নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ (প্রবাসে বাংলাদেশী গুনীজন)

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:১৩


বইয়ের নাম ঃ প্রবাসে বাংলাদেশী গুণীজন
লেখক ঃ গিয়াস উদ্দিন লিটন
প্রকাশক ঃ দিব্যপ্রকাশ
প্রচ্ছদ ঃ ধ্রুব এষ
মূল্য ঃ ২৫০/-


কেউ জীবিকার সন্ধানে, কেউ জ্ঞান অর্জনের জন্য, কেউ ধর্মীয় কারণে, কেউ ভ্রমণের জন্য ইত্যাদি নানা কারণে বাংলাদেশী লোকজন বিদেশে যান। বিদেশ গিয়ে কেউ কেউ মাটির টানে দেশে ফেরেন আবার কেউ কেউ বিদেশেই থেকে যান। যারা বিদেশে থেকে গেছেন তাদের ভিতর অনেকেই নিজের মেধা যোগ্যতায় পৃথিবীর শীর্ষস্থানে পৌঁছে গেছেন। বিদেশের মাটিতে বাংলাদেশী লোকজন শীর্ষস্থান অলঙ্কৃত করলেও আমরা বাঙালীরা কিছুই জানি না বা মিডিয়াগুলোও এব্যাপারে কোন প্রকার প্রচার প্রসার করে না। এমন হাজারো বাংলাদেশী বা বাংলাদেশী বংশোদ্ভূত লোকজন আমাদের নজরের বাইরে রয়ে গেছে। যেমন নিউইয়র্ককে বলা হয় গগণবিদারী ভবনের নগরী। আর বিশ্বের গগণবিদারী ভবন নির্মাণে 'টিউবুলার ডিজাইনের' জনক বলা হয় এক প্রবাসী বাংলাদেশীকেই। নাম তাঁর ফজলুর রহমান।

অনেকেই জানেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা বাংলাদেশী বিজ্ঞানী নীনা আহমেদের কথা, জাতিসংঘের আমিরা হকের কথা, ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা জাভেদ করিমের কথা, বিশ্বের প্রথম কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক আংলাদেশী তরুণী জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পার কথা, বিশ্বের সেরা ৫০ বিজ্ঞানীর একজন ডঃ আনিসুর রহমানের কথা, বিশ্ব নন্দিত গাণিতিক, পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ ড. জামাল নজরুল ইসলামের কথা, যাঁর তিনটি গ্রন্থ কেমব্রিজ, অক্সফোর্ড, প্রিন্সটন, হার্বার্ডসহ বিশ্বের আরো অনেক সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য, কৃত্রিম কিডনি আবিষ্কারক বাংলাদেশী বিজ্ঞানী ড. শুভ রায়ের কথা, অস্কার বিজয়ী প্রথম বাংলাদেশী নাশিত জামান, লাইট কিক বক্সিং-এ দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আব্দুল আলির কথা। এইসব বিশ্ববরেণ্য গুণী বাংলাদেশীদের গৌরবগাঁথা নিজ দেশে পাঠকদের সামনে উপস্থাপন করার সেই দায়বদ্ধতার কাজটিই আন্তরিক নিষ্ঠার সঙ্গে করেছেন আমাদের সুপরিচিত সবার প্রিয় লেখক এবং গুণী ব্লগার গিয়াস উদ্দিন লিটন।

বইটি পড়ে এত এত গুণীজন সম্পর্কে জানার পর বাঙালী হিসাবে গর্বে বুকটা ভরে যায়। বিদেশের মাটিতে বাংলাদেশী লোকজনের শীর্ষস্থানে উঠার সফলতা দেখে নিজের মনে যেমন উৎসাহ জাগে দেশের অন্যকেউ উৎসাহ দিতে মনের মধ্যে স্পৃহা জাগে। এমন একটি বই বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো দরকার। বইটি পড়ে এঁদের সম্পর্কে জানতে পারলে এদেশের মানুষ খুঁজে পেতো গর্ব করার উৎস, নতুন প্রজন্ম পেতো উৎসাহ আর জীবন গঠনের অনুপ্রেরণা।

