নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

শ্মশান ঘাটের ভুত

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০


শহীদুল ইসলাম প্রামানিক

শহর থেকে রাত দুপুরে
নেতাই যাচ্ছে বাড়ি
নাই তো সাথি একা একা
তাই তো তাড়াতাড়ি।

গোকুল গাঁয়ের পশ্চিম পাশে
বিশাল একটা মাঠ
মাঝখানেতে জলির বিলে
আছে শ্মশান ঘাট।

শ্মশান ঘাটের কাছে যেতেই
দুইখান হাত মেলে
দাঁড়িয়ে আছে লম্বা হয়ে
শম্ভুনাথের ছেলে!

শম্ভুনাথের ছেলে সে তো
আগেই গেছে মারা
জোস্না রাতে এইটা দেখে
ভয়েই দিশে হারা!

ভয়ে ভয়ে বলল তারে
কোথায় তুমি থাকো
রাত দুপুরে মাঠের মাঝে
খুঁজছো নাকি কা’কো?

শম্ভুনাথের ছেলে তখন
কাঁধে হাতটা রাখি
বলল হেসে মরার পরে
শ্মশান ঘাটেই থাকি।

যেই না বলা অমনি নেতাই
পড়ল মাটিত নুয়ে
জ্ঞান ফেরার পর তাকিয়ে দেখে
হাসপাতালে শুয়ে।

বলল ডাক্তার কেমন করে
এমন আপনার হলো
নেতাই তখন বিড়বিড় করে
শম্ভু শম্ভু বললো।

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

মার্কো পোলো বলেছেন: ভয়াল রাত্রি ভয়ানক শম্ভু।
অনেক ভাল লাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১

কামরুন নাহার বীথি বলেছেন: এই ঈদের আগে ভূতের ভয় দেখানো!!! খুব খারাপ, খুব খারাপ!!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: ঈদের আগে কারো হুশ থাকে না, কতক্ষণে বাড়ি যাবে। গভীর রাতে বাড়ি ফিরতে গিয়ে অনেকেই বিপদে পড়ে। আমিও একবার পড়েছিলাম। রাত দেড়টার সময় শ্মশান ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তা ভুলে সারা রাত এক ভুতুরে মাঠের মধ্যে বসে ছিলাম, দেখেছিলাম অনেক কিছু। কাজেই আমার মত আর যেন কেউ কানা ভুলা ভুতের কবলে না পড়ে সেই লক্ষ্যে এই ছড়া।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনার ছড়া ও গল্পের মাঝে ভুত পেত্নীরা ভালো স্হান করে নিয়েছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: বাংলাদেশে ভুতের অবস্থান অনেক আগে থেকেই। বর্তমানেও আছে তবে আগের মত নাই বললেও চলে। সেই পুরানো কাহিনীই কিছুটা ছড়ায় তুলে ধরার চেষ্টা করছি।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

জনৈক অচম ভুত বলেছেন: দোষ তো নেতাইয়েরই। রাতদুপুরে শ্মশানে যেয়ে ভূতকে ত্যাক্ত করা! এতো ঘোর অনাচার। :|

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। ভুতেরা রাত দুপুরে মনের আনন্দে ঘুরে বেড়ায়, সেই সময় মানুষ তাদের এলাকায় ঢুকলে তারা খুব বিরক্ত হয়, আর তখনই মানুষকে ভয় দেখায়।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০১

ডঃ এম এ আলী বলেছেন:



এই শশানে্ই সব ভয় ও অহংকার আগুনে ছাই হয়ে যায় । এখানে ভয়ের ও অগংকারের এর নাশ হয় । তাই শশান হওয়া উচিত সকলের কাছে প্রিয় !!! সব দেহই শশানে হয় ছাই । গরীব ধনী , বৃদ্ধা , সুন্দর , কুৎসিত সবাই । মৃত্যুর কাছে কোন ভেদাভেদ নেই । সে নিজের নিয়মে চলে । শ্মশান বৈরাগ্য ভূমি । মানুষ নানা গয়না গাটি , কেশ বিন্যাস , সুগন্ধি , মাসেল বানিয়ে নিজের দেহ কে সাজায় । মৃত্যুর পর শশানের ক্রিয়া কর্মের পর – এসব কিছুই থাকে না । সব ভস্ম । মানুষের মাটির শরীর । রক্ত , মাংস , হাড় – এই নিয়ে মানুষের কত অহংকার । মানুষ জন্মাচ্ছে , মাটির শরীর , ইহ লীলা সমাপন হলে তার দেহ শশানে এক মুষ্টি ছাই । মানুষ আসে একা , যায় একা । যা নেয় এখানেই নেয় , যা দেয় এখানেই দেয় । একটা কাপড়ের টুকরো সে নিয়েও আসে না , নিয়েও যায় না । শ্মশানই আর কবরই হোক এখানে বসে থাকলেও বৈরাগ্য জন্মে । বৈরাগ্য ভক্ত কে সৃস্টিকর্তার কাছে নিয়ে যায় । তাই শ্মশান বা কবর যেচা্হই হোক না কেন তা সকলের কাছে ভয়ের না হয়ে হয়ে উঠুক প্রিয় ।
অনেক ধন্যবাদ, ঈদ প্রাক্কালে মানুষের মনের অহংকার ও ভয় দুর করে মহান ত্যগের মহিমায় সকলের সাথে মিলে মিশে ঈদ উদযাপনের সহায়ক হোক ছড়াটির মর্মাবানী ।

