নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ঘটকের দ্বিগুণ কথা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪


শহীদুল ইসলাম প্রামানিক

ঘটকালী ভাই মহান পেশা
নাই কোন এর জবাব
সব কথাকে দ্বিগুণ বলা
ঘটকগুলোর স্বভাব।

অনেক সময় তাদের জন্যই
উল্টাপাল্টা হয়
অসমদের সমান করতে
অনেক কথা কয়।

মেয়ের পক্ষ দেখতে গেলো
গাঁও গেরামের ছেলে
দেখার পরে অনেক প্রশ্ন
করছে দেলে দেলে।

গার্জিয়ান কয়, বলো তো বাপ,
বাবার জমি কত?
বলছে ছেলে, খুব বেশি নয়
বিঘা নয়ের মত।

ঘটক শুনে রাঙা চোখে
ক্ষেপলো যে দ্বিগুণ
ছেলের কথা উড়িয়ে দিয়ে
বলল কয়েক গুণ।

দাড়ি নেড়ে বলল জোরে
বলছে সে তো কম
নব্বই বিঘায় সকাল বিকাল
হাল চলে হরদম।

তিনটা ঢেঁকি তিন বেলাতে
বেগুন ছানা করে
খাল পুকুরে চার পাঁচজন
মাছই শুধু ধরে।

চাকর বাকর হিসাব ছাড়া
ক্ষেত খামারে খাটে
তিন চারজন বাজার করতে
থাকে হাটে ঘাটে।

ইহার পরে গার্জিয়ান কয়,
কোন ক্লাসে পড়
এইটা শুনে ছেলে এবার
কাঁপছে থরোথরো।

কাঁপতে কাঁপতে বলল শুধু
আইএ ক্লাসে পড়ি
এই কথাটায় ঘটক মাশায়
উঠল তড়িঘড়ি।

বলল হেসে, লজ্জায় ছেলে
সবকিছু কম কয়
ছাত্র ভালো আগামী বছর
এমএ পাশ হয় হয়।

এইটা শুনে সরল ছেলে
খুকখুক কাসি দিলে
তাকিয়ে থাকে মেয়ের বাবা
পরস্পরে মিলে।

একজন বলল, বাবাজির কি
হয়েছে ঠান্ডা কাসি
ঘটক এটাও দ্বিগুণ বলায়
উঠল সবাই হাসি।

‘কাসি কি গো যক্ষ্মা হবে’
যেই না ঘটক বলল
তিড়িং করে লাফিয়ে উঠে
মেয়ের বাবা চলল।

সব ঘটকই দ্বিগুণ দ্বিগুণ
জমির হিসাব দেয়
কাসিটাকে যক্ষ্মা বললে
কেউ কি মেনে নেয়?

ঘটক সাবের দ্বিগুণ কথায়
বিয়ে গেল ভেঙে
ছেলের বাবা লাঠি হতে
লড়কে এবার লেংগে।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঘটকালী ভাই মহান পেশা
নাই কোন এর জবাব
সব কথাকে দ্বিগুণ বলা
ঘটকগুলোর স্বভাব।



একেবারে খাঁটি কথা। এ জন্য কত সংসারকে যে কত মূল্য দিতে হয়েছে! চমৎকার ছড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

পুলক ঢালী বলেছেন: বরাবরের মতই দারুন চমৎকার প্রামানিকভাই, শুভেচ্ছা রইলো। তবে এর মানেটা কি? দেখার পরে অনেক প্রশ্ন
করছে দেলে দেলে।
এটা কি কোন আঞ্চলিক ভাষা? :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: দিল থেকে আঞ্চলিক দেল কথাটার উৎপত্তি অর্থাৎ হৃদয় বা অন্তর। যেমন গানের ভাষা = দিল কি দয়া হয় না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মজার। :) :) :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১

কালপুরুষ কালপুরুষ বলেছেন: ছড়াটা দারুন লিখেছেন প্রামাণিক ভাই কিন্তু আজকের দিনেও কি এমন ঘটক আছে? কি জানি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: আজকালের দিনেও এমন ঘটক আছে, তবে এখন ছেলের বাবার জমির চেয়ে ছেলের কর্মজীবনটা বেশি দেখে।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

দেবজ্যোতিকাজল বলেছেন: বহুত আনন্দ পেলাম

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

শেয়াল বলেছেন: খেক খেক :D

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: খেক শেয়াল ভাই আগে তো এই কর্মটা আপনারাই করতেন।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১১