বইটি পেতে হলে----
দিব্যপ্রকাশ
৩৮/ক বাংলাবাজার
ঢাকা-১১০০।
হট লাইন - ১৬২৯৭, মোবাইল - ০১৫১৯৫২১৯৭১ ।
অথবা সরাসরি লেখকের নাম্বারে এসএমএস করতে পারেন – ০১৯১৬৭৯২৭২৬ ।

অনলাইনে পেতে হলে - - -
www.rokomari.com/www.porua.com
অথবা

মন্তব্য ৪৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশেষে এসেছে।

দারুন সুখবর শেয়ার করলেন প্রমানিক ভাই।

অভিনন্দর লিটন ভাই। প্রপা্তিস্থান নিয়ে কিছূ তথ্য হয়তো অনেকের উপকার হতো। বা অনলাইন অর্ডা করা যায় কিনা? রকমারী ডট কমে বা অনলাইন বুক সেলারদের তথ্য জানা থাকলে যুক্ত করে দিন।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু। মন্তব্য পড়ে অনেক খুশি হলাম। আপনার কথামত বইয়ের প্রাপ্তিস্থান বা অনলাইনে পাওয়ার ঠিকানা দেয়া হলো।

২| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৪৩

সাহসী সন্তান বলেছেন: বুক রিভিউ ভাল লাগলো প্রামানিক ভাই! লিটন ভাই সামহোয়্যার ইন ব্লগের একজন রত্ন! রম্য থেকে শুরু করে ওনার প্রত্যেকটা পোস্টই বলে দেয়, উনি অসম্ভব মেধাবি একজন ব্লগার! লিটন ভাইয়ের এই সিরিজের নিয়মিত পাঠক ছিলাম বলা যায়। তবে উনার নিজের বক্তব্য ছিল, বইটাতে উনি এমন কারো সম্পর্কে আলোচনা করেছেন যার কথা ব্লগে বলেন নি!

আর সেই জন্যই বইটা কেনার আমার খুবই আগ্রহ। আপতত বাইরে এবং অনেক ব্যস্ততার মধ্যে দিনাতিপাত করায় বইটা সংগ্রহ করতে একটু দেরি হচ্ছে। তবে আশাকরছি খুব শীঘ্রোই বইটা যেভাবে হোক সংগ্রহ করবো! বিশেষ করে, প্রিয় লেখকের বই বলে কথা!

বাই দ্যা ওয়ে, গত কয়েকদিন ধরে একটা জিনিস বেশ খেয়াল করছি। দিন দিন যত বয়স বাড়ছে লিটন ভাইয়ের মেধা যেন ততই প্রস্ফুটিত হচ্ছে! ;)

রিভিউয়ের জন্য ধন্যবাদ! আপনি সহ লিটন ভাইয়ের জন্যেও শুভ কামনা!

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। বেশির ভাগ লেখা ব্লগে প্রকাশিত হলেও কিছু চমক লেখা লেখক নতুনভাবে বইয়ে যোগ করেছেন, যা এর আগে কোথাও প্রকাশ করেন নাই। আপনারা সহজেই যেন বই সংগ্রহ করতে পারেন তার জন্য লেখকের মোবাইল নাম্বার দিয়ে দিলাম।

৩| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৫০

শামছুল ইসলাম বলেছেন: বুক রিভিউয়ের জন্য প্রামানিক ভাইকে ধন্যবাদ।
এবং গিয়াস লিটন ভাইয়ের জন্য রইল শুভকামনা।

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। মন্তব্য করার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৪| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৫৮

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার রিভু!! (+)

এইরকম লেখা বইয়েরর খুব দরকার ছিল! লিটন ভাইকে ধন্যবাদ এ জন্য!

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। প্রশংসামূলক মন্তব্যর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৫| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:০২

কল্লোল পথিক বলেছেন:


