নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কৃষকের গলায় ফাঁসি

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১১


শহীদুল ইসলাম প্রামানিক

ধান কাটার পর কৃষকগুলোর
গলায় পড়ছে ফাঁসি
ধানের মূল্য কম হওয়াতে
মুখে নাই আর হাসি।

সাড়ে তিনশ’ ধানের মূল্য
তবু নেয়না কিনে
কেমনে দিবে শ্রমের মূল্য
টাকা পয়সা বিনে?

হায়! হায়! হায়! করছে শুধু
মাথায় দিয়ে হাত
ধান চাষেতে পোষায় না আর
নিদ্রা বিহীন রাত।

মণ প্রতি ভাই খরচ যত
ততও যদি পায়
সেই টাকাতেই খুশি হয়ে
আনন্দে গান গায়।

কিন্তু এখন খরচের চেয়ে
ধানের মূল্য কম
হা হুতাসে কৃষক সমাজ
ফেলছে শুধু দম।

নিজের টাকায় ফসল করে
যদি না পায় দাম
কি লাভ তাদের মিছামিছি
ঝরিয়ে দেহের ঘাম?

টাকা যাবে শ্রম যাবে
অর্ধেক মূল্য পাবে
দু'দিন পরে কৃষকরা তো
জমি বেচে খাবে।

কৃষক যদি লোকসান খায়
আবাদ দিবে ছেড়ে
সামনে দিনে খাদ্য ঘাটতি
দ্বিগুণ যাবে বেড়ে।

অধিক কমে ফসল বেচা
শুভ লক্ষণ নয়
কৃষক মরলে দেশের ক্ষতি
এইটা হলো ভয়।

বেতন বাড়ে ভাড়া বাড়ে
ধানের মূল্য কমে
দুর্ভিক্ষের ভাব আসলে পরে
টানবে কিন্তু যমে।

ক্ষুধার রাজ্যে টাকা পয়সায়
কাজ হবে না ভাই
অনাহারে থাকবেন শুয়ে
জানটা দেখবেন নাই।

(উত্তরাঞ্চলে ধানের মূল্য ৩৬০/- টাকা মণ। সরকার ধানের মূল্য ৮৮০/- টাকা নির্ধারণ করে দিয়েছে। সরকারের নির্ধারিত মূল্যের অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না। কৃষকরা ধান নিয়ে বিপাকে পড়েছে। তাদের উৎপাদন খরচ উঠছে না।)

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২৭

হাফিজ বিন শামসী বলেছেন: ছন্দে ছন্দে কৃষকের কষ্ট আর ভবিষ্যৎ দেশের অর্থনীতির দুরবস্থারর আশংকা তুলে ধরায় ধন্যবাদ প্রামাণিক ভাইকে। ছড়ায় ভাললাগা রইল।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাফিজ বিন শামসী। কৃষকদের অবস্থা খুব একটা ভাল না, ধান চাষ করে খরচ তুলতে পারছে না। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৩৯

পবন সরকার বলেছেন: দেশের আশি ভাগ লোক কৃষক, কৃষক ক্ষতিগ্রস্ত হওয়াটা দেশের জন্য শুভ নয়।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:০৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, কৃষকদের সমস্যা মানেই দেশের সমস্যা।

৩| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




ছড়ায় ছড়ায় বলা হলেও , এ হলো বাঙলার কৃষকদের চিরকালের দীর্ঘশ্বাস ।
একশ্রেনীর মধ্যসত্ত্বভোগী ও খাদ্য বিভাগীয় লোকেদের কূটচাল ও সিন্ডিকেট গঠনের কারনে কৃষকেরা সরকার নির্ধারিত ন্যায্য মূল্য পায়না । কোনওদিনই পায়নি ।
কৃষকদের উচিৎ প্রতিটি গ্রামে সমবায় গড়ে তোলা । এতে কৃষকের হাত শক্ত হবে । বাজারজাত করনের ঝুঁকিগুলো একজন একক কৃষকের বেলাতে খুব বেশী । দালালদের কারসাজিতে তার ন্যায্যমূল্য পাওয়া অসম্ভব একটি ব্যাপার । যৌথভাবে সমবায়ের ভিত্তিতে বাজারজাত করতে হবে কৃষককে । এলাকার একজন কৃষকের হাতেও যেন কোন ধান না থাকে । তাহলেই কৃষক সমবায় নিজেই বাজার নিয়ন্ত্রন করতে পারবে । কারন ধান কেনার জন্যে বাজারে আর কোনও একক কৃষকের ধান থাকবেনা যে , সে বাধ্য হবে দালালদের বেঁধে দেয়া দামে ধান বিক্রি করতে ।
সরকারী ধান-চাল কেনায় নিয়োজিত লোকেরাও তখন বাধ্য হবে সমবায় থেকেই ধান কিনতে । কারন তাদের একটি ক্রয় লক্ষ্যমাত্রা ধার্য্য করা থাকে ।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:১৮