আবু ইশমাম বলেছেন: অনেক সময় মেয়ের মায়েরাও নিজের মেয়ের ব্যাপারে দ্বিগুন বলে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৪

প্রামানিক বলেছেন: এটাও আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০

খায়রুল আহসান বলেছেন: ঘটকদের বাস্তব চিত্রটাই সঠিকভাবে ফুটে উঠেছে ছড়ায়। তারা শুধু দ্বিগুণ নয়, বহুগুণ বাড়িয়ে কথা বলে।
ঠিক বলেছেন @আবু ইশমামঃ অনেক সময় মেয়ের মায়েরাও নিজের মেয়ের ব্যাপারে দ্বিগুন বলে --

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: এক সময় ঘটকরা ছেলে বা মেয়ের কথা বহুগুণ বাড়িয়ে বলতো শুধু বিয়েটা উভয় পক্ষ থেকে রাজী করানোর জন্য। এখন কিন্তু অনেকটা পাল্টে গেছে।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

খায়রুল আহসান বলেছেন: ৮ম মন্তব্য, ১ম "লাইক"।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, খুব খুশি হলাম।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬

অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা বাড়িয়ে বলার কুফল। ঘটকদের খুব ভেবেচিন্তে বিশ্বাস করতে হয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বিশেষ করে প্রফেশনাল ঘটকদের।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

মেহেদী রবিন বলেছেন: জা পাইছি বড় ভাই

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: আপনি কি পাইলেন ভাই?

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: হেহেহেহে।

ঘটক শেষমেষ বিয়ের আগেই বিয়ে ভাঙ্গার শুভ কাজটি করে দিল। ভবিষ্যৎ আজাব থেকে মুক্তির জন্য পাত্রের ঘটককে পুরষ্কৃত করা উচিত। ++ :-B

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: হা হা হা ঠিকই কইছেন। বিয়ের পরে হয়তো ঝামেলা হতে পারে তাই আগেই ঝামেলা মুক্ত হলো।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২১

কাল মানব বলেছেন: অনেক মজা পেলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০২

বিলিয়ার রহমান বলেছেন: ছড়াটা দারুন লিখেছেন প্রামাণিক ভাই ।:)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! ভাল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

ইকরাম উল হক বলেছেন: অনেক মজার

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

ধ্রুবক আলো বলেছেন: অত্যাধিক দারুন লিখছেন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

আবু ইশমাম বলেছেন: শুক্রবারে এক মেয়ে দেখতে গিয়েছিলাম,ঘটক নেই পরিচিত মাধ্যমেই। মেয়ের মায়ের কথা শুনে সেই লোক অনেক প্রসংশা করল, এও বলল যে এমন ভাল মেয়ে আর পাবেন না। কিন্তু গিয়ে দেখি পুরো উল্টা। যেসব কাজে প্রসংশা করছে সেসব বিষয়ে মেয়ের বিন্দুমাত্র ধারনা নেই। বোঝেন অবস্হা। আমরা দেখছি উল্টা তারপরও মা সত্য প্রমানে বিভিন্ন গুনের বর্ননা করেই যাচ্ছে...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: কি আর করা, মেয়ের মায়ের মেয়ে বিয়ে দেয়া দরকার, তাই একটু বেশি বেশিই বলে যাচ্ছে। এরকম ঘটনা প্রায়ই হয়। ধন্যবাদ আপনাকে সত্য ঘটনা তুলে ধরার জন্য।

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



হাসির হলেও কথা ঠিক, কোথায়ও সঠিক কিছু জানার উপায় নেই

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: ঘটকরা সঠিক কথা কখনও বলে না সবসময় কয়েকগুন বাড়িয়ে বলে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

মানিজার বলেছেন: সমইস্যা গো ভাউ!!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন ভাউ। শুভেচ্ছা রইল।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: সারা জীবন এই বিষয়ের গল্প শুনেই ঠান্ডা ছিলাম, এবার ছন্দ পেয়ে দ্বিগুণ ঠান্ডা হলাম, মানে বরফ আরকি :-B

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: বলেন কি, এত ঠান্ডা হইলে তো জইমা যাইবেন।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ছবিগুলো কি ভুতের বাচ্চাদের?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ওনারা বিয়ের আসরে বসা ছিল, হাসতে হাসতে এই অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.