নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণের বৃষ্টিতে

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৮


শহীদুল ইসলাম প্রামানিক

ছাতা মাথায় যাচ্ছে পথিক
গুড়ি গুড়ি বৃষ্টি
কখনও বা ঝর ঝর ঝর
যায়না দূরে দৃষ্টি।

লাফিয়ে যাচ্ছে ব্যাঙ-ব্যাঙাচি
লাগছে পায়ে গুঁতো
কখনও বা পিছলে পড়ে
ছিঁড়ছে পায়ের জুতো।

আছাড় খেয়ে কাঁদার ভিতর
পাচ্ছে কেহ শরম
বাচ্চা যারা ব্যাথার চোটে
কান্না করছে চরম।

ভিজছে জামা ভিজছে কাপড়
ভিজছে পুরো দেহ
ঝাপটা বৃষ্টি সবাই ভিজছে
রক্ষা পায়না কেহ।

কাক পাখিরা গাছের ডালে
ঝিমায় বসে বসে
কখনও বা বাবুইর বাসা
আপনি যাচ্ছে খসে।

ভিজা বাসায় পাখ-পাখালী
বাচ্চা নিয়ে বসা
দিনমানে আজ নাইরে খাওয়া
মরণ হওয়ার দশা।

ঘাস-বিচালী পানির তলে
হাম্বা ডাকে গরু
ভিজা পাতায় যাচ্ছে হেলে
ঘন পাতার তরু।

কৃষক মশাই ঘরের কোনে
চুলার পাড়ে বসে
স্বজন নিয়ে করছে গল্প
আপন মনের জোশে।

ডাল খিচুরী করছে রান্না
ভোজন রসিক যারা
কিশোররা সব বানের জলে
ভিজেই আত্মহারা।
(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৮০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: প্রথম হয়েছি চা দেন !!

আপনি ব্লগে না থাকায় আর চা খাওয়া হয়না ।

কেমন আছেন ভাই ??

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: ভালো আছি, আ্পনি কেমন আছেন? বৃষ্টির দিনে চা নয় খিচুরীর দাওয়াত থাকল। ধন্যবাদ

২| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: লাফিয়ে যাচ্ছে ব্যাঙ-ব্যাঙাচি
লাগছে পায়ে গুঁতো
কখনও বা পিছলে পড়ে
ছিঁরছে পায়ের জুতো।


খুব সুন্দর লিখেছেন ++++
ধন্যবাদ , ভালো থাকুন ভাই ।

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫

এম এ কাশেম বলেছেন: বৃষ্টি নিয়ে মিস্টি কাব্য
ভাল লেগেছে প্রামানিক ভাই।

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই, আপনি আছেন কেমন?

৪| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৭

রানার ব্লগ বলেছেন: বাহ, বৃষ্টির ছড়া আমার বরাবরই ভাল লাগে যেমন লাগে বৃষ্টিকে !!!

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর ছড়া ।অনেক ভাল লাগল ভাই।
মাঝে মাঝে হারিয়ে যান নাকি পানিতে ডুবে যান বুঝিনা।
আমাদের মাঝেই বার বার ফিরে আসুন।
অনেক শুভ কামনা রইল প্রামানিক ভাই।

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনারা আমাকে স্মরণে রাখেন এটা আমার বড় পাওয়া। মাঝে মাঝে আপনাদেরকে ব্লগে দেখে মনটা আনন্দে ভরে যায়। আপনার প্রতি শুভেচ্ছা রইল।

৬| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১

ধ্রুবক আলো বলেছেন: শ্রাবনের বৃষ্টি আহা সে দিন গুলি খুব মিস করি!!

