নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মজার স্বপ্ন!

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:০৩


শহীদুল ইসলাম প্রামানিক

স্বপ্ন তো ভাই সবাই দেখি
স্বপ্ন দেখে নেতা
গরীব মানুষ স্বপ্ন দেখলে
খবর রাখে কে তা?

ধনী লোকে স্বপ্ন দেখলে
ব্রীজ-কালভার্ট করে
গরীব লোকে স্বপ্ন দেখে
চৌকির তলে পড়ে।

বড় নেতায় স্বপ্ন দেখলে
দেশের উন্নতি হয়
মোল্লা-মুন্সী স্বপ্ন দেখলে
মরণরে পায় ভয়।

পীর-ফকিরে স্বপ্ন দেখলে
ভাল কিছু জোটে
ভীতু লোকে স্বপ্ন দেখলে
চিৎকার করে ওঠে।

প্রেমিকেরা স্বপ্ন দেখলে
পরীর রাজ্যে যায়
দুই প্রেমিকে ঝগড়া করে
স্বপ্নে থাপ্পর খায়।

প্রেমিকারা স্বপ্নের ভিতর
পায়রে শুধু ডর
বদ প্রেমিকের পাল্লায় পরে
স্বপ্নেই ভাঙে ঘর।

পাতি নেতায় স্বপ্ন দেখলে
বড়র কর্ম সারা
তরুণ তরুণী স্বপ্ন দেখে
হয়রে আত্মহারা।

স্বপ্ন কেহ খারাপ দেখে
কেহ দেখে ভাল
স্বপ্নেতে কেউ হেসেই মরে
কেউ করে মুখ কালো।

মন্তব্য ৭৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: স্বপ্ন নিয়ে দারুন ছড়া!
ভাল লেগেছে প্রামানিক ভাই।

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:০৯

ইমরান আল হাদী বলেছেন: স্বপ্ন দেখে মন...
স্বপ্ন ছাড়া বাঁচে বা কজন...

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:১২

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ কথা, ধন্যবাদ আপনাকে।

৩| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:১০

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আবু আফিয়া, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:১৫

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার ছড়া, আহারে স্বপ্ন।

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তারেক মাহমুদ, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাঝে মাঝে স্বপ্ন নিয়ে কোথায় উধাও হন,
একা একা ডরাই আমি তা বোঝেন না ক্যান।
সবসময় দেখতে চাই মাঠ করেছেন গরম
ছাড়ার রাজা না থাাকিলে পাই কিন্তু সরম।

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:২৫

প্রামানিক বলেছেন: আছি তো ভাই আশেপাশেই
কাজের জ্বালায় ব্যাস্ত
পেটের ভাত জোগাড় করতে
সদা থাকি ন্যাস্ত।

ভুলে যাইনি কারো কথাই
রাখছি মনে মনে
অস্থির হলে মাঝে মাঝে
কথা বলি ফোনে।

৬| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:২০

কামরুননাহার কলি বলেছেন: আমি যদি স্বপ্ন দেখি
কিছুেই ফলে না!!
এখন থেকে ভাবছি বসে
দেখবো না আর স্বপ্ন বসে!

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ইচ্ছা করলেই স্বপ্ন দেখা
হয় না কারো ভাগ্যে
বিনা স্বপ্নেই দুঃখ আসে
থাকলে রাজার আজ্ঞে।

স্বপ্ন ভাইরে দেখার চাইতে
না দেখাটাই ভালো
খারাপ স্বপ্ন দেখলে পরে
মুখ হবে যে কালো।

৭| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্নে তারে দেখেছিলেম
জনমজনম চেনা
বাস্তবেতে র'ল আঝো
হয়ে অচেনা!

স্বপ্ন মাঝে মনের মতোন
তারেই খূঁজে পাই
বাস্তবেতে অচিন পুরে
কোথাও সে নাই।

চশমিশ সে স্বপ্নে দেখি
মিষ্টি মধুর মূখ
স্বপ্নেই আজো খুঁজি
পাই স্বপ্নতেই সূখ।

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৩২

প্রামানিক বলেছেন: অলীক বস্তু কল্পনাটা
স্বপ্নেই শুধু হয়
অলীক বস্তু দৃশ্যমান
বাস্তবেতো নয়।

তারপরেতেও স্বপ্ন সেতো
অজান্তেতে দেখা
স্বপ্ন কভু বাস্তব হলে
ভাগ্যের লিখন লেখা।

৮| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:২৮

সৈয়দ তাজুল বলেছেন: স্বপ্ন নিয়ে কবিতা।
ভাল লাগলো ছড়ার ছন্দ
ভাল লাগলো সব।
সকলের স্বপ্ন
হয়ে যাক বাস্তব।

প্লাস+++++

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: সবার স্বপ্ন বাস্তব হলে
বাঁধবে গন্ডগোল
সবাই তখন রাজা হবে
কে বাজাবে ঢোল?

