নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

জেল থেকে ফিরে (ছবি ব্লগ) Dhaka Jail, ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঢাকা জেলখানা

০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ছবি-০১

কারাগারের প্রধান ফটক। ঢাকার পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ১লা নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে।
ছবি-০২

আত্মীয় স্বজন দেখা করতে এলে এই লোহার সেলের ভিতরে কয়েদীদের ঢুকিয়ে দেখা করতে এবং কথা বলতে দেয়া হয়।
ছবি-০৩

কয়েদীদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার রুমের দরজা।
ছবি-০৪

ছবির জাতীয় নেতাকে এই রুমে হত্যা করা হয়েছে। সেই সময়ে ব্যবহৃত চৌকি এবং টেবিল চেয়ার।
ছবি-০৫

এই বিল্ডিংয়েই চার নেতাকে রুমের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে।
ছবি-০৬

যে বিল্ডংয়ে হত্যা করা হয়েছিল তার পাশেই চার নেতার স্মরণে তৈরী মূতি।
ছবি-০৭

হত্যার পর লাশ হস্তান্তরের আগে সবুজ রং করা এখানে রাখা হয়েছিল।
ছবি-০৮

বঙ্গবন্ধু জেলে থাকা কালীন নিজের হাতে লাগানো কামিনী গাছ।
ছবি-০৯

বঙ্গবন্ধুর নিজের হাতে লাগানো কামিনী গাছের পুরো ছবি।
ছবি-১০

জেলে থাকা কালীন বঙ্গবন্ধু এই গোসল খানায় গোসল করতেন।
ছবি-১১

দেখতে বাড়ির মত মনে হলেও এগুলোও কায়েদীদের থাকার ঘর।
ছবি-১২

জেলখানা দেখতে উপচে পড়া ভির।
ছবি-১৩

দুই পাশে কারাগার মাঝে রাস্তা।
ছবি-১৪

টিন শেডের কয়েদ খানা।
ছবি-১৫

কয়েদীদের বাহিরে গোসল করার জন্য পানির চৌবাচ্চা।
ছবি-১৬

এই সেই ফাঁসির মঞ্চ যেখানে অনেকেরই ফাঁসি দেয়া হয়েছে।
ছবি-১৭

এটি আমদানি রুম। আসামীদের প্রথমে এই রুমে গাদাগাদি করে রাখা হয়, পরে এখান থেকে অন্য রুমে পাঠানো হয়।
ছবি-১৮

সেই আমলে তৈরী এই রুমে কয়েদী রাখা হয় যার দেয়াল ৩৬ ইঞ্চি পুরু।
ছবি-১৯

রুমের ভিতরেই পায়খানা, তবে দরজা উপরের দিকে অধেক ফাঁকা রাখা হয়।
ছবি-২০

মোটা মোটা লোহার দরজা দেয়ার পরও তালা দেয়ার সিস্টেমটি আরো মজবুত। দেয়ালের ভিতর দিয়ে রড ঢুকিয়ে দরজা থেকে একটু ফাঁকে দেয়ালের ভিতরে তালা লাগানো হয়। কয়েদীরা ভিতর থেকে কোন ভাবেই এই তালা নাগাল পায় না।
ছবি-২১

সেই আমলের তৈরী বিশাল তিন তালা ভবন। প্রত্যেকটা বিল্ডিং লোহার রড দিয়ে একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিংয়ের মাঝে পাটিশন দেয়া। ইচ্ছা করলেই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া যায় না।
ছবি-২২

কয়েদীদের জন্য ক্যান্টিন।
ছবি-২৩

কিছু উচ্ছল তরুণ তরুণী স্বেচ্ছায় লোহার গারদের ভিতর ঢুকে কয়েদ খানার স্বাদ অনুভব করছিল।
ছবি-২৪

এ ছেলেটিও লোহার গারদে ঢুকে কয়েদী সেজে আসল কয়েদীর মতই বিরস বদনে চেয়ে আছে।
ছবি-২৫

জেল খানার সেলুনে নোটিশ।
ছবি-২৬

এই ঘরে কয়েদীদের চুল কাটা হতো।
ছবি-২৭

কারাগারের ভিতরে কয়েদীদের জন্য বেকারী।
ছবি-২৮

নারী কয়েদীদের জন্য সেল।
ছবি-২৯

জেলে থাকা মা ও শিশুদের জন্য।
ছবি-৩০

কয়েদখানার চালের নিচে এই গর্তটির কি প্রয়োজন তা কেউ বলতে পারলো না।
ছবি-৩১

কয়েদীদের জন্য রান্নাঘর ও রান্নার চুলা। বর্তমানে রান্নাঘরটি পরিত্যাক্ত হলেও ঘরের কোনায় বিশাল একটি রুটি ভাজার তাওয়া পড়ে আছে।
ছবি-৩২

প্রত্যেকটা বিল্ডিং লোহার রড দিয়ে একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিংয়ের মাঝে পাটিশন দেয়া। ইচ্ছা করলেই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া যায় না।
ছবি-৩৩

