নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভগবান তুমি কোথায় থাকো?

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮


শহীদুল ইসলাম প্রামানিক

ক্ষুধায় কাতর ভিক্ষুক এক
মন্দিরেতে এসে
দু'হাত পেতে বসে আছে
মূল ফটকের শেষে।

বলছে কেঁদে, “হে ভগবান,
দাও গো কিছু মোরে
ক্ষুধার জ্বালায় জান বাঁচে না
খাইনি দু’দিন ধরে”।

পুরোহিতরা পুজায় ব্যস্ত
দেখছে নাকো তাকে
ভিক্ষুক শুধু ক্ষুধার জ্বালায়
বিধাতাকেই ডাকে।

এমনি করেই ডেকে ডেকে
কাটল সারা দিন
সন্ধ্যা বেলায় অনাহারে
কন্ঠ হলো ক্ষীণ।

বলছে ভিক্ষুক, “হে দয়াময়
কোথায় আমি এলাম
সারা দিনেও তোমার ঘরে
কিছুই নাহি পেলাম”।

এই না বলে ঘুরতে ঘুরতে
গেল গণিকালয়
মাতালগুলোর তান্ডব দেখে
পেল ভীষণ ভয়।

তারপরেতেও ক্ষুধার জ্বালায়
শুণ্য দু’হাত পেতে
চোখের জলে বলছে কেঁদে,
“দাও গো কিছু খেতে”।

এমন সময় মাতাল একজন
অতি নেশার ঘোরে
পকেট থেকে সব টাকা তার
দিল দু’হাত ভরে।

টাকা পেয়ে ভাবছে ভিক্ষুক
এইটা কেমনতরো
পুজারীদের চেয়েও দেখি
মাতালের মন বড়!

কানা কড়িও পেলামনাকো
সারাটা দিন ধরে
সেই খানেতে মাতাল এসে
দিল দু’হাত ভরে।

বুঝলামনাকো হে ভগবান,
কোথায় তুমি থাকো,
যেইখানেতে থাকার কথা
সেথায় পেলাম নাকো?

ডাকলাম তোমায় দেবালয়ে
পেলাম বেশ্যালয়
মন্দির ঘরের ঠিকানা দিয়ে
থাকো বিশ্বময়!

(ছবি ঃ ইন্টারনেট)
(বিঃদ্রঃ ছড়াটি দয়া করে কেউ কপি করে নিজ নামে প্রচার বা প্রকাশ করবেন না।)

মন্তব্য ৭৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: ছড়া বরাবরের মতই অনেক ভাল হয়েছে।
ভাল থাকুন প্রামানিক ভাই।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সোহেল, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ বলে গেছেন কবি!! আবারো মনে পড়ে গেল কবি নজরুল।।

স্রষ্টা বিশ্বময় বিরাজমান, কোন নির্দিষ্ট জায়গায় থেমে থাকেন না। এটা বুঝতে পারাই বড় কথা।
আমরা যেন মানুষ নামেই পরিচিতি পাই

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: স্রষ্টা সব জায়গায় থাকে আমরা অজ্ঞতা বশতঃ নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করার চেষ্টা করি। ধন্যবাদ

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাল লেগেছে। প্রভু কোথা থেকে কাকে কি দিবেন সেটা বড়ই আশ্চর্যের বিষয়।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। প্রভু ভালোকেউ লালন করেন মন্দকেউ লালন করেন। কাউকে না খেয়ে মরেন না।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাস্তবতার এক নির্মম চিত্র ছড়া উঠে এসেছে।

ভাললাগা জানবেন।

ভাল থাকুন ছড়াকার।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

নতুন বিচারক বলেছেন: ভাল লেগেছে ছড়া।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
(বিঃদ্রঃ ছড়াটি দয়া করে কেউ কপি করে নিজ নামে প্রচার বা প্রকাশ করবেন না।)
চোরে কি ধর্মের কথা শুনে? =p~
ইদার্নিং আপনার ছন্দগুলি বেশ তীক্ষ্ণ হচ্ছে।
বইমেলায় মলাট বন্ধি করার উদ্যোগ নিতে পারেন প্রামানিক ভাই।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, উৎসাহিত হলাম। বই মলাট বন্দি করার চেষ্টায় আছি, দেখা যাক।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বক্তব্য সুন্দর,কিন্তু ছন্দ কানে বাঁধছে।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

প্রামানিক বলেছেন: কিছু সমস্যা আছে যা আমি নিজেও জানি ওগুলো প্রিন্ট করার সময় ঠিক করবো, কারণ চুরির ভয় আছে।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো হইছে।

পূজারী বলেন, ভিক্ষু বলেন আর মোল্লা মৌলবি বলেন তাদের মন যে ছোট অনেক আগেই কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় বলে গেছেন।
আপনার এই ছড়া তাদের মুখে চপেটাঘাত।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যেখান থেকে কোন কিছু পাবার আশা মানুষ করে না, সেখান দেখে যখন গুরুদক্ষিণা পেয়ে যায়, তখন সত্যিই অবাক হয় মানুষ।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, এখানে ভিক্ষুকের ক্ষেত্রেও তাই হয়েছে। ধন্যবাদ

