নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
(১)
হঠাৎ করে হারিয়ে যাবো সবার মাঝের থেকে
সেদিন থেকে পাবে না কেউ হাজার শত ডেকে।
কাঁদবে তখন প্রাণের প্রিয়া কিংবা বন্ধু সুজন
তাদের পাশেই হাসবে আবার ছিল যারা কুজন।
(২)
আতর গোলাপ খুশবু মেখে রাখবে মাটির ঘরে
দু’দিন পরে ওই ঘরে আর যাবে না কেউ ডরে
আস্তে আস্তে পঁচবে দেহ সবাই যাবে ভুলে
কিংবা আবার বছর শেষে সাঁজিয়ে দিবে ফুলে।
(৩)
আমি যখন থাকবো না গো থাকবে শুধু স্মৃতি
প্রিয়ার মনেও মুছবে তখন আমার দেয়া প্রীতি
ভুলবে সবাই ভুলবে স্মৃতি মুছে যাবে কবর
কাটিয়ে গেলে দু’দশ বছর কেউ নিবে না খবর।
(৪)
আমি যখন আমি হয়েই যাবো কোথাও চলে
কোথায় থাকবো কোথায় যাবো কেউ দিবে না বলে।
শূন্যে কিংবা মাটির নিচে নয় তো অন্যখানে
এই ভেদটার সঠিক উত্তর সৃষ্টি কর্তাই জানে।
(৫)
কেউ দেখেনি সৃষ্টিকর্তা কিংবা মরণ দূত
তারপরেতেও ভাবছি সবাই ভাবনাটা অদ্ভুত।
নিখুঁত দেহের বাতাস ভরা আত্মার আসা যাওয়া
কেমনে সেটা কোথায় থাকে যায় না খুঁজে পাওয়া!
(৬)
তরপরেতেও সবাই খুঁজি অদৃশ্য সেই প্রভু
বিশ্ব স্রষ্টার গোপন খবর পাই যদি গো কভু
খবর জানতে কিংবা ভয়ে করছি আরাধনা
কেমনে পাবো ভাবতে গিয়ে হচ্ছি অবুঝমন।
******
উপরের কবিতাটিকে রুবাইয়াৎ আকার দেয়ার অপচেষ্টা।
******
(১)
হঠাৎ করে হারিয়ে যাবো সবার মাঝের থেকে
সেদিন থেকে পাবে না কেউ হাজার শত ডেকে
কাঁদবে তখন প্রাণের প্রিয়া কিংবা বন্ধু সুজন
তাদের পাশেই হাসবে আবার ছিল যারা বেকে।
(২)
আতর গোলাপ খুশবু মেখে রাখবে মাটির ঘরে
দু’দিন পরে ওই ঘরে আর যাবে না কেউ ডরে
আস্তে আস্তে পঁচবে দেহ সবাই যাবে ভুলে
কিংবা আবার ফুল সাঁজাবে আমার কবর পরে।
(৩)
আমি যখন থাকবো না গো থাকবে শুধু স্মৃতি
প্রিয়ার মনেও মুছবে তখন আমার দেয়া প্রীতি
কাটিয়ে গেলে দু’দশ বছর মুছে যাবে কবর
ভুলবে সবাই ভুলবে স্মৃতি এটাই যেন রীতি।
(৪)
আমি যখন আমি হয়েই যাবো কোথাও চলে
কোথায় থাকবো কোথায় যাবো কেউ দিবে না বলে
শূন্যে কিংবা মাটির নিচে নয় তো অন্যখানে
এই রহস্য সৃস্টি কর্তা রাখছে যে কৌশলে।
(৫)
কেউ দেখেনি সৃস্টি কর্তা কিংবা মরণ দুত
তারপরেতেও ভাবছি সবাই ভাবনাটা অদ্ভুত
নিখুঁত দেহের বাতাস ভরা আত্মার আসা যাওয়া
কেমনে সেটা কোথায় থাকে দেখতে কেমন পূত!
(৬)
তরপরেতেও সবাই খুঁজি অদৃশ্য সেই প্রভু
বিশ্ব স্রষ্টার গোপন খবর পাই যদি গো কভু
খবর জানতে কিংবা ভয়ে করছি আরাধনা
কেমনে পাবো সেই আশাতে ভাবছি সদা তবু।
(ছবি ইন্টারনেট )
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫
প্রামানিক বলেছেন: এখন দুপুর বেলা -- চায়ের বদলে ভাতের দাওয়াত থাকল।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫
পুলহ বলেছেন: ছোটবেলায় কোন কবিতা/ছড়া পড়লে যেমনটা মনে হতো, আপনার লেখা পড়ে শেষ করার পর তেমনই অনুভূতি হচ্ছে।
আর লেখার বিষয়বস্তু সম্পর্কে - এভাবে হারাবো তো আমরা সবাই !
ভালো থাকবেন প্রামানিক ভাই
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮
নতুন নকিব বলেছেন:
মর্মস্পর্শী গভীর অর্থবোধক কথামালা।
বিষয় নির্বাচন হৃদয় ছুঁয়ে যায়!
