নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

শেয়ালের দম্ভ

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭


শহীদুল ইসলাম প্রামানিক

রাজার বাড়ির দেয়াল টপকে
ঢুকলো বনের শেয়াল
দারোয়ান ব্যাটা গেটেই ছিল
ছিল না তার খেয়াল।

খেয়াল হলেই দৌড়ে এসে
ধরল টেনে লেজ
শেয়াল তখন ঝাঁকি দিয়ে
দেখল নিজের তেজ।

যেই না ঝাঁকি অমনি লেজের
অর্ধেক গেল ছিঁড়ে
প্রাণ বাঁচাতে পালিয়ে গেল
দেখলোনাকো ফিরে।

বনের মাঝে ঘুরছে শেয়াল
ছিল না তার সুখ
বানর দেখে মুচকি হেসে
কাশল যে খুক্ খুক্।

তেরচা মুখে বলল বানর
‘লেজটি কেন কাটা’?
লজ্জা পেয়ে বলল শেয়াল
উঁচিয়ে নিয়ে পা’টা।

‘লেজ কাটে নাই নিজে কেটেছি
লেজটা ছিল ভারি
লেজটা ফেলে হালকা হলাম
যাচ্ছি তাড়াতাড়ি’।

মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৫

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: প্রথম হওয়ার জন্য শুভেচ্ছা রইল।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

তাইজুদ্দিন বলেছেন: ভাল লিখেছেন ।।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

শেয়াল বলেছেন: শেয়ালেরা বড়াই করে না । এইটা স্রেফ বুদ্ধি ।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৯

প্রামানিক বলেছেন: মন্দ বলেন নাই, শেয়ালের বুদ্ধির সাথে পারা মুশকিল।

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদেরও শেয়াল রাজা
এমনি রেখেছে মোদের তাজা ;)
গণতন্ত্রের খসিয়ে আধেক লেজ
কর্পুর উন্নতির আধেকে ভাসছি বেশ :P

++++++++++

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

প্রামানিক বলেছেন: যা বলেছেন ভাই, বাস্তব বটে।

৫| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

প্রথমকথা বলেছেন:





‘লেজ কাটে নাই নিজে কেটেছি
লেজটা ছিল ভারি
লেজটা ফেলে হালকা হলাম
যাচ্ছি তাড়াতাড়ি’।

শেয়াল তার বুদ্ধির পরিচয় আবারো দিয়েছে। ভাল লাগল।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, শেয়ালের বুদ্ধি সবসময় বেশি।

৬| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৮

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: আরো একটি চমতকার ছড়া উপহার দেয়ায় শ্রদ্ধাভাজন ভাইজানকে জানাই অসংখ্য ধন্যবাদ। লিখতে থাকুন, শুভ কামনা রইল।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৪

সাহসী সন্তান বলেছেন: লেজকাটা শেয়ালের গল্পটা মনে পড়ে গেল প্রামানিক ভাই! ছড়াটা আসলে মজারই ছিল! শুভ কামনা জানবেন!

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৮| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০০

মশিউর বেষ্ট বলেছেন: ছোট বেলা এই রকম লেজ কাটা শেয়ালের গল্প শুনছিলাম। ছড়ায় ছড়ায় তা ভালো লাগল। ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮

প্রামানিক বলেছেন: মন্তব্যে ছোট বেলার কথা তুলে ধরায় ধন্যবাদ আপনাকে।

৯| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। শেয়ালের লেজ শেয়ালের কাছে ভারি! চমৎকার ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, লেজ গেলে কি হবে শেয়ালের দম্ভ কমে নাই, এরকম চাপাবাজ আমাদের মানুষের মাঝেও অনেক।

১০| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চাচা-ভাতিজার ছড়ার পর এটা পড়লাম, ভালো লেগেছে খুব ।

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫

মহা সমন্বয় বলেছেন: ‘লেজ কাটে নাই নিজে কেটেছি
লেজটা ছিল ভারি
লেজটা ফেলে হালকা হলাম
যাচ্ছি তাড়াতাড়ি’।


আমাদের সমাজে কিন্তু এমন লেজ কাটা শেয়ালের অভাব নাই। ;)

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। আমাদের সমাজে এরকম লেজকাটা শেয়াল অনেক আছে।

১২| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: শেয়ালটা মনে হয় আপনার মতোই গেয়ানী ছিলো ;)