৯| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৪৭

খালেদা শাম্মী বলেছেন: স্বপ্ন কেহ খারাপ দেখে
কেহ দেখে ভাল
স্বপ্নেতে কেউ হেসেই মরে
কেউ করে মুখ কালো।

খুবই ভাল লেগেছে...

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৪৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েছে স্বপ্ন সমাচার।

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার স্বপ্নে একলা আমি,
ধূসর বিকেল, সন্ধ্যে কাটাই।
কখনোবা যাত্রী হয়ে,
মহাকালের পথে হারাই।
+++

০৩ রা মে, ২০১৮ দুপুর ১:১৪

প্রামানিক বলেছেন: স্বপ্নের ভিতর হারিয়ে গেলে
বড়ই ভালো লাগে
স্বপ্ন ভাঙলেই গাল ফুলিয়ে
থাকে রাগে রাগে।

মন্তব্য করার জন্য ধন্যবাদ

১২| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৪৪

সৈয়দ তাজুল বলেছেন:
আমি বলি না স্বপ্ন তাকে
অবচেতনের সজ্ঞায় যে পড়ে

০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:২৪

প্রামানিক বলেছেন: আপনার কথাও ঠিক। ধন্যবাদ

১৩| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:৫৯

সুমন কর বলেছেন: তা, আপনার স্বপ্নের কথা বললেন না !!!!

ভালো লাগল।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:২৫

প্রামানিক বলেছেন: এইগুলার মধ্যে আমার স্বপ্নও আছে, আমি তো অনেকের বাইরে না। ধন্যবাদ ভাই সুমন কর, মন্তব্যে খুশি হলাম।

১৪| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্বপ্ন নিয়ে চমৎকার ছড়া।


ধন্যবাদ প্রামানিক ভাই।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

১৫| ০৩ রা মে, ২০১৮ দুপুর ২:৫৬

আখেনাটেন বলেছেন: তবুও এই স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। না হলে প্রেমিক কুদ্দুস তিন ছাওয়ালের মা প্রেমিকা ছালমা বেগমের জন্য এখনও কীভাবে আশা জিইয়ে রাখে? স্বপ্নই বাঁচিয়ে রেখেছে এমন সব কুদ্দুসদের। :P

০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:২৭

প্রামানিক বলেছেন: প্রেমিক কুদ্দসদের স্বপ্ন আছে বলেই তারা বেঁচে আছে কথা ঠিক। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৬| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এযেনো স্বপ্নের হাবনামা। ছড়াটি ভীষণ ভাল লাগল প্রামানিক ভাই।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১৭| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: অনেক দিন পর আপনার পোষ্ট পেলাম।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, নানা কারণে এখন ব্লগে কম আসা হয়। ধন্যবাদ

১৮| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:১৬

ওমেরা বলেছেন: স্বপ্ন না দেখলে তো জীবন হতাশায় ভরে যাবে !

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

প্রামানিক বলেছেন: একথাও ঠিক, স্বপ্ন থাকা দরকার, তা না হলে জীবনের গতি থাকবে না।

১৯| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


স্বপ্ন মানুষকে নতুন জগতে নিয়ে যায়, এক অজানা অনুভুতি

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন চাঁদগাজী ভাই, স্বপ্ন-এর কারণেই মানুষ উপরে উঠতে সক্ষম হয়।

২০| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৪২

মাআইপা বলেছেন: চমৎকার হয়েছে প্রামানিক ভাই।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

কাছের-মানুষ বলেছেন: চমৎকার লিখছেন। ছড়া লেখায় আপনি বরাবরই ভাল, এটাও ব্যাতিক্রম নয়। আমার ভাল লাগা রইল।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাছের মানুষ। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:১১

হাফিজ বিন শামসী বলেছেন:

বরাবরের মত দারুনহ হয়েছে।

০৩ রা মে, ২০১৮ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:২৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো । এখানে স্বপ্নের রং ফুটে উঠেছে। হরেক রঙের স্বপ্নের হরেক রকম সাজ ।

০৩ রা মে, ২০১৮ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কবি হাফেজ আহমেদ, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:৪৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমি একজন ছড়ার সমজদার পাঠক, প্রামাণিক ভায়ের ছড়া পেলে কথায় নেই। খুব ভালো লাগল। ++

০৩ রা মে, ২০১৮ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:০২

মনিরা সুলতানা বলেছেন: স্বপ্ন নিয়ে দারুন ছন্দ বেঁধেছেন ভাই ।
ভালোলাগা।

০৩ রা মে, ২০১৮ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনিরা সুলতানা, উৎসাহমূলক মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:১৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুণ স্বপ্ননামা।

০৩ রা মে, ২০১৮ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন কঙ্কাবতী রাজকন্যা। মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:১৭

সনেট কবি বলেছেন:




