নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভাসানীর জীবনে মজার কাহিনী

১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

*** হিন্দু বাড়িতে আল্লাহ ***
১৯৪৭ সালে হিন্দুস্থান পাকিস্থান ভাগাভাগি হয়েছে। মওলানা ভাসানী গেছেন টাঙ্গাইলের কৈজুরীর জমিদার গোপেশ্বর সাহা রায় চৌধুরীর বাড়ি। জমিদার গোপেশ্বর রায় প্রজা বৎসল ছিলেন। গরীব-দুঃখীর সাহয্য ও সামাজিক প্রতিষ্ঠানের ব্যাপারে আলোপ আলোচনা করছিলেন। মাগরিবের সময় হলে তিনি গোপেশ্বর রায় চৌধুরীর কাছে নামাযের জায়গা চাইলেন। গোপেশ্বর বাবু হেসে বললেন, “হিন্দু বাড়িতে নামায পড়লে নামায হবে কী মওলানা সাহেব”?
গোপেশ্বর বাবুর কথা শুনে মওলানা সাহেবও হেসে জবাব দিলেন, “আল্লাহ সব জায়গায় বিরাজমান, তবে কি হিন্দু বাড়িতে থাকে না?”
মওলানার জবাব শুনে গোপেশ্বর বাবু থ’ হয়ে গেলেন, উচ্চারণ করে বললেন, “হুজুর, আপনার মত উদার মনের মানুষ যদি সবাই হতো তাহলে কেউ সম্প্রদায়িকতার আগুনে জ্বলতো না।”

*** মওলানার পানি পড়া ***
মওলানা ভাসানীর পানি পড়ার খুব সুনাম ছিল। অনেকের বিশ্বাস তাঁর পানি পড়া, তেল পড়া, কালিজিরা পড়া, ঝাড় ফুকের বেশুমার বরকত। এই জন্য অনেকেই তার পানি পড়া নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তো।

একবার মওলানা সাহেব এক বাড়িতে রাতে ছিলেন এবং ভোরে উঠেই সেখান থেকে চলে যান। সকাল বেলা পানি পড়ার জন্য লোকজন এসে ভিড় করতে লাগল। কিন্তু মওলানা তো নেই। ঐ বাড়ির একজন রসিকতা করে বলল, এই ইন্দারায় মওলানা সাহেব এক গ্লাস পানি পড়ে ঢেলে দিয়ে গেছে। এখান থেকে পানি নিয়ে খেলেই কাজ হবে। যেই না বলা অমনি সবাই ইন্দারার পানি তুলে নেয়া শুরু করল। কিছুক্ষণের মধ্যেই ইন্দারার পানি শুকিয়ে তলায় কাদা বের হলো। লোকজন কাদাও তুলে নিতে লাগল। বাড়িওয়ালা অবস্থা বেগতিক দেখে হাত জোড় করে কাকুতি মিনতি করতে লাগল, দোহাই আল্লাহর, আপনাদের হাত পা ধরে অনুরোধ করি, আমার ইন্দারা রক্ষা করেন। এভাবে কাদা উঠালে আমার ইন্দারা ভেঙে যাবে।

*** হুজুরের জ্বীন ***
একবার যমুনা নদীর পাড়ের অদূরে মওলানা ভাসানীর আগমনে ইসলামী অনুষ্ঠানের আয়োজন চলছিল। সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়ার আয়োজনও ছিল। রান্নার চাল, ডাল, লবন, মসলা যোগাড় হলেও মরিচের অভাবে বাবুর্চিরা রান্না শুরু করতে পারছিল না। এই খবরটি মওলানার কাছে দেয়া হলে তিনি উপস্থিত কয়েকজনকে লক্ষ্য করে বললেন, দেখ তো-- নদীর ঘাটে মরিচের নৌকা দেখা যায় কিনা।
লোকজন দৌড়ে নদীর ঘাটে গিয়ে দেখে সত্যিই নৌকা বোঝাই মরিচ নিয়ে কয়েকজন ঘাটে ভিড়তেছে।
এই ঘটনায় মুহুর্তেই পুরো এলাকায় খবর রটে গেল যে, হুজুরের সাথে জ্বীন আছে। জ্বীনেরা হুজুরের কথামত অনেক কিছু যোগাড় করে দেয়।