দারুন সুখবর শেয়ার করলেন প্রমানিক ভাই।

অভিনন্দন লিটন ভাইকে।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা , শুধিতে হইবে ঋণ।‘’
আমার শেষ পোস্টটি ছিল ‘সামুর কাছ থেকে শুধু নিয়েই গেলাম, দিতে পারিনি কিছুই।‘’ সামুর কাছে আমি রীতিমত ঋণ খেলাপি । ঋণের দায়ে যেখানে মাল ক্রোক হয়ে যাওয়ার কথা , তা না হয়ে সামু/সামুর ব্লগাররা আমাকে আরও ঋণগ্রস্ত করে রাখছেন ।
প্রথমে গেম ভাই 'প্রবাসে বাংলাদেশী গুনীজন' নিয়ে পোস্ট দিয়ে আমাকে ঋণী করেছেন , একই কাণ্ড করলেন কি করি ভাই , এঁদের সাথে সর্বশেষ যুক্ত হলেন প্রামানিক ভাই ।
তাঁদের সকলের নিকট ঋণী ।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: আমরা ব্লগাররা সবাই ভাই ভাই, এক ভাইয়ের জন্য আরেক ভাই যদি দুই কলম লিখতে না পারি তাহলে আমাদের মধ্যে বন্ধুত্বভাব থেকে লাভ কি। ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই খুশি হলাম আপনার লেখা কথাগুলো পড়ে।

৭| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
বইয়ের নাম ঃ প্রবাসে বাঙালি গুণীজন
লেখক ঃ গিয়াস উদ্দিন লিটন
প্রকাশক ঃ দিব্যপ্রকাশ
প্রচ্ছদ ঃ ধ্রুব এষ
মূল্য ঃ ২৫০/-

বোল্ড অংশে দৃষ্টি আকর্ষণ করছে প্রামানিক ভাই । অবশ্য বইএ এক জায়গায় ভুল ক্রমে 'বাঙালি' লিখা হয়েছে ।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: বিষয়টি দেখিয়ে দেয়ায় খুশি হলাম। ধন্যবাদ

৮| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৪৭

পুলহ বলেছেন: লিটন ভাইকে অভিনন্দন আর আপনাকে পোস্টের জন্য ধন্যবাদ।
+

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভািই পুলহ। মন্তব্যর জন্য আপনাকেও অভিনন্দন।

৯| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @ বিদ্রোহী ভৃগু ভাইএর কমেন্টের সম্পুরক জবাবে জানাচ্ছি -

ঢাকা থেকে বইটি সংগ্রহ করা যাবে - দিব্য প্রকাশ , ৩৮/২ বাংলা বাজার, ঢাকা-১১০০ ।
ফোন – ০১৭১১৯৫২৮১০ ।

দেশ ও প্রবাস থেকে বইএর সবচেয়ে বড় অনলাইন মার্কেট রকমারি ডট কম ও পড়ুয়া ডট কম থেকেও বইটি সংগ্রহ করা যাবে ।

তাদের ঠিকানা - http://www.rokomari.com/dibyaprakashhttp://www.porua.com.bd/dibyaprakash

রকমারি ডট কম এ হটলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন । হট লাইন - ১৬২৯৭ ,মোবাইল - ০১৫১৯৫২১৯৭১ ।
অথবা সরাসরি এই নাম্বারে বইয়ের মুল্য বিকাশ করে , ট্রানজেকশন নাম্বার ,নাম ঠিকানা এসএম এস করতে পারেন – ০১৯১৬৭৯২৭২৬ । আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে সর্বচ্ছো ১৮ ঘণ্টায় ।

১০| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @সাহসী সন্তান ভাই ,(সন্তান কেম্নে ভাই হয় :P ) বইএ এমন কয়েক জন আছেন , যাদের নিয়ে আগে আর কোথাও লিখিনি ।
অনেক ধন্যবাদ জানবেন সাস ভাই ।

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১১| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:০৯

মনিরা সুলতানা বলেছেন: গুনীজনদের নিয়ে সামু র গুনী ব্লগার গিয়াস লিটন ভাই এর বই এবং সেই বই এর রিভিউ লিখেছেন আরেক গুনী ব্লগার প্রামানিক ভাই!!

সবার জন্য শুভ কামনা :)

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনিরা সুলতানা। আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

১২| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১১

ডঃ এম এ আলী বলেছেন: গুনীজনদের নিয়ে লিখা গিয়াস লিটন এর বই এবং সেই বই এর পর্যালোচনাকারী প্রামানিক ভাই সকলের প্রতি রইল অশেষ ধন্যবাদ ।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এম এ আলী। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম।

১৩| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: অভিনন্দন গিয়াস লিটন ও প্রমানিক ভাইকে।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৬