তবে এখন ঢাকায় বৃষ্টি হলে কাজ সাড়া, নৌকো ছাড়া নাই গতি।

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ঢাকায় থেকে বৃষ্টির মজার পরিবর্তে ভোগান্তি বেশি।

৭| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো বৃষ্টির ছড়া কবিতা।
সুন্দর ফোটে উঠেছে বৃষ্টির দিন।

শুভকামনা রইল প্রিয় কবির জন্য

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪০

জুন বলেছেন: বৃষ্টিতে বাসার সামনে সবুজ ঘাসের মাঠে খালি পায়ে ভেজার কি আনন্দ সেটা আজকাল কতজনাই বা জানে প্রামানিক ভাই ?
এখন তো বর্জ্য আর পুঁতিগন্ধময় পানিতে পা ফেলে সাবধানে চলা। কখন ম্যানহোলে হারিয়ে যাই ।
কবিতায় ভালোলাগা রইলো ।
+

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন জুন আপা, আগে বৃষ্টি দেখলে মাঠের দিকে খেলতে দৌড় দিতাম। এখন ময়লা আবর্জনার জন্য রাস্তায় পা দিতেই গা গুলিয়ে যায়।

৯| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাল লাগছে। তবে এই বৃষ্টির দীর্ঘ প্যানপ্যানানি ভালো লাগছে না

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: জি ভাই, বৃষ্টি কিছুতেই ছাড়ছে না। সবাই ঘরে আটকা পড়েছে।

১০| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা বৃষ্টি! অনাবিল আনন্দে বৃষ্টিতে ভিজে দেহ মন একদিন শান্ত হতো। আজ তা আর হয়না। কবিতায় অনেকগুলো প্লাস।

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

১১| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
দারুন বর্ষার ছড়া...

অনেক দিন পর এলেন! সব ভালেতা?

++++

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৫

প্রামানিক বলেছেন: আছি মোটামুটি আপনি ভালো তো?

১২| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৭

প্লাবন২০০৩ বলেছেন: ভাই, আমি শেষ কমেন্টদাতা। আমার জন্য নেহারী আর রুটি হবে না?

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৬

প্রামানিক বলেছেন: আপনার জন্য সবসময় আমি রেডি হয়ে আছি আপনি চলে আসুন। ধন্যবাদ ভাই প্লাবন।

১৩| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৭

চিটাগং এক্সপ্রেস বলেছেন: শ্রাবণের বৃষ্টিতে কেউ কেউ পদ্যও সৃষ্টি করে।
কাব্য ভালো লাগলো।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃষ্টির দিনের ছড়া অনেক ভাল লাগল

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, বৃষ্টির দিনের শুভেচ্ছা রইল।

১৫| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

রক বেনন বলেছেন: প্রামাণিক ভাই, সাথে আচার হলে মন্দ হোত না!! :)

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, খিচুরির সাথে আচার হলে বেশ মজাই হয়। ধন্যবাদ আপনাকে।

১৬| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



শ্রাবনে বাংলা স্নান করে নিজকে পরিস্কার করে নেয়; পদ্য ভালো লাগলো

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, শুভেচ্ছা রইল।

১৭| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪০

রাতু০১ বলেছেন: মিষ্টি কাব্য।

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৮| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬

খায়রুল আহসান বলেছেন: শ্রাবনের অঝোর ধারা বাঙালীর মনকে ভাবুক করে তোলে, প্রেমাতুর করে তোলে। কখনো কখনো মনটা অকারণে বিষাদাক্রান্তও হয়। কিন্তু আপনার পদ্য পড়ে বেশী ভাল লাগলো কারণ এতে বিষাদের উপকরণের চেয়ে আনন্দের উপাদানই বেশী রয়েছে।
কিশোররা সব বানের জলে
ভিজেই আত্মহারা
- পরম সুখের স্মৃতি! এসব স্মৃতি্র কথা মনে হলে আজকের শহুরে কিশোরদের জন্য করুনা হয়।
শ্রাবনের নিত্যদিনের একটি পরিষ্কার চিত্র ফুটে উঠেছে আপনার আজকের এ কবিতায়। কবিতায় ভাল লাগা + +

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, বর্তমানে শহুরে ছেলেদের খেলাধুলার জায়গা নেই বললেই চলে।