*** গরীবের রসগোল্লা ***
একবার মওলানা সাহেব আসামের ঘাগমারীতে ঘোড়ায় চড়ে বাজারে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি এলে একজন খবর দিলেন, হুজুর আপনার অমুক মুরীদ খুব অসুস্থ্য, মরে মরে অবস্থা। মওলানা তৎক্ষনাৎ ঘোড়া নিয়ে সেই মুরীদের বাড়ি গেলেন। রোগী মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে। তিনি এক গ্লাস পানি নিয়ে ফু’ দিয়ে রোগীর মুখের সামনে ধরে বললেন, তুমি কি খাবা?
রোগী কাতর কণ্ঠে জবাব দিল, রসগোল্লা হুজুর।
মওলানা সাহেব বাজার থেকে দু’টি রসগোল্লা আনালেন। একটি রসগোল্লার অর্ধেক খাওয়ার পরেই রোগী আর খেতে পারল না, একটু পরেই মারা গেল।
কোন এক জনসভায় ভাসানী দরিদ্র কৃষকদের দুর্দশার কথা বলতে গিয়ে এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, দেশে এমন অনেক কৃষক আছে যারা পথে ঘাটে রসগোল্লা দেখেছে কিন্তু জীবনে পুরো একটি রসগোল্লা খেয়ে মরার সৌভাগ্য হয় নাই।

(বিভিন্ন সংকলন থেকে সংগৃহীত)

মন্তব্য ৫৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

আহা রুবন বলেছেন: বুঝলাম বড় মানুষ খুব সাধারণ হয়।

১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

২| ১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

খোলা মনের কথা বলেছেন: সবগুলো গল্প অজানা ছিল। জানতে পেরে ভাল লাগলো। শেষের গল্পে তখনকার মানুষের জীবনযাত্রার কিছু অংশ ফুটে ওঠেছে। আল্লাহপাক এ মহান ব্যক্তিকে বেহেশতের সর্বচ্চো সন্মান দান করুন। আমিন

১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আল্লাহপাক এ মহান ব্যক্তিকে বেহেশতের সর্বচ্চো সন্মান দান করুন। আমিন

৩| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভালো লাগলো। এর একটি কথাও আগে জানা ছিলনা। জ্ঞান বিতরণের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

সাদা মনের মানুষ বলেছেন: অনেক কিছুই জানা হলো, আসলে ভাসানীকে নিয়ে আমার খুব একটা লেখাপড়া নাই.....শুভেচ্ছা জানবেন।

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: আগে মৃত্যু দিবসে ভাসানীর বাড়িতে বেড়াতে যেতাম। আজকেও যাওয়ার কথা ছিল কিন্তু অফিসের কারণে যাওয়া হলো না। ধন্যবাদ আপনাকে।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সাদা মনের মানুষ বলেছেন:

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ রং চায়ের জন্য।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাওলানা ভাসানী ডকুেমন্টারী

:)

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহ ভৃগু। শুভেচ্ছা রইল।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মওলানা ভাসানীর জীবনের অজানা কিছু ঘটনা জানা হলো। ধন্যবাদ প্রামানিক ভাই।

১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চের সময় মওলানার একদম কাছে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। রাজশাহী বারের একজন স্বনামধন্য এ্যাডভোকেট জনাব মজিবর রহমান সাহেব ভাসানী ন্যাপ করতেন। তাঁর সাথে আমার আব্বার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। আব্বা মওলানা সাহেবকে দেখতে চাইলে তিনি আব্বাকে তাঁর বাসায় নিয়ে গিয়েছিলেন। মওলানা ভাসানী লং মার্চ শুরুর আগে বিশ্রামের জন্য তাঁর বাসায় উঠেছিলেন। সুযোগ পেয়ে আমিও আব্বার সাথে মওলানাকে দেখতে চলে যাই। সেখানে তিনি যে খাটে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন, সেই খাটের এক পাশে বসে আব্বার সাথে সাথে আমিও তাঁর সাথে কথাবার্তা বলেছিলাম।

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

প্রামানিক বলেছেন: আপনার জীবনটা ধন্যই বলা চলে। ধন্যবাদ হেনা ভাই।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ধ্রুবক আলো বলেছেন: প্রিয়তে রাখলাম.,,,

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সাহসী সন্তান বলেছেন: চমৎকার একটা পোস্ট! সংগৃহীত হলেও এমন ঘটনা গুলো পড়তে খুব ভাল লাগে! বর্তমান সময়ে আমাদের রাজনীতিতে এমন মানুষের বড় অভাবরে ভাই! এখন আর কেউ সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করার সময় পায় না, সবাই যার যার ধান্দাতে ব্যস্ত! :(

পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, মওলানা ভাসানীর জীবনে অনেক ঘটনা আছে যা শুনতে যেমন মজার তেমন শিক্ষণীয়।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

ক্লে ডল বলেছেন: গল্প গুলো যেমন মজার তেমন শিক্ষনীয়! খুব ভাল লাগল।

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, ধন্যবাদ

১১| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:



