নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু এবং শেখ ফজিলাতুন্নেসা সম্পর্কে যা অজানা ছিল।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯



আত্মজীবনীতে মুজিব লিখেছেন, ‘আমার স্ত্রীর ডাক নাম রেণু।’ অবশ্য তার পোশাকি ফজিলাতুন্নেছা নামটি বইয়ের কোথাও উল্লেখ নেই। হিসাব করে দেখা যায়, মুজিব ও তার স্ত্রীর বয়সের ব্যবধান প্রায় ১০ বছর। তিনি আরও লিখেছেন, ‘আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স তের বছর হতে পারে।’ এই বাল্যবিবাহের কারণ হিসেবে তিন বছর বয়সে রেণু’র পিতৃবিয়োগ ও মুসলিম উত্তরাধিকার আইনের কথা এসেছে। শেখ মুজিব লিখেছেন, ‘রেণুর দাদা আমার দাদার চাচাত ভাই। রেণুর বাবা মানে আমার শ্বশুর ও চাচা তার বাবার সামনেই মারা যান। মুসলিম আইন অনুয়ায়ী রেণু তার সম্পত্তি পায় না। রেণুর কোনো চাচা না থাকায় তার দাদা (শেখ কাশেম) নাতনি ফজিলাতুন্নেছা ও তার বোন জিন্নাতুন্নেছার নামে সব সম্পত্তি লিখে দিয়ে যান।
‘রেণুর বাবা মারা যাওয়ার পর ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন, ‘তোমার বড় ছেলের সঙ্গে আমার এই নাতনির বিবাহ দিতে হবে।’ রেণুর দাদা আমার আব্বার চাচা; মুরব্বির হুকুম মানার জন্য রেণুর সঙ্গে আমার বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হল। আমি শুনলাম আমার বিবাহ হয়েছে। রেণু তখন কিছু বুঝত না, কেননা তার বয়স তখন বোধ হয় তিন বছর হবে।’
রেণুর যখন পাঁচ বছর বয়স তখন তার মা মারা যান আর দাদা মারা যান ৭ বছর বয়সে। তারপর রেণু শেখ মুজিবের মা’র কাছে চলে আসেন এবং তার ননদ, দেবরদের সঙ্গে শ্বশুর-শাশুড়ির অপাত্য স্নেহে বড় হতে থাকেন। তিনি ছোটবেলায় বাবা বাবা বলে কান্নাকাটি করলে শাশুড়ি জবাব দিতেন এবং পরবর্তীকালে রেণু শাশুড়িকে বাবা বলে ডাকতেন বলে শোনা যায়। ১৯৩৩ সালে তাদের বিয়ে হলেও শেখ মুজিবের লেখা থেকে জানা যায়, তাদের ফুলসজ্জা হয়েছিল ১৯৪২ সালে।

সৌজন্যেঃ যুগান্তর।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

পবন সরকার বলেছেন: এমন তথ্য আমারো জানা ছিল না।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০০

খোলা মনের কথা বলেছেন: অজানা তথ্য জানতে পারলাম। সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:১১

শাহরিয়ার কবীর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, পড়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৪৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক কিছু জানা হল। ধন্যবাদ প্রামানিক ভাই।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪২

মেহেদী রবিন বলেছেন: খুব ভালো লাগলো জানতে পেরে।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.