নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আমার ছোট ছেলের বাঁশি বাজানো

১০ ই মে, ২০১৬ সকাল ১১:৩১

শহীদুল ইসলাম প্রামানিক

আমার ছোট ছেলেকে এবার বৈশাখী মেলায় নেয়া সম্ভব হয় নাই। কারণ আমি ঢাকায় ব্যস্ত ছিলাম। আমাকে না পেয়ে ফোনে একটা বাঁশি কেনার জন্য বায়না ধরে। রাতে বাসায় ফেরার সময়, বাংলা একাডেমীর বটতলার বংশীবাদক লাল মিয়ার নিকট থেকে একটা বাঁশি কিনে নিয়ে যাই। সেই বাঁশিতে নিজে নিজেই চেষ্টা করে বাঁশি বাজানো শিখেছে। গতকাল তাকে বাঁশি বাজাতে বললে এই গানটি বাজিয়ে শুনিয়েছে।
ছোটকালে আমিও অনেক বাঁশি কিনেছি কিন্তু ফুঁ ফুঁ করে দিন পার করলেও কখনও বাঁশি দিয়ে গানের সুর তুলতে পারি নি, আজও পারি না। কিন্তু আমার ছেলের অল্প কয়দিনে একা একা ওস্তাদবিহীন বাঁশি শেখা এবং আনারী হাতে গানের সুর তুলে বাজানো দেখে থ হয়ে যাই।

ভিডিও দেখতে নিচে ক্লিক করুন --

মন্তব্য ৬৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:০৩

আহলান বলেছেন: ভাই বাঁশি লাংসের চরম ক্ষতি করে ....

১০ ই মে, ২০১৬ দুপুর ১২:০৪

প্রামানিক বলেছেন: ভাল কথা বলেছেন ভাই, এটা তাহলে পরিহার করাতে হবে।

২| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:০৭

সাহসী সন্তান বলেছেন: একদম উপরের ছবিটা কি আপনার ছেলের? নাম কি তার?

আপনার ছেলের জন্য অনেক অনেক শুভ কামনা! আমিও বাঁশি বাজাতে পারি। তবে ওস্তাদ বিহীন শিখতে পারি নাই। এখন আর অবসর পাইনা, সেজন্য বাঁজাইতেও পারি না। :( তবে সেদিক থেকে তো আপনার ছেলে অনেক ট্যালেন্ট!

ছেলে এবং ছেলের বাবা দু'জনের জন্যই রইলো অনেক অনেক শুভ কামনা!

১০ ই মে, ২০১৬ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: উপরের ছবিটাও আমার ছেলের, ওটা গ্রামের বাড়িতে তোলা। নিচের ভিডিওটি গত কালকের। এখন একটা ওস্তাদের দরকার। ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য খুশি হলাম।

৩| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বংশি বাদক হয়ে অনেকে প্রচুর খ্যাতি পেয়েছে।
লাংসের ক্ষতি করে !! হতে পারে!!, তাই বলে
বাঁশি বাজানো্ বাদ দিতে হবে এমন ভাবাই যায়না।
কারণ এমন আরো অনেক কিছুই আছে যার পার্শ্ব প্রতিক্রিয়া
আছে বলে আমরা তা বাদ দেইনা। ফার্মের মুরগী শরীরের জন্য
বিশেষ ক্ষতির কারণ, তাই বলে মুরগী বাদ দিবেন ?
প্রামানিক ভাই কারো কথায় কান না দিয়ে ভালো
ওস্তাদের তালিম দেওয়াবেন সু-পুত্রকে,
নাম- যশ দুটোই মিলবে!!