প্রামানিক বলেছেন: অভিনন্দন আপনাকেও

১৪| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সাহসী সন্তান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই, সাহসী যখন একজন সন্তান তখন তার পরে আর ভাই বলার কোন দরকার আছে কি? আমাকে কেউ ভাই বলার থেকে যদি নাম ধরে ডাকে, তাহলেই সব থেকে বেশি খুশি হই! সুতরাং ভাই-টাই বলার দরকার নেই! বরং সরাসরি নাম ধরেই না হয় ডাকবেন! ;)

কথাটা প্রামানিক ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য! !:#P

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৭

প্রামানিক বলেছেন: ব্লগে চাচা ভাতিজা বাদ দিয়ে সবাই ভাই ভাই। আপনার বক্তব্য পড়ে খুশি হলাম। ধন্যবাদ

১৫| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:৪৮

জেন রসি বলেছেন: রিভিউ ভালো হইছে প্রামাণিক ভাই।

আপনাদের দুজনের জন্যই শুভকামনা রইলো। :)

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জেন রসি। মন্তব্যর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

১৬| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: খাইছে!!! এইটার বইও আইসা গেছে!!! আমি কোন দুইন্যাত থাকি??? জানিও না।


তয় এই অধ্ম মনে হয় একবার বলছিলো এইরাম কিছু - গিয়াস ভাই পুরাই ভুলিয়া গ্যাসের সাথে মিশায়া ফালাইছেন মনে হয়!!! :(

বত্ব, ভাই - রিভিউ ভাল্লাগছে। কইস্যা পিলাস।


অনেকদিন পরে আপনের দিকে আসলাম ভাই!!! চা, পানি, কফি, ঠান্ডা সহ আপনের যা ইচ্ছা খাওয়ালাইন ভাই!!! :-B

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৯

প্রামানিক বলেছেন: রক্তিম দিগন্তরে অনেক দিন পর পেলাম। আপনার জন্য অবশ্যই চা, কফির ব্যবস্থা আছে। ধন্যবাদ

১৭| ০৫ ই জুন, ২০১৬ রাত ১:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গেও আজ যারাগুণিজন তারা অনেকেই জন্মসূত্রে পূর্ববঙ্গীয়

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই দেবজ্যোতিকাজল। আপনি ঠিক কথাই বলেছেন, এপার বাংলা ওপার বাংলার অনেক গুণীজনই আছে যারা আমাদের অজানা।

১৮| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: !:#P

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। আন্তরিক শুভেচ্ছা রইল।

১৯| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৩৮

কালনী নদী বলেছেন: সুন্দর রিভিউ দিয়েছেন দাদা! আপতত প্রিয়তে রাখছি- সময় করে বইটি সংগ্রহে নিয়ে পড়তে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৬ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। রিভিউ সম্পর্কে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

২০| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৩০

নীলপরি বলেছেন: রিভিউ ভালো লাগলো । বইটির সাফল্য কামনা করছি ।

০৬ ই জুন, ২০১৬ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৩

উল্টা দূরবীন বলেছেন: ওয়াও। চমৎকার রিভু দিয়েছেন। লিটন ভাইয়ের বইটা কিনতেই হবে।

০৬ ই জুন, ২০১৬ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই উল্টা দূরবীন। মন্তব্য পড়ে খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন সুখবর শেয়ার করলেন প্রমানিক ভাই।


দারুন রিভিউ, খুব ভালো লাগলো এমন সুখবরে । বইটির সাফল্য কামনা করছি।

০৬ ই জুন, ২০১৬ রাত ৮:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কবি হাফেজ আহমেদ। আন্তরিক শুভেচ্ছা রইল।

২৩| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতিউত্তরের জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি।

০৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: সিরিজটা খুব উপভোগ করতাম। শুভকামনা রইল লেখকের জন্যে।

রিভিউ সুন্দর।

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রফেসর শঙ্কু। অনেক দিন পর আপনাকে পেলাম। শুভেচ্ছা রইল।

২৫| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৫

খায়রুল আহসান বলেছেন: একটি অবশ্যপাঠ বইএর সুন্দর রিভিউ লিখেছেন, ছড়ার যাদুকর প্রামানিক। এজন্য অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন, আপনাকে এবং মূল লেখক গিয়াস লিটন-উভয়কে। সহ ব্লগারদের এই পারস্পরিক সহযোগিতা দেখে অভিভূত হ'লাম।
৫ নম্বর মন্তব্যটি এবং এর উত্তর ভালো লেগেছে। পোস্টে + +

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রূল ভাই। অাপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.