নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চোরের কোরবানী

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩


শহীদুল ইসলাম প্রামানিক

কেউ নেয় না কোরবানীতে
পকেট মারের ভাগ
সেই জন্য তো গফুর চোরের
উঠল ভীষণ রাগ।

গঞ্জে গিয়ে চুরির টাকায়
আনল কিনে খাসি
গাঁয়ের লোকে এই না দেখে
করছে হাসাহাসি।

ব্যঙ্গ বিদ্রুপ হাসি দেখে
গফুর চোরে কয়,
চুরি করলেও আমার দিলে
নাই কি খোদার ভয়?

ভাগ নিলে না ভাগ দিলে না
তাতেও কিছু কইনি
মানুষ ঘরে জন্ম আমার
মাটি ফেটে তো হইনি?

কোরবানী মোর নাইবা হলো
বউ বাচ্চা তো খাবে,
আমি তাদের না খাওয়ালে
কোথায় তারা পাবে?

তোমরা যখন পরোপারে
সাঁতরে যাবে নদী
আমি তখন খোদার কাছে
জবাব দেব কি?

তাই তো আমি চুরির টাকায়
করতেছি কোরবান
আমার টাকা হারাম হলেও
হালাল খাসির জান।

(ছবি ইনটারনেট)
রিপোষ্ট

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



কোন বাংগালী চোর হতে চায়নি জীবনে, তরাা ডাক্তার, ই্ন্জিনিয়ার, রাজনীতিবিদ হতে চেয়েছে সব সময়

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

প্রামানিক বলেছেন: আগে যত চোর দেখেছি তারা সবাই গরীব ছিল, এখন যত চোর দেখি বেশির ভাগই নেশাখোর।

২| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

জেন রসি বলেছেন: চোরেরও ধর্ম পালনের অধিকার আছে।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

প্রামানিক বলেছেন: চোর পেটের দায়ে চুরি করে তবে ধর্মও পালন করে।

৩| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: আগে পড়া হয়নি। আবার শেয়ারে জন্য ধন্যবাদ।
ভাল লেগেছে।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: ও তো অভাবি চোর, আমাদের সমাজে স্বভাবি চোরের সংখ্যা নেহায়েত কম নয়।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

প্রামানিক বলেছেন: স্বভাবি চোরেরা কোটিপতি হয়। ধন্যবাদ ভাই

৫| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭

ওমেরা বলেছেন: আহারে চোর বেচারা -------!

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছড়া ভালো লাগলো, চোর বেচারা তো ঠিক কথাই কইছে ভাই ।
চোর তো আর মাটি ফেটে হয়নি বা বৌ বাচ্চাদের তো তাকেই খাওয়াতে হয়।

ভালো লাগলো সমালোচনা আলোচনায় ভরা ছড়া কবিতা।


অগ্রিম ঈদ মোবারক

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন। সমাজের অবস্হা ফুটে উঠেছে।

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

ধ্রুবক আলো বলেছেন: আগেও একবার পড়েছিলাম।

বড় বড় দুর্নীতিবাহ্ হলে এটা কোনো সমস্যা হতো না!!

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

প্রামানিক বলেছেন: বড় বড় দুর্নীতিবাজদের কোরবানীও তো দুর্নীতির টাকায় হয় কিন্তু কেউ বলার নাই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

৯| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

শায়মা বলেছেন: খাসীর পূন্য হবে চোরের পাপই হবে! :)

২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

প্রামানিক বলেছেন: খাসির তো আর দোষ নাই কাজেই খাসি যে ভাবেই কোরবানী হোক পূণ্য সে পাবে। ধন্যবাদ

১০| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: চোরেরা চোর হইলেও তাঁদের ভাব-আবেগ, আশা-ভালোবাসা মানুষের মতোই মনে হয় :)

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: "চোরেরা চোর হলেও মানুষের মত মনে হয়" -- -----আসলে ওরাও মানুষ, কেউ অভাবে কেউ স্বভাবে চোর। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১১| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: আগে মনে হয়, পড়েছিলাম। ভালো লিখেছেন।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: ঠিকই ধরেছেন। রিপোষ্ট। ধন্যবাদ

১২| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
@সায়মা, শেষ বিচারের দিনে একমাত্র জ্বীন ও ইনসানের বিচার হবে
আর সব থাকবে হিসেব নিকাশের বাইরে। সুতরাং খাসির পাপ পূণ্য বলে
কিছু থাকার কথা নয়।

প্রামানিক ভাই
ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য
কাজী নজরুলের ভাষায়"
মসজিদে কাল শিরনী আছিল, অঢেল গোস্ত রুটি
বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি!
এমন সময় এলো মুসাফির গায়ে-আজারির চিন্
বলে ‘বাবা, আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে সাত দিন!’
তেরিয়াঁ হইয়া হাঁকিল মোল্লা – “ভ্যালা হ’ল দেখি লেঠা,
ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?”
ভুখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল – তা’ হলে শালা
সোজা পথ দেখ!’ গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা!
ভুখারী ফিরিয়া চলে,
চলিতে চলিতে বলে-
“আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুদার অন্ন তা’বলে বন্ধ করোনি প্রভু
তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী,
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!”