প্রামানিক বলেছেন: কৃষকরা সমবায় করলে তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারতো কিন্তু সমবায়ের মাধ্যমে বাংলার কৃষক একত্রিত হতে পারছে না। বাংলার কৃষক যার যার মত থাকতে পছন্দ করে। যে কারণে এই সমস্যা।

৪| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৯

এম এ কাশেম বলেছেন: বেহাল অবস্থা প্রামানিক ভাই।

.
হাল বন্ধ, চাষ বন্ধ
দেশের উপায় কি
আমি মরি, তুমি মর
তাদের পাতে ঘি।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:১৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন কারো হাল জাল বন্ধ কারো পাতে ঘি। ধন্যবাদ

৫| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৬

সুমন কর বলেছেন: কৃষক তার ন্যায্য মূল্য পাক।

ছড়ায় ভালো লাগা রইলো।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২০

প্রামানিক বলেছেন: সরকার কৃষকদের ন্যায্যমূল্যের ব্যবস্থা করলেও দালালদের কারণে পায় না।

৬| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৪২

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে কৃষকদের কথা মূখেই ভাবে সবাই কাজে নয়

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, মুখে মুখে সবাই কৃষকদের স্বর্গে নিয়ে যায় বাস্তবে কিছুই হয় না। ধন্যবাদ আপনাকে।

৭| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৩১

দেবজ্যোতিকাজল বলেছেন: চালের দাম 40 কিন্তু ধানের দাম 10 ।।সরকার ধান কিনে না ?

০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৫০

প্রামানিক বলেছেন: এখানেই তো কৃষকরা বিপদে আছে। ধন্যবাদ

৮| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৪

শামছুল ইসলাম বলেছেন: কৃষকদের মধ্যস্বত্ব ভোগীদের (দালাল) হাত থেকে বাঁচাতে হলে সরকার অথবা ভোক্তাকে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনতে হবে। আর তার জন্য দরকার কম্পিউটারাইজড বেচা-কেনার সিস্টেম চালু করা।

ভাল থাকুন। সবসময়।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১

প্রামানিক বলেছেন: ঠিক কথা বলেছেন ভাই, সরকার যদি সরাসরি ধান ক্রয় করে তাহলে এই সমস্যা থাকবে না।

৯| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

তৌফিক মাসুদ বলেছেন: এমন উদ্যোগ নিলে সব টাকা দালালদের পকেটে যাবে।

ভাল লাগা রইল,

শুভকামনা কবি।

০৫ ই মে, ২০১৬ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: সব জায়গায় দালালদের দৌরাত্ম। করার কিছু নাই সব ভোগান্ত সাধারণ মানুষের। ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ।

১০| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ছড়ায় ছড়ায় কৃষকের কষ্টের কথা বলে গেলেন। কতৃপক্ষের দৃষ্টি তো অন্য জায়গায়।
এটি আসলে সমগ্র বাঙালির কষ্ট...

//বেতন বাড়ে ভাড়া বাড়ে/ধানের মূল্য কমে
দুর্ভিক্ষের ভাব আসলে পরে/টানবে কিন্তু যমে।//

০৫ ই মে, ২০১৬ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: এভাবে লোকসান খেলে সামনে ধান উৎপাদনে কৃষকের উৎসাহ থাকবে না। ধন্যবাদ মইনুল ভাই।

১১| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কল্লোল পথিক বলেছেন: কৃষক যদি লোকসান খায়
আবাদ দিবে ছেড়ে
সামনে দিনে খাদ্য ঘাটতি
দ্বিগুণ যাবে বেড়ে।

সুন্দর কাব্য।

০৫ ই মে, ২০১৬ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: উৎপাদনের চেয়ে যদি ধানের মূল্য কম হয় তখন কৃষক কি আর ধান চাষ করবে। কৃষক চাষাবাদ ছেড়ে দিলেই খাদ্য ঘাটতি দেখা দিবে। সরকারের উচিৎ এইটার একটা সুরাহা করা।

