নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মাটির মানুষ

১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪


মাটির তেরো হাত নিচে কুয়ো খুঁড়তে গিয়ে গরমে ঘেমে নেয়ে লাল মাটি মেখে একাকার। তার কাজ দেখতে কুয়োর নিচের দিকে তাকাতেই আমার দম বন্ধ হওয়ার উপক্রম। অথচ তারা জীবন বাজি রেখে ত্রিশ চল্লিশ ফুট নিচ পর্যন্ত কুয়ো খোঁড়ার কাজ করে থাকে। একটু এদিক ওদিক হলেই তাকে আর খুঁজেই পাওয়া যাবে না। মাটির গভীরে জ্যান্ত সমাধি হয়ে যাবে। জীবন বাজি রেখে এমন কাজ করার জন্য তাকে স্যালুট জানাই।


কয় হাত খুঁড়েছে মেপে দেখছে।


কুয়ো খোঁড়ার পর ক্লান্ত দেহে একজন গাছতলে পেতে রাখা খালি চকিতে গা এলিয়ে দিয়েছে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

অগ্নিবেশ বলেছেন: শুধু সেলুট না, সমস্ত শ্রমজীবী মানুষদের পারিশ্রমিক বাড়ানোর দাবী জানাই। তাতে প্রামানিক ভাইয়ের কূয়াকাটা হোক আর না হোক।

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

প্রামানিক বলেছেন: আমার কুয়ো কাটার পরেই তো ছবি তুলতে গিয়ে দেখলাম। কুয়ো কাটার আগে দেখলে তো কুয়োই কাটতাম না।

২| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

কানিজ রিনা বলেছেন: আগের দিনের পানি তোলা কুয়া না ইন্দ্রা
দেখলেই আশ্চর্য লাগে, কিভাবে জীবন
বাজি রেখে কুয়া গুল কাটা হত।

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, এত নিচ থেকে ইট দিয়ে কুয়ো গেঁথে আসা খুবই রিস্কি ছিল। ধন্যবাদ আপনাকে

৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার বাড়ির কুয়া নাকি প্রামানিক ভাই?

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: যদি বলেন তো না করা যাবে না।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

সাদা মনের মানুষ বলেছেন: তবে কোন প্রটেশন না নিয়া এমন ঝুকিপুর্ণ কাজ করার জন্য স্যালুট জানানোর পরিবর্তে আমি বোকা বলতে বাধ্য।

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: প্রটেকশন আছে, তবে মাটির তের হাত নিচে গিয়ে মাটি কাটা আমার কাছে খুব কষ্টের কাজ মনে হয়েছে।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

সাদা মনের মানুষ বলেছেন: তবে আপনার কাজ কার্বার নিয়া আমি ইদানিং যথেষ্ট শংকিত :-B

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: হে হে হে এইডা ভালো কইছেন।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

সুমন কর বলেছেন: স্যালুট জানাই ...........

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কুয়াকাটা? আমি তো সমুদ্র সৈকতের কথা ভেবেছিলাম। হাঃ হাঃ হাঃ।


ধন্যবাদ প্রামানিক ভাই।

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

প্রামানিক বলেছেন: শব্দটা ওরকমই মনে হয়। ধন্যবাদ হেনা ভাই।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইসব পরিশ্রমী ও ঝুঁকিপূর্ণ কাজের লোকদের প্রতি সমাজ ও রাষ্ট্র উদাসীন।

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন হেনা ভাই।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

কুয়াগুলো হারিয়ে যাচ্ছে। এই পদক্ষেপের জন্য প্রশংসা করা কম হয়ে যাবে।

এই বডিবিল্ডার শ্রমিকের ঘাম, শ্রান্তি, মাসলের কারিকুরিতে সভ্যতা হয়েছে অনিন্দ্য লাস্যময়ী!


নির্মাণ শ্রমিকের প্রতি স্যালুট!

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শ্রমজীবি মানুষদের এই ঝুকিপূর্ণ কাজের জন্য শ্রদ্ধা জানাই ------ তারা আছে বলেই আমরা নিজেদের বাবু বলতে দ্বিধা করি না - তাদের শ্রমের দামে আমাদের বাবুগিরি -------

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। তারা এসব কাজ না করলে আমাদের বাবুগিরি করা হতো না।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০

আখেনাটেন বলেছেন: এই মহান শ্রমজীবী মানুষদের ঘামের বদৌলতে অন্যের মুখে হাসি (পানি)।

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। এরা কাজ না করলে এইসব কঠিন কাজগুলি করার সবার পক্ষে করা সম্ভব হতো না।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

বিলুনী বলেছেন: ছবি ও বিবরণ ভাল লাগল ।
ধন্যবাদ ।

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ওরাও মানুষ।

স্যালুট জানাই ..
শেয়ার করার জন্য ধন্যবাদ।।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি ফুটু ব্লগ, কবিতা/ছড়া, গল্প সবই লেখা শুরু কর্লে আম্রা যামু কই?

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৯

প্রামানিক বলেছেন: আপনি ভুটান, নেপাল, কাশ্মীর, ভারত ট্যুর কইরা ব্লগ মাৎ করবেন।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি ফুটু ব্লগ, কবিতা/ছড়া, গল্প সবই লেখা শুরু কর্লে আম্রা যামু কই?


আর কই যাইবেন? বনে বাদাড়ে।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৯

প্রামানিক বলেছেন: হে হে হে হেনা ভাই ঠিক কথা কইছে।

১৬| ২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

সাদা মনের মানুষ বলেছেন: লুকটা কই নিখোজ হইল?

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১০

প্রামানিক বলেছেন: পোড়াবাড়ির হাটে গেছিলাম চমচম খাইতে।

১৭| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আমার ভাগেরটা কই B-)

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০১

প্রামানিক বলেছেন: আপনার ভাগেরটা রাইখা আইছি, আপনারে সাথে নিয়া খায়া আসমু।

১৮| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



এদেরকে অমানুষিক কস্ট করতে হয়; এখন মেকানিক্যালী এসব কাজ করা সম্ভব; ট্রেনিং দিয়ে এদেরকে যান্ত্রিক পেশাদার করা সম্ভব।

২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.