২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, সম্ভাবত স্কুল জীবনেই নজরুলের এই কবিতাটি পড়েছিলাম। এই কবিতার প্রতিফলনই এখন বাস্তবে দেখা যায়।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০২

শাহরিয়ার কবীর বলেছেন:

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: এক্কেবারে বাস্তব কথা। ধন্যবাদ

১৪| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: আমার টাকা হারাম হলেও
হালাল খাসির জান
-- চমৎকার স্যাটায়ার।
মনে হচ্ছিল, আপনার এ কবিতাটা আগেও একবার পড়েছিলাম। "রিপোস্ট" কথাটা দেখে নিশ্চিত হ'লাম।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ঠিকই ধরেছেন ভাই, ছড়াটি রিপোষ্ট। ধন্যবাদ আপনাকে।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চোর বইলা কি স্বাদ আহ্লাদ নাই?
সুন্দর ছড়া লিখেছেন প্রামানিক ভাই ।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, চোরও তো মানুষ।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫

সোহানী বলেছেন: লেখক বলেছেন: আগে যত চোর দেখেছি তারা সবাই গরীব ছিল, এখন যত চোর দেখি বেশির ভাগই নেশাখোর।

আরে নাহ্ এখনতো চোরেরা কোটিপতি..............

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: কোটিপতি যারা তারা ছিঁচকে চোর নয় এরা বড় বড় দুর্নীতিবাজ বা রাঘব বোয়াল। ধন্যবাদ বোন সোহানী।

১৭| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: সুন্দর হয়েছে

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছড়াঠি ভীষণ ভাল লাগল।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: "তাই তো আমি চুরির টাকায়
করতেছি কোরবা-"

কোরবান হবে মনে হয়।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: ঠিকই ধরেছেন শব্দটি "কোরবান" হবে, ধন্যবাদ আপনাকে।

২০| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মেধা আছে। সব কিছুই সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: আপনার মেধাও মন্দ নয়, আপনার লেখা গল্পগুলো বেশ মজার। ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

২১| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

কাছের-মানুষ বলেছেন: চমৎকার হয়েছে।
আপনার ছড়াগুলো আমার সবসময়ই ভাল লাগে।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১১

নীলপরি বলেছেন: দারুণ বক্তব্য। ভালো লাগলো।

শুভকামনা।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: তকমা দিয়েতো চোরকে চেনা যায়, কিন্তু সমাজের তকমাছাড়াদের??!!

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: সমাজের তকমাছাড়াদেরও তকমা আছে তবে ভয়ে মানুষ তাদের নাম বলে না। ধন্যবাদ ভাই

২৪| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২০

এম আর তালুকদার বলেছেন: বাস্তবচিত৾ তুলে ধরেছেন।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"ব্যঙ্গ বিদ্রুপ হাসি দেখে
গফুর চোরে কয়,
চুরি করলেও আমার দিলে
নাই কি খোদার ভয়?"


আপনার কোবতে খানা পড়ে স্কুল জীবনের একটা ঘটনা মনে পড়ে গেল। আমার এক বন্ধু কুরবানির সময় এক সুদের ব্যবসা করা এক মুরুব্বিকে বলেছিল; আর যাই করেন কুরবানির গরুটা কিন্তু সুদের টাকা দিয়া কিনিবেন না; ঐ কথা শুনে ঐ লোকের মুখ খানা হয়েছিল দেখার মতো।

সংবাদ পত্রেও পড়েছিলাম যে হল-মার্ক ক্যালেংকারির হোতা নাকি ২২ টা গরু কিনে বিভিন্ন ব্যাংকের এমডি, জিএম, এজিএম, ম্যানেজারকে উপহার হিসাবে দিয়েছিল। এই হলো আমাদের ধর্ম পালন। সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে কুবাণীর গরু-ছাগল কেনা।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: কি আর বলবো, প্রত্যেকের গ্রামেই এরকম লোক দুই চারজন আছে। বলার কিছু নাই। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

২৬| ৩০ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৫৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন, আমরা দু টাকার পকেটমারকে খুব দেখি কিন্তু পুরো সমাজটা যারা গিলে খেয়ে ফেলল তাদের দিকে মনের ভুলেও তাকায় না। চুরির টাকায়, ঘুষের টাকায়, সুদের টাকায় বড় বড় কুরবানী হয়। মসজিদ মন্দিরেও দান হয় ঐ চাকা যাতে করে নিজের পকেটের টাকাগুলো হালাল হয়। প্রকাশ্যে হুজুররা ওয়াজ করেন, কিছু টাকা দান খয়রাত করলে নিজের টাকাগুলো হালাল হয়ে যায়।
যা হোক প্রামানিক ভাই ভাল থাকেন, শুভকামনা।

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩

প্রামানিক বলেছেন: আপনি মন্তব্যে বাস্তব কথাই বলেছেন। এখন অবৈধ টাকা দিয়ে মানুষ কোরবানী করে যা নিয়মের মধ্যে পড়ে না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৭| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫১

ত্রিকোণমিতি বলেছেন: loading …
.

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৮| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১

রাজা পাত্র বলেছেন: খুব সুন্দর কবিতা!
এখান থেকে একবার ঘুরে আসতে পারেন

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৯| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৫

বর্ষন হোমস বলেছেন: চাঁদগাজী বলেছেন:



কোন বাংগালী চোর হতে চায়নি জীবনে, তরাা ডাক্তার, ই্ন্জিনিয়ার, রাজনীতিবিদ হতে চেয়েছে সব সম

কখনো কোন জাতির লোক চোর হতে চেয়েছিল নাকি?!

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.