নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভুমিকম্প হলো ৬.৯ রিখটার স্কেল

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১১


ভুমিকম্প হয়ে গেল। আমি কম্পিউটারেই বসা ছিলাম। দৌড় দিয়ে লাভ নাই। দৌড় দিয়ে মেইন গেটে যেতে যেতে যা হবার তা হয়ে যাবে। সেই চিন্তা করে ব্লগেই ডুবে ছিলাম। এ অবস্থা দেখে আমার কলিগরা আমাকে তিরষ্কার করল। তারপরেও আমি কিছু বলি নাই। চুপ করে বসেই আছি। দেখা যাক কি হয়- - - ।

এদিকে পাশের টেবিলের আমার এক কলিগ ভুমিকম্পের ভয়ে হুশহারা হয়ে টেবিলের নিচে ঢুকতে গিয়ে থুতনিতে ব্যাথা পেয়েছে, তবে টেবিলের নিচে জায়গা না থাকায় ঢুকতে পারে নাই। সে নিয়ে সে কি হাসাহাসি। ভুমিকম্পের সময় আপনারা কে কি করেছেন তাড়াতাড়ি জানান- - -

আমার আরেক কলিগ ভুমিকম্পের খবর জানাতে বউয়ের কাছে টেলিফোন করার খুব চেষ্টা করছে কিন্তু নেটওয়ার্ক নাই। সে দুখে মরে যাচ্ছে।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪

রমিত বলেছেন: আমি ঢাকায়, আমার অবস্থা ভালোই। আমার এক কলিগের ফ্যামিলি চট্টগ্রামে, তিনি মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছেন না, দুঃশ্চিন্তায় আছেন।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: মোবাইল নেটওয়ার্ক এখানেও নাই। কেউ যোগাযোগ করতে পারছে না। ধন্যবাদ আপনাকে

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

গেম চেঞ্জার বলেছেন: আমি রাস্তায় দাঁড়িয়ে এক সাবেক সহকর্মীর সাথে আলাপ করছিলাম। বিদায় নিয়ে বাসার দিকে এগুব এই সময় দেখি লোকেরা ভুমিকম্পের কথা বলছে। পাশে ছোটখাট মাঠের দিকে দৌড় লাগালাম। :P

মনে হচ্ছিল মাথা ঘুরছে। খাম্বাগুলোতে বৈদ্যুতিক লাইন দুলছিল!! আর বিশেষ করে তাড়াহুড়ো করে বাসা থেকে নেমে আসা রাস্তায় মেয়েদের অবস্থাটা ..... :-B

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: যাক ভাই আপনি তাও রাস্তায় থাকায় দৌড় দিতে পেরেছিলেন, আমার দৌড় দেয়ার সুযোগও ছিল না। ধন্যবাদ আপনাকে।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: আমিও পিসি'র সামনে বসেই ছিলাম....

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আপনি আমি ঠিক কাজটাই করেছি। মরতে তো হবে। ঢাকা শহরে দৌড় দিয়ে লাভ নাই। কোন দিকে দৌড় দিবেন সবদিকেই গিজ গিজ করে বিল্ডিং।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

বোকামানুষ বলেছেন: ভুমিকম্প যখন হল তখন আমিও ল্যাপটপ এর সামনে তখনি এক জুনিয়র কল দিসে ওর সাথে কথা বলতে বলতেই ভুমিকম্প টের পেলাম দেখি সব ঝাকি দিচ্ছে ওকে ফোনেই বলতেসিলাম ভুমিকম্প হইসে টের পাইছিস একটুপর দেখি ফোন কেটে গেছে তারপর তাড়াতাড়ি করে ল্যাপটপ বন্ধ করে নিচে নামলাম ততখনে সবাই প্রায় নিচে আর কেউ কেউ আমার সাথেই নামলো ২-৩ মিনিট থেকে আবার রুম এ চলে আসছি

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: আপনার মত অবস্থা অনেকেরই হয়েছে। ধন্যবাদ আপনাকে।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: আমি চেয়ারে বসা ছিলাম।চেয়ার থেকে উঠতে চাইতেছিলাম না কিন্তু অনবরত চেয়ার ঝাকুনির জন্য উঠে বাহিরে বেরিয়ে আসতে হলো!