শুভেচ্ছা ও অগ্রীম ঈদ মোবারক থাকল ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: আপনি মন্তব্যে ভুত নিয়ে সুন্দর একটি বিশ্লেষণ করেছেন। আমার বাস্তব জীবনেও একটি ঘটনা আছে। সময় পেলে ব্লগে সে ঘটনা পোষ্ট করবো।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০১

রক্তিম দিগন্ত বলেছেন: শ্মশান ঘাটের পাশ দিয়ে গেলে আসলেই গা ছমছম করে।
যদিও ভূত বিশ্বাস করিনা, তবুও ঐসব মুহুর্তে সেই মাপের ডর লাগে।


ছড়ায় +

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ভুত একটা ভৌতিক বিষয়। এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নাই। তারপরেও অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আমি কিন্তু এতটুকুনও ভুত ভয় পাই না!!!!

ছড়াঃ সুন্দর ++

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: তাইলে আপনি শ্মশান জয় করতে পারবেন। ধন্যবাদ

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

মেহেদী রবিন বলেছেন: এই রে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: ভয় নাই, আগের মত ভুত এখন নাই।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৮

তাজবীর আহােমদ খান বলেছেন: ভাই শ্মশানে এবং কবরস্থান দুইজাগাতেই কিন্তু রাত কাটিয়েছি কিন্তু এই ভুত নামোক বস্তুর দর্শন পাইনি।তথাপি আপনার কবিতা ভাই কিছুটা হলেও যে আন্দোলিত করেনি,এমন মিছা কথা আমি কইতাম না,হা হা

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২১

প্রামানিক বলেছেন: ভাই কোন শ্মশানে রাত কাটিয়েছেন? আমরাও তো রাতে নদীতে মাছ মারতে গিয়ে শ্মশানে অনেক কিছু দেখেছি। তবে কুত্তা, বিড়াল, শিয়াল ছাড়া আর কিছু দেখিনি।
ধন্যবাদ ভাই ভুত বিষয়ক মন্তব্য করার জন্য।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৬

দিয়া আলম বলেছেন: ভাইয়াাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা তোমাকে স্যালুট জানাই,অনেক সুন্দর মনের মানুষ তুমি। তোমার ছন্দ গুলো শুদুই ছন্দনা, বাস্তব জীবন তুমি তুলে ধরো আমাদের জন্য।

ভালো থেকো ভাইয়া তুমি

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দিয়া আলম। ঈদের শুভ্চেছা রইল।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৮

সম্রাট৯০ বলেছেন: আমি আপনার ছড়ার খুব ভক্ত, একটা নির্মল মস্তিষ্ক আপনার আছে,

ভার্চয়্যালকে রিয়েল কিছু দিলে আপনাদের মত ব্লগাররাই দেয়,আমরা ধন্য আপনাদের এখানে পেয়ে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সম্রাট৯০। মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: যদিও ভূত-প্রেত বিশ্বাস করিনা, তারপরও শ্মশান কিংবা গোরস্থানের পাশ দিয়ে একা একা গেলে ভয় করে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

প্রামানিক বলেছেন: ভুত প্রেত থাক বা না থাক ভুতের ভয়ে সবাই কাবু। নিজেও এরকম বড় বড় গল্প ছাড়ি ভুতটুথ কিছু নাই, তারপরেও রাতে একা একা শ্মশানের পাশ দিয়ে যেতে ভয় পাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

মো:সাব্বির হোসাইন বলেছেন: আপনি বুঝি ভূতকে ভয় পান??

কবিতা খুব সুন্দর হয়েছে+++++++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

প্রামানিক বলেছেন: বাস্তবে ভুতের সামনে পড়ি নাই তবে ভুতের কবলে পড়েছিলাম।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: ভালো লাগল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ দাদা, আন্তরিক শুভেচ্ছা রইল।

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: ভুত ভয় পাই প্রামানিক ভাই :-&
তবে আপনার ছড়া দারুন হয়েছে।
+

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আপনি এতদিন কোথায় ছিলেন?

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



একটা গান শুনেছিলুম অনেক আগে ---- ঠিক দুপ্পুরবেলা ভুতে মারে ঢিল....
আপনারটা দেখছি রাতদুপুরে ঢিল না মেরে হাত বাড়িয়ে রয়েছে ! :(

ঈদ শুভেচ্ছা ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভরদুপুরে ভুতে ঢিল মারে।

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ছন্দ এবং ভৌতিক কাহিনী দুইটিই আমার আগ্রহের বিষয়........ভালোলাগা

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ আপনাকে।

২০| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৭

সাদা মনের মানুষ বলেছেন:

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: আহারে চা--- শুধু দেইখা গেলাম খাইতে পাইলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.