১০ ই মে, ২০১৬ দুপুর ২:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, আপনার সদুপদেশ পেয়ে খুশি হলাম। ওস্তাদ পাচ্ছি না। বিশেষ করে আমি যে এলাকায় থাকি সেই এলাকায়। তবে আশা আছে ওস্তাদ দিয়ে তালিম দেয়ার জন্য।

৪| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল শুনে

১০ ই মে, ২০১৬ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন কাজী ফাতেমা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৫০

কাবিল বলেছেন: ওস্তাদ বিহীন অনেক ভাল হইছে। শেষের দিকে শুরটা ধরিয়ে দিচ্ছিল নিশ্চয় আমাদের প্রামানিক ভাই, আর ছোট শিশুর কন্ঠ শোনা যাচ্ছিল।

শুভ কামনা শুভর জন্য।

১০ ই মে, ২০১৬ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: শেষের দিকে শুরটা ধরিয়ে দিচ্ছিল নিশ্চয় আমাদের প্রামানিক ভাই, আর ছোট শিশুর কন্ঠ শোনা যাচ্ছিল।

সেটাও খেয়াল করেছেন। ধন্যবাদ আপনাকে।

৬| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:০০

সাদা মনের মানুষ বলেছেন: পুলার বাঁশি বাজানো শুনলাম, বেশ ভালো লাগলো.......বাপেরটা নিশ্চয়ই আরো ভালো হবে, ওনারটাও শুনতে চাই :)

১০ ই মে, ২০১৬ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: পোলায় কেমনে যেন গানের সুর তুইলা ফালাইল শুইনা আমিও আশ্চার্য হইছি। পোলার বাপের কথা কন, সে সারা জীবন বাঁশি নিয়া ফুঁ ফুঁ করছে বাঁশির সুর তুলবার পারে নাই এখনও পারে না। মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

৭| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:০২

সাদা মনের মানুষ বলেছেন: বাঁশি বাজানো না পারলেও বাঁশি শোনার প্রতি আমার মন চিরকালই দূর্বল, তাই আপনার পুলার জন্য শুভ কামনা :)

১০ ই মে, ২০১৬ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: আপনি তো অনেক কিছু পারেন কইবার চান না। কইলে যদি আমরা শোনার জন্য যাইতা ধরি সেই ভয়ে। ধন্যবাদ কামাল ভাই।

৮| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:১৫

সুমন কর বলেছেন: শুনে এবং দেখে ভালো লাগল। শুভেচ্ছা রইলো।

১০ ই মে, ২০১৬ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১০ ই মে, ২০১৬ বিকাল ৩:১৩

পবন সরকার বলেছেন: এতটুকু বয়সে নিজে নিজে বাঁশি বাজানো শিখলেও মন্দ নয় ভালই হয়েছে।

১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পবন সরকার। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১০ ই মে, ২০১৬ বিকাল ৩:২১

হুকুম আলী বলেছেন: ছোট বয়স হিসাবে ভালোই বাজিয়েছে।

১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হুকুম আলী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:১৫

মুসাফির নামা বলেছেন: বাপকা বেটা,সিপাহীকা ঘোড়া।

১০ ই মে, ২০১৬ বিকাল ৫:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মুসাফির নামা। মন্তব্যর জন্য আন্তরিক শুভ্চেছা রইল।

১২| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:১৭

শামছুল ইসলাম বলেছেন: নিজে নিজেই বেশ সুন্দর সুর তুলেছে।

ভাতিজার প্রতি রইল শুভকামনা।

আপনিও ভাল থাকুন। সবসময়।

১০ ই মে, ২০১৬ বিকাল ৫:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। আপনার উৎসাহমূলক মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০২

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আর দোয়া বাবুটার জন্য!

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শায়মা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২১

জেন রসি বলেছেন: বাপ বেটা দুজোনের জন্যই অনেক অনেক শুভকামনা রইলো। :)

১০ ই মে, ২০১৬ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জেন রসি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

গেম চেঞ্জার বলেছেন: ওয়াও!! দারুণ লেগেছে বাঁশির সুর, প্রামানিক ভাই!!

১০ ই মে, ২০১৬ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার, আপনার উৎসাহমূলক মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কত চেষ্টা করলাম বাঁশি বাজানো শিখতে; পারলাম না!

