নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কৃষক খাদোক নাস্তানাবুদ

০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

ধানের মূল্য পানির মত
চাউলের মূল্য বেশি
এই নিয়ে তো কৃষক-খাদোক
চলছে রেশারেশি।

কৃষক শুধু খেটেই যাচ্ছে
লাভ পায় না কিছু
ভোক্তারা সব ভুগেই যাচ্ছে
আড়তদারের পিছু।

কৃষক খাদোক নাস্তানাবুদ
উভয় মরছে ভুগে
ব্যবসায়ী হয় কোটিপতি
বর্তমানের যুগে।

ধানের সাথে চালের মূল্য
সমন্বয়ের অভাব
পার্থক্যটা কেমনে হলো
কে দিবে এর জবাব?

বক্তৃতাতে জান দিয়ে দেয়
রাজনীতিকের দল
এই দেশেতে কৃষক নাকি
সব চেয়ে বড় বল।

মরছে কৃষক ভুগছে খাদোক
সেই দিকে নাই খেয়াল
এমপি-মন্ত্রী বাড়ির সামনে
দিচ্ছে তুলে দেয়াল।

চামচারা সব মন্ত্রীর পাশে
কৃষক পায়না দেখা
তাদের এসব দুঃখের কথা
তাই তো ছড়ায় লেখা।

এইভাবেতে দেশ চললেরে
দেশটা যাবে পিছে
রাজনীতিকের বক্তৃতা সব
তখন হবে মিছে।

কৃষি নির্ভর দেশটায় যদি
কৃষক লোকসান খায়
সেই দেশে কি আয়-উন্নতি
আশা করা যায়?

মন্তব্য ৫৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম হইছি। আইস্ক্রিম খামু

ভাল্লাগছে লেখা

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: গরমের দিনে আইসক্রিম গলে পানি হয়েছে, সেই পানি গরম করে চা করা হয়েছে। আপনার জন্য চায়ের দাওয়াত থাকল।

২| ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৫৯

হাফিজ বিন শামসী বলেছেন:
খাদোকের দলে আছি।। :)


ভাললাগা রইল ছড়ায়।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাফিজ বিন শামসী। শুভেচ্ছা রইল।

৩| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫

হাফিজ বিন শামসী বলেছেন:
প্রমানিক ভাই, কাজী ফাতেমার জন্য সাপ্লাই দিলাম।


আমাকে কিন্তু কফি খাওয়াতে হবে।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:২৫

প্রামানিক বলেছেন: আইসক্রিমের পানি দিয়া চা গরম করা হইছে, আপনাকেও চায়ের দাওয়াত দেয়া হইল।

৪| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:১২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চামচারা সব মন্ত্রীর পাশে
কৃষক পায়না দেখা
তাদের এসব দুঃখের কথা
তাই তো ছড়ায় লেখা।
ভাই, চমৎকার। আমাদের এভাবে বলা ছাড়া আর কি করার আছে?

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:২৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, বকাউল্লার বকে যাওয়া ছাড়া উপায় নাই।

৫| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৭

আহলান বলেছেন: হীরক রাজার দেশে ... বসবাস করছি আমরা ...

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:২৭

প্রামানিক বলেছেন: হীরক রাজার দেশ হলে তো কথাই ছিল না।

৬| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৪

সাহসী সন্তান বলেছেন: অনেক আগে একটা কৌতুক দেখছিলাম, এখনকার সময় এই ব্যাপারটা হয়ে গেছে অনেকটা সেই রকম! মানে, কৃষক মরে মরুক, জনগনতো বাঁচুক!

কবিতা ভাল্লাগছে! শুভ কামনা জানবেন!