১২| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:২৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ.....!
দারুন লেখনি। আপনার সতত বাক্যে হৃদয়
ছুঁয়েছে তাই ভালোলাগা জানিয়ে দিলামককৃষকের অধিকার আদায়ের সংগ্রাম চলবেই।

০৫ ই মে, ২০১৬ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কবি হাফেজ আহমেদ। কৃষকদের সাথে একত্মতা ঘোষণা করায় অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪০

সোজোন বাদিয়া বলেছেন: কৃষকের বঞ্চনার কথা আপনার ছড়ায় অমর হয়ে থাক।

০৭ ই মে, ২০১৬ রাত ১২:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৪| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৫

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: খুব গুরুত্বপূর্ণ বিষয়, ছড়া কবিতায় তুলে এনেছেন। অনেক অনেক ধন্যবাদ।

০৭ ই মে, ২০১৬ রাত ১২:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্চেছা রইল।

১৫| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:২৯

মিজানুর রহমান মিরান বলেছেন: কৃষকরা বরাবরই বঞ্চনার শিকার হয় এদেশে।

০৭ ই মে, ২০১৬ রাত ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩০

মিজানুর রহমান মিরান বলেছেন: কৃষকরা বরাবরই বঞ্চনার শিকার হয় এদেশে।

০৭ ই মে, ২০১৬ রাত ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৭| ০৬ ই মে, ২০১৬ রাত ১০:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: গ্রামীন কৃষকের তরে
বাড়ালে ধানের দাম
শহরের বড় লোকেদের
গায়ে ঝড়ে আগুনের ঘাম ।
চাওলের দাম কমাবার লাগি
শহরের বড় লোকেরা করে দাপাদাপি
এর সাথে যোগ দেয় তথাকথিত সমাজবাদী
রাস্তায় করে চিল্লা চিল্লী চাওলের দাম কমাবার লাগি
ছড়ায় ছড়ায় বলেন এবার সরকার কোন দিকে যাবি ।
ছড়ার যাদুকর ভাই , লিখে ফেলেন আর একখান
ভাবখানা দেখি কোন দিকে নিয়ে যায় টানি ।

অনেক সুন্দর হয়েছে আপনার ছড়া কবিতা খুব ভাল লেগেছে ।

০৭ ই মে, ২০১৬ রাত ১২:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডঃ এম এ আলী। আপনার ছন্দ ছড়া পড়ে উৎসাহিত হলাম। চেষ্টা করবো আপনার ছন্দ ছড়ায় লেখা অনুরোধ রক্ষার।

১৮| ০৭ ই মে, ২০১৬ রাত ১:০৮

ডঃ এম এ আলী বলেছেন: লিখে ফেলুন প্লিজ । এটার গুরুত্বটা অনুধাবন করুন । ধানের দাম কম চালের দাম বেশী ভুক্তভোগী সকলেই । একদিকে ধান উৎপাদন কারীদের লোকশানী বিষয় বিপরীত দিকে চাউলের দাম বৃদ্ধিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আহাজারী , ধানের দাম কমলেও আন্দোলন আবার চাউলের দাম বাড়লেও আন্দোলন এ এক বিকট আর্থ - রাজনৈতিক সামাজিক সমস্যা । যাহোক খুশী হলাম প্রতি উত্তরের জন্য । ভাল থাকুন

০৭ ই মে, ২০১৬ সকাল ৮:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডঃ আলী, অত্যন্ত খুশি হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছড়া লেখার অনুরোধ করার জন্য। অবশ্যই চেষ্টা করবো। শুভ্চেছা রইল।

১৯| ০৭ ই মে, ২০১৬ রাত ৮:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: দেখেছি নতুন ছড়াটা খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ

০৯ ই মে, ২০১৬ রাত ১১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডঃ আলী। আপনার উৎসাহের কথা ভুলবো না। শুভেচ্ছা রইল।

২০| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:০৮

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ

১০ ই মে, ২০১৬ সকাল ৯:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই।

২১| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৫৯

কালনী নদী বলেছেন: মণ প্রতি ভাই খরচ যত
ততও যদি পায়
সেই টাকাতেই খুশি হয়ে
আনন্দে গান গায়।

অনেক সুন্দর ভাইয়া।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.