জেলের ভিতরে ফুলের বাগান।
ছবি-৩৪

বিদেশী বন্দীদের জন্য।
ছবি-৩৫

বিদেশী বন্দীদের জন্য।
ছবি-৩৬

কয়েদী না হলে কারো কারাগার দেখার সৌভাগ্য হয় না। সরকারী নির্দেশে কয়েদী না হয়েও কয়েদখানা ঘুরে দেখার সৌভাগ্য অনেকেই আজ অর্জন করেছেন। দুপুরের দিকে ২২৮ বছরের পুরানো বাংলাদেশের সর্ববৃহৎ কারাগার দেখতে গিয়ে মোবাইলে তুলে আনা কিছু ছবি।

মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: ভাল পোষ্ট।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:০৯

প্যারিস বলেছেন: ২২৮ বছরের পুরানো বাংলাদেশের সর্ববৃহৎ কারাগারের ছবি । জেল থেকে ফিরে (ছবি ব্লগ) পোস্ট টি ভালো লাগলো
ধন্যবাদ ভাই

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ভাবছিলাম আমি কালকে সকালে এই পোষ্ট দিমু, আপ্নে কামডা করলেন কি??

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: আমি তো মনে করছি আপনি ছবি পোষ্ট কইরা ফালাইছেন। আপনি যে ছবি বগল তলায় নিয়া বইসা আছেন এইডা আগে কইবেন না।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: তৃতীয় হইছি, সাগর কলা দেন B-)

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:০৪

প্রামানিক বলেছেন:
আপাতত একহালি খান লাগলে কলাগাছ কাইটা দিমু- - -- -

৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার পোষ্ট।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



ভালো একটি পোস্ট , ইতিহাস কথা কয় এমন । সবচেয়ে ভালো লাগলো চার নেতার আবক্ষ মূর্তি দেখে ।

আর এতো কষ্টের ছবিগুলোর মাঝেও ভালো লাগলো নারী কয়েদীদের জন্য সেল "মহিলা ওয়ার্ড" লেখা দরজার উপরে ভালোবাসার প্রতীক তীর বিদ্ধ হার্ট আঁকা দেখে । আসলেই প্রেমের ফাঁদ পাতা ভুবনে ভুবনে ......।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: সব জায়গায় কবির কল্পনা আলাদা। জেলখানার দরজায় ভালোবাসার প্রতীক আছে সেটাও খেয়াল করেছেন। ধন্যবাদ আপনাকে।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:০২

চিন্তিত নিরন্তর বলেছেন: আপনার চোখেই দেখা হল।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: ২২৮ বছরের পুরানো বাংলাদেশের সর্ববৃহৎ কারাগার দেখাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: চমৎকার পোস্ট !

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:
বঙ্গবন্ধুর কামিনী গাছটি দেখে খুব ভাল লাগল!
ভাল পোষ্ট!

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

প্রামানিক বলেছেন: হিসাবে কামিনী গাছটির বয়স অর্ধ শত বছর অথচ এখনও দেখার মত।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল পোস্ট । ভিতরের অনেক কিছু দেখা হল , জানা হল । কামনা করি কাওকে যেন যেতে না হয় কারাগারে । শুনেছি অনেক রিরাপরাধ লোক সেখা্নে বসবাস করেছে বছরের পর বছর ধরে । দেশে না থাকুক কোন অপরাধ , না থাকুক কোন নির্যাতন কিংবা ষড়যন্ত্রের ইতিহাস । সকল বিদ্যমান করাগার হোক শোধনাগার । অপরাধ করে ডুকে গেলে কেও সেখানে বের হয় যেন বিশুদ্ধ পরিশোধিত অন্তরে । দেশটা ভরে যাক অপরাধহীন ভাল মানুষের পদভারে । সকলেই যেন থাকতে পারি সুখে শান্তিতে একসাথে মুক্ত পরিবেশে , মানুষ মানুষের জন্য এই বানীটি বাস্তবায়ীত হোক অচিরে । এই কারাগারের পরিবর্তে হয়েছে আরো বড় কারাগার আরো দুরে , কামনা করি যেন পরিনত হয় তা খালী ঘরে শুন্য অপরাধের কারণে । অপরাধের কারণ করতে হবে বিদুরণ , করতে হবে ভীতি সঞ্চারণ যেন কেও অপরাধ না করেন , সুশিক্ষা করতে হবে জাতির মস্তকে ধারণ । একটি সুস্থ সুন্দর বসবাস উপযোগী দেশ হোক সকলের তরে ।

ধন্যবাদ পোস্ট টি দিয়ে কিছু কথা বলার সুযোগ তৈরী করে দেয়ার জন্য ।
শুভেচ্ছা রইল ।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

প্রামানিক বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য খুব খুশি হলাম। আসলেই কারাগার কারো কাম্য নয়। তারপরেও কেউ অপরাধী হয়ে আর কেউ বিনা অপরাধে কারা ভোগ করে। এটা আসলেই কষ্টের জীবন। আপনার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: একদিন যেতে হবে
জেলের স্বাদ নিয়ে আসি ।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

প্রামানিক বলেছেন: ৫ তারিখ লাস্ট ডেট এর মধ্যেই যেতে হবে ৫তারিখ পরে বন্ধ করে দেবে।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ৩:৪১

রক্তিম দিগন্ত বলেছেন:
জোস পোস্ট।

আপনি ভিতরে গেলেন কীভাবে?