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৩০

প্রামানিক বলেছেন: আগের দিনের কৌতুক এখন বাস্তবে রুপ নিচ্ছে। ধন্যবাদ ভাই সাহসী সন্তান।

৭| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বরাবরের মতই চমৎকার আর চমকপ্রদ রচনা । এবারের বিষয়বস্তু আরও বাস্তবধর্মী আর মর্মস্পর্শি। অনেক অনেক ধন্যবাদ আর ভালবাসা রইল প্রামানিক ভাই। ভাল থাকুন, ভাল লিখুন।।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা, আপনার মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

৮| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল লাগল । যেমনটি আশা করেছিলাম তার চেয়েও অনেক বেশী ভাললাগা পেয়েছি । ভাল থাকুন শুভ কামনা থাকল ।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডঃ এম এ আলী। আপনার উৎসাহ এবং পরামর্শেই ছড়াটি লেখা, কাজেই এ ছড়ার অবদানটা আপনারও।

৯| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:০৪

মুসাফির নামা বলেছেন: =p~ !:#P B-))

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:০৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:১১

বিদ্রোহী সিপাহী বলেছেন: বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংসের চক্রান্ত শুরু হয়েছিল আরও অনেক আগেই...
আমরা কি সত্যিই অসহায়?
প্রতিবাদ ভাল হয়েছে ভাই, ভাল লাগা রইল

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, খাদোক আর কৃষকের মধ্যে যদি উৎপাদিত পণ্যের দামের এত পার্থক্য থাকে তাহলে সেটা কোনক্রমেই শুভ নয়।

১২| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৪৫

রোষানল বলেছেন: রোষানল খুশ হুয়া :-B

০৭ ই মে, ২০১৬ রাত ৮:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রোষানল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৩| ০৭ ই মে, ২০১৬ দুপুর ২:০৫

চাদগাজি বলেছেন:


হাউকাউ হাউকাউ। আপনার মগজ নাই। আফগানী মস্তিস্ক নিয়া খচ্চর কোয়ালিটির কবিতা পয়দা করছেন।

০৭ ই মে, ২০১৬ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: বাস্তবতার ভিত্তিতে মন্তব্য করার জন্য অনুরোধ করছি।

১৪| ০৭ ই মে, ২০১৬ দুপুর ২:৪৮

প্রথম বাংলা বলেছেন: আমাদের বাজারে ৫০ কেজির একটা চিকন চালের বস্তা ১৫৮০ টাকা। কিন্তু এতে চাল থাকে ৪৫-৪৭ কেজি। ২মন চিকন ধানে এই পরিমান চাল পাওয়া যায়। সে হিসাবে ১ মন ধানের দাম হবার কথা কম করে হলেও ৭০০ টাকা। বাস্তবে ধানের দাম আছে ৩৫০ টাকা। মোটা ধান আরো কম।

০৭ ই মে, ২০১৬ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: কি আর বলবো ভাই, আমি নিজেও গত মঙ্গলবারে ৩৬০/- টাকা দরে ধান বিক্রি করেছি। ধানের উৎপাদন খরচ উঠছে না।

১৫| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


সঠিক কথা

০৭ ই মে, ২০১৬ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাই, আপনার নিকে আরেকজন একাউন্ট করেছে। তার মন্তব্য আপত্তিজনক।

১৬| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৫

প্রথম কথা বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভাল লাগল।

০৭ ই মে, ২০১৬ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন প্রথম কথা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৪০

রুদ্র জাহেদ বলেছেন: বরাবরবের মতোই দারুণ।আমরা খাদক।আজ কৃষক খাদক বঞ্চিত

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, খাদোক কৃষক বঞ্চিত হচ্ছে আর মাঝখানে কেউ ফায়দা লুটছে।

১৮| ০৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৮

কালনী নদী বলেছেন: বাংলার কৃষকদের নিয়ে অনবদ্য ছড়া, পিয়তে নিতে হল ভাইজান! শুব কামনা জানবেন।
অনেক অনেক মিস করি তাই দোয়া রাখবেন ছোট ভাইটির প্রতি।

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। আপনার মন্তব্য পড়ে অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা প্রামানিক ভাই।
++++

১০ ই মে, ২০১৬ সকাল ১০:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই স্নিগ্ধ শোভন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ০৮ ই মে, ২০১৬ রাত ১২:৩২

তামান্না তাবাসসুম বলেছেন: মেঘলা দিনে তেজী কবিতা ভাল্লাগলো।
অনেক দিন পর ব্লগে এলাম।
এতদিন ভাল ছিলেন আশা করি।
শুভকামনা নিরন্তর। :)

১০ ই মে, ২০১৬ সকাল ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তামান্না তাবাসসুম। আবার ব্লগে নিয়মিত হন এই আশা্য় অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৮ ই মে, ২০১৬ রাত ১২:৫২

আমিই মিসির আলী বলেছেন: ধান তো আর খাওয়া যায় না!
ধান তো আর আমদানি করতে হয় না।কে বুঝাবে কৃষককে!!!