দারিদ্রতা ভাসানীকে স্কুল থেকে দুরে রেখেছিল।

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: শুধু দারিদ্রতাই নয়, তার কোনো গার্জিয়নও ছিল না, ইতিম অসহায় অবস্থায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে এই পর্যায়ে আসাটা কঠিন সাধনার ফসলই বলা চলে।

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। খুব ভালো লাগল।

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:২২

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: মহৎ মনের মহৎ মানুষ।শ্রদ্ধা জানায়।
ধন্যবাদ।প্রয়োজনীয় কিছু শিখলাম।

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৫

মহীয়সী (নারী বিষয়ক নিউজ পোর্টাল) বলেছেন: অসাধারণ । ভাইয়া নারী বিষয়ক নিউজ পোর্টাল মহীয়সীতে লিখবেন প্লিজ www.mohioshi.comই-মেইল: [email protected]

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: চায়ের সাথে দুইটা রুটি আছে তার জন্য তো কিছু বললেন না :(

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯

প্রামানিক বলেছেন: কারো বাড়ি গেলে চায়ের সাথে বিস্কুট ফ্রি ফ্রি দেয় এই জন্য বিস্কুটের চেয়ে চায়ের নাম বেশি।

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

বাংলার ডাক-হরকরা বলেছেন: আমার ভীষন প্রিয় একজন মানুষ! অনেক কিছুই জানি উনার সম্পর্কে, কিন্তু আপনার দেওয়া তথ্যগুলো জানা ছিলো না।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে ভালো লাগল। ধন্যবাদ

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

অন্তু নীল বলেছেন:
আর এরকম মানুষদের আমরা বাঙালিরা খুব দ্রূত ভুলে যাই।
তাঁর আদর্শ এবং সহজ সরল জীবন যাপনের অনেক দৃষ্টান্তই আমাদের অজানা থেকে যায়।

ধন্যবাদ প্রামানিক ভাই, না জানা কথা জানানোর জন্য।

১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, যে সব নেতা নিরলসভাবে দেশের জন্য কাজ করে গেছে তাদের এখন দাম নাই এমন অবস্থা শুরু হয়েছে।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

রমজান আহমেদ সিয়াম বলেছেন: চমৎকার পোষ্ট ৷ ভালো লাগলো ৷


উনার সাধারণতা প্রকাশ পেয়েছে

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২১| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি। শুভেচ্ছা রইল।

২২| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

ডঃ এম এ আলী বলেছেন: মজলুম জননেতার অনেক অজানা কথা জানা হল ।
ধন্যবাদ চমৎকার লিখনিটির জন্য :)

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

উল্টা দূরবীন বলেছেন: ভাসানী সাহেবের সেন্স অব হিউমার খুবই দারুণ ছিলো।

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। তিনি একজন দূরদর্শী ছিলেন।

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৬

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অসাধারণ মানুষ :)

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬

হাসান রাজু বলেছেন: দুই দলের কোন্দলে ভাসানি, শেরে বাংলাদের মত জন-নেতা আর গণ-নেতাদের বিশালতার গল্প জানা হল না আমাদের । আমাদের কপালটাই খারাপ । অবশ্য, আমরা ও খারাপ ।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৯

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন। ধন্যবাদ

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

আখেনাটেন বলেছেন: ভাসানী সাহেব যে একজন ভালো মানুষ ছিলেন সে বিষয়ে কোন সন্দেহ নেই। অসমাপ্ত অাত্মজীবনীতে বঙ্গবন্ধুও দু-একটা ত্রুটি বাদে উনার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেছেন। একজন সাধারণ মানুষ থেকে শেখ মুজিব হও্য়ার পিছনে এই মানুষটির অবদান অাজকে অনেকেই ভুলে গেছেন। যা সত্যিই বেদনাদায়ক। ভাসানীরা বছরে বছরে জন্মায় না।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৯

প্রামানিক বলেছেন: মূল্যবান মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

২৭| ২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

আনু মোল্লাহ বলেছেন: অজস্র ধন্যবাদ জানাই ভাসানী জীবনের কিছু অজানা মজার কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

বড়ো মানুষের জীবন হয় সাধারণ। মানুষের কত কাছাকাছি ছিলেন ভাসানী সেটাই আপনার সংকলন থেকে জানতে পারলান। আবারো ধন্যবাদ। :)

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫০

প্রামানিক বলেছেন: মন্তব্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধন্যবাদ

২৮| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

ফ্রিটক বলেছেন: মজার ঘটনা হলেও এর মধ্যে বাস্তবতা আছে।

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.