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

প্রামানিক বলেছেন: ভিতরে ঢোকার জন্য ৫ দিনের জন্য ১০০শত টাকার টিকেট সিস্টেমের ব্যবস্থা করা আছে। যে কেউ একশত টাকার টিকিট কিনে ঢুকতে পারে।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: মহিলা ওয়ার্ডে গিয়া ফুচকি মারতাছেন ক্যান? এখন তো আর ওখানে কেউ থাকে না :)

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

প্রামানিক বলেছেন: ফুচকি মারলাম ওয়ার্ড খালি হওয়ার পরও কোন বদমাইশ ঢুকলো কিনা হের ছবি তোলার লাইগা।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬

মেহেদী রবিন বলেছেন: দারুণ পোস্ট। ধন্যবাদ প্রামাণিক ভাই

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

এই আমি রবীন বলেছেন: ছবি ্ও ক্যাপশন ভাল হয়েছে। মনে হচ্ছে নিজেই ঘুরে আসলাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

জ্ঞান ক্ষুধা বলেছেন:



জেলখানায় না গিয়েও একটা বাজ্যিক ধারনা পেলাম যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২১

নীলপরি বলেছেন: ভালো লাগলো । পোষ্টের জন্য ধন্যবাদ ।

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইল।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২০

খায়রুল আহসান বলেছেন: ছড়ার বদলে ছবি ব্লগ ভাল লাগলো ব্যতিক্রম হিসেবে।
২৩, ২৪ আর ৩৩ নম্বর ছবি বেশ ভাল লেগেছে।
আহমেদ জী এস এর দৃষ্টির প্রশংসা করতেই হয়! (৬ নং মন্তব্যে 'লাইক';)
ডঃ এম এ আলী ও বেশ সুন্দর মন্তব্য করেছেন। (১১ নং মন্তব্যে 'লাইক';)

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই। মূল্যবান মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: à¦

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২১| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুই চার দিন থেকেই আসতেন ! আমরা গিয়া দেইখা আসতাম !! :P
তবে পোস্ট দারুন হইছে।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: দুই চার দিন না হলেও আরো দুই চার ঘন্টা থাকতে চেয়েছিলাম কিন্তু বেরসিক কারা রক্ষীরা থাকতে দিল না।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার সৌজন্যে পুরাতন কারাগারের অনেক কিছু দেখা হলো।


ধন্যবাদ প্রামানিক ভাই।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, শুভ্চেছা রইল।

২৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৬

অন্তু নীল বলেছেন: কত ইতিহাসের সাক্ষী.।।।
খুব ভালো লাগল।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ২২৮বছরে অনেক কিছুর সার্ক্ষী এই কারাগার।

২৪| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

ভাবনা পায়েল বলেছেন: চমৎকার পোষ্ট।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভ্চেছা রইল।

২৫| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রামানিক ভাই, আমি খুবই দুঃখিত, আগের মন্তব্যটা সঠিক আসে নাই। আমি লিখেছিলাম, চমৎকার ছবি ব্লগ হয়েছে। ভেবেছিলাম যাবো, তবে আপনার পোস্ট দেখে ভাবছি না গেলেও চলবে।

২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

প্রামানিক বলেছেন: এটা পাঁচ দিনের জন্য খোলা ছিল। এখন আপাতত বন্ধ, পুরো জেলখানা মেরামত করার পর আবার সকলের জন্য উন্মুক্ত করে দিবে।

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার ফটোব্লগ প্রামানিক ভাই, অনেক অনেক ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য। বাড়ীর পাশে হওয়া স্বত্বেও প্রদর্শনীটি দেখার সৌভাগ্য হয় নাই, মক্কার মানুষ হজ্ব না পাওয়ার মত অবস্থা আর কি। :(

ভাল থাকুন সবসময়, শুভকামনা রইবে।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: আমার তো ধারনা ছিল আপনি হয়তো প্রথম দিনেই চান্স মেরেছেন। আপনি জেলখানার কাছাকাছি থেকেও দেখতে পেলেন না এতে খুব আফসোস হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫১

সোহানী বলেছেন: আরে এ পোস্টটাতো মিস হয়ে গেল.... বোকার লিস্টে দেখে ঢুকলাম। ভালো জিনিস দেখালেন। ব্লগারের নাম ভুলে গেছি যিনি জেলখানা নিয়ে সিরিজ লিখছিলেন...

যাক আপনার সৈাজন্যে জেলখানা ও দেখা হলো...++++

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন জেলখানার ছবি দেখার জন্য শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.