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: ঝাকুনি বেশ জোরেই ছিল। যে কারণে ঘরে বসে থাকা ভয়ের ব্যপার ছিল। ধন্যবাদ

৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪

হাসান মাহামুদ সাগর বলেছেন: গেম খেলতেছিলাম চেয়ার থেকে পরে গেছি

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: বলেন কি ভাই, গেম খেলতে খেলতে ভুমিকম্পের ধাক্কায় পড়ে গেলেন! দারুণ তো!

৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

মিজানুর রহমান মিরান বলেছেন: টেরই পেলাম না, জানাবো কি!!

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: বলেন কি! এত দৌড়াদৌড়ি হুড়োহুড়ির মধ্যেও টের পেলেন না! ধন্যবাদ আপনাকে।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

আহা রুবন বলেছেন: বাসায় ফিরে মাত্রই বাথরুমে ঢুকেছি। অমনি বিদ্যুৎ চলে গেল। কষ্ট করে অন্ধকারের মধ্যেই গোসল সারছিলাম, আর হঠাৎ করেই ভূমিকম্প! ভাই ভয়ানক রকমের ভয় পেয়েছি। স্বাভাবিক হতে অনেক সময় লেগেছে।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

প্রামানিক বলেছেন: তাইলে তো ভাই আপনি বড় বিপদেই আছিলেন। যাক আল্লায় যে বড় কোন দুর্ঘটনায় ফেলে নাই এ জন্য আল্লাহর শুকর করি।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২১

সাগর মাঝি বলেছেন: ভুমিকম্পের ভয়ে ঘর থেকে দৌড়ে পালিয়েছিল আমার স্ত্রী, মা, আর ছোট দুই বোন। ফিরে এসে দেখে চুলার উপরে বসানো কড়াইয়ের মাছগুলো জ্বলে পুড়ে বিড়ালের "গু" হয়ে গেছে।
তরপর সারারাত ধরে হাসতে হাসতে পেটে ব্যথা!!!!! :P :P :P

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

প্রামানিক বলেছেন: দারুণ খাবার তৈরী হয়েছে তো। মাছ পুড়ে বিড়ালের গু। কথা শুনে তো আমারো হাসতে হাসতে জান শেষ। ধন্যবাদ

১০| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৫

শুভ্র বিকেল বলেছেন: আসলে আমরা বিশেষ করে ঢাকা শহর খুবই ভুমিকম্প প্রবণ। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক।

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। আল্লাহর রহমতে ঢাকা শহর টিকে আছে।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৫

কালনী নদী বলেছেন: ভুমিকম্পে এতটা ভয় হয় নাই, অনুভুতিশূন্য- তবে একটা পৈশাচিক আনন্দ মনেতে পেয়ে বসেছিল। সর্বোপরি উপভোগই করেছি!

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭

প্রামানিক বলেছেন: দারুণ তো! এত ভীতির মধ্যেও আপনি উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

সাদা মনের মানুষ বলেছেন: আমি আমার নির্মানাধীন বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে ছিলাম, ভুমিকম্প টের পাওয়ার পর ভিমের নিচে এগিয়ে গেলাম........ভুমিকম্প শেষ হওয়ার পর দৌড়ে পালালাম :D

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯

প্রামানিক বলেছেন: আল্লায় আপনারে রক্ষা করছে যে আপনি ভিমের নিচে গেছিলেন বীমের নিচে গেলে কিন্তু রক্ষা আছিল না। দৌড় দেয়ার জন্য ধন্যবাদ

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: ফুল ফুটুক আর না ফুটুক, আজ ১লা বৈশাখ =p~

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: হে হে হে ফুল ফুটবো কতক্ষণে সব ফুল ছিঁড়া সাফা কইরা খোঁপায় পইরা ১লা বৈশাখ পালন করা শেষ।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

নীলপরি বলেছেন: আমি ভেবেছিলাম আমার মাথা ঘুরছে ।পরে সবাই বলল ভূমিকম্প । :)

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: অনেকেরই মাথা ঘুরেছে। ধন্যবাদ