১১| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ভগবান ঐ অভিজাত পল্লীতে থাকে।।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

১২| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শুনেছি মাতালদের মন বড় হয়।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

প্রামানিক বলেছেন: মাতালরা নেশার ঘোরে অনেক সময় অনেক কিছুই করে যা সাধারণ মানুষ করে না।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

ওমেরা বলেছেন: দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কাকে দিবেন কি ভাবে দিবেন সেটা আল্লাহর ইচ্ছা। ছড়া খুব সুন্দর হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

যূথচ্যুত বলেছেন: বেশ ভালো।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন +।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন।
ছড়ায় মুগ্ধতা...

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শু্ভেচ্ছা রইল।

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




যেখানে যেখানে তাঁর থাকার কথা সেখানের ধারেকাছেও তাঁকে পাবেন না !!!!!!!!
সে জন্যেই তো কবি বলেছেন - "খেলিছো এ বিশ্ব লয়ে...................."

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন জী এস ভাই, যেখানে থাকার কথা সেখানে পাওয়া যায় না অন্য জায়গায় পাওয়া যায়।

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২২

নাগরিক কবি বলেছেন: ক্ষুধার চেয়ে বড় আর কোন পবিত্র গ্রন্থ নাই। যে আমাকে শিক্ষা দিতে পারে, মানুষ কাকে বলে?

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: দাদা চমৎকার লাগলো ।কথা গুলো খুব ভালো লেগেছে

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৬

ফাহমিদা বারী বলেছেন: কবিতা ভাল লেগেছে। তবে চোরের কাছে ধর্মোপদেশ দিয়ে লাভ নেই। যারা কপি করার তারা করবেই! অভাগা জাতি আমরা!!

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, চোরের সাথে হয়তো পারা যাবে না তারপরেও চোরকে চুরি না করার জন্য অনুরোধ করে যাই।

২১| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১০

হাতকাটা হাকিমুল বলেছেন: প্রামাণিক ভাই, আপনার আরও একটি মাস্টারপিস কাব্য

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাকিমুল, আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

২২| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনার ছড়াগুলোর মাঝে এটি অনেক বেশী স্বাভাবিকভাবেই প্রাকৃতিক

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, আপনার মূল্যবান মন্তব্যে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

২৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



তিনি যে আছেন বিশ্বজুরে
ভিক্ষুক জানল এতদিন পরে ।
যাহোক মুল বিষয়টা জানল
যদিও দিনমান উপুষে কাটল।

ছড়া সুন্দর হয়েছে ।

শুভেচ্ছা রইল

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬

প্রামানিক বলেছেন: মানুষ যত অভাবে পড়ে তত বিধাতাকে ডাকে, যত সুখী হয় তত আল্লাকে ভুলে যায়। এখানেও তাই হয়েছে। ধন্যবাদ ডঃ আলী ভাই।

২৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মাথায় সব সময় বুঝি এমন আজগুবী সব ছড়া কিলবিল করতে থাকে? ..........ছড়া কপি পেষ্ট কর্তে মুন্চাইতাছে =p~

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

প্রামানিক বলেছেন: আপনি তো চুর না আপনার জন্য কপি পেষ্ট জায়েজ। ধন্যবাদ

২৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩১

সাদা মনের মানুষ বলেছেন:
আমার এই ছড়াও কপি করা নিষেধ :P

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

প্রামানিক বলেছেন: এই ছড়াডা যে আপনার আগে কইবেন না, আমি তো অনেক আগেই কপি রাইট মুখস্থ কইরা ফালাইছি। এহুন এইডা মুছি কেমন?
ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

২৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০

উচ্ছল বলেছেন: ‌এই লিখার জন্য আমি কি আপনার কাছে সাম্প্রদায়িক প্রশ্ন তুলতে পারি???

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

প্রামানিক বলেছেন: সাম্প্রদায়িক প্রশ্ন এখানে না তোলাই ভালো অনেকে বুঝবে অনেকে বুঝবে না।

২৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

নীলপরি বলেছেন: বরাবরের মতোই খুব ভালো লাগলো ।

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

সোহানী বলেছেন: সত্যিই ভগবান যে কোথায় আছে বা কোথায় নেই তা কে বা জানে.... সবসময়ই ভালোলাগা প্রিয় ছড়াকার।

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

প্রামানিক বলেছেন: ভগবান সব জায়গায় থাকে। আমরা মিছেই তাকে গন্ডির মধ্যে রাখার অপপ্রচার করে থাকি।

২৯| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

তারেক ফাহিম বলেছেন: বরাবরের ন্যায় ভালো লাগা জানিয়ে গেলাম।

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩০| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শেষ পর্যন্ত গণিকালয়ে ভগবান! খাইছে রে! লোকজন তো মসজিদ-মন্দির ছেড়ে ঐ দিকে ছুটবে।