১০ ই মে, ২০১৬ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: আমারও একই অবস্থা। আমিও বাঁশি অনেক কিনেছি কিন্তু বাঁশির হাল ধরতে পারিনি।

১৭| ১০ ই মে, ২০১৬ রাত ৮:৪৫

নীলপরি বলেছেন: অনেক শুভকামনা ।

১০ ই মে, ২০১৬ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৮| ১০ ই মে, ২০১৬ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: দারুন তো
অনেক অনেক দোয়া ও শুভ কামনা :)

১০ ই মে, ২০১৬ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মনিরা সুলতানা। আপনার মন্তব্যে খুশি হলাম।

১৯| ১০ ই মে, ২০১৬ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




বাঁশির সুরের মতো মিষ্টি হয়ে উঠুক আপনার ছেলেটি । আপনার মতো সবুজ প্রান্তরের অবারিত সৌন্দর্য্য নিয়ে সুরেলা হোক তার জীবনখানি ।

১০ ই মে, ২০১৬ রাত ১১:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ জীএস। অনেক অনেক শুভ্চেছা রইল।

২০| ১০ ই মে, ২০১৬ রাত ১০:১৬

Jahirul Sarker বলেছেন: ভাইজান, আপনের ছেলে কোন ক্লাস এ পড়ে?

১০ ই মে, ২০১৬ রাত ১১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জহিরুল সরকার। সেভেন।

২১| ১০ ই মে, ২০১৬ রাত ১১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাতিজার জন্য শুভ কামনা , নেট স্লো শুনতে পারলাম না । আবার ট্রাই দিমু ।

১০ ই মে, ২০১৬ রাত ১১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উ্দ্দিন লিটন। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১১ ই মে, ২০১৬ ভোর ৫:১৭

মানবী বলেছেন: চমৎকার!

বাঁশির সুরের মাদকতার সাথে অন্য কোন বাদ্যযন্ত্রের তুলনা হয়না। সেই সুরের প্রতি গভীর ভালোবাসার কারনেই এমন চমৎকার শিখে নেয়া সেই সাথে সৃষ্টি কর্তা প্রদত্ত বিশেষ গুনতো আছেই।

অনেক অনেক অভিনন্দন ট্যালেন্টেড বংশীবাদক কিশোর আর তার গর্বিত পিতা মাতাকে।

১১ ই মে, ২০১৬ বিকাল ৩:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মানবী। আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। আপনাকে অভিনন্দন।

২৩| ১১ ই মে, ২০১৬ ভোর ৬:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: ওয়াও!অসাধারন, আমি অনেকবার চেষ্টা করছি।কিন্তু সুর তুলতে পারি না।বাবুটার জন্য অনেক অনেক শুভকামনা

১১ ই মে, ২০১৬ বিকাল ৩:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ। আপনার মন্তব্য পড়ে অনেক খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২৪| ১১ ই মে, ২০১৬ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


সে ভালো করবে

১১ ই মে, ২০১৬ বিকাল ৩:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:৩৫

তৌফিক মাসুদ বলেছেন: বাঁশির সুরে যাদু আছে। বিশেষ করে মাঝ রাতে , নিঝুম পরিবেশে যত বারই সে সুর শুনেছি তা ভোলার নয়। তবে এটাকে নেশা হিসেবে না নেয়াটাই ভাল। আমিও আপনার মত বাঁশি বাজাতে পারিনা।

শুভকামনা পিতা পুত্র উভয়ের জন্য।

১১ ই মে, ২০১৬ বিকাল ৩:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুবই উৎসাহিত হলাম। নিঝুম রাতে বাঁশি শুনতে আমারও ভালো লাগে কিন্তু আমি বাঁশি বাজাতে পারি না। আমার ছেলেটি কি করে যে এই বয়সে নিজে নিজেই বাঁশি বাজানো শিখলো ভেবে আমিও অবাক।