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

তট রেখা বলেছেন: রাস্তায় সস্ত্রীক হাঁটছিলাম, কিছুই বুঝিনি। পরে মানুষের কাছে শুনলাম, ভেবেছিলাম মৃদু কম্পন। টেলিভিশনে দেখলাম রিখটার স্কেলে ৭। দেখলাম এবং আশ্চর্য্য হলাম।

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: রিখটার স্কেল ৭ মানে আশ্চার্য হওয়ারই কথা। ধন্যবাদ

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সেসময় বাসে ছিলাম। অনুভূত হয়নি। পরে খবর পাওয়ার পরে বাসায় যোগাযোগের চেষ্টা চালাই। যথারীতি নেটওয়ার্ক নেই। দুশ্চিন্তায় মাথা খারাপের মত অবস্থা হয়েছিল। আল্লাহ বার বার বাঁচিয়ে দিচ্ছেন আমাদের। কোটি কোটি শুকরিয়া তার কাছে।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: আল্লাহ বার বার বাঁচিয়ে দিচ্ছেন আমাদের। কোটি কোটি শুকরিয়া তার কাছে।

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভূমিকম্পের সময় আমি বাথরুমে ছিলাম। সে এক কেলেঙ্কারি ঘটনা। না পারছি বেরতে, না পারছি বাথরুমে থাকতে। এদিকে আপনার ভাবী গগনবিদারী চিৎকার করে আমাকে বের হতে বলছেন। এই পর্যন্তই থাক।
ধন্যবাদ প্রামানিক ভাই।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০

প্রামানিক বলেছেন: হে হে হে এটাও একটা স্মরণীয় ঘটনা। মনে রাখার মত। ধন্যবাদ হেনা ভাই।

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

হাফিজ বিন শামসী বলেছেন: হায়রে কম্পভূমি তোমার জন্য মানুষ কষ্ট পায় আবার ক্ষণিকের জন্য আনন্দ ও পায়।



তাহলে আল্লাহর অশেষ কৃপায় এখানের কারো ক্ষতি হয়নাই। আলহামদুলিল্লাহ।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

প্রামানিক বলেছেন:
ঠিকই বলেছেন, ভুমকম্প ভয়ের জিনিষ তারপরেও কষ্টানন্দ আছে।

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

হাফিজ বিন শামসী বলেছেন: হায়রে কম্পভূমি তোমার জন্য মানুষ কষ্ট পায় আবার ক্ষণিকের জন্য আনন্দ ও পায়।



তাহলে আল্লাহর অশেষ কৃপায় এখানের কারো ক্ষতি হয়নাই। আলহামদুলিল্লাহ।

২০| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩

কল্লোল আবেদীন বলেছেন: আমারও আপনার মত অবস্থা।

২১| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫

শামছুল ইসলাম বলেছেন: আবু ইসহাকের "গল্প সমগ্র" টা নিয়ে খাটে বসেছি মাত্র, দেখি খাট দুলছে। জানালার দিকে তাকিয়ে দেখি, ভীষণ বেগে কেউ যেন ওদের ঝাকুনি দিচ্ছে। প্রথমে মনে হল কালবৈশাখী, তারপরই মনে হলো - না, ভূমিকম্প। মিনিট খানেক আগে আমার ছেলে বাথরুমে ঢুঁকেছে, বাথরুমের দরজায় আঘাত করে ওকে ডাকলাম। ও বেরিয়ে এল, ঘর থেকে বেরিয়ে ওকে নিয়ে ডাইনিং কাম ড্রইং রুমের পিলারের নীচে দাঁড়ালাম, এক কোণে আমার স্ত্রী নামাজ পড়ছিল। ওকে আস্তে করে বললাম, "ভূমিকম্প হচ্ছে।" ও নামাজ থেকে উঠল না। আমি দোতালায় থাকি, উপর থেকে ভয়ার্ত কন্ঠে মানুষের নামার আওয়াজ পাচ্ছি সিঁড়িতে। ওর নামাজ শেষ হলো, আমরা ৩ জন নীচে নেমে দেখি গলিটা ভরে গেছে। অবশ্য বাসা থেকে নামার আগে দরজায় তালা লাগালাম, এই বিপদের সময়ও এক শ্রেণীর মানুষ ঠান্ডা মাথায় আপনার/আমার ঘরে হানা দিতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.