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

প্রামানিক বলেছেন: ভগবান সব জায়গায় থাকে। গণিকালয় একটা উদাহারণ। ভগবান যদি পবিত্র অপবিত্র সব জায়গায় না থাকতো তাহলে এই পৃথিবীতে কোন প্রাণী্ই বাঁচতে পারতো না। ভগবান তাদের খাওয়ায় বলেই তারা বেঁচে থাকে।

৩১| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: ছড়ার মূল বক্তব্যটা ভাল লেগেছে।
ওমেরা এবং চাঁদগাজী এর মন্তব্যদুটোও।
++

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহিত হলাম।

৩২| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

সাদা মনের মানুষ বলেছেন:

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: কালো কুটকুটা চায়ের জন্য ধন্যবাদ।

৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইশ্বর বলেন আর ভগবান বলেন সবই মানুষের সৃষ্টি।
মানুষই সব চেয়ে বড় নির্মাতা।

ছড়ার জন্য +++

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

৩৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: প্রামানিক ভাই , ভবঘুরে ভিক্ষুকদের জন্য প্রাণ কাঁদে বলে আবার আসলাম ফিরে।
দেশে এখন কয়েক লক্ষ্ এমন ভিখারী আছে যাদেরকে দেখার কেও নেই এই ভব সংসারে ।
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ত্রিশাল উপজেলাতে ধলা সরকারী আশ্রয় কেন্দ্র নামে একটি ভবঘুরে আশ্রয় কেন্দ্র
আছে ।

প্রায় ১৬ একর জমির উপরে অবস্থিত এই কেন্দ্রটি গড়ে উঠেছে এক প্রাচীন জমিদার বাড়ীতে যা শুধু দৃষ্টি নন্দন-ই নয় তা ত্রিশাল উপজেলার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এই কেন্দ্রটিতে প্রায় ৩০০ নিবাসী অবস্থান করতে পারে । কেন্দ্রটি সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ভবঘুরে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ধলা রেলওয়ে স্টেশনের খুব নিকটে-ই এই কেন্দ্রটি অবস্থিত। সেখানকার যে অবস্থার কথা এখন শুনি তাতে মনে হয় সেখানে এখন এই ছড়ায় দেখানো ভিক্ষুককে নিয়ে গেলে মন্দিরের পুরোহিতদের মতই দেখবেনা কেও তাকে । তবে কামনা করি এমন সর্বশান্ত ভবঘুরে ভিক্ষুকদেরকে যেন রাখা হয় যত্ন করে আশ্রয় কেন্দ্রে , আর চুড়ন্ত পর্যায়ে দেশের কেও যেন পরিনত না হয় ভবঘুরে ভিক্ষুকে ।

শুভেচ্ছা রইল

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ভিক্ষুকরা সব জায়গায় অবহেলিত। বর্তমানে কাঙালি ভোজের নামে অবস্থাপন্ন লোকেরাই ভিক্ষুকের খাদ্য খেয়ে নেয়। কিছুই করার নাই। মানুষের নৈতিক চরিত্র দিন দিন নিচে নেমে যাচ্ছে। আপনি ভিক্ষুক নিয়ে মূল্যবান একটি মন্তব্য করেছেন। আপনার প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ।

৩৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

মিউজিক রাসেল বলেছেন: ব্লগিং করি ৫ বছর ৯ মাস নিয়মিত নয়, আসলে ব্লক করি বললে ভুল হবে ব্লগ পড়ি :) প্রবাসে থাকায় তেমন সময় পাই না। তবে মাঝে মাঝে উকি দেই লগ ইন ছাড়া কন্তি আপনার নতুন কবিতা যখন পড়ি তখন আর না লগইন করে পারি না, নিজের কাছে কেমন জানি লাগে । আপনি এত কষ্ট করে আমাদের জন্য কবিতা লিখেন আর আমরা তা না পড়লে কি হয়।

আপনার কবিতাটা বরাবরের মত এত ভালো লাগলো যে প্রসংশা করার মতো ভাষা জ্ঞান আমার নেই

ভালো থাকেন ছড়ার কারিগর দুয়াকরি

ধন্যবাদ
রাসেল আহমদ
বাহরাইন

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আমার ছড়ার পাঠক জেনে যেমন আনন্দিত হলাম তেমনি উৎসাহিত হলাম। প্রবাস জীবনে আপনার সুস্বাস্থ্য কামনা করি।

৩৬| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: টাকা পেয়ে ভাবছে ভিক্ষুক
এইটা কেমনতরো
পুজারীদের চেয়েও দেখি
মাতালের মন বড়

এটাকে কবির স্বাধীনতা হিসেবে ধরে নিলাম!!!:)


ছড়া ভালো হয়েছে!!:)

++

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:



সিরিয়াস ছড়া । বেশ অর্থবহ ।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৭

এম আর তালুকদার বলেছেন: চমৎকার, প্রশংসার ভাষা হারিয়ে ফেলেছি। খুব ভাল লেগেছে।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫

অলিউর রহমান খান বলেছেন: বেশ হয়েছে। আপনাকে অনুসরণ করতে যাচ্ছি। বিষণ ভালো লেগেছে।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.