮
প্রামানিক বলেছেন: ইলিশের যে দাম তাতে মলয় দ্বীপের শেয়াল হওয়া ছাড়া উপায় নাই। ধন্যবাদ
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
হাসান মাহবুব বলেছেন: ভালো উপায় বাতলায়া দিছেন!
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। যার সামর্থ নাই তার তো উপায় বের করা দরকার। তাই করে দিলাম। নব বর্ষের শুভেচ্ছা রইল।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪
মুসাফির নামা বলেছেন: বুদ্ধির তারিফ করতে হয়। প্রামাণিক ভাই,আপনার জন্য অন্যরাতো আলোচিত পোস্টে জায়গা পাচ্ছেনা।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২
প্রামানিক বলেছেন: সবকিছু আপনাদের সহযোগীতার ফসল। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। নববর্ষের শুভেচ্ছা রইল।
৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। ইলিশ খাওয়ার এই তরিকা আমার খুব পছন্দ হয়েছে।
ধন্যবাদ প্রামানিক ভাই।
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১
প্রামানিক বলেছেন: গরীব মানুষের নববর্ষ পালনের এছাড়া আর ভাল উপায় দেখি না। ধন্যবাদ হেনা ভাই। নববর্ষের শুভেচ্ছা রইল।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫
বিজন রয় বলেছেন: পুঁটি ভাজি দিয়ে পান্তা খাবো, খারাপ লাগে না।
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬
প্রামানিক বলেছেন: পুঁটিমাছ আগে সস্তা ছিল এখন কিন্তু পুঁটিমাছ সস্তা না। রুই মাছের চেয়েও দাম বেশি। কাজেই এটা খেতে হলে ইলিশের দামের কাছাকাছি খরচ করতে হবে। ইলিশ মাছ পাওয়া গেলেও পুঁটিমাছ সচারচার পাওয়া যায় না। তারপরেও ব্যতিক্রম পুঁটি পান্তা খাওয়ার আয়োজন করায় খুশি হলাম। নববর্ষের শুভেচ্ছা রইল।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬
বিজন রয় বলেছেন: না প্রামানিক ভাই, পুঁটিমাছ এখনো অত দামী নয়।
গতকাল কিনেছি খাঁটি দেশি তিতপুঁটি, এক কেজি ২০০ টাকা।
জ্যান্ত, নরসিংদীর রাধানগর থেকে।
অনেক টেস্ট। আপনি আমার বাসায় এল খাওয়াতে পারবো।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২
প্রামানিক বলেছেন: তিতপুঁটির দাম ২০০টাকা কেজি হলে বড় পুঁটির দাম নিশ্চয় চারশত টাকা। তিতপুঁটি তো তেতো লাগার কথা আপনি অনেক টেস্ট পেলেন কেমনে?
১০| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
আজিজার বলেছেন: দুধের সাধ ঘোলে কি মিটবে।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২
প্রামানিক বলেছেন: দুধ যোগাড় করতে না পারলে অনেক সময় ঘোল খেয়েই সাধ মিটাতে হয়। গরীবদের কি আর করা। নববর্ষের শুভেচ্ছা রইল।
১১| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯
উল্টা দূরবীন বলেছেন: বুদ্ধি ভালো। তবে ছবি না এঁকে নেট থেকে নামিয়ে নিলে কষ্ট আরো কম হয়।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪
প্রামানিক বলেছেন: বুদ্ধিটা মন্দ দেন নাই। আপনার মন্তব্য পড়ে আন্দিত হলাম। নববর্ষের শুভেচছা রইল।
১২| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০
মো: ইমরান আল হাদী বলেছেন: বাহঃ! বাহঃ অতি চমৎকার কবিতা,অভিন্দন ও নববর্ষের শুভেচ্ছা।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ইমরান আল হাদী। আপনাকেও অভিনন্দন। নববর্ষের শুভেচ্ছা রইল।
১৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
ছড়ায় দু:খ রয়েছে; নতুন বছরের মেনু হলো, সামর্থানুযী ভালো খাবার।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯
প্রামানিক বলেছেন: যার সামর্থ নাই তার মেনুও নাই। ধন্যবাদ ভাই চাঁদগাজী।
১৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৬
শুভ্র বিকেল বলেছেন: দারুণ ছড়া। মাছ যার সাধ্য আছে খাক কিন্তু জাটকা ধরা বন্ধ হোক।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০
প্রামানিক বলেছেন: এই টা ভাল বলেছেন। জাটকা ধরা বন্ধ হলে বড় ইলিশ পাওয়া যাবে। নববর্ষের শুভ্চেছা রইল।
১৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯
কালনী নদী বলেছেন: ইলিশ ছাড়া নববর্ষটা
কেমন লাগবে ভাই,
যেমনেই হোক বৈশাখেতে
ইলিশ খাওয়া চাই।[/sb
মনে হয় এবার হাবলুর জন্য ইলিশ চিনতাই করতেই হবে!