২৬| ১১ ই মে, ২০১৬ রাত ৯:২৬

খন্দকার আমিন বলেছেন: আপনার ছেলের জন্য আশীর্বাদ জীবনে অনেক বড়ো হোক ।

১১ ই মে, ২০১৬ রাত ১০:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই খন্দকার আমিন। আপনার মন্তব্যে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২৭| ১২ ই মে, ২০১৬ ভোর ৬:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ছেলেটা দেখতে একদম বাবার মত হয়েছে দেখা যায় । তবে বাবার থেকে অনেক বেশী টেলেন্ট বলেই প্রতীয়মান হচ্ছে । তার বাশীর সুর শুনে ও আঙ্গুলের কাজ দেখে আমি মুগ্ধ । তার জন্য অনেক শুঊচ্ছা থাকল । ছোট বেলা থেকে বাশী কিনেছি ও শুধু ভেঙ্গেছি সুর তুলতে পারিনি, কান জালা পালা শুর তুলে পরিবার ও পারাপরশির বকাই শুধু খেয়েছি । নীজ অভিজ্ঞতা থেকেই বলছি, বংশী বাজানো একটি খুবই প্রতিভাদৃপ্ত কাজ । এটা বন্ধ করবেন না । ভাল উস্তাদের কাছে তালিম নেয়ার সুযোগ করে দিন । এই বংশী প্রতিভা এক সময় তাকে জগত বিখ্যাত করুক এই দোয়া করি । বাশীতে খুব জোরে ফু দিতে হয়না । হালকা ফু এর সাথে আঙ্গুলের কাজ । উস্তাদেই বলতে পারবে এতে হার্টের ক্ষতি হবে কি হবেনা ।
যাহোক খুব ভাল লাগল লিখাটি । আপনি আপনার ছেলে ও পরিবারের সকলের প্রতি শুভেচ্ছা রইল ।

১৩ ই মে, ২০১৬ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। আপনার মত আমারও অবস্থা ছিল, ছোট বেলায় অনেক বাঁশি কিনেছি কিন্তু কখনও সুরের ধারে কাছেও যেতে পারিনি। আমার ছেলের নিজে নিজে বাঁশি বাজানো দেখে প্রথমে বিশ্বাসই করতে পারিনি।

২৮| ১৩ ই মে, ২০১৬ রাত ৩:২৫

সচেতনহ্যাপী বলেছেন: বাঁশের চেয়ে কঞ্চি বড়।। প্রমানিত সত্য।।

১৩ ই মে, ২০১৬ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: কিছু বাঁশ এরকম আছে। ধন্যবাদ ভাই সচেতনহ্যাপী।

২৯| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:২২

এহসান সাবির বলেছেন: দোয়া রইল ওর জন্য।

১৩ ই মে, ২০১৬ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এহসান সাবির। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাতিজার জন্য শুভ কামনা। অনে কবড় বংশীবাদক হোক দোয়া করছি।

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মাদ সাজ্জাদ হোসেন। আপনার উপর খোদার রহমত বর্ষিত হোক।

৩১| ১৬ ই মে, ২০১৬ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: বাঁশি বাজানোর ব্যাপারে আপনার ছেলে প্রতিভাবান, এতে কোন সন্দেহ নেই। ভালো করেছেন, তার এই সাধটুকু পূরণ করে। দোয়া করি, তার প্রতিভা আরো বিকশিত হোক।
লেখার জন্য, সুরের জন্য, লেখাটাতে "লাইক"।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, আপনার দোয়ায় ছেলে যেন সাফল্য অর্জন করে এই কামনা করি।

৩২| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৫০

কালনী নদী বলেছেন: আহা আজকে পেন ড্রাইভ নিয়ে সাইবার ক্যাফেতে আসা হয় নি। কালকে সময় করে ডাইনলোড করে অফলাইনে দেখে নেব। সংগ্রহে নিলাম। দোয়া করি বাবুটা একদির বারি স্যারের মতন বিখ্যাত বংশি বাদক হোক।

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম।

৩৩| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৩২

আর. এন. রাজু বলেছেন: প্রামাণিক আঙ্কেল এটা কি কোনো গানের সুর যেটা আপনার মানিক বাজাচ্ছে।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৪

প্রামানিক বলেছেন: নিধুয়া পাথারে--- গানের সুর। ওস্তাদ ছাড়া নিজে নিজে সুর তুলেছো তো পুরো সুর ক্লিয়ার হয় নাই। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.