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: হে হে হে শেয়ালের গেয়ান আমার আপনার থাইকা একটু বেশিই থাকে।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার এই ছড়া গুলি বড়ই চমৎকার হচ্ছে । বই মেলা সামনে রেখে একটা পাণ্ডুলিপি তৈরি করেন প্রামানিক ভাই ।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: বই বের করার ইচ্ছা আছে, দোয়া করবেন লিটন ভাই।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

কল্লোল পথিক বলেছেন:






বরাবরের মতো সুপার ডুপার।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, শুভ্চেছা রইল।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৮

জুন বলেছেন: মজার ছড়া প্রামানিক ভাই। ভবিষ্যৎ নাতি নাতনীর জন্য সঞ্চয় এ রাখা উচিত :)

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, সামনের বই মেলায় বই বের করার ইচ্ছা আছে।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২০

শাহরিয়ার কবীর বলেছেন: শেয়ালের দম্ভ পড়তে লাগেনি মন্দ,ধন্যবাদ ।

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৫

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: আমার ত্রি-রত্ন এক জায়গায় হলে কি যে ভাল লাগে, বুঝাতে পারবোনা! রম্যলিখক, ফটোগ্রাফার আরো আছেন ছড়াকার। সর্বদা চাই আপনাদের জয়জয়কার।।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

প্রামানিক বলেছেন: মাঝে মাঝেই আমাদের তিনজনকে পাবেন। আপনার ভালোলাগার তুলনা হয় না। শুভেচ্ছা রইল।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

ডঃ এম এ আলী বলেছেন:




খুব ভাল লাগল ছড়াখানি
শেয়াল বুদ্ধিমান চতুরপ্রাণী
যে কোন কিছু নিয়ে করতে
পারে অদ্ভুত টানাটানি ।
হাতীকে ফেলতে পারে গুহায়
সিংহকে ফেলতে পারে
ফাটকা কলের চিপায়।
মুশকিল হল দেখলে
কুকুর দৌড়ে পালায়
তবে শিয়াল হল পন্ডিত মশাই
তাই উনাকে নমস্কার জানাই ।

শুভেচ্ছা রইল সুন্দর ছড়াটির জন্য ।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: দারুণ দারুণ শিয়ালের তুলনা দিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৯| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:



বাংলা সাহিত্যে শিয়াল চালাক ও ধুর্ত হিসেবে স্হান পেয়েছে; লেখায় শিয়াল আবারো নিজকে প্রমাণ করলো

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২২

শামছুল ইসলাম বলেছেন: ছড়াটায় হিউমারের ছড়াছড়িঃ

//বনের মাঝে ঘুরছে শেয়াল
ছিল না তার সুখ
বানর দেখে মুচকি হেসে
কাশল যে খুক্ খুক্।//


//‘লেজ কাটে নাই নিজে কেটেছি
লেজটা ছিল ভারি
লেজটা ফেলে হালকা হলাম
যাচ্ছি তাড়াতাড়ি’।//


খুব মজা পেলাম।

ভাল থাকুন। সবসময়।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ছড়া ।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৩| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: full of sense of humor and rhythmic lyrics.


খুব ভালো লাগলো বরাবরের মতোই। ধন্যবাদ। লিখে চলুন সতত।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০১

টাইম টিউনার বলেছেন: আরো একটি চমৎকার ছড়া পড়ে ফেললুম। :) ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৭

ফারহানা তাবাসসুম বলেছেন: হাহাহা, শিয়াল ইজ চালাক

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি জানলেন কি কইরা যে শেয়ালের জ্ঞান বেশী? ওদের সাথে কি আপনার কথা হয়? :-B

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

প্রামানিক বলেছেন: ছোট কালে শেয়ালরে কত দৌড়ানি দিছি কিন্তু একটাও ধরতে পারি নাই সেই থেকেই বুঝতে পারছি ওরা মানুষের চেয়ে বেশি গেয়ানী।

২৭| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: মানে হইলো গিয়া যে বেশী দৌড়াইতে পারে সে বেশী গেয়ানী, তাহলে বর্তমান বিশ্বে মানুষদের মধ্যে উসাইন বোল্ট সব চেয়ে গেয়ানী লুক =p~

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: উসাইন বোল্ট তো শুধু দৌড়ায় লুকাইতে জানে না কিন্তু শিয়াল যেমন দৌড়ায় তেমন চোখের পলকে ঝাউ জঙ্গলে গর্তের মধ্যে বুদ্ধি খাটাইয়া লুকাইতে পারে হের লাইগা শিয়াল গেয়ানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.