অনেক সুন্দর হইছে ভা্য়া, এটাও সরাসরি প্রিয়তে!
নববর্ষের শোভেচ্ছা জানবেন বড় ভাইয়া
আগামতেও আমাদের এমন সুন্দর সুন্দর ছড়া দিয়ে প্রীত করবেন... এই কামনা রইল। নতুন বছর হোক ছড়াময় আর প্রামানিক
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। আপনাদের উৎসাহ সব সময় আমাকে প্রেরণা যোগায়। আজকের মন্তব্যতেও এর ঘাটতি নেই। নববর্ষের শুভেচ্ছা রইল।
১৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
শামছুল ইসলাম বলেছেন: মজার ছড়া !!!
//নয়তো কিছু হলুদ মরিচ
সঙ্গে সরিষা বেটে
ছড়িয়ে দিয়ে ছবির উপর
খাবো চেটে চেটে।//
প্রামানিক ভাই, আমি তো ভাল আঁকতে পারিনা, আমার হবেটা কি?
ভাল থাকুন। সবসময়।
১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
প্রামানিক বলেছেন: অসুবিধা নাই এর জন্য গোগুল মামা আছে না। নববর্ষের শুভ্চেছা রইল।
১৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪
তাসলিমা আক্তার বলেছেন: খাইছেরে, দুই নম্বরী বুদ্ধি . ছড়া এস ইউজুয়াল ভালো
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: নারে বোন এটা দুই নম্বরী বুদ্ধি না যার সামর্থ নাই তার জন্যে আশ মিটানো বুদ্ধি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪
মিজানুর রহমান মিরান বলেছেন: নববর্ষের শুভেচ্ছা নিবেন।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, নব বর্ষের শুভেচ্ছা রইল।
২০| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৪
নীলপরি বলেছেন: নয়তো কিছু হলুদ মরিচ
সঙ্গে সরিষা বেটে
ছড়িয়ে দিয়ে ছবির উপর
খাবো চেটে চেটে।
দারুন পরামর্শ ।
কবিতা ভলো লাগলো ।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৫
সাগর মাঝি বলেছেন: হাঃ হাঃ হাঃ চমৎকার হয়েছে প্রামানিক ভাই।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাগর মাঝি। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২২| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২
সোজোন বাদিয়া বলেছেন: ভালই নববর্ষের একটা উপহার দিলেন । ভাল থাকুন।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোজোন বাদিয়া। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪
জার্মান প্রবাসে বলেছেন: ভাল্লাগছে।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, জার্মান প্রবাসে। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯
জুন বলেছেন: নয়তো কিছু হলুদ মরিচ
সঙ্গে সরিষা বেটে
ছড়িয়ে দিয়ে ছবির উপর
খাবো চেটে চেটে।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৫| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো ভাই ভালো বুদ্ধি বের করেছেন, তো স্বাধটা কেমন হয়েছিলো
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫
প্রামানিক বলেছেন: লবন মরিচ আর ঝাল ঝাল লাগছিল। ধন্যবাদ
২৬| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
২৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬
সাদা মনের মানুষ বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২
প্রামানিক বলেছেন: এ তো দেখি আমন ধানের পান্তা।
২৮| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: এতো দেখছি শুধু ছড়া নয়, ধান বিশেষজ্ঞও (বিশেষ+ অজ্ঞ) বটে!
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
প্রামানিক বলেছেন: হে হে হে কথা মন্দ কন নাই, ধানের অজ্ঞ না হইলে কি আর ইরি ধানরে পাইজাম মনে কইরা খাই।
২৯| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, আপ্নে ধান খান ক্যান, চাউলের কি দেশে আকাল পরছে!!!
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪
প্রামানিক বলেছেন: চাউলের গাছ খুঁজলাম পাইলাম না যে কারণে ধান খাওয়া শুরু করছি।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪
হাফিজ বিন শামসী বলেছেন: বাহ! চমতকার বিকল্প ভাবনা।