ছড়ারাজ লিখেছেন
স্বপ্ন নিয়ে ছড়া
কত্তভাবে ছড়া যেন
নেড়ে যায় কড়া।

স্বপ্নের বৃত্তান্ত শুনে
হেসে কুটি কুটি
বেজার মুখ সেই সাথে
পেয়ে যায় ছুটি।

প্রিয় কবি লিখে ছড়া
পাঠে ভরে মন
যেন কি দখিনা হাওয়া
বহে সন সন।

গাও না জুড়ালেও তাতে
মনটা জুড়ায়
শান্তিতে আনন্দ ঘোড়া
ত্যাজেতে দৌড়ায়।

আমরা এমন আরও
ছড়া চাই কবি
যাতে ফুটে উঠে সব
বাস্তব ছবি।

০৩ রা মে, ২০১৮ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: সনেট কবির ছন্দ পড়ে
ভরে গেল মন
আনন্দেতে চোখে যেন
অশ্রু বরিষণ।

প্রশাংসাতে পঞ্চমুখ
হলাম ছড়া পড়ে
সনেট কবিতায় মুগ্ধ হই
ব্লগে পাঠ করে।

ধন্য ধন্য ধন্য তোমায়
জানাই ধন্যবাদ
আপনার কাব্যে পেয়ে থাকি
অমৃতেরি স্বাদ।

২৮| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: মজার ছড়া।


ভাল লাগলো ভাই।।

০৩ রা মে, ২০১৮ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:



স্বপ্নের কারসাজি বোঝা বড় দায়!

ছড়ায় ভাল লাগলো।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

৩০| ০৩ রা মে, ২০১৮ রাত ১১:৫৮

করুণাধারা বলেছেন: অনেকদিন পর সপ্নের কবিতা নিয়ে এলেন।

দারুন কবিতা, ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, ঠিকই বলেছেন অনেক দিন ব্লগে আসা হয় নাই। শুভেচ্ছা রইল।

৩১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১:০৭

আকতার আর হোসাইন বলেছেন: খুব ভালো লাগলো...

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আকতার হোসেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৩:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি স্বপ্নে দেখি কাড়ি কাড়ি টাকা
হায়রে ঘুম ! যখন ভাঙ্গে - দেখি সবই ফাকা ফাকা
পত্র লিখি প্রমানাকি ভাই, স্বপ্ন কি বৃথাই যাবে জলে -
উত্তর আসে “সবুরে মেওয়া ফলে !!!

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: সবুরে ভাই মেওয়া ফলে কথা ভাইরে সত্য
কাজ হবে না যতই খান না স্বপ্নের ভিতর পথ্য।
স্বপ্ন হলো কল্পনাতে স্বপ্নের ভিতর লক্ষ্য
স্বপ্নে জিতলেও হয় না জেতা পক্ষ কি বিপক্ষ।

৩৩| ০৪ ঠা মে, ২০১৮ ভোর ৪:৫১

কাওসার চৌধুরী বলেছেন: শুভেচ্ছা নেবেন। আপনার সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। হুম, কবিতাটি এক কথায় চমৎকার হয়েছে।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: আমি ভাই একজন পুরানো পাপী, প্রথম আলো থেকেই আমার ব্লগিং জীবন শুরু, সেই সময় ব্লগে অনেক ভালো ভালো লেখক ছিল। বর্তমানে সেইসব লেখক অনেক কমে গেছে। নানা কারণে আমারও এখন ব্লগে কম আসা হয়।
আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগল, লিখতে থাকেন সাথে আছি।

৩৪| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রামানিক ভাই, আমরা আসলেই পুরোনো পাপী, আমি ব্যান খেয়ে খেয়ে আমার নাম হওয়া উচিত ব্যানগগ ঠাকুর মাহমুদ (শুধু ব্যান লেখতে আত্ম মর্যাদায় লাগে আফটার অল পুরান ঘি ঔষধ বলে কথা )

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:০২

প্রামানিক বলেছেন: একদম ঠিক কথাই বলেছেন ভাই, পুরান ঘি ৗষধ বলে কথা। কিন্তু দুখের বিষয় পুরানরা দিন দিন কমে যাচ্ছে। অল্প কিছু এখন ব্লগে দেখা যায় তার মধ্যে আপনি একজন।

৩৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:১৮

সোহানী বলেছেন: স্বপ্নে ছড়ায় ভালোলাগা.. প্রিয় কবি।

০৫ ই মে, ২০১৮ সকাল ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সোহানী। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ০৫ ই মে, ২০১৮ সকাল ১১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঘুমিয়ে মানুষ যা দেখে তা স্বপ্ন নয়; স্বপ্ন সেটাই যেটার জন্য কাজের তাগিদে আপনরা ঘুম হারাম হয়ে যাবে।

স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে।

০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: আপনার কথাও ঠিক। ধন্যবাদ

৩৭| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯

এম আর তালুকদার বলেছেন: চমৎকার

০৮ ই মে, ২০১৮ রাত ১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩৮| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: স্বপ্ন নিয়ে বেশ চমৎকার একটা ছড়া লিখেছেন!
ভাল লেগেছে, তাই দ্বাদশতম ভাল লাগা রেখে গেলাম + +

২১ শে জুন, ২০১৮ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.