দেশের সুষম উন্নতি কিভাবে হবে!

১০ ই মে, ২০১৬ সকাল ১০:১২

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন ভাই, এখানেই কৃষকের দুর্দশা।

২২| ০৮ ই মে, ২০১৬ রাত ১:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: কৃষক খাদোক নাস্তানাবুদ
উভয় মরছে ভুগে
ব্যবসায়ী হয় কোটিপতি
বর্তমানের যুগে।
চমৎকার লিখেছেন। ধন্যবাদ হে।

১০ ই মে, ২০১৬ সকাল ১০:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কবি হাফেজ আহমেদ। অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ০৮ ই মে, ২০১৬ ভোর ৬:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজতক যা পড়েছি তোমার
ছড়া কিংবা পোষ্ট;
ঈমানসে কই এ পোষ্টখানি
ভাল্লেগেছে মোষ্ট।

কলমতো নয়,ধার তলোয়ার
বাহ বাহ চমৎকার;
এরেইতো কয় মসির ঠমক
সেলাম ছড়াকার।

রাজনীতির আর কইবো কিগো
ঘৃনায় দেইনা গাল;
পাল্টি খেলো জবান দিয়ে
''দশ টেকা সের চাল''!!!

কবার চাই যা কইতে মানা
এক গুলিতে শেষ;
রক্ত দিয়ে পেলাম শালার
হীরক রাজার দেশ!!!

১০ ই মে, ২০১৬ সকাল ১০:১৪

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

২৪| ০৮ ই মে, ২০১৬ সকাল ৯:৪৭

সোহানী বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন:

রাজনীতির আর কইবো কিগো
ঘৃনায় দেইনা গাল;
পাল্টি খেলো জবান দিয়ে
''দশ টেকা সের চাল''!!

!!!!! আরে ভাই ১০ টাকা না.. ভুল শুনছেন ১০ গুণ ১০ হবে X(( X((

কবার চাই যা কইতে মানা
এক গুলিতে শেষ;
রক্ত দিয়ে পেলাম শালার
হীরক রাজার দেশ!!!

B:-/ B:-/

ডেভেলাপমেন্ট ইকোনোমিক্স পড়েছিলাম, পৃথিবীর সব উন্নত দেশ প্রথমে কৃষকদের বাচিঁয়েছে তারপর শিশুদের তারপর নারীদের.... সে কারনেই তারা এ পর্যায়ে এসেছে। আর আমরা এ তিন শ্রেনীকে পায়ের তলায় পিষছি..... সে কারনেই আমরা এ পর্যায়ে পৈাছেছি।

অসাধারন ছড়ায় ++++++++++++++++++++

১০ ই মে, ২০১৬ সকাল ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সোহানী। অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০৮ ই মে, ২০১৬ সকাল ১০:০০

নীলপরি বলেছেন: বরাবরের মতোই ভালো লেগেছে । ++

১০ ই মে, ২০১৬ সকাল ১০:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ০৮ ই মে, ২০১৬ সকাল ১০:২৪

মোস্তফা সোহেল বলেছেন: নায্য দাম না পাওয়াই
কৃষকের অবস্থা করুন
ছড়া হইছে দারুন

১০ ই মে, ২০১৬ সকাল ১০:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৪৫

আমির হোসেন বলেছেন: ভাল লাগল।

১০ ই মে, ২০১৬ সকাল ১০:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমির হোসেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৮| ০৮ ই মে, ২০১৬ রাত ৯:০৬

কালনী নদী বলেছেন: সুন্দর++++

মা দিবসের শুভেচ্ছা জানবেন ভাইয়া।

১০ ই মে, ২০১৬ সকাল ১০:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৫৪

কালনী নদী বলেছেন: এই নিয়া তিনবার বড় ভাইরে উপস্থিতি জানান দিয়ে গেলাম। অভিনন্দন জানবেন।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

প্রামানিক বলেছেন: আপানাকেউ অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.