নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মুখের রুচি উল্টে গেছে

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৮


শহীদুল ইসলাম প্রামানিক

দেখলাম সেদিন দম্পতি এক
রেস্তোরাতে বসে
হরেক রকম ভর্তা দিয়ে
ভাত খাচ্ছে জোশে।

বাম পাশেতে বাচ্চা দু’টি
তারাও সাথে বসা
খাচ্ছে যেন এমন খাবার
গরীব মানুষের দশা।

কিন্তু তারা গরীব নয় তো
ধনীদের সন্তান
এক বসাতে অনেক খেলেও
পড়বে নাকো টান।

তারপরেতেও খাচ্ছে তারা
ভর্তা-ভাজি-ডাল
শুটকী ভর্তার ঝালের চোটে
চোখ করেছে লাল।

টাকি ভর্তা, চিংড়ি ভর্তা
কলা ভর্তার সাথে
শুকনা মরিচ আগুন পোড়া
তাও নিয়েছে পাতে।

কালি জিরা, কচু ভর্তা
পটল ভর্তাও আছে
তিলের ভর্তা খাওয়ার পরে
স্বাদ নাই আর মাছে।

ভর্তা, ভাজি, ডালের স্বাদে
বউয়ের তৃপ্তির হাসি
মরিচ খেয়ে স্বামী বেচারা
করছে কাশাকাশি।

বুঝতে পেলাম মানুষ জনের
উল্টে গেছে রুচি
আগের মত স্বাদ নাই আর
পোলাও, কোর্মা, লুচি।

জামগড়া
সকাল ১০টা
১০-০৯-২০১৬ইং

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ++

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমিও এখন অনেক প্রকার ভর্তা দিয়ে ভাত ও রুটি খেয়ে থাকি।
কি করবো খাবারে যে আগের মত স্বাধ পাই না।
আপনি কি পান?
ইলিশ মাছে আগের মত স্বাধ, ঘ্রান, আর তেল-তেলা বোনা-অ্যাপা-পিট পাইনা।
তাই ভর্তাই ভালো লাগে, ভর্তা খাই ঝালের আশায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: না ভাই আমিও এখন সব কিছুতে স্বাদ পাই না। আপনার মত আমিও রুচি বদলের জন্য ভর্তা ভাত খাই।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভ্চেছা রইল।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

হাতুড়ে লেখক বলেছেন: কাসাকাসি না হয়ে কাশাকাশি হওয়া উচিত। কবিতা ভাল্লাগে নাই দাদু! :#)

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: এই জন্যই তো নাতির সাথে কারো তুলনা নাই। ধন্যবাদ

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

ধ্রুবক আলো বলেছেন: দারুন++

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

জনৈক অচম ভুত বলেছেন: ঐ দম্পতির নিশ্চয় রুচিভ্রম হইছিল। B:-/

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: এই দম্পতিরে গত কাল দশ নম্বর এক হোটেলে পাইছিলাম। হেগো দেহাদেহি আমিও ভর্তা ভাত খাইছি মজাই লাগছে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০১

হোসাইন সজীব বলেছেন: আসলেই এখন আর খাবারে তেমন স্বাদ পাওয়া যায় না :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: সত্য কথাই বলেছেন। এখন মাছ মাংসে তেমন স্বাদ পাওয়া যায় না। ধন্যবাদ

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬

ভ্রমরের ডানা বলেছেন: প্রামাণিক ভাইয়ের ছড়া মানেই প্লাস!!

+++

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

অভি চৌধুরী বলেছেন: হাহাহা ভাইয়া চমৎকার ছড়া

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০

আরণ্যক রাখাল বলেছেন: খাসা লিখেছেন

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভ্চেছা রইল।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

চিন্তিত নিরন্তর বলেছেন: সামনে এমন আরো কত কিছু দেখব।

ভাল লাগল কবিতার বিষয়টি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, শুভ্চেছা রইল।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

মুহাম্মাদ শাথিল বলেছেন: এত্ত প্রকার ভর্তা!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

প্রামানিক বলেছেন: জী ভাই, এখন হোটেল গুলোতে অনেক পদের ভর্তা করে।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৭

এম এ কাশেম বলেছেন: ভর্তা বানিয়ে দওয়াত দেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

প্রামানিক বলেছেন: আমি রাজী আছি, আপনি কবে আসবেন আইসা পড়েন।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল ছড়া

কি আর বলব ভাই
সবিতে ভেজাল তাই
খাবার রুচী মরা
তাই খেলাম বড়া

ছড়াটা না পড়লে
খেতাম বড় ধরা।

শুভেচ্ছা রইল

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৪

প্রামানিক বলেছেন: হা হা হা মন্দ বলেন নাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৬

রক্তিম দিগন্ত বলেছেন: ++

ভাল লাগছে। ভিতরের থিমটা ধরতে পারছি বইলা বইলা মনে হইতেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৫

প্রামানিক বলেছেন: মিরপুর হোটেলে খাইতে গিয়া এই থিম পাইছি। শুভ্চেছা রইল।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

পথহারা মানব বলেছেন: ভাই আপনেকি কিছু খেয়েছিলেন নাকি বসে বসে তাদের খাওয়াই দেখে গেছেন????
ভালো লেগেছে!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

প্রামানিক বলেছেন: তাদের দেখাদেখি আমিও ভর্তা ডাল দিয়ে ভাত খেয়েছি। মজাই পেয়েছি। ধন্যবাদ ভাই।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: কবিতায় ভর্তার সমাহার। দারুন লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লিখেছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

কালপুরুষ কালপুরুষ বলেছেন: খুব সুন্দর ছড়াটা দারুন।
ভালো থাকবেন

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: কথা সইত্য

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

প্রামানিক বলেছেন: আপনি সইত্য কইলে আর কি মিথ্যা হইতে পারে?

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: গরীবেরা যে কেমন মজার মজার খাবার খায় তা দেখে চেখে বড়লোকেরা এখন আফসোস করছে।
হ্যাঁ, মূখের রুচি পালটে তারা ভালোই করেছে। তবে, ঐসব হোটেলে ভর্তা দিয়ে ভাত খেতে গেলেও পয়সাওয়ালা হতে হয়। যে দাম!
কবিতায় ১০০% লাভ। অসাধারণ! ভালো থাকুন। ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: দারুণ সত্য কথাই মন্তব্যে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই।

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

শামছুল ইসলাম বলেছেন: দারুন হয়েছে।

//বুঝতে পেলাম মানুষ জনের
উল্টে গেছে রুচি
আগের মত স্বাদ নাই আর
পোলাও, কোর্মা, লুচি।//

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ভর্তা আমার সারা জীবনই ভাল্লাগে

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

প্রামানিক বলেছেন: আমিও খাইতে পারি মন্দ না। ১৯৭৬ সালে আলু ভর্তা দিয়া এক সের দুই ছটাক চালের ভাত খাইছিলাম। হেই দিন যে কই গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.