কিন্তু সেই পূর্বোক্ত 'বিষ্ঠার এ পিঠ ও পিঠ' ছড়ার মন্তব্যের বক্তব্য থেকে এখানেও আমাদের উদ্ধারের প্রচেষ্টা লক্ষ্য করা যায় নি। ভবিষ্যতের দিকে চেয়ে থাকলাম।
ভাল থাকবেন।
২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮
প্রামানিক বলেছেন: হৃদয়ের অতল থেকে করা মূল্যবান মন্তব্য পড়ে মুগ্ধ। ধন্যবাদ আপনাকে।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
ধ্রুবক আলো বলেছেন: আমরা চাই আপনি শত বছর সুস্থ ভাবে বেঁচে থাকুন আমাদের মাঝে।।
২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যে খুশি হলাম। শুভেচ্ছা রইল।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনি ভীতিকর এক ছবি দিয়েছেন; তারপর মরণ পরণ নিয়ে রুবাইয়াৎ লিখেছেন; রুবাইয়াতই যদি লিখবেন, রুবাইয়াতের গুরুর মতো সাহসী হোন।
২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৬
প্রামানিক বলেছেন: মরণের চিন্তায় মাথা ঠিক নাইক্কা। ধন্যবাদ চাঁদগাজী ভাই মন্তব্য করায় খুশি হলাম।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
কোন কিছু হারিয়ে গেল তার স্মৃতিগুলো বেচে থাকে ..........
সবার মাঝে বেঁচে থাকুক আমাদের প্রমাণিক ভাই।
২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভ্চেছা রইল।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৫
বিলিয়ার রহমান বলেছেন: হঠাৎ করে হারাতে হবে না!
দোয়া করি আমাদের মধ্যে অনেক দিন বেঁচে থাকুন!
পোস্টে লাইক!
২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৯
প্রামানিক বলেছেন: মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০১
সুমন কর বলেছেন: নির্মম সত্য। ভালো লিখেছেন।
২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪২
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ ছড়া
প্রতিটি চরণে চরণে
উঠে এসেছে
মরমী চিন্তাধারা ।
খোদাভিতি মনে যার
সর্বদা সেই কেবল
পারে রচিতে
এমন কাব্য কথা ।
তরপরেতেও সবাই খুঁজি অদৃশ্য সেই প্রভু
বিশ্ব স্রষ্টার গোপন খবর পাই যদি গো কভু
খবর জানতে কিংবা ভয়ে করছি আরাধনা
কেমনে পাবো সেই আশাতে ভাবছি সদা তবু।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার পোষ্টে আমি আর কখনো প্রথম হমুনা, আপ্নে চা দেন্না
২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪
প্রামানিক বলেছেন: আপনারে ভাত খাওয়ার দাওয়াত দিলাম, ভাত থুইয়া চা নিয়া টানাটানি বাজাইছেন।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭
আমির ইশতিয়াক বলেছেন: আপনাকে হঠাৎ করে হারাতে দিব না।
২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫
প্রামানিক বলেছেন: কেউ চাইলেও হবে না উপরওয়ালা যা করবে তাই হবে। ধন্যবাদ আপনার আন্তরিকতাপূর্ণ মন্তব্য করার জন্য।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০
জুন বলেছেন: এমন করে লিখলে মনটা খারাপ হয়ে যায় প্রামাণিক ভাই। যদিও প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তারপর ও।
+
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
প্রামানিক বলেছেন: মন তো খারাপ হয় কিন্তু সত্য তো রদ করার উপায় নাই, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯
অপরিচিত মানব শুণ্য বলেছেন: হারায়েন না গো আমাদের ফেলে। আপনাকে ছাড়া আমরা খুব একাকি হয়ে পড়ব।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১
প্রামানিক বলেছেন: কি আর করবো ভাই উপরওয়ালা ডাক দিলে আর থাকা যাবে না। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭
খায়রুল আহসান বলেছেন: এই কবিতাটা কিছুদিন আগেও একবার পড়ে গিয়েছিলাম। ধারণা ছিল, মন্তব্য করেছি। কিন্তু আজ দেখছি, কবিতায় আমার মন্তব্য নেই। হয়তো পরে ভুলেই গেছি মন্তব্য রেখে যেতে। যাহোক, আমি কায়মনে দোয়া করি আপনি আরো দীর্ঘদিন সুস্থ দেহে আমাদের মাঝে বেঁচে থাকুন। তবুও, একদিন তো সবাইকেই একে একে চলে যেতে হবে। যখন আপনি থাকবেন না, তখন আপনার এ কবিতাগুলো কথা বলে যাবে।
মরমিয়া কবিতা, ভাল লেগেছে। প্রায় একই রকমের ভাবনা থেকে আমিও অনেকগুলো কবিতা লিখেছি। তার মধ্যে সব শেষেরটি হলো "মরমি মনন", আশাকরি পড়ে দেখবেন।
কবিতাটিকে রুবাইয়াৎ আকার দেয়ার চেষ্টা (অপচেষ্টা নয়) ভাল হয়েছে। কবিতায় প্লাস + +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬
প্রামানিক বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার মরমি মনন কবিতাটি পড়েছি। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম হইছি চা দেন