১৯| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬

কানিজ ফাতেমা বলেছেন: বৃষ্টি কাব্যটি চমৎকার লাগলো আর ছবিটা মন মন ভরিয়ে দিল ।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

২০| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্রাবনের ধারা
কাব্যে খাইছে ধরা।
সবাই খুশি বলতে পরি
পাঠ করিবে যারা।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নূরু ভাই, শুভেচ্ছা রইল।

২১| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার! চমৎকার বর্ষা কাব্য।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২

সনেট কবি বলেছেন: খুব সুন্দর ++++

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৩| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

নাগরিক কবি বলেছেন: আপনার লেখা কবিতা গুলো আসলে সবসময় সুন্দর।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২১

আখেনাটেন বলেছেন: বর্ষার প্রথম দিকের ঝুম বৃষ্টিতে ভেজা, উফ। শেষের দিকের বৃষ্টিতে বিছালির জমিতে খেলাঘর করে হা ডু ডু খেলা, দাড়িয়াবান্ধা ইত্যাদি মারাত্নক মজার।

ধন্যবাদ সুন্দর একটি ছড়ার জন্য।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে পুরানো স্মৃতি মনে পড়ে গেল।

২৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছন্দগুলো পড়লে মনের মাঝে বেশ একটা উৎসাহ বোধ জেগে উঠে,যেন সঞ্জিবনী সূধা...........ভালোলাগা জানিয়ে গেলাম।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহবোধ করি। আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সম সাময়িক বিষয়ের উপর লেখা।
ভালো লেগেছে।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৬

কাছের-মানুষ বলেছেন: অনেক দিন পর আপনার ছড়া পেলাম। সুন্দর হয়েছে অনেক।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৮| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৯

পুলক ঢালী বলেছেন: প্রামানিকভাই দারুন অবজারভেশন আর দারুন উপস্থাপনা জবাব নেই খুব সুন্দর লিখেছেন অনেকদিন পর আপনাকে দেখলাম মনে হচ্ছে।
বস অনুমতি দিলে কইতাম :) মানুষে আছাড় খায় আর পিছলে পড়ে জুতা স্যান্ডেল ছিড়িয়া ষায় হে হে হে। :D :D

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাধ ভাই, খুব খুশি হলাম, আপনার কথা আমি বুঝতে পেরেছি।

২৯| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

সুমন কর বলেছেন: সুন্দর লিখেছেন। +।

কিন্তু বৃষ্টি যে কমছে না ....

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৮

সাদা মনের মানুষ বলেছেন:

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: এইডা কি চা দিলেন না দই দিলেন বুঝবার পারতেছি না।

৩১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




যেন একটা শ্রাবন মেঘের দিনের ছবি এঁকে গেলেন । বরাবরের মতোই অনবদ্য আপনার ছড়ার ছন্দের ও বিষয়ের মিল ।
ভালো লাগলো ।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০

সাদা মনের মানুষ বলেছেন: আমি বুঝতে পারছিনা বলেই তো আপনাকে দিলাম বুঝিয়ে দেওয়ার জন্য :-B

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৮

প্রামানিক বলেছেন: এইডা কেমুন স্বাদ আমি এহন ক্যামতে বুঝুম?

৩৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন ।

++++

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:০২

সনেট কবি বলেছেন:




কবি শহীদুল ইসলাম প্রামানিক

অযথার কথা নয় যথাযথ কথা
বিষয়ের গভীরেতে, দৃষ্টিদানে তীক্ষ্ম,
তুলেআনে সুনিপুণ ছড়া কাব্য টানে
শহীদুল ইসলাম প্রামানিক কবি।
কত তাঁর মনোযোগ মানুষের মনে
চেতনার রাজ্য জুড়ে বিচরণ করে
একে একে দেখে যায় ভাব রত্ন সব
তারপর সে সকল কাব্যে গেঁথে নেয়।

অনবদ্য ছড়া তাঁর পাঠকেরা পায়
নিত্যদিন। সম্মোহন জাগে তাতে, আর
অতলেতে তারা সুখ তালাসেতে থাকে।
সমাজের নানা চিত্র দীপ্তিমান ছবি
কবি কাব্যে সুসজ্জিত অবিরত দেখি
দোয়াকরি কবি যেন সুখে থাকে চির।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:৪৩

প্রামানিক বলেছেন: আপনি দেখি সনেটের রাজা হয়ে যাচ্ছেন। এত দ্রুত চৌদ্দ অক্ষরের চৌদ্দ লাইনের কবিতা লেখা যা তা কথা নয়। আপনার মেধার প্রশংসা করতে হয়। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

৩৫| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:১৯

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: নিঃশব্দের ভালোলাগাটুকু সবসময়ের মত এবারও রেখে গেলাম ভাই !

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৫:২৪

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ভালো লাগলো।

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩৭| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:



কয়েক দিন থাইকা ভাবতাছইলাম এই মানুষ গুম হইয়া যাওনের পরে আবার ছাড়া পাইয়া ঘরে ফিরে কিন্তু আমাদের প্রামাণিক ভাই সেই যে গুম হইলো আর ছাড়া পায় না B-))

একই সাথে ভাবতাছিলাম প্রামাণিক ভাই এর মুক্তি চাইয়া একটা ইভেন্ট পেজ খুলবো কি না যেমন করে পোলা-পান তাহসান ও মিথিলার ডিভোর্সের সংবাদ শুনে ফেসবুকে ইভেন্ট পেজ খুলেছে শাহবাগ প্রজন্ম চত্বরে মানব বন্ধনের ডাক দিয়া। সেই ইভেন্ট পেজে গোয়িং বলে প্রায় ১০ হাজার মানুষ সম্পৃক্ত হয়েছে ;)

যাউক কা, কালা বাহিনী প্রামাণিক ভাইরে গুম কইরা হজম করতে পারে নাই; এইডা আমাদের জন্য ভাল খবর। আপনার ছড়া ও ছড়ার সাথে যুক্ত ছবি গুলো খুব মিস করেছি। গুম কইরা যেখানে রাখছিলও সেখানে নিশ্চয় খাতা-কলম দিয়েছিল কবিতা লেখার জন্য। এই বার ঐ কবিতা গুলো পোষ্টানো শুরু করেন ঝটপট :D

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

প্রামানিক বলেছেন: ভাই আপনারে যে কি দিয়ে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আপনারা আমাকে এত ভালোবাসেন সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনার মন্তব্য পড়ে খুব খুশি হলাম। আপনার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা রইল।

৩৮| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:
সবইতো ভালগুলোই লিখেছেন ভাই, কিন্তু ঢাকা চট্টগ্রাম এর মানুষের দুর্দশার কথা লিখুন এবার!!

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: আপনি যখন বললেন এবার চেষ্টা করবো বৃষ্টির দুর্ভোগের কথা। ধন্যবাদ বীথি আপা।

৩৯| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৫

শামছুল ইসলাম বলেছেন: শ্রাবণের বৃষ্টি,
আহা, ছড়া কী যে মিষ্টি ।

কদমের শুভেচ্ছা চমৎকার ছড়ায় !!!

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪০| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৪

সোহানী বলেছেন: আহ... কতদিন রিক্সার হুড খুলে ঘন্টা চুক্তিতে বৃষ্টিতে ক্যাম্পাসের চারপাশ ঘুরি না... বা চারুকলার বকুল তলায় ফুল ও কুড়াই না...... এর চেয়ে আনন্দের সময় জীবনে আর আসবে না........................

এখানে বৃষ্টি মানে ৫-১০ মিনিট উকিঁ ঝুকিঁ। সেই মুসলধারে বৃষ্টি খুবই কম দেখা যায়.........

বৃষ্টি ছড়ায় ১০ হাজার +

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মুষুল ধারে বৃষ্টির আনন্দও কম না। সময় পেলে বর্ষাকালে চলে আসবেন বৃষ